নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় মেট্রোরেল

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩


আমেরিকার মেট্রো রেলে যাতায়াত টা খুবই স্বছন্দ দেখে, প্রায়ই মেট্রো রেলেই বেশী উঠা হয় কিন্তু গত ২-৩ বছর এর পর পর কয়েকটা 'হত্যাকান্ড' হওয়ার পর, এখন চারদিক ভালভাবে দেখে শুনে তার পর রেলের বগিতে উঠি..।সব সময় চোখ কান খোলা রাখি। নিউইর্য়ক এর সাবওয়ের মেট্রোরেলে পরপর কয়েক জন এশিয়ান যাত্রী কে 'কে বা কাহারা' ট্রেন প্ল্যার্টফর্মে ঢুকার মুখেই ধাক্কা দিয়ে অপেক্ষামান যাত্রীকে ট্রেনের নীচে ফেলে দেয়...কভিড পর পর এশিয়ান বিশেষ করে চাইনীজ চেহারার লোকজন এর উপর বেশ অনেক রেসিস্ট আক্রমন হয়েছে...আর ভিড়ের মাঝে ইনকামিং ট্রেনের নীচে ধাক্কা দিয়ে ফেলে দিলে ধরা পড়ার চান্স কম অথবা ধরা পড়লেও ভিড়ের উপর দোষ চাপানোর চেস্টা হয়... আমেরিকার কোন প্ল্যাটফর্ম আমি কোন সেইফটি দেওয়াল দেখি নাই (উপর এর ছবি ওয়াশিংটন ডিসির মেট্রোরেল প্ল্যাটফর্ম)। সেইফটি দেওয়াল অটোমেটিক ভাবে অপারেট করা সহজ নয় কেননা সেইফটি ওয়াল এর দরজা আর বগির দরজা কে ইন্চি মেপে এলাইন করে থামতে হয়। তবে আমি খুব আনন্দিত যে বাংলাদেশের মেট্রোরেল এর প্রতিটা প্ল্যাটফর্ম এ সেইফটি দেওয়াল দেওয়া আছে, যেখানে হুড়াহুড়ি তে বিদ্যুতিক রেল লাইনে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে আসবে অথবা কাউকে ধাক্কা দিয়ে অনকামিং ট্রেনের নীচে ফেলে দেওয়া ও সহজ হবে না।
আমি মেট্রো রেলের কোয়ালিটি দেখে আনন্দিত এই ভেবে যে বাংলাদেশে বসেই বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকার মেট্রো রেলের মত ই সুযোগ-সুবিধা দেশবাসী ইউজ করতে পারবে। এই অভিজ্ঞতা নতুন ধরনের উপলব্ধিে জন্ম দিবে বাংলাদেশে...এত পরিস্কার ঝকঝকে জায়গায় মানুষ নোংরা করতে একবার হলেও ভাববে এবং এতে তার চিন্তা ধারনাও উন্নত হবে...
আশা করি কেউ গেট টপকিয়ে বিনা টিকেটে ভ্রমন করতে চেস্টা করবে না আর স্টশনকে ডাস্টবিন বানাবে না। আমেরিকার ডিসির মেট্রো স্টেশন গুলিতে কোন দোকান/বাথরুম এর ব্যবস্হা রাখা হয় নাই। টিকেট কাটতে শুধু দেখলাম ক্যাশ টাকা দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকেট কিনতে পারা যাবে কিন্তু ডেবিট/ক্রেডিট কার্ড, স্মার্ট ফোন এপ দিয়ে টিকেট কাটার ব্যবস্হা ভবিষ্যতে করা উচিত।
স্বভাবমতই হেটার্স রা নানা রকম মন্তব্য করে পদ্মা সেতুর মত, মেট্রোরেল কেও প্রশ্নবিদ্ধ করার চেস্টায় লিপ্ত। এত টাকা কেন খরচ হল? পুরাটা ই জাপান এর ত্বত্তবধানে তৈরী করা হল, আধুনিক কোন ফ্যাসিলিটি যেটা উন্নত বিশ্বে আছে, সেটা কেই যোগ করা হয়েছে। কিছু ক্ষেত্রে একটু বেশীই করা হয়েছে (প্ল্যাটফর্মে সেইফটি ওয়াল)। কোন টাকা পয়াসার দূর্নীতির খবর পেলে, জাপানিজ রা সবার আগে এখান থেকে পাততাড়ি ঘুটাতো। এত নিয়ম মানতে হবে তাতেও অনেক মন্তব্য...প্রথম কয়দিন শিখানোর জন্য ই এত নিয়ম হচ্ছে কিন্তু সেটা মানতেও নারাজ উনারা...
জাফর ইকবাল স্যার একটা কলাম লিখেছেন 'সমস্যা টা বোধ হয় আমারই', তার কাউন্টারে ব্যরিস্টার রুমিন ফারহানা রুচিবিহীন ব্যক্তিআক্রমন যেভাবে করেছে, তাতেই বুঝা যা্য এদের রাগ, ক্রোধ কোথা থেকে আসে... একজন ব্যক্তি জাফর ইকবাল কেন মুক্তিযুদ্ধ করল না তাতে হিমালয় সম অর্জন (বাংলাদেশের স্বাধীনতা) র কিছু আসে যায় না। এরা সারা পৃথিবীকে বলছে বাংলাদেশ বিরাট সংকটে আছে, ক্রান্তিকাল চলছে... কিন্তু দেশ তো চলছে... পদ্মা সেতু হচ্ছে, নদীর নীচে টানেল হচ্ছে, রামপাল থেকে ৬৫০ মেগাওয়fট নতুন বিদ্যুত তৈরী আরম্ভ হয়েছে, মেট্রোরেল চালু হচ্ছে.. দেশ স্হবির হলেতো এসব সব বন্ধ হয়ে যেত। পুরো পৃথিবীতেই এখন কিছুটা অস্হির সময় পার হচ্ছে।
জাইকা 0.01% সুদে বাংলাদেশকে ৭৫% খরচ লোন হিসাবে দিচ্ছে কিনতু নীচের ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের আগে শ্রীলংকা কে অফার দিয়েছিল কিন্তু এখন তারা হা-হুতাশ করছে


মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:



ভাড়ার সিটেম ষ্টেশন অনুযায়ী হওয়া ভালো, নাকি এনট্রেন্স ফি সিষ্টেম ভালো?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৪

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের জন্য স্টেশন অনুযায়ী ভালো....যেহেতু অটোমেটেড করা আছে কম ভাড়া দিয়ে বেশী স্টেশন দুরে যাওয়া যাবে না

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:


স্টেশন অনুযায়ী ভালো হলে, আমেরিকা কেন তা করেনি?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩২

কলাবাগান১ বলেছেন: আমি হয়ত আপনার প্রশ্নটা বুঝতে পারিনাই..ডিসিতে স্টেশন অনুযায়ীই ভাড়া দেই কাছের স্টেশনে যেতে কম ভাড়া, দুর এর স্টেশনে যেতে বেশী ভাড়া.... কোথাও তো দেখি নাই যা একবার টিকেট কেটে ভিতরে ঢুকলে, যে কোন স্টেশনে যেতে পারবে... তবে বাসে দেখেছি যে সবাই একই দামের টিকেট কেটে যেখানে খুশী সেখানে যেতে পারে

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



যাত্রীদের জন্য নিউইয়র্ক সাবওয়ে ভাড়া সিষ্টেম বেশী ভালো, নাকি ডিসির মতো ষ্টেশনের দুরত্ব অনুয়ায়ী সিষ্টেম ভালো?

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৩

কলাবাগান১ বলেছেন: এক টিকেটে যেখানে খুশী যাওয়া টা বাংগালীরা মেনে নিবে না (লাভ/ক্ষতির হিসাবে)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

বাকপ্রবাস বলেছেন: টিভিতে দেখেছি মেট্রোরেল অবকাঠামো বেশ ভালই মনে হল, আমরা এটাকে সুন্দর করে রাখতে পারলেই হল, নাকি পানের পিক ফেলে, অন্যায় দূর্নিতে ইত্যাদি করে নষ্ট করে ফেলি সেই ভয় আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৫

কলাবাগান১ বলেছেন: এত ঝকঝকে পরিস্কার জায়গায় পানের পিক ফেলতে ও একবার চিন্তা করবে.... সমস্ত প্ল্যাটফর্ম ই তো সিসি টিভির আওতায়। বহাল ব্যবহার করতে সবাই ট্রেইনড হবে আস্তে আস্তে

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

মিরোরডডল বলেছেন:




এশিয়ান যাত্রী কে 'কে বা কাহারা' ট্রেন প্ল্যার্টফর্মে ঢুকার মুখেই ধাক্কা দিয়ে অপেক্ষামান যাত্রীকে ট্রেনের নীচে ফেলে দেয়...কভিড পর পর এশিয়ান বিশেষ করে চাইনীজ চেহারার লোকজন এর উপর বেশ অনেক রেসিস্ট আক্রমন হয়েছে.

কি ভয়ঙ্কর!! এতো ব্রুটাল মানুষ কি করে হয়!!

