নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের কিছু পত্রিকা সম্প্রতি ১/১১ এর সময়ে আমেরিকান রাস্ট্রদুত প্যাট্রিসিয়া Butenis এর একটা ইন্টারভিউ এর কিছু অংশ প্রকাশ করছে...অনেক খুজে পেলাম আসল ইন্টারভিউ যেটা প্রকাশ হয়েছে এখানে:
The Association for Diplomatic Studies and Training, Foreign Affairs Oral History Project
AMBASSADOR PATRICIA A. BUTENIS, Interviewed by: Charles Stuart Kennedy
Initial interview date: September 11, 2014
বিশাল এই ইন্টারভিউ আমেরিকান ডিপ্লোম্যাটিক স্টাডিস এর ওরাল হিস্ট্রি এর অংশ হিসাবে প্রকাশ হয়েছে ২০১৪ সনে (প্রায় ১২৩ পাতার ইন্টারভিউ)। এতদিন ধরে ছিল কারো নজরে আসে নাই....কিন্তু কিছু অংশ (৭৪ পাতা থেকে আরম্ভ) যেটা উনার বাংলাদেশ সময়কালের অভিজ্ঞতা নিয়ে, সেটা পড়লে বাংলাদেশ কে একজন বিদেশী রাস্ট্রদুত কি চোখে দেখে সেটা বুঝা যায়। আমাদের রাজনীতিবিদ রা মনে করে যে রাস্ট্রদুত রা অনেক শক্তিশালী...।আসলে তারাও খুব কমই ইনফ্লয়েন্স করতে পারে...পাশের দেশের রাজনীতিবিদরা পারত পক্ষে এমব্যাসি থেকে দুরে থাকে আর আমাদের দেশের রাজনীতিবিদ দের 'অত্যাচারে' উনি যে কি নাকাল হতেন সেটা উনি ফ্রি লিই বলেছেন.....
এছাড়াও অনেক জুইসি ঘটনা র বর্ননা আছে যেমন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী বাবর কে নিয়ে। কিভাবে তিনি অনুনয় করেছেন দেশ থেকে 'পালিয়ে' আমেরিকা তে এসাইলাম এর জন্য ১/১১ এর পরে...
তবে খারাপ লেগেছে খালেদা জিয়ার 'অনুনয়' তারেক জিয়াকে মু্ক্ত করার জন্য আকুতি যেটা বিউটেনিস এর মতে রং এপ্রোচ করার জন্য উনি কিছুই করেন নি। উনার মতে যদি খালেদা জিয়া শক্তভাবে বলতেন যে তারেক এর উপর মানবিধিকার লংঘন করে নির্যাতন হচ্ছে, তাহলে তিনি আমেরিকার সরকার থেকে চাপ দিতে পারতেন...। আমাদের রাজনীতিবিদ দের অনেক কিছু শিখার আছে এই ইন্টারভিউ থেকে। আমাদের কুটনীতিবিদ দের ও একটা স্কুল আছে..আমি জানি না উনারা এই আমেরিকার প্রায় সব কুটনীতিবিদ দের এই ওরাল হিস্ট্রি সিরিজ পড়ানো হয় কিনা।
যারা পুরা ইন্টারভিউ টা পড়তে চান, এখান থেকে ডাউনলোড করতে পারেন
সামু লিং এড করতে দিচ্ছে না
২| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
খালেদা জিয়ার 'অনুনয়' তারেক জিয়াকে মু্ক্ত করার জন্য আকুতি - যেটা বিউটেনিস এর মতে রং এপ্রোচ।
উনার মতে যদি খালেদা জিয়া শক্তভাবে বলতেন যে তারেক এর উপর মানবিধিকার লংঘন করে নির্যাতন হচ্ছে, তাহলে তিনি আমেরিকার সরকার থেকে চাপ দিতে পারতেন...।
না উনি সেটাও পারতেন না।
সিমেন্স ঘুশ মামলায় কোকো-তারেক ছিল অভিযুক্ত আসামি।
সিমেন্স অভিযোগ কবুল করে মোটা অংকের জরিমানা দিয়ে রেহাই পেয়েছিল। কোকো-তারেকের বিরুদ্ধে হুলিয়া ও ফ্লাইট ব্যান ছিলো। সম্ভবত এখনো আছে।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৯
কলাবাগান১ বলেছেন: আসামীর উপর শাররিক নির্যাতন হচ্ছে মানবধিকার লংঘন...এই কনটেক্সট টা ইউজ করে আমেরিকা সরকার বিবৃতি দিতে সব সময়ই প্রস্তুত
৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশের টাকা সবচেয়ে বেশি পাচার হয়েছে আওয়ামী লীগের সময়।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৪
কলাবাগান১ বলেছেন: এখনও ৫বার চ্যাম্পিয়ন হতে পারে নাই আওয়ামী লীগ...।
৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । পেয়েছি , পড়ব ।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
কলাবাগান১ বলেছেন: গুড
৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ভাত রান্না করতে জানতেন না; উনাকে যদি ৫০ বিলিয়ন সংখ্যায় লিখতে দেয়া হয়, উনি এই জীবনেও তা শুদ্ধ করে লিখতে পারবেন না
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৩
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে , উনার আমলে অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও উনি কাজে লাগাতে পারেন নাই....পাকিস্হান আইএসআই কিভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করত সেটা ও এই ইন্টারভিউতে উঠে এসেছে
৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৫
নতুন বলেছেন: We had quite a lot of influence there, or at
least most Bangladeshis seemed to think so. The politicians were always trying to enlist
the U.S. on their side of an argument, on their side of a political position. It was a little
embarrassing. I was often asked to be the go-between, “Please tell the prime minister
this” or please let the opposition know that”. I understood the value of having a third
party, seen as neutral, facilitating dialogue but I often felt direct conversations would
have been best.
তার মানে ইউএস আমাদের দেশে নিরপেক্ষ থাকে এবং কোন কিছুতেই নাক গলাতে চায় না? এটা কতটুকু সত্যি কথা? এটা যদি উনি লোক দেখানোর জন্য বলে তবে ই্ন্টারভিউয়েও তো অনেক কিছুই লুকিয়েছেন এবং বলেছেন তার মতন করে।
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০
কলাবাগান১ বলেছেন: একজন রাস্ট্রদুতের পাওয়ার খুবই কম যেটা আমাদের রাজনীতিবিদ রা বুঝতে চান না। রাস্ট্রদুতের পাওয়ার আর পররাস্ট্র মন্ত্রানালয় এর পাওয়ার কে সমার্থক হিসাবে দেখা উচিত না।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫
নেওয়াজ আলি বলেছেন: https://m.mzamin.com/article.php?mzamin=255227 মানবজমিনে প্রকাশ করেছে।
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২
কলাবাগান১ বলেছেন: জনগন বুঝতে পারবে পর্দার পিছনে কি হয়
৮| ২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: এই পোষ্টে মন্তব্য করার মতো বুদ্ধি আমার নেই।
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩
কলাবাগান১ বলেছেন: হুম
৯| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রয়োজনীয় তথ্য। +++
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫১
কলাবাগান১ বলেছেন: এই লিস্ট থেকে Butenis এ ক্লিক করুন পিডিএফ এর জন্য
https://adst.org/oral-history/oral-history-interviews/#gsc.tab=0