নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ছবি প্রতিযোগিতায় সুন্দর সুন্দর ছবি আপলোড করছে...দেখে মুগ্ধ...আমি একটু ভিন্ন চেস্টা করলাম...জানিনা নিয়ম এর মাঝে পড়ে কিনা? ডিভাইস এর কথা লিখা ছিল--- যেকোন ডিভাইস, তাই আমি বেছে নিয়েছি ল্যাবে কাজ করার ফাকে কোষের সুন্দর দৃশ্যগুলি যেগুলি কে বিভিন্ন রকম এর মাইক্রোস্কপ ভিউ ফাইন্ডারে ধরা হয়েছে। চিন্তা করি নাই যে ছবি ব্লগ দিব কিন্তু তিন দিন আগে প্রথম ছবিটা (করোনালাভ) ল্যাবের মাইক্রোস্কপে দেখার পর মনে হল যে এটাকে ভিন্ন ধর্মী 'ছবি' হিসাবে সামুতে দেওয়া যায়।
১। করোনা লাভ
ছবি তে দেখা যাচ্ছে করোনা ভাইরাস (যার সাথে গ্লো করার প্রোটিন লাগানো আছে)। এটা বিড়াল এর করোনা ভাইরাস। ভাইরাস কে যখন বিড়াল থেকে নেওয়া কোষ এর কালচার মাঝে দেওয়া হল ১২ ঘন্টার মাঝে বিড়াল এর কোষ কে চার দিক 'এটাক' করে কোষে প্রবেশ করছে। এই প্রসেস এর দ্বারা এক কোষ থে কে আরেক কোষে ইনফেকশান করে সে 'প্লাক (Plaque)' তৈরী করে.. প্লাক এর এই শেইপ টা দেখে মনে হচ্ছে ছবির নাম 'করোনা লাভ' হওয়াই উচিত।
২। করোনা লাভ-২
এই ছবিটা ১ং ছবিই কিন্তু এখানে বিড়াল এর কোষের কালচার এর সাথে করোনা ভাইরাস একসাথে দেখা যাচ্ছে। ১ং ছবিটা ফ্লোরেসেন্স মাইক্রোস্কপে তোলা। ২ নং টা জাস্ট ব্রাইট ফিল্ড ছবি।
৩। Icicle
এই ছবিতে দেখা যাচ্ছে কোষের এর মুভমেন্ট ট্রেক এগারোজ জেল এর উপর....অবশ্য অন্যভাবে এনহেন্স করা হয়েছে ট্রেক হাইলাইট করার জন্য। মনে হচ্ছে বরফের Icicle।
৪। লুক আই হ্যাভ লেগস
এটা ব্রেস্ট ক্যানসার সেল। যখন ক্যান্সার সেল মুভ করে তখন তারা ছোট ছোট 'পা' ( Filopodia )বের করে কোষের শরীর থেকে। এই 'পা' কিভাবে ডেভেলপ হয় তা দেখার জন্য আমরা গ্রিন কালার প্রোটিন দিয়ে ট্যাগ করে স্টাডি করি।
৫। On the Move
4 নং ছবির মতই একটি ব্রেস্ট ক্যান্সার কোষ। এটিও মুভ করার জন্য এরকম লম্বা 'পাখার মত পা' ডেভেলপ করে। আমরা যে প্রোটিন টা স্টাডি করি সেটা কে দেখা যাচ্ছে 'পায়ের' অগ্রভাগের অংশে কাজ করে (ঐ প্রোটিন এর সাথে গ্লো প্রোটিন লাগানো আছে, মাইক্রোস্কপে দেখার জন্য)
৬। ফনা
পাতা তো নয়, মনে হয় সাপের ফনা।
৭। দলাদলি
ক্যান্সার কোষ একা একা কাজ করে না দলবদ্ধ ভাবে 'হাতে হাত' নাকি 'পায়ে এর সাথে পা' লাগিয়ে সলাপরামর্শ করছে..।
৮। কন্ট্রোল রুম
কোষের
মানুষের কন্ট্রোল রুম যদি হয় ব্রেইন,কোষের কন্ট্রোল রুম হল তার নিউক্লিয়াস যেখানে তার ডিএনএ থাকে। ছবিতে ভাইরাস এই আক্রান্ত কিছু কোষের নিউক্লিয়াস কে দেখা যাচ্ছে। নিউক্লিয়াস এর মাঝে ডিএনএ থাকে আর তার সাথে বাইন্ড করে এমন টা ব্লু ডাই দেওয়া হয়েছে যাতে নিউক্লিয়াস কে বুঝা যায়।
৯। সলাপরামর্শ
এখানে কিছু ক্যান্সার কোষকে দল বেধে নিজেদের মাঝে কমিনিকেইট করতে দেখা যাচ্ছে। কোষের নিউক্লিয়াস কে ব্লু দেখা যাচ্ছে
১০। আলপনা
কম্পিউটার প্রেডিক্ট করছে যে আমাদেরল্যাবের যে আরএনএ নিয়ে আমরা কাজ করি, তাকে কোষের মাঝে এমন বিন্যাসে দেখা যাবে
১১। গাছের কান্না
মন্তব্য নিস্প্রয়োজন
১২। আবার আসিব ফিরে
আমার প্রিয় গাছ...বসন্ত কালে কোন পাতা দেখা যায় না শুধু পিং চেরী ফুলে ভরে উঠে..তাই এই অবস্হা বড়ই সাময়িক..
