নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

শরীফ vs. শরীফা

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৪




আমাদের হুজুর মনোভাব এর লোকজনেরা যতদিন পর্যন্ত্য না কোন বাচ্চার জেনেটিক মিউটেশনকে বন্ধ করতে না পারবে, ততদিন পর্যন্ত্য উনারা কোন ইন্টারসেক্স/ট্রান্সজেন্ডার নিয়ে মনগড়া কথা বলতে পারা উচিত নয়। উপর এর ছবির বেলজিয়ান মডেল দেখতে পুরাটাই মেয়ের মত কিন্তু তার জন্ম ই হয়েছে ছেলেদের মত XY chromosome নিয়ে কিন্তু জেনেটিক মিউটেশন এর জন্য তার male sex hormone - Androgen এর receptor সম্পূর্ন mutated মানে 'নস্ট'. তার শরীরে ছেলেদের মত অন্ডোকোষ ও আছে...কিন্তু male sex hormone না কাজ করাতে, সে ছেলেদের মত আকার নিয়ে জন্ম হয় নাই। সব বাচ্চারই 'ডিফ্লট' সেক্স হল মেয়ে, তাই এই মিউটেশন এর ফলে মেয়ে এর মতই জন্ম গ্রহন করে ছেলেদের মত XY chromosome থাকা স্বত্তেও। এখন সে যদি জেন্ডার অপারেশন করে ছেলেতে রূপান্তরিত হয়, তাতে হুজুর সম্প্রদায় এর এত চিন্তা কিসের। পারলে এমন মিউটেশন যাতে না হয় কোন বাচ্চার মাঝে, তার সমাধান দেন। এই 'মেয়ে' বাচ্চার কি দোষ তার শরীরে ছেলেদের মত XY chromosome, সে কেন ছেলের মত চিন্তা ধারা করবে না....।তার এই কমপ্লিট এনড্রোজেন ইনসেনসিটিভিটি 'রোগ' তো আর সে নিজের চয়েসে করে নাই..।সে কেন সমাজে অপাংত্তেয় হবে!!!!!!!! প্রতি ১ লাখে, একজন বাচ্চা এই ভাবেই জন্ম গ্রহন করে। আমার নিজের কাজের জায়গায় দুজন কে চোখের সামনে দেখলাম অপারেশন করে সেক্স চেন্জ করতে...।কারো কোন মাথাব্যাথা নাই.. দিব্যি নরমাল ভাবেই কাজ করে যাচ্ছে....।

Belgian Model

Androgen Insensitivity Syndrome Explained by the Famous Cleveland Clinic


ডোমিনিকান রিপাবলিক এর এক গ্রাম এর প্রতি ৯০ জন এর মাঝে একজন বাচ্চার জন্ম হয় মেয়ে হিসাবে কিন্তু ১২-১৩ হলেই তারা আবার ছেলেতে রূপান্তরিত হয়..এটা নরমাল....হয়ে গেছে.. তাদের কে বলা হয় “guevedoces”
"In the Dominican Republic, there are children recognised as girls at birth but who develop and are then recognised as boys at puberty: the “guevedoces”. In one village, about one per cent of males are affected, but the condition is rare elsewhere (technical name deficiency). God created these children, too."
সেই একই কারন মিউটেশন...এই বাচ্চারা সবাই ছেলে কিন্তু এদের জিন মিউটেশন এর জন্য 5α-Reductase নামক এনজাইম তৈরী হয় না এদের শরীরে, আর এই এনজাইম দিয়ে male sex hormone – dihydro-testosterone – in the womb থাকার সময়ই তৈরী হয় কিন্তু মিউটেশন এর জন্য আর টেস্ট্রোস্টেরন আর তৈরী হয় না। তাই ছেলে হওয়া স্বত্তেও তারা মেয়েদের মত দেখা যায় কিন্তু বয়:সন্ধিকালে যখন সবার মত অন্য উপায়ে testosterone এর 'জোয়ার' তৈরী হয়, তখন তার শরীর ও আস্তে আস্তে ছেলেতে রূপান্তরিত হয়...। সবই এক্সপ্লেইনএবল..কিন্তু গুহায় বসবাসকারীদের মানসিকতার লোকজনদের কে বুঝাবে ...তারা কি মনে করে একদিন সকালে ঘুম থেকে উঠেই একজন ছেলে বলে যে আজ থেকে আমি মেয়ে???

