নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস দিয়ে করোনাকে প্রতিহত

১১ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২২


আজ এক খবরে দেখলাম যে ঢাকার ৯% লোকজন করোনায় সংক্রমিত এবং তার ৭৮% এর মাঝে কোন সিম্পটম নাই!!!!! চমৎকার খবর যদি সত্য হয়....তাহলে সব কিছু খুলে দিয়ে হার্ড ইমিউনিটি এর দিকে গেলেই হয়...হয়ত বয়স্ক লোকজন কে রক্ষা করার জন্য অন্য কোন উপায় বের করতে হবে....যাতে উনারা কারোর সংস্পর্শে আসতে না পারেন...কিন্তু কিভাবে ৭৮% কোন সিম্পটম নাই সম্ভব হল? কভিড রোগ বানানোর করোনা ভাইরাস এর কিছু নিকটআত্নীয় আছে যারা কভিড এর মত এরকম মারাত্নক রোগ তৈরী করে না....এরা মাইল্ড সর্দি তৈরী করে ....এদের নাম হল 229E, NL63, OC43, and HKU1করোনা ভাইরাস....দেখা যাচ্ছে যে যারা আগে কখনও এই সব মাইল্ড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সামান্য সর্দি কাশিতে ভুগেছেন, তারা শরীরে ইমিউন সিস্টেম কে 'ট্রেইন' করাতে পেরেছেন যাতে করে কভিড এ আক্রান্ত হলেও শরীর এর ইমিউন সিস্টেম আগের মাইল্ড করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে কভিড এর ভাইরাস এর সাথে সফল ভাবে ফাইট করতে পারে...তাই হয়ত কভিডে আক্রান্ত হয়েও কোন সিম্পটম শো করে না...যারা কোন সিম্পটম শো করে না তাদের ইমিউন সিস্টেম রিসার্চ করার এখনই সময়...দেখা উচিত কি ধরনের এন্টিবডি, কভিড কজিং ভাইরাস এর সাথে ফাইট করছে।
রিসার্চ এ যদি পাওয়া যায় যে 229E, NL63, OC43, and HKU1 ভাইরাস এর সময় এন্টিবডি ই কভিড ফাইটিং এ বেশী সক্রিয় তাহলে আমার প্রস্তাব হল যে, পরীক্ষার জন্য সীমিত আকারে কিছু জনসাধারন এর মাঝে 229E, NL63, OC43, and HKU1 করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া হোক.....যেহেতু এসব ভাইরাস তেমন কোন ক্ষতি করতে পারে না, কিন্তু কভিড এর ভাইরাস এর বিরূদ্ধে লড়ার শক্তি জোগায়, তাহলে এই পদ্ধিতি গবেষনাগারে পরীক্ষা করে ব্যাপক হারে ব্যব হার করা যায় কিনা দেখা উচিত।

তবে সেইফটি হিসাবে এও দেখা উচিত যে 229E, NL63, OC43, and HKU1 করোনা ভাইরাস এর এন্টিবডি কি অন্য কোন ভাইরাস এর কে সহজেই মানব দেহে প্রবেশে সাহায্য করে কিনা যেটা কে বলে Antibody-Dependent Enhancement (ADE)। ডেংগুতে ADE একটা প্রবলেম।

বিসিজি ঠিকা নেওয়া লোকজনের ম্যালেরিয়া হয় না বলেই প্রতীয়মান...এখন দেখা যাচ্ছে যে যারা হেপ সি, ফ্লু, নিউমোনিয়ার টিকা নিয়েছেন, তারা কম আক্রান্ত হচ্ছেন... তাহলে 229E, NL63, OC43, and HKU1 লো ডোজ কে 'টিকা' হিসাবে ই নেওয়া যেতে পারে..অবস্যই সেফটি পরীক্ষা নিরীক্ষা করার পর....।

আর হ্যা মাস্ক ব্যবহার করতে ভুলবেন না....অন্য সব কিছুর মতই 'সাইজ ম্যাটারস' ভাইরাস এর বেলায় ও...মাস্ক যে ব্যবহার করে না, সে তার নিশ্বাস এর সাথে হয়ত ১০,০০০ কপি ভাইরাস কে নিজের দেহে প্রবেশ করায়। আর যে মাস্ক পরে থাকে, সে হয়ত ১০ কপি ভাইরাস শরীরে প্রবেশ করায়....আপনার ইমিউন সিস্টেম ১০,০০০ কপি কে হ্যান্ডেল করতে পারে না কিন্তু ১০ কপি কে সহজেই হ্যান্ডেল করতে পারে...আর এই ১০ কপি লো ডোজ টিকার মতই কাজ করে যাতে আপনার ইমিউন সিস্টেম পরে আবার আক্রান্ত হলে সহজেই ফাইট করতে পারে...তার মানে মাস্ক করোনা টিকার মতই হেল্প করে...।
হ্যাপি মাস্কিং...

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৫

দারাশিকো বলেছেন: হ্যাপি মাস্কিং।

১১ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: মাস্ক ইউজ করছেন তো?

২| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

মোগল সম্রাট বলেছেন: করোনা ভাইরাসকে প্রতিহত করুন!

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: প্রতিহত করুন টেকনোলজি দিয়ে...অনেকেই তাবিজ কবজে বিশ্বাস করছে

৩| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিষে বিষ ক্ষয় - আমার কেনো জানি মনে হচ্ছে হয়তোবা এটিই হবে প্রতিষেধক। আমার কাছে অয়েল প্লান্টের গ্যাস মাস্ক আছে সমস্যা নেই। বাদবাকি আল্লাহ ভরসা। - আগে বাস ট্রাকের পেছনে লেখা থাকতো “আল্লাহর নামে চলিলাম” - সেই অবস্থা!