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১
কলাবাগান১ বলেছেন: মাইক্রোস্কপের ভিউ ফাইন্ডারে অন্য জগত
২| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মাইক্রো ছবিগুলো খুব সুন্দর।অথচ বেশির ভাগ ছবির মডেল মানুষের প্রবল যাতনার জন্য দায়ী। এজন্যই এরা ভয়ংকর সুন্দর।
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২
কলাবাগান১ বলেছেন: প্রবল যাতনা থেকে জীবন রক্ষাকারী ঔষুধ আবিস্কার হচ্ছে। তবে আমি আপনার সাথে কিছুটা একমত...।
৩| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি প্রতিযোগিতার জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, বা না হলে তার কারণ কী, সেটাও জানি না, তবে, আপনার এ ছবি-পোস্টটি খুবই বিশেষত্বের দাবি রাখে এবং বহুল আলোচিত/পঠিত ক্যান্সারের কিছু সেল ও বৈশিষ্ট্য সম্পর্কে বেশ আগ্রহোদ্দীপক তথ্য রয়েছে এখানে। আমার পরিবারের ব্রেস্ট ক্যান্সারের সদস্যা রয়েছে। ব্রেস্ট ক্যান্সারের সেলের হাঁটাহাঁটি আমাকে বেশ আকৃষ্ট করেছে।
প্রথম দুটি ছবিতে লাভ সিম্বলও একদিকে সুন্দর, অন্যদিকে বেশ ইন্টারেস্টিংও- ন্যাচারালি কীভাবে এই লাভ সিম্বল তৈরি হয়ে গেল!
ফণা ছবিটা দেখে আমি একটু কনফউশনে আছি। আমার কাছে ওটা চারাগাছের মতো মনে হয়েছে, আপনি বলছেন সাপের ফণা। সেটা যাই হোক, এটা কি কোনো সেলের কোনো মাইক্রোস্কোপিক ভিউ? নাকি সত্যিকারের কোনো পাতা, বা চারাগাছ?
গাছের কান্নাটা আসলেই মনটা বিষণ্ণ করে।
ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনার নিজের তোলা ছবি হয়ে থাকলে প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে বলে আশা করি।
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
কলাবাগান১ বলেছেন: যেহেতু ভিন্ন ক্যাটাগিরির ছবি, প্রতিযোগিতায় এই ছবিগুলিকে কনসিডার করা উচিত হবে না। বিজ্ঞান অনেক সুন্দর.. ক্যান্সার কোষ থেকে কিভাবে 'পা' গজায় তা বুঝার জন্য হাজার হাজার ল্যাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফনা টা হয়েছে একটা এক্সপেরিমেন্ট থেকে। একটা প্রোটিন গাছের কোন অংশে এক্সপ্রেস করে, তা দেখার জন্য, এই গাছটা তৈয়ার করা হয়েছিল। উদ্ভিদ টা গ্রো করার পর সেই প্রোটিনটাকে দেখার জন্য বিশেষ ডাই দিয়ে স্টেইন করার পর দেখা গেল যে সেই প্রোটিন টা উদ্ভিদের শুধু পাতায় এক্সপ্রেস করে, তার মানে সেই প্রোটিনটার কাজ হল পাতার কোন কাজ কে হেল্প করা. যেমন ফটোসিনথিসিস। অন্য কোন অংশে তার কোন রোল নাই। সবগুলি ছবিই আমি নিজ হাতে তুলেছি।
৪| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:১৫
হাবিব বলেছেন: দারুণ সব মাইক্রো পিক
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
মিরোরডডল বলেছেন:
আসলেই ভিন্ন । একেবারেই ব্যতিক্রম কিছু দেখলাম ।
নামকরনগুলো মজার হয়েছে, করোনা লাভ, দলাদলি, সলাপরামর্শ ।
ছয় ফনা ইনডোর প্ল্যান্টসের মতই দেখায় ।
মরণব্যাধি ক্যানসারের সেল নিয়েও মজা, ‘লুক আই হ্যাভ লেগস’ সত্যিই এক্সসেপশনাল
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। ক্যান্সারকে এখন অন্য রোগের মতই চিন্তা করা উচিত...।অনেক রকমের ট্রিটমেন্ট ডেভেলপ হয়েছে/হচ্ছে। যেমন ইমমিউনোথেরাপী..