পরিস্কার ঝকঝকে জায়গায় মানুষ নোংরা করতে একবার হলেও ভাববে এবং এতে তার চিন্তা ধারনাও উন্নত হবে...
আশা করি কেউ গেট টপকিয়ে বিনা টিকেটে ভ্রমন করতে চেস্টা করবে না আর স্টশনকে ডাস্টবিন বানাবে না।


উই উইশ সো ।



২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৮

কলাবাগান১ বলেছেন: মানুষ মুখে অনেক সুন্দর কথা বলে কিন্তু বুকে অনেক ঈর্ষা নিয়ে থাকে। Mouthful of scripture, heart full of hate

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ আমেরিকার মতোন ভদ্র সভ্য না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩১

কলাবাগান১ বলেছেন: আমেরিকার মানুষ একদিনে ভদ্র হয় নাই

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

মিরোরডডল বলেছেন:




স্টেশন অনুযায়ীতো ভাড়া হবার কথা, আই মিন ডিসট্যান্স ওয়াইজ ।
আর কি বিকল্প ব্যবস্থা থাকতে পারে ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩২

কলাবাগান১ বলেছেন: অনেক জায়গায় একটা সেট প্রাইসে টিকেট কেটে, আপনি যেখানে খুশী সেখানে যেতে পারেন

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১

রোকসানা লেইস বলেছেন: একটা নতুন দিগন্ত উন্মোচণ হবে বাংলাদেশের জন্য। দেশের মানুষ, দেশের সম্পদ নিজেস্ব সম্পদ মনে করে যদি ব্যবহার করার দৃষ্টি ভঙ্গী অর্জন করে তবে সুন্দর নান্দনিক থাকবে মেট্রোরেল আশা করি।
তবে প্রথম থেকে কড়া পাহারায় নজরদারীতে রেখে অভ্যাসটা চালু করতে হবে বাংলাদেশে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩২

কলাবাগান১ বলেছেন: "তবে প্রথম থেকে কড়া পাহারায় নজরদারীতে রেখে অভ্যাসটা চালু করতে হবে বাংলাদেশে।" সহমত

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১১

শাহ আজিজ বলেছেন: বেশ ভাল লাগছে বাড়ির কাছে মেট্রো রেল চলবে বলে । আগেভাগেই দেখে নিয়েছি এক্সেলেটর আছে কিনা । তবে ছুটির দিনে আমার মত শুধু ঘুরতে বেরুনোর মানুষ অনেক হবে ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫

কলাবাগান১ বলেছেন: দিয়াবাড়িতে যেভাবে নতুন ফ্ল্যাট বাড়ী নির্মান হচ্ছে, তা দেখে মনে পড়ল জাপানে দেখা শহর এর জনপদ কে....প্রায় সকল কার্যক্রম মেট্রো রেল স্টেশন কে ঘিরেই গড়ে উঠা

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




সন্দেহ নেই, মেট্রোরেল প্রকল্প "কস্টলি"হলেও আমাদের হযবরল পরিবহন সেক্টরে একটি অনবদ্য সংযোজন। স্বচক্ষে দেখিনি বটে তবে টিভিতে মেট্রোরেল ও স্টেশন দেখেছি। যে কেউ গর্ববোধ করতে পারেন এর আধুনিকতা আর পারিপট্যের জন্যে।

তবে ভয় হয়, আমাদের সাধারণ মানুষদের যে মানসিকতা তাতে এমন সুন্দর করে সাজানো ছবির মতো স্টেশনগুলো দিনে দিনে গুলিস্থান মার্কেটের মতো হয়ে না যায়! স্টেশনগুলোর বাইরের পরিবেশটাও কতোদিন ঠিক থাকবে সন্দেহ। কারণ, মাস্তান ও চাঁদাবাজরা আর কোনও কোনও কর্তৃপক্ষ স্টেশন লাগোয়া ফাঁকা জায়গাগুলিতে চা-পান-সিগ্রেট এর দোকান কিম্বা ভাতের হোটেল বসানোর জন্যে বন্দোবস্ত বা ইজারা দিয়ে দিতে পারে। ঢাকার বাস টার্মিনালগুলোতে যে হাল তেমন হলে মেট্রোরেল স্টেশনগুলোও কাওরান বাজারের মতো ঘিঞ্জি হয়ে যাবে।
কঠোর ভাবে এসব নিয়ন্ত্রনে রাখতে পারলেই মেট্রোরেল যাত্রা সুখকর হতে পারে!