এদের এনাটমিক্যাল বিষয় জানতে নিচের লিং টা দেখুন

DISCOVER THE CARIBBEAN ISLAND WHERE YOUNG GIRLS TRANSITION INTO BOYS AT PUBERTY



আমরা যে কবে ধর্মীয় সংকৃন্নতা থেকে মুক্ত হয়ে মানুষ কে মানুষ হিসাবে গন্য করব??? কে হিন্দু, কে মুসলমান , কে খ্রিস্টান কিইবা আসে যায়?????

মন্তব্য ৪৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার গবেষণা। ধন্যবাদ...

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৪

কলাবাগান১ বলেছেন: এটাকে গবেষনা না বলে, বলা যায় জেনেটিক নিয়তি যার উপর বাচ্চার কোন হাত নাই

২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৮

শ্রাবণধারা বলেছেন: ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আপনি পোস্ট দিয়েছেন বলে।

আমাদের সমাজ জ্ঞানভিত্তিক নয়। তাই দেখতে পাই মানসিক রোগাক্রান্তকে জ্বীনে ধরেছে বলে হুজুর দিয়ে বেত মেরে রোগের চিকিৎসা করে। মানসিক রোগ যে সমাজে জ্বীনে ধরা রোগ সেখানে ট্রান্সজেন্ডার বিষয়টি বুঝতে আমাদের বহু সময় লাগবে!

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭

কলাবাগান১ বলেছেন: জ্ঞানভিত্তিক সমাজে বাস করার একটা বিরাট উপকার হল চোখের সামনে কোনটা ভুয়া আর কোন টা রিয়েল সেটা বুঝতে কাউকে জিজ্ঞেস করতে হয় না...বাংলাদেশের মানুষ এত আস্তে আস্তে জ্ঞানভিত্তিক সমাজের দিকে আগাচ্ছে যে, মনমানসিকতার তেমন ভাবে উন্নতি হচ্ছে না


৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর ভাবনা।
পোস্টে ভালো লাগা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০১

কলাবাগান১ বলেছেন: আফসোস!! শুকনা কথার ভাল লাগা....

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: বর্তমান যুগে ধর্ম বিরাট সমস্যা হয়ে দাড়িয়েছে।
এখন সময় হয়েছে ধর্মকে চিরতরে বিদায় করে দেবার। ধর্ম পুরো বিশ্বের ভয়ানক ক্ষতি করেছে। আধুনিক মানুষরা আর ধর্মের অত্যাচার সহ্য করতে চায় না। তারা ধর্ম থেকে মুক্তি চায়।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

কলাবাগান১ বলেছেন: ঘুড়ি উড়ানো উৎসবেও না না আরম্ভ করেছে

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

কামাল১৮ বলেছেন: এখন শুধু হুজুর না,বুয়েটের শিক্ষক এবং ব্রাকের শিক্ষক ও তথাকথিত অনেক উচ্চ শিক্ষিত লোক জনও কোরান হাদিসে বিজ্ঞান খোঁজেন।
অনেকে বিজ্ঞান পড়েন কিন্তু মানেন না।তারা বিশ্বাস করে আল্লাহ মানুষ সৃষ্ট করছেন নারী এবং পুরুষ করে।নারী যে পুরুষ হতে পারে বা পুরুষ নারী হতে পারে এটা কোরানের সাথে সাংঘষিক,তাই তারা মানতে চায় না।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

