নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন সবাইকে এক সাথে প্রান উজাড় করে অস্ট্রেলিয়ার মাটিতে আমার সোনার বাংলা জাতীয় সংগীত এর সাথে গলা মিলাতে দেখা গেল জিম্বাবুয়ের সাথে ক্রিকেট খেলায়, সেখানে নবীন তারকা হাসান মাহমুদ এর জাতীয় সংগীত এর প্রতি অবমাননা মেনে নেওয়া যায় না..গানে গলা মিলালে কি বিদাত কিনা জানি না বা সেটার কারনে কি তার গানের প্রতি বিদ্বেষ তা জানতে পারলে ভাল লাগতো ..। এটা মন থেকে মুছে ফেলতে পারতাম। একটা কথা না বলেই পারছি না...। টাকনুর উপরে প্যান্ট পড়লেই ধার্মিক হওয়া যায় না...
তবে অভিভূত...তাসকিন এর বাংলাদেশের জাতীয় সংগীত এর প্রতি দরদ/প্রান উজাড় করা পার্ফরমেন্স দেখে....।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৩
কলাবাগান১ বলেছেন: সহমত
২| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: মৌলবাদীরা মনে প্রাণে জিহাদ করে যাচ্ছে এটা স্টাবলিশ করতে যে, জাতীয় সংগীত হোক আর যাই হোক গান হারাম। এবং অনেক ধর্ম প্রাণ মানুষের ব্রেনে সেটা তারা অলরেডি ঢুকিয়ে দিয়েছে।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৩
কলাবাগান১ বলেছেন: খেলতে আসাই তো বিদাত তাহলে (যদি ধর্মের কারনে জাতীয় সংগীত না গা্য়)
৩| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৪
নতুন বলেছেন: হাসান মাহমুদ যদি মনে মনে গায় তবে সমস্যা আছে?
আর উনি কি বলেছেন যে গান হারাম তাই তিনি গাইবেন না?
যদি বলে থাকেন তবে তাকে নিয়ে আলোচনা ঠিক আছে, কারন খেলাই বিদাত সেখানে খেলতে গিয়ে গান হারাম বলা পুরাই ভন্ডামী।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৪
কলাবাগান১ বলেছেন: এখানে গানের কথা বলছি না বলছি জাতীয় সংগীত এর কথা যারা জাতীয় দল কে রিপ্রেজেন্ট করছে।
তবে আপনি যখন শুনেছে মনে মনে গায় ..আমার ই ভুল... শুশীলীয় মন্তব্যে প্রীত হলাম
৪| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩২
রানার ব্লগ বলেছেন: ইহা একধরনের উদাসিনতা !!!
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫
কলাবাগান১ বলেছেন: উদাসিনতাই বটেই
৫| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৯
ঈশ্বরকণা বলেছেন: জাতীয় সংগীত বাজার সময় সাথে সাথে গাইতেই হবে সেটা কে বলছে ? এরকম কোনো লিখিত বা অলিখিত নিয়ম আছে নাকি? জাতীয় সংগীতের সময় কথা না বলা, হাটা চলা না করে স্থির দাঁড়িয়ে থাকাটাই ডেকোরাম। দেশে সিনেমা হলে যখন জাতীয় সংগীত বাজানো হয় (এক সময় হতো,এখন হয় কি না জানি না) তখন বদ্ধ হলে সবাই মিলে জাতীয় সংগীত গাইতে শুরু করলে কেমন ভয়াবহ হবে ব্যাপারটা ! ১৯৯০ আর ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল ফাইনাল দুটোর শুরুটা দেখলাম আবার।মাঠে যখন আর্জেন্টিনার জাতীয় সংগীত হচ্ছিলো ম্যারাডোনা বা মেসি কেউই জাতীয় সংগীত গায়নি ! তাতেই ব্যাপারটা ডিসগাস্টিং হয়ে গেছে এমন কাউকে বলতে শুনিনি। মেসি দশ বছর বয়স থেকেই স্পেনের বাসিন্দা।স্পেন যখন ওকে নাগরিকত্ব দিতে চেয়েছিলো তখন সেটা নিলে এখন হয়তো দুটো বা তার বেশি বিশ্বকাপ জয়ীর তকমা থাকতো মেসির। সেটা না করে আর্জেন্টিনার হয়ে খেলার জন্য মেসি এখনো বিশ্বকাপ বিহীন ।তাই জাতীয় সংগীত না গাওয়ার জন্য নিশ্চই তার দেশ প্রেম নিয়ে প্রশ্ন উঠছে না? আমাদের দেশেই শুধু দেশপ্রেমের ব্যাপারটাকে এতো সস্তা বানিয়ে ফেলা হয়। আর কিছু বিরক্তিকর মানুষজন আছে এরা কি বিষয়ে এক্সপার্ট জানি না কিন্তু সব কিছুতেই ধর্ম জড়িয়ে আবোল তাবোল বকা এক্সক্সপার্ট হয়ে গেছে দেখা যাচ্ছে ! ডিসগাস্টিং টু ওয়াচ (পার্মানেন্ট )!
