নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ডেংগু পরিস্হিতি

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৪

এই পোস্ট দিয়েছিলাম গত বছর...ডেংগুর মহামারী দেখে রিপোস্ট করলাম। যাদের একবার ডেংগু হয়েছে, তারা সাবধানে থাকবেন। দ্বিতীয় বার আক্রান্ত হলে, সিভিয়ার হওয়ার সম্ভাবনা বেশী। যাদের একবার ডেংগু হয়েছে (বিশেষ করে বাচ্চারা), তারা পাওয়া গেলে ডেংগু এর ভ্যাকসিন (সানোফি এর তৈরী) নিয়ে নিবেন। যাদের ডেংগু হয় নাই তারা ভুলেও ভ্যাকসিন নিবেন না।পোস্ট এর লিং নিচে দিলাম

Repost on dengue

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৪

শূন্য সারমর্ম বলেছেন:



ডেঙ্গু বাঙালীদের ভালোই ভোগাচ্ছে।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: নানান দেশেই ভোগাচ্ছে

২| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: খুবই ভয়ে ভয়ে আছি।
আমার ছোট কন্যা ফারাজা কে নিয়েই বেশি ভয়।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: আপনার বড় মেয়ে কে নিয়েই বেশী ভয়। ওর একবার ডেংগু হয়েছিল

৩| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ডেঙ্গু ভ্যাকসিন কি বাংলাদেশে এভেলেবল?
আমার নিকট আত্মীয় একজনের ডেঙ্গু হয়েছিল এখন ভালো হয়ে গেছে।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: জানি না.. জাপানী তাকেদা কোম্পানী আমেরিকাতে ডেংগু ভ্যাকসিন এর এপ্রুভ করার জন্য আবেদন করেছিল কিন্তু প্রয়োজনীয় ডাটা না থাকাতে উইথড্রু করেছে। ডেংগু ভ্যাকসিন নিয়ে কিছুটা প্রবলেম আছে। আমেরিকা তে আগে আপনাকে সেরোটাইপ করে দেখাতে হয় যে, আপনার ডেংগু হয়েছিল, তাহলেই ভ্যাকসিন দেওয়া হয়। সানোফি ও এখন মেনে নিয়েছে এই পদ্ধতি তে ভ্যাকসিন দেওয়া। বাংলাদেশেও টেস্ট করে তারপর ভ্যাকসিন দেওয়া আরম্ভ করা দরকার। এখানে দেখুন ফিলিপাইনে কি হয়েছিল ডেংগু ভ্যাকসিন নিয়ে
dengue vaccine fiasco

৪| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:

আমেরিকা মহাদেশে ডেঙ্গু নেই, ম্যালেরিয়াও নেই।
আছে জিকা। সেটা কম ক্ষতিকর। তবে আমরিকান মশা আমি খুব ভয় পাই, খুবই বিষাক্ত, কামোড় দেয়ার সাথে সাথে যাগাটা বেশ ফুলে যায়, অনেক্ষন চুলকায়। শহরের বাইরে বিকেল/সন্ধা গাড়ী থেকে নামলেই, টেনিস খেলার ভেতরেও চান্স পেলে কামড়ায়।

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৭:১৭

কলাবাগান১ বলেছেন: আমি এমাজন থেকে একটা কলমের মত ডিভাইস কিনেছি যেটা মুখে কিছুটা তাপ হয় আর তাই যখনই মশা কামড় দেয়, এই কলমের মাথা দিয়ে কামড়ানোর যায়গায় চেপে ধরলে মশার থেকে আসা 'টক্সিন' গরমে ডিটস্কিফাই হয়ে যায়, ফলে আর চুলকায় ও না এবং ফুলেও উঠে না

৫| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৭:১৯

কলাবাগান১ বলেছেন: Click This Link

৬| ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চারিদিকেই ডেঙ্গুর খবর পাচ্ছি। আমার এলাকা (উত্তর বাড্ডা) সম্ভবতো ডেঙ্গুর রেড জোনে আছে। অথচো বাসায় কোনো মশা দেখতে পাচ্ছি না।

২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৪০

কলাবাগান১ বলেছেন: গুড..আপনি নিশ্চয়ই আশ-পাশ এলাকায় কোন পানি জমতে দেন না..।পরিস্কার-পরিছন্ন থাকেন। সবাই নিজের থাকার এলাকা পরিস্কার রাখলেই ডেংগু বাড়তে পারবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.