কলাবাগান১ বলেছেন: অনেক male আছে যারা মেয়েদের মত XX chromosome নিয়ে জন্ম গ্রহন করে কিন্তু কোষের কিছু ভুল এর জন্য, ছেলে ডিটারমাইন করার SRY gene এর অংশ একটা X chromosome এর সাথে বেধে যায়, ফলাফল হল মেয়েদের ক্রোমোজম নিয়েই ছেলে হিসাবে জীবন যাপন...।এই সমস্ত বিজ্ঞান যখন সবাই বুঝতে পারবে, তখনই ধর্মীয় গ্রন্হে আর বিজ্ঞান খুজবে না আর আইনের শিক্ষক হয়েও আইনের টেস্কটবুক না লিখে ধর্ম নিয়ে বই লিখার জন্য দোয়া চায় আসিফ নজরুল এর মত শিক্ষক রা।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: দিনরাত ২৪ ঘন্টা মানুষ বিজ্ঞানের আবিস্কার ব্যবহার করছে। দৈনন্দিন ব্যবহারের প্রতিটি জিনিসই আধুনিক বিজ্ঞানের অবদান।

কিন্তু বিশ্বাস করে মূর্খ ওয়াজবাজদের!!! এটা দেখে মাঝে মাঝে খারাপ লাগে।

হাতের মুঠোয় ইন্টারনেট, তথ্য জাচাই করতে বেশি সময় লাগেনা। সেটা না করে ফেসবুকের গুপে জিঙ্গাসা করবে মূর্খের দল....

নিজেরা ভন্ড তাই ধর্মীয় উম্মাদনায় যোগ দিয়ে বেহস্ত কনর্ফাম করতে চায় বর্তমানের অনেকে।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

কলাবাগান১ বলেছেন: বিজ্ঞান বুঝতে তো কিছুটা পরিশ্রম করতে হয়...বিনা শ্রমেই তাই এই সমস্ত ভন্ড/মূর্খ দের কথা বিশ্বাস করে

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




সুন্দর ও জ্ঞানবর্ধক একটি বিষয় নিয়ে লিখেছেন যা জ্ঞানপিপাসুদের জানার পরিধি বাড়াবে। ধন্যবাদ আপনাকে।

অথচ ইউটিউবে দেখলুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির একজন শিক্ষক আসিফ মাহতাব ষ্কুলের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার গল্প "শরীফ থেকে শরীফা" টিকে শিশুদের মগজ ধোলাই বলে একটি সেমিনারে ফতোয়া দিয়ে বইটির পাতা ছিঁড়ে ফেলেছেন। তার চাকরি অবশ্য গেছে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের যদি বিজ্ঞানের বা প্রকৃতির প্রতি আস্থা না থাকে তবে আম জনতার অবস্থা সহজেই বোধগম্য। সবটাই ধর্মীয় গোঁড়ামীর বিষফল ।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬

কলাবাগান১ বলেছেন: Chromosomal basis of sex determination পড়লে সহজেই বুঝা যায় যে আমরা যারা মনে করি জেন্ডার হল বাইনারি- মেইল অর ফিমেল- সেটা সম্পূর্ন ভুল

৮| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩

এম ডি মুসা বলেছেন: কঠিন গবেষণা আমার মাথায় এত শক্ত বিষয় কম ঠুকে

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

কলাবাগান১ বলেছেন: ধর্মীয় সাদা চোখে আমরা মনে করি যে জগতে লিংগ দুই প্রকার: ছেলে অথবা মেয়ে। কিন্তু বিজ্ঞান এর চোখে দেখলে বুঝা কত ভ্যারিয়েশন হয় এই ছেলে আর মেয়ের এর দুই এক্সট্রিম এর মাঝামাঝি

৯| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: আসিফ নজরুলের হটাত ইউ টার্ন ভাল লাগেনি । এখন বুদ্ধিজীবীরা ধর্মের দিকে ঝুকছে , লক্ষন ভাল না ।



এটা নিয়ে লিখবেন প্লিজ ।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

কলাবাগান১ বলেছেন: উনার ওয়েস্টার্ন কাপড় চোপড় পরা ছাড়া উচিত

১০| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকার এক মেয়ে,ক্লাস সেভেনে পড়ার সময় ছেলেতে রুপান্তরিত হয়েছে।সে এখন ঢাকা ইউনিতে পড়ে,আশা করছি তার জীবন আনন্দময় হবে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৩

