নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

তেজস্কৃিয় কলা খাচ্ছেন???

২১ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫১


কলা খেলে নাকি আপনার শরীরে তেজস্কৃিয়তা ঢুকে। কেমনে কিভাবে???

তেজস্কৃয়তা (radiation) কোথা থেকে আসে??? পৃথিবীর সকল মেটেরিয়লস হল অনু (এটম) দ্বারা গঠিত। আর এই এটম এর মাঝে কিছু এটম আছে যেগুলি হল আনস্টেবল মানে হল- তারা ভেংগে যেতে পারে অথবা ডিকে (decay) হতে পারে তখন তারা পরমানু এর মত পার্টিকেল কে রেডিয়েশন এর দ্বারা ইমিট (emit) করে । আর আমরা জানি যে এই রেডিয়েশন আমাদের শরীরে এর প্রোটিন, ডিএনএ/আরএনএ এদের কে ভেংগে দিতে পারে যার জন্য আমাদের নানাবিধ রোগব্যাধি বিশেষ করে ক্যান্সার এর মত রোগ হতে পারে।
পটাশিয়াম (K) হল এমন একটা এটম যার তিনটা 'প্রজাতি' আছে - K-39, K-40, and K-41. এর মাঝে K-40 হল রেডিওএক্টিভ এবং এরা শক্তিশালী বেটা রেডিয়েশন ছড়ায়। তবে ১০০% ন্যাচারাল পটাশিয়াম এর মাঝে ০.০১২% K-40. তার মানে আপনার শরীর এরমাঝে যত পটাশিয়াম আছে তার (১২০ গ্রাম), তার ০.০১২% হল K-40। তবে রেডিওএক্টিভ পটাশিয়াম K-40 এর হাফ লাইফ হল ১.3 বিলিয়ন বছর, তাই সামান্য কিছু পটাশিয়াম পার সেকেন্ডে ডিকে (decay) করে রেডিয়েশন ছড়ায় শরীরে।

একটা ১০০ গ্রাম এর কলাতে প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম আছে, তার মানে ৪০০ মিলিগ্রাম এর ০.০১২% হল রেডিওএক্টিভ পটাশিয়াম K-40। তার মানে কলা খাওয়ার সাথে সাথে আপনি রেডিওএক্টিভ পটাশিয়াম ও খাচ্ছেন। শুধু কলা না, অনেক ভেজিটেবল ও প্রচুর পরিমানে পটাশিয়াম থাকে (পালং শাক), তাতেই তেজস্কৃিয় পটাশিয়াম আছে।

তবে একসাথে এক হাজার কলা খেলে একবার চেস্ট এক্সরে করতে যে পরিমান রেডিয়েশন এ এক্সপোজার হন তার সম পরিমান রেডিয়েশন আপনার শরীরে এক্সপোজ হবে। কিন্তু আপনাকে অন্তত ১ বিলিয়ন কলা এক বসাতে খেতে হবে যাতে রেডিয়েশনে আপনার মৃত্যু হবে।

আশার কথা হল শরীর সবসময় ১২০ গ্রাম পটাশিয়াম লেভেল মেইনটেইন করে (Homeostasis) বেশী হলেই প্রস্রাব বা অন্য বিক্রিয়া দ্বারা পটাশিয়াম লেভেল কে ১২০ নামিয়ে আনে..তাই কলা খেলেও কোন প্রবলেম নাই...

আপনি কলা খাওয়ার চেয়ে বেশী রেডিয়েশন পাবেন যখন আপনি অন্য কারো সাথে ঘুমান (একা না !!!!!)। অন্য জন যদি নাক ডাকে বা জোরে নিশ্বাস ফেলে, তার শরীর থেকে নিগৃত রেডিওএক্টিভ কার্বন-১৪ তার CO2 (carbon di oxide) থেকে আপনার শরীরে প্রবেশ করতে পারে। একা ঘুমানো ই স্বাস্হ্যকর!!!!!!!

হঠাৎ মনে হল আজ- "হাঠ হাজারীর আজকের ছবি দেখেই বুঝতে পারলাম বাংলাদেশে কেন বিজ্ঞানীর এত অভাব...."

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩২

দূর আকাশের নীল তারা বলেছেন: ১০০% ন্যাচারাল পটাসিয়াম বলতে খনি থেকে সংগ্রহিত পটাসিয়ামকে বোঝানো হয়েছে, যেটা মাটির অনেক গভীরে থাকে, উপরের স্তরের মাটিতে থাকে না।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৬

কলাবাগান১ বলেছেন: যেখানেই পটাশিয়াম থাকুক না কেন, সকল পটাশিয়াম এ নিদিস্ট হারে তিন প্রজাতির পটাশিয়াম এর মিশ্রন থাকে (০.০১২% হল K-40)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩০

এমএলজি বলেছেন: Thank you!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: Why??? be specific.......

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

রাশিয়া বলেছেন: খনিতে যে পটাশিয়াম থাকে, তাই তো গাছের শিকড়ের মাধ্যমে ফলমূলে প্রবেশ করে, তাই না? যুক্তরাজ্যে মোবাইল টাওয়ার স্থাপনের পর গরুর দুধের উৎপাদন কমে গেছে। কারণ কি?