৬| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
মিরোরডডল বলেছেন:
আসলে আই লস্ট মাই টু ফ্যামিলি মেম্বারস ।
নিজেরও কিছু কমপ্লিকেশনস আছে ।
তাই ক্যান্সার শুনলেই ভয় লাগে ।
অনেক রকমের ট্রিটমেন্ট ডেভেলপ হয়েছে/হচ্ছে। যেমন ইমমিউনোথেরাপী..
গুড টু নো । থ্যাংক ইউ ।
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৩৭
কলাবাগান১ বলেছেন: ক্যান্সারডটনেট ওয়েব সাইট নতুন ঔষুধের যত ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, তার খবর পাওয়া যাচ্ছে। আপনি অনেক আগে একবার লিখেছিলেন এই ব্যাপারে....বিজ্ঞান ই নতুন পথ দেখাবে।
৭| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮
আমি সাজিদ বলেছেন: মাইক্রোস্কোপের নিচের ছবিগুলো চমৎকার কলা ভাই।
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৩৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই
৮| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯
আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,
সত্যিই অভিনব এবং ব্যতিক্রমী বিষয় নিয়ে ছবি পোস্ট। ছবিগুলো বৈজ্ঞানিক গবেষণার নিরলস প্রচেষ্টার কথাই বলে গেছে। জানার মতো পোস্ট।
নিজের তোলা ছবি যখন তখন প্রতিযোগিতায় আসতেই পারে।
অনবদ্য পোস্টে ++++++++
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৪০
কলাবাগান১ বলেছেন: বৈজ্ঞানিক গবেষনা তে বাংলাদেশের তরুন রা এখন অনেক ভাল করছে দেশে/বিদেশে। আমাদের সময়, পুরা কার্জন হল এর ক্যাম্পাসে হয়ত ১০ খানা মাইক্রোস্কপ ছিল, তাও ধরতে হলে পারমিশন লাগত
৯| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয়ঙ্কর সুন্দর।
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৪১
কলাবাগান১ বলেছেন: Terribly beautiful
১০| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩০
নেওয়াজ আলি বলেছেন: নতুনত্ব আছে ছবির বগ্লে
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৪৪
কলাবাগান১ বলেছেন: আমার প্রিয় একটা বিষয় হল নেটে ছোট জিনিস কে ইলেকট্রন মাইক্রোস্কপে ১০০০০০ - ২০০০০০ গুন বড় করে দেখানো ছবি দেখা। যেমন পিপড়ার চোখ। নেটে এরকম ছবি প্রচুর আছে
১১| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩৩
আরইউ বলেছেন:
এটাকে কি স্বাভাবিক সংগায় ছবিব্লগ বলা যায়? আমি ঠিক জানিনা। সহজ ভাষায় মাক্রোস্কোপিতো একধরণের ছবি তোলার টেকনিকই। বিভিন্ন সায়েন্টেফিক সোসাইটি, জার্নাল, ইউনিভার্সিটি অনেক সময় এ ধরণের ফোটোগ্রাফির আয়োজন করে।
আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লেগেছে। ছোট একটা ক্রিটিসিজম (বিং রিভিউয়ার ২), ৬, ১১, আর ১২ এই ছবিব্লগের মুল থিমের (মাইক্রোগ্রাফি) সাথে যায়না। আমি হলে থিমের কনসিসটেন্সি বজায় রাখতাম। আরো একটু পেডানটিক হয়ে বলবো ১০ ও ঠিক থিমের ভেতরে না!