কলাবাগান১ বলেছেন: ডোমিনিকান রিপাবলিক এর মত ই ঘটনা...ইজিলি এক্সপ্লেইন করা যায়

১১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




ট্রান্সজেন্ডার সম্পর্কিত পুরা বিষয়টির প্রতি নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক
হিসাবে গড়ে তুলার জন্য পোষ্টের তথ্যসমুহ ভাল একটি দিক নির্দেশনা বহন করছে ।
ট্রান্সজেন্ডার জনগুষ্ঠি সমাজে অনেক দিক দিয়েই নিগ্রহনে নিপতিত । তবে এর মধ্যে
বিভিন্ন সংবাদ ভাষ্যে দেখা যায় ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীরাই অন্যদের তুলনায়
বিভিন্ন মানসিক স্বাস্থগত বিষয় যথা বিষণ্নতা, উদ্বেগ এবং আত্মহত্যার মতো বিষয়ে
বেশ উচ্চ ঝুকিতে থাকে ।

সোশ্যাল মিডিয়া এই ট্রান্সজেন্ডার সম্পর্কিত সমস্যগুলি মোকাবেলার জন্য একটি
কার্যকর স্থান হতে পারে । কারণ বেশিরভাগ কিশোর-কিশোরীদের অনলাইন তথ্য এবং
সামাজিকীকরণে অ্যাক্সেস রয়েছে।

এখানে যেমন এই সোসাল মিডিয়াতে প্রকাশিত এই পোষ্টের কথামালা হতে এদের বিষয়ে
অগনিত পাঠকের মাঝে সচেতনতা আসবে । পরিবেশিত তথ্যের আলোকে অনেকেই
বিষয়টি সম্পর্কে সঠিক কথা বলে ট্রান্সজেন্ডার বিরুপ জনতাকে সঠিক উপলব্দিতে
পরিচালিত করতে সক্ষম হবেন ।

সামাজিক গুরুত্বপুর্ণ পোষ্টটির জন্য ধন্যবাদ ।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৮

কলাবাগান১ বলেছেন: দন্যবাদ। এই ভিডিও টা দেখুন

১২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
খুব সুন্দর ভাবে XY ক্রমোজম XX উদাহরন দিয়ে বুখিয়ে দিয়েছেন।
কিন্তু অসভ্য মানবতা বিরোধীদের কোনভাবেই বোঝাতে পারবেন না
ব্রাক বিশ্ববিদ্যালয় অবস্য কয়েক ঘন্টার ভেতর এই ব্যাদ্দপ জংলিটাকে কোন কারন দর্শানো নোটিস বাদেই লাথি দিয়ে বের করে দিয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৮

কলাবাগান১ বলেছেন: জীবনে এরা মাইক্রোস্কোপ এর নীচে কোন ক্রোমোজম দেখেছে কিনা সন্দেহ, তার উপর আবার সেক্স ক্রমোজম......।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: হে কলাবাগান........ এই আামদের বাংলাদেশে বিজ্ঞান দিয়ে কি করবেন?
এখানে এখন ধর্মের মূল্য অনেক বেশি।

ধর্ম নিয়ে লিখুন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: বিশ্ববিদ্যালয়ে ল্যাবগুলিকে ধর্মীয় কাজের মিটিং প্লেস হিসাবে ঘোষনা দেওয়া হোক....

১৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

সত্যপীরবাবা বলেছেন: @কলাবাগান১, ব্লগার ঢাবিয়ানের কমেন্ট ব্লক উঠিয়ে নিন ( আপাতত), জেনেটিক মিউটেশনকে বন্ধ করতে বিশাল গোভেষনা করে উনি কি পেয়েছেন তা জানা যাবে। কমেন্ট ব্লক থাকায় গোভেষনার ফলাফল জানাতে পারছেন না।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৬

কলাবাগান১ বলেছেন: উনাদের মত মানুষদের গবেষনা যে কি সেটা না বললেও বুঝতে পারি...।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

মিরোরডডল বলেছেন:




এখন সে যদি জেন্ডার অপারেশন করে ছেলেতে রূপান্তরিত হয়, তাতে হুজুর সম্প্রদায় এর এত চিন্তা কিসের।