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪০

কলাবাগান১ বলেছেন: "যে কেউ গর্ববোধ করতে পারেন এর আধুনিকতা আর পারিপট্যের জন্যে"- এই আধুনিকতা আর পারিপাট্য কে ধরে রাখার জন্য সরকারকে সব সময়ই চাপের মুখে রাখতে হবে... ফেসবুক/ইউটিউব এখন অনেক শক্তিশালী। সামান্য অনিয়ম দেখা দিলেই ফেসবুক ভিত্তিক অনলাইন একটিভিস্ট ফোরাম এ জানানোর ব্যবস্হা করা যেতে পারে। বিশেষ করে স্টেশন এর ভিতর এর দেয়াল (মোজাইক করা) কোন পোস্টার লাগানো পানের পিক, থুথু না ফেলা (কেউ ফেললে সাথে সাথে সাধারন জনগন এর ভৎসর্না এর চোখে তাকানো অথবা পোলাইটলি অনুরোধ করা....এসব বললে, আস্তে আস্তে সবাই সিস্টেম এর মাঝে চলে আসবে)।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: শিক্ষার্থীদের হাফভাড়া রাখলে ভালো হতো আমাদের মেট্রোরেলে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

কলাবাগান১ বলেছেন: হাফ ভাড়া না রেখে, ছাত্র/ছাত্রীদের কে বিনা মূল্যে মাসিক বায়োমেট্রিক পাস দেওয়া উচিত

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ২৯ তারিখ উদ্বোধন হচ্ছে।
শুনেছি কোনো ওয়াশরুম নেই।
ভাড়া নিয়ে ক্যাচাল হবে না। কেউ বাদাম কেউ চকলা ফেলতে পারবে না। ইচ্ছা মতো দরজা খুলতে বা বন্ধ করতে পারবে না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৪

কলাবাগান১ বলেছেন: গুড। ২০ মিনিটের জার্নির জন্য ওয়াশরুম এর দরকার নাই

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৪

সোহানী বলেছেন: দেশের জন্য এটি অসাধারন একটি উদ্যোগ। যানজট কমাতে সাহায্য করবে।

আমার খুব পছন্দের। কানাডায় সাব ট্রেন সিস্টেম অসাধারন। ড্রাইভের চেয়ে অনেক কম সময় লাগে যেকোন স্থানে যেতে। তাই অনেক সময় সাবওয়ের পার্কিং এ গাড়ি রেখে ট্রেনে যাই সময় বাঁচাতে।

নিউইয়র্কের ঘটনার পর কানাডায়ও দু'টো ঘটনা ঘটেছিল। কিন্তু মারাত্বক সিকিউরিটি বাড়ানোর পর আর ঘটেনি এখনো পর্যন্ত।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১০

কলাবাগান১ বলেছেন: প্ল্যাটফর্মে সিকিউরিটি ওয়াল টা আসলেই খুব কাজের সেইফটির জন্য। শুধুমাত্র কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া থেকে নয়, হুড়াহুড়ি করে ট্রেনে উঠার আগেই ট্রেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে আসে..।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

কলাবাগান১ বলেছেন: ওয়াও...এত পরিপাটি, ভদ্র পরিবেশ, কোন ধাক্কা ধাকি নাই, সবাই সশৃংখল ভাবে মেট্রো রেলে চড়ছে...। এভাবেই একটা জাতি নিয়ম মানার অংশে পরিনত হয়..কোন ফেরিওয়ালা নাই, কেউ লুকিয়ে খাওয়ার চেস্টা নাই, কেউ ধুমপান করার চেস্টা করছে না...একজন আগারগাও আবহাওয়া অফিসে চাকরী করেন থাকেন উত্তরা...উনি বললেন আগার গাও আসতে (উত্তরা থেকে) মাঝে মাঝে দু ঘন্টার কাছাকাছিও লেগে যেত, সেই রাস্তায় তিনি ১২ মিনিটে পার হচ্ছেন!!!!!
আর দেখলাম বুদ্ধিজীবি ডা: জাহেদ (জাহেদ'স টেক) বলছে বাংলাদেশে মেট্রো অপ্রয়োজনীয়, ব্যরিস্টার রুমিন ফারহানা কোন প্রমান ছাড়াই বলার চেস্টা করছেন সরকার লুটপাট করার প্রজেক্ট...। কিন্তু আমি আগেও বলেছি জাপানীদের প্রজেক্টে কেউ লুটপাট করবে সেটা বিশ্বাস হয় না।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৪

কলাবাগান১ বলেছেন: Musharaf
1 day ago
"ভাড়া বাচের অদে্ক হওয়া উচিত চিল।"
এই কোয়ালিটির মন্তব্য ই ভরপুর ডা: জাহেদ এর ভিডিও পোস্টে....যেখানে উনি বলছেন যে বাংলাদেশে মেট্রোরেল অপ্রয়োজনীয়

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১২

কলাবাগান১ বলেছেন: শ্রীলংকার প্রতিক্রয়া টা শুনা খুবই দরকার, তাই উপরে এড করে দিলাম

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

কবিতা ক্থ্য বলেছেন: মেট্রো রেল বসানোর চাইতে রক্ষনাবেক্ষন করা টা বেশী জরুরী।
সরকার কে সাধুবাদ নতুন দিগন্ত উন্মোচনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.