শুভকামনা, কলাবাগান১।
২৬ শে জুন, ২০২১ ভোর ৫:৪৭
কলাবাগান১ বলেছেন: আসলেই আমি থিম টা ধরে রাখতে পারি নাই। গাছের ছবিটা অনেক ধরেই তুলে রেখেছিলাম..। দেওয়ার লোভ সামলাতে পারলাম না...। তবে এগুলি তো আর জার্নালে পাবলিশ করার ছবি না।
আর এরকম ডাকসাইটে একাডেমিক রিভিয়ার আছে, জানলে হয়ত থিম মাপিক পোস্ট করতাম...তবুও এনজয়...।
১২| ২৬ শে জুন, ২০২১ রাত ১২:১৮
কল্পদ্রুম বলেছেন: ভিন্নধর্মী ছবিব্লগ। ভালো লাগলো।
২৬ শে জুন, ২০২১ ভোর ৬:৫১
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য
১৩| ২৬ শে জুন, ২০২১ রাত ২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা ছবি ব্লগ! ম্যাক্রো ফটোগ্রাফি তো স্বীকৃতি বিষয়। আপনি মাইক্রোগ্রাফী করেছেন ফলে এত দুর্দান্ত জিনিস দেখতে পেলাম। আশা করি সম্মানিত বিচারক মন্ডলিও এটাকে ছবি ব্লগ হিসাবে বিবেচনা করবেন।
২৬ শে জুন, ২০২১ ভোর ৬:৫৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ আপনার পাওয়া..ব্লগ মনে হয় জীবন্ত হয়ে উঠেছে আপনার এই উদ্দ্যোগে। আশা করি প্রফেশনাল ফোটোগ্রাফার রাজীব নুর সাহেব ছবি জমা দেওয়ার ডেডলাইন শেষ হওয়ার আগেই 'মুক্তি' পাবেন।
১৪| ২৬ শে জুন, ২০২১ সকাল ৮:২২
রানার ব্লগ বলেছেন: ক্যান্সারের কোষের পা আছে এবং তা দিয়ে তারা চলাচল করে বেশ ইন্টারেস্টিং!!
২৬ শে জুন, ২০২১ সকাল ৯:০৪
কলাবাগান১ বলেছেন: এই 'পা' যাতে ডেভেলপ না করতে পারে, তার জন্য যে কত কলা কৌশল ইনভেন্ট হচ্ছে, তা দেখে আশা জাগে...।
১৫| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার ছবি ব্লগটিতে অনেক অভিনবত্ব আছে। ছবিগুলো ব্যতিক্রমধর্মী। পোস্টে ++
২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১৬| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২১
ঢুকিচেপা বলেছেন: অভিনব আইডিয়ার কারণে ছবিসহ অনেক বিষয় জানা হলো। এই আইডিয়ার কারণে সব ছবি ব্লগ থেকে আপনারটা ইউনিক।
১২ নম্বর ছবিটা আমার খুব পছন্দ হয়েছে।
প্রতিযোগিতায় শুভকামনা রইল।
২৭ শে জুন, ২০২১ রাত ২:৪০
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সু্ন্দর শুভকামনায়
১৭| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ পোস্ট
২৭ শে জুন, ২০২১ রাত ২:৪১
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১৮| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: অফলাইনে দেখেছিলাম। সবুজ রং এর ভালোবাসা( যদিও এই ক্রিমিনাল টাইপ ভালোবাসার দরকার নেই) সেটা দেখে মুগ্ধ হয়েছিলাম।
তবে অসুখের জীবানু নিয়ে এমন সব সুন্দর ছবি আগেও দেখেছি। ভয়ে সেসব সুন্দর বলতেও আমার ভুই লাগে ভাইয়া।
তবে সবচেয়ে খুশি হয়েছি আর ইউ ভাইয়ার কমেন্ট দেখে!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাাহাহহাহাহাহাহাহাহাহা
ক্রিটিসাইজারেরও বড় ভাই আছে.......
হা হা হা
ভালো ভালো আর ইউ ভাইয়াকে পেলে গিফট দিতাম তোমার ভুল ধরে দেবার জন্য!!!!!!!!!