শুধু হুজুর সম্প্রদায় না, অনেক একাডেমিক শিক্ষায় শিক্ষিত বুদ্ধিমান মানুষও এগুলোর বিরোধিতা করে বা বুঝেও বুঝতে চায় না।
দ্বিমত পোষণ করতে পারে কিন্তু সেটা লজিক্যালি না করে এগ্রেসিভ হয়ে যায়।

আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে বিষয়টা, তারা মানতে রাজি না এটা যে একজন মানুষের বেসিক রাইট, শারীরিক প্রয়োজন, এটা ন্যাচারালি বডি ফিল করে, শরীর ও মন কানেক্টেড, এর সাথে অনেক কিছু রিলেভেন্ট। খুব ক্লোজলি তাদের অনেকের সাথে মিশেছি তাই কিছুটা হলেও বুঝি বা জানি।

মানুষের প্রাইভেট বডি পার্টস এবং প্রাইভেট রিলেশনশিপ, সেই জায়গায় সে কিসে হ্যাপি এটা একান্তই একজন মানুষের ব্যক্তিগত। এসব নিয়ে একজন মানুষকে ইনসিস্ট করা বা বিরোধিতা করে ট্যাবু করা, এগুলো আমার কাছে খুব ইনহিউম্যান মনে হয়।

ভালো টপিক নিয়ে লিখেছে, থ্যাংক ইউ।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৫

কলাবাগান১ বলেছেন: আমেরিকাতেও কনজারভেটিভ স্টেটগুলিতে যেখানে চার্চের ইনফ্লুয়েন্স বেশী, সেখানেও ট্র‌্যান্সজেন্ডার অধিকার কে বাংলাদেশের মোল্লাদের মতই খর্ব করার প্রয়াস দেখা যায়। আমার নিজের 'ছাত্রী' - পুরা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রীর সময় মেয়ে হিসাবেই জানতাম। আমার ল্যাবে এক সেমিস্টার রিসার্চ ও করেছে। পরে পিএইচডি করার সময় সেক্স অপারেশন করে দেখলাম এত হ্যাপী যে ভীষন ভাল রেজাল্ট করে এখন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে জয়েন করেছে...।কেউ কোথায় বাধা দেয় নাই..।সমাজের কোন ক্ষতি হয় নাই

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্টে ভালো লাগা। ধন্যবাদ আপনাকে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কলাবাগান চমৎকার পোস্টের জন্য।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৬

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

Im msh বলেছেন: আপনারা যারা Lgbtq/সমকামিতা/শরীফ থেকে শরীফার সাপোর্ট করেন, তাদের কতজন নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন? নিজের পরিবারকে জানাইছেন আমি আগে শরীফ ছিলাম এখন শরীফা হয়ে গেছি?
যদি না করে থাকেন, তাহলে কেন করছেন না?? আপনারা কী তাহলে অন্ধধর্মবিশ্বাসীদের মতোই? এটাতো সাইয়েন্টিফিক বিষয়, এবং লিঙ্গ পরিবর্তনের আপনার ম*রার সম্ভাবনাও নেই (ভুল অপারেশনে)। তাহলে কেন করছেন না উত্তম কাজটা।
আমার মতে সরকারের আইন করা উচিত, সকলের লিঙ্গ পরিবর্তন করা উচিত এবং বাধ্যতামূলক।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০০

Im msh বলেছেন: আপনারা যারা Lgbtq/সমকামিতা/শরীফ থেকে শরীফার সাপোর্ট করেন, তাদের কতজন নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন? নিজের পরিবারকে জানাইছেন আমি আগে শরীফ ছিলাম এখন শরীফা হয়ে গেছি?
যদি না করে থাকেন, তাহলে কেন করছেন না?? আপনারা কী তাহলে অন্ধধর্মবিশ্বাসীদের মতোই? এটাতো সাইয়েন্টিফিক বিষয়, এবং লিঙ্গ পরিবর্তনের আপনার ম*রার সম্ভাবনাও নেই (ভুল অপারেশনে)। তাহলে কেন করছেন না উত্তম কাজটা।
আমার মতে সরকারের আইন করা উচিত, সকলের লিঙ্গ পরিবর্তন করা উচিত এবং বাধ্যতামূলক।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৬