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫
কলাবাগান১ বলেছেন: হাসান মাহমুদ যখন মেসিকেও ছাড়িয়ে গিয়েছে, জাতীয় দলের প=ড়তিনীদি হয়েও জাতীয় সংগীতে গলা/ঠোট না মিলালেও চলে
৬| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতীয় সঙ্গীত গাওয়া না গাওয়া নিয়ে দেশপ্রেমের প্রশ্ন, ধার্মিকতার প্রশ্ন এগুলো আনাটা ঠিক নয়। আপনার মতের সাথে মিল না হলে তো আবার আপনি পাকিস্তান চলে যেতে বলেন - তাই মন্তব্য করতে ভয় লাগে। আপনি বিজ্ঞানী মানুষ। সামান্য লিপ সিংক নিয়ে একটা পোস্ট দেয়ার মানে হয় না...
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৫
কলাবাগান১ বলেছেন: আপনাদের কাছে এটা সামান্য লিপ সিং ই বটে.........বিশ্ব কাপে বাংলাদেশের জাতীয় সংগীত সামান্য লিপ সং ই
৭| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২০
প্রামানিক বলেছেন: কি বলবো বুঝতে পারছি না
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮
কলাবাগান১ বলেছেন: দুই নৌকায় পা রাখলে মুখ খুলে না
৮| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
শেরজা তপন বলেছেন: আমারও প্রামানিক- ভাই এর মত অবস্থা! প্রথম দিকে হলে মন্তব্যে কিছু একটা বলতাম হয়তো
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯
কলাবাগান১ বলেছেন: জাতীয় সংগীত 'পছন্দ' না লাগলে জাতীয় দলে খেলার কোন মানে হয় না...
৯| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৩:১৬
বিষন্ন পথিক বলেছেন: গলা ছেড়ে জাতীয় সংগীত গাওয়া আমাদের সংস্কৃতি আর আবেগ, এই ছেলের ভেতরে দেশ নিয়ে আবেগ নাই
৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০
কলাবাগান১ বলেছেন: তাসকিন এর দেশের প্রতি আবেগ ....তাকে অনেক এগিয়ে নিবে....
যে নিজ দেশের জাতীয় সংগীত কে এমন অবজ্ঞা করে, সে কিভাবে এই দেশকে রিপ্রেজেন্ট করে?????
১০| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৩৩
বিটপি বলেছেন: বিদআত কি জানেন? না জেনে ফাল পাড়েন ক্যান?
৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৮
কলাবাগান১ বলেছেন: জানি না বলেই তো জানতে পোস্ট করলাম। আমার 'কস্ট' হল জাতীয় সংগীত এর প্রতি অবজ্ঞা করে জাতীয় দলে খেলা উচিত কিনা???
১১| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩
বিটপি বলেছেন: বিদআত হল সওয়াবের আশায় এমন কোন ইবাদতের প্রচলন ঘটানো, যা রাসূল (স) বা তাঁর সাহাবারা কোনদিন করেননি। বহুল প্রচিল কিছু বিদআত হলঃ
১। মিলাদ পড়া ও মিলাদে কিয়াম করা।
২। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা।
৩। শিয়া সম্প্রদায় কর্তৃক তাজিয়া মিছিল বের করা।
৪। সমবেত ভাবে জিকির করা।
৫। সালাত আদায়ের পর হাত তুলে দোয়া করা এবং একে সালাতের অপরিহার্য অংশ মনে করা।
৬। ইসালে সওয়াব মাহফিল করা।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: শিক্ষার অভাব, কিম্বা কুশিক্ষার প্রভাব।