২৭ শে জুন, ২০২১ রাত ২:৪৩
কলাবাগান১ বলেছেন: উনি মনে করেছেন যে আমি কোন একাডেমিক জার্নালে পাবলিশ করার জন্য ছবি দিয়েছি। এটা নিছকই ফান।
ও হ্যা..বিচারক এর মিসটেক হইবেক কোন ছবি ব্লগে কমেন্ট/লাইক দেওয়াতে...বায়াসড হওয়ার সম্ভাবনা প্রবল... যদিও আপনি বলবেন যে তা হবে না কিন্তু অবচেতন মন বলে কিছু একটা আছে
১৯| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪০
শায়মা বলেছেন: তবুও এই পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম ভাইয়ামনি!
২৭ শে জুন, ২০২১ ভোর ৪:৩৯
কলাবাগান১ বলেছেন: মিসটেক হল!!!!
২০| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আবার আসিবো ফিরে - এটি আমার খুবই প্রিয় একটি কথা। আপনার ছবিগুলো দেখে আপনার প্রফেশন সম্পর্কে ধারণা করা যায়। যারা মানুষের জন্য মানুষের কল্যানের জন্য কাজ করেন - তাঁদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা।
(আবার আসিবো ফিরে) - যারা মানুষের জন্য, মানুষের কল্যানের জন্য কাজ করেন তারা আবার আসতেও পারেন। অসম্ভব কিছু না।
ধন্যবাদ।
২৭ শে জুন, ২০২১ ভোর ৪:৪১
কলাবাগান১ বলেছেন: সুন্দর কথা বলেছেন... ধন্যবাদ আপনার উপলব্ধির জন্য
২১| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৫
অপু তানভীর বলেছেন: দুর্দান্ত !
এই প্রতিযোগিতায় সব থেকে অভিনব ছবি ব্লগ । নিঃসন্দেহ অন্যতম সেরা ব্লগদের একটি !
প্রতিযোগিতার পরেও আশা করি এমন আরও কিছু মাইক্রোগ্রাফী পোস্ট করবেন !
২৭ শে জুন, ২০২১ ভোর ৪:৪৪
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ অপু তানভীর সুন্দর মন্তব্যে।
২২| ২৭ শে জুন, ২০২১ রাত ৩:০৫
শায়মা বলেছেন: ভাইয়া আমার সাথে কি কেউ পারবে বলো????
২৭ শে জুন, ২০২১ ভোর ৪:৪৫
কলাবাগান১ বলেছেন: তা সত্যি কথা!!!!
২৩| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৪:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
আমাদের খালি চোখে দেখার আড়ালে
আমাদেরই দেহে থাকাদের জীবনাচারের
সুন্দর প্রস্ফুটন । দেখে অভিভুত ।
শুভেচ্ছা রইল
০২ রা জুলাই, ২০২১ ভোর ৫:১৮
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
২৪| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮
নীল আকাশ বলেছেন: কেন যেন এটা মিস হয়ে গিয়েছিল পড়া থেকে। দুর্দান্ত একটা পোস্ট। ছবিগুলি অনেক ভালো লেগেছে। আসলে আমরা এভাবে দেখতে অভ্যস্ত না। এখানে না দেখলে হয়তো আর কোথাও দেখতেও পেতাম না। আপনাকে ধন্যবাদ।
০২ রা জুলাই, ২০২১ ভোর ৫:১৯
কলাবাগান১ বলেছেন: পড়েছেন দেখে ধন্যবাদ
২৫| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
০২ রা জুলাই, ২০২১ ভোর ৫:১৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
২৬| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০১
শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!
কেন জানিনা -কেমনে যেন মিস করে গিয়েছি আপনার ছবি ব্লগ- অসাধারন!!
১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১০
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ..আপনার লিখা খুব এনজয় করি
২৭| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত অভিভুত হলাম !
..............................................................
সাধারন ফটোগ্রাফীর মাঝে মাইক্রোগ্রাফী !!!
চমৎকার আইডিয়া
আপনাকে অভিনন্দন
........................................................................................................................................................
নুতন আর্কিটকেচার আইডিয়া আসছে বিশ্বে !!!
১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১১
কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:৫৪
শাহ আজিজ বলেছেন: ওয়াও , সম্পূর্ণ নতুন ধারনা । দারুন্স ।