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৪

কলাবাগান১ বলেছেন: পটাশিয়াম গাছের পাতার মাঝে থাকা স্টোমা (অপেনিং) খোলা/বন্ধ করার জন্য অপরিহায্য...সকল ফল/মুল এ শিকড় দিয়েই মিনারেলকে আপটেক করা হয়ে থাকে (ইনঅর্গানিক নিউট্রশন).. গরুর দুধের কারন কি সেটা আপনি নিশ্চয়ই জানেন...সেটা বলে ফেলুন

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

নূর আলম হিরণ বলেছেন: আরো ১৮০০টি মাদ্রাসা করার ঘোষণা দিয়েছে পিএম। আরো অনেক বিজ্ঞানী পেতে যাচ্ছে জাতি।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৯

কলাবাগান১ বলেছেন: এই জাতির গুহাবাসী হতে আর দেরী নাই....

১৬-১৭ কোটির দেশে ইভ্যুলিউশন এর থিয়োরী অনুযায়ী পজিটিভ মিউটেশন হয়ে একজন আইনস্টাইন ও কেন জন্ম নিল না????? পরিবেশ লাগে....।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: আমায় ডাক্তার ডাবের পানি , কলা নিষিদ্ধ করে দিলেন পটাশিয়াম বেশি বলে । এগুলো হার্টের জন্য ঝুকিপূর্ণ । কলা মাঝে মধ্যে খাই । এখন পটাশিয়াম লেভেল নর্মাল । আমি একাই ঘুমাই । বেশ কিছু সব্জি পেয়াজসহ পটাশিয়াম বেশি থাকে । আচ্ছা গরুর দুধ কমে কেন যায়, পড়েছি কিন্তু বিস্তারিত পাইনি । ৫ জির প্রভাব কেন এত বেশি । এটা নিয়ে লেখা চাই ।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২২

কলাবাগান১ বলেছেন: "As you get older, your kidneys become less able to remove potassium from our blood."সেল ফোন টাওয়ার থেকে Electric and magnetic fields (EMFs) রেডিয়েশন থেকে গরুর দুধ কমে যাবার রিপোর্ট হয়েছিল ১৯৯৮ সনে..কিন্তু আমি বিশ্বাস করি না..... তবে মোবাইল ফোন থেকে রেডিয়েশন বের হয়..তাই আমি আমার সেল ফোনের পিছনে EMF সিল্ড ব্যবহার করি আর কানের কাছে ফোন নেই না।
EMF Shield

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৫

কলাবাগান১ বলেছেন: আপনার ডাক্তার ভুল বলেছে
"Potassium is a mineral that your body need to stay healthy. Foods with potassium can help control blood pressure by blunting the effects of sodium. The more potassium you eat, the more sodium you process out of the body. It also helps relax blood vessel walls, which helps lower blood pressure."
কম পটাশিয়াম আপনার হার্টকে আরো খারাপ করে তুলবে কেননা খাওয়ার লবনের বাজে ইফেক্ট বেশী হবে যখন পটাশিয়াম কম থাকবে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: জ্ঞানী লোকের জ্ঞানী পোস্ট!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। উপকারী পোষ্ট। ধন্যবাদ নিন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ... বেচারা কলা নিয়ে ছড়া আশা করছি

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: আরে খেয়ে মরি এমনিতে দেশে সবকিছুতে ফরমানিন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

কলাবাগান১ বলেছেন: কলা খেতে কোন অসুবিধা নাই....বরং পুস্টিকর

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ভেজাল খাদ্য আমাদের সব শেষ করে দিচ্ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

কলাবাগান১ বলেছেন: কলা ভেজাল খাদ্য নয়... বরং ভীষন উপকারী..সামান্য তেজস্কৃয়তা অনেক খাবারে আছে

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৩

কলাবাগান১ বলেছেন: ইন্টারেস্টিং সাইন্স অবজারভেশন: যে এলাকাতে বেশী ডেংগুর প্রভাব হয়েছিল, সেই এলাকাতে কোভিড-১৯ এর প্রপোকতা অনেক কম (ব্রাজিল থেকে ডাটা)
More Dengue equals to less COVID-19

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৪

কলাবাগান১ বলেছেন: প্রপোকতা বলতে ইনফেকশনকে বুঝিয়েছি

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:




মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্ট । পোষ্টের শিরোনাম দেখে ভয় পেয়েছিলাম ,পরে পাঠে আশ্বস্ত হলাম,
কারণ আমি প্রতিদিন একটি করে পাকা সাগর কলা খাই ।

শুভেচ্ছা রইল

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৮

কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ... কলাময় সকাল...

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৬

আমেনা বেগম চৌধুরী বলেছেন: প্রথমে পড়তে গিয়ে ভয়ই পাচ্ছিলাম, যাক বাঁচা গেলো কলা ও কাচ কলা খাওয়া যাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

কলাবাগান১ বলেছেন: জানা থাকলে অন্য কেউ আর ভয় দেখাতে পারবে না।

১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৪১

এলিয়ানা সিম্পসন বলেছেন: Eating foods with potassium is good for lowering blood pressure as you have mentioned above.

However, hyperkalemia can be fatal too.

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৬

কলাবাগান১ বলেছেন: আমাদের মেয়ে আমাকে অলরেডি hyperkalemia নিয়ে বলেছে। সে বোস্টনে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছে। আমার পোস্ট আমি ওর সাথে অনেক আলোচনা করি। সে বাংলা পড়তে পারে না কিন্তু বলাতে ফ্লুয়েন্ট

১৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: That's great!

১৫| ০৯ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৩৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Charpentier got the Nobel prize!

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯

কলাবাগান১ বলেছেন: Yes and deservingly so........

১৬| ২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

এলিয়ানা সিম্পসন বলেছেন:
view this link

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২১

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ.। আই লাইক... fiercely feminist, articulate, opinionated and independent মাইন্ডস।
আপনি কি এর সাথে জড়িত (WI-STEM)?

১৭| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Haha I am not gonna tell you!

I told you we should meet up!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.