মোগল সম্রাট ভাই, আপনি কোথায়? কেমন আছেন?

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: "বিষে বিষ ক্ষয় - আমার কেনো জানি মনে হচ্ছে হয়তোবা এটিই হবে প্রতিষেধক"
সহমত

৪| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম থেকেই মাস্কের ব্যাপারে সতর্কতা করা উচিত ছিল। কিন্তু তারা প্রথম দিকে বলেছে সবার মাস্ত পড়ার দরকার নাই। প্রথম থেকে মাস্ক পড়লে কিছু রোগী কম হত।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫০

কলাবাগান১ বলেছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব সময় ভ্য লাগিয়ে রাখতে চায় যাতে তাদের সংস্থার প্রয়োজনীয়তা বজায় থাকে

৫| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: কিছু লিখতেও ভয় লাগছে।
আপনি বলবেন মিথ্যা লিখেছি। বানিয়ে লিখেছি।

ঈদের আগের দিন আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে এলো। হ্যান্ডশেক করলো। গ্রামের বাড়ি চলে যাচ্ছে বলে কোলাকুলি করলো। আমরা একসাথে অনেক গল্প করলাম। চা সিগারেট খেলাম।

ঈদের দুইদিন পর বন্ধু তার মায়ের সাথে ঈদ করে গ্রাম থেকে ফিরে এলো।
আমার সাথে দেখা করলো। হ্যান্ডশেক করলাম। গল্প হলো। চা সিগারেট খেলাম। বন্ধু কোলাকুলি করলো। সে রাতেই সে তার শ্বশুর বাড়ি গেল। এবং পরের দিন ফোণ করে জানালো তার করোনা হয়েছে। সে আজ সকালেই জানতে পেরেছে।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫১

কলাবাগান১ বলেছেন: সবসময় বানিয়ে লিখেন না তবে প্রায় সময় আপনি বানিয়ে বানিয়ে কথা লিখেন

৬| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪

নেওয়াজ আলি বলেছেন: একটা নিউজ দেখে ছিলাম সৌদি আরব মাক্স ব্যবহারে ব্যাপক সাফল্য পেয়েছে । আর আমরা ব্যবহার করতে রাজিই না

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫২

কলাবাগান১ বলেছেন: তবে মানুষজন নিজে থেকেই মাস্ক পড়ে না...এতে যে আপনি এখনও হাসিনা সরকার এর দোষ বলে মন্তব্য করেন নাই...তাতেই আমি সন্তস্ট

৭| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২

অন্তরা রহমান বলেছেন: আমি বরাবরই হার্ড ইম্যুনিটির পক্ষে। এছাড়া কাজ হবে না, অন্তত এই দেশে না।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫২

কলাবাগান১ বলেছেন: তবে সুইডেন এর মত হার্ড ইমিউনিটি না হোক

৮| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১:০৮

নতুন বলেছেন: বাংলাদেশে তো হার্ড ইমিউনিটি হচ্ছে।

শুনলাম স্বাস্হ বুলেটিন বন্ধ করবে সরকার।

সবকিছু খোলা। তাই টেস্ট বন্ধ করেদিলেই হলো।

কয়েক মাসে আমাদের দেশের মানুষ হার্ড ইমিউনিটি পেয়ে যাবে। :|

১২ ই আগস্ট, ২০২০ রাত ১:২০

কলাবাগান১ বলেছেন: স্বাস্হ্য বিভাগ হার্ড ইমিউনিটির কনসেপ্ট টা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা বুঝে কিনা সেটা সন্দেহ

৯| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের নিজেরই কিছু প্রতিরোধ ক্ষমতা আছে।তার সাথে যদি বাড়তি কিছু সহযোগিতা পায়( যার উল্লেখ করেছেন) ত হলে করোনার মোকাবিলা করা সহজ হবে।

১২ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২১

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ এবং সহমত

১০| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২০

শায়মা বলেছেন: যাদের সিম্পটম নাই তারা কি অন্যকে সিম্পটম দিয়ে দিতে পারে নাকি আবার তাইলে তো বিপদ!!!


ভাইয়া আজকে তোমাকে মনে পড়লো। একজনকে কিচেনের ছবি দিতে গিয়ে।


মনে আছে তুমি আমার কিচেনের ছবিকে ব্যঙ্গ করেছিলে তাই নিয়ে আমার সে কি দুঃখ! :P

১৮ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২২

কলাবাগান১ বলেছেন: যাদের সিম্পটম নাই তারা অন্যকে বেশী সিম্পটম দিয়ে দিতে পারে বলে অনেকেই মনে করছে।

খালি চোখে কেউ আপনার পোস্ট পড়লে মনে হবে ostentatious কিন্তু আপনার উপস্হাপনের গুনে এটা হয়ে উঠে unpretentious

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

কলাবাগান১ বলেছেন: NY Times publishes Article: Masks as vaccine

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮

মা.হাসান বলেছেন: লিংকটার জন্য ধন্যবাদ। আপনার পোস্টে যা আছে তার চেয়ে বেশি তথ্য নেই, তবে পত্রিকার গেটাপ খুব ভালো লাগলো। যেভাবে কমেন্ট করার সুযোগ দিয়েছে দেশের কোনো পত্রিকায় এই ভাবে ওপেন কমেন্ট করার সুযোগ দেখি না।

পত্রিকার ভাষার মান ভালো লাগে নি। নিউইয়র্কে মনে হয় বাইরের লোকই বেশি।

Prothom Alo news - যদি সময় পান তবে এই বিষয়টা নিয়ে লেখার অনুরোধ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.