কলাবাগান১ বলেছেন: এটা দেখুন

২০| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৪

Im msh বলেছেন: AIS সিন্ড্রম আপনি বলছেন লাখে একবার হয়, আমি আরেক জয়াগায় দেখলাম, মিলিয়ন অর্থাৎ ১০ লাখে ১ বার।
আপনারটাই সোর্স সঠিক ধরি, মূল কথা একটাই এটা খুবই রেয়ার কেইস। এখানে মেয়ে ছেলের মতো হয়।
চলেন এরকম আরও রেয়ার কেইস + বৈজ্ঞানিকভাবে সমর্থিত; আমরা নিউযে দেখছি, যেমন দুটো বাচ্চা জোড়া লেগে একত্রে জন্ম নেয়া কিংবা, শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মানো, মানসিক প্রতিবন্ধী (অটিজম) হয়ে জন্মানো, ব্লা ব্লা। Nord/cdc/nih এর সাইটে গেলে এমন লিস্ট পাবেন রেয়ার প্রবলেমের।

আমার প্রশ্ন হচ্ছে, আমাদের (আপনি/আমি/বিজ্ঞান বিশ্বাসী সবাই) উচিত এসবের পক্ষেও আন্দোলন করা। যেমন, যেই শিশু অটিজম নিয়ে জন্ম নেয় তাকে যেন অটিজম হিসাবেই বড় হতে দেয়া হয়, চিকিৎসার দরকার নাই, অটিজম তার অধিকার এবং ধর্ম বিশ্বাসী সমাজের মানতেই হবে।
যেই শিশু প্রতিবন্ধী হয়ে জন্মাবেও তার ক্ষেত্রেও সেইম। এটা তার অধিকার। বুয়েটে থাকাকালীন একদল বড় ভাইদের দেখছিলাম নিজ উদ্যোগে ফ্রীতে বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য রোবটিক হাত/পা বানাতে, এগুলো বন্ধ করা দরকার। কারণ প্রতিবন্ধী হওয়া তাদের অধিকার।

যেই যমজ শিশু একসাথে জোড়া লেগে জন্মাবে তাদের অপারেশন করে অলাদা করার দরকার নাই, অনেকক্ষেত্রে সরকারি খরচে করে। এটা তার অধিকার।

ধর্ম বিশ্বাসীরা যাই বলুক, যে যেভাবে জন্ম নিছে সে সেইভাবে থাকবে এটাই তার অধিকার। এটার পক্ষে যুদ্ধ করতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২১

কলাবাগান১ বলেছেন: আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা আপনি নিজেও বুঝেন কিনা সন্দেহ!!!! যার মাঝে ছেলেদের ক্রোমোজম কিন্তু মিউটেশন এর ফলে মেয়ে আছে (ছেলের শরীরে মেয়ে), সেখানে কিভাবে একজন মেয়ে হিসাবে থাকবে, সে যদি অপারেশন করে মেয়েতে রূপান্তরিত হয়, সমাজের তো েতে কোন অপকার নাই বরন্চ একজন সুখী মানুষের সংখ্যা বাড়ে সমাজে।

পুরা পৃথিবীতে ১৫০ মিলিয়ন (১৫ কোটি) ইন্টারসেক্স..।এই TED Talk টা দেখুন (মেয়ে মানুষ কিন্তু অন্ডকোষ নিয়ে জীবন যাপন সহজ না..।কোন পিরিয়ড নাই, গরমেও ঘামে না...এভাবে থাকার চেয়ে একেবারে অপারেশন করে সেক্স চেন্জ করলে ক্ষতি টা কোথায়???সমাজে যাতে এরা অবেহেলিত না হয়, তাই স্কুলে এদের প্রেজেন্স টা জানানো জরুরী।

150 Million Intersex in the World

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩০

কলাবাগান১ বলেছেন: এই টেড টক দেখুন.।সব বুঝতে পারবেন

২১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

বক বলেছেন: "একেবারে অপারেশন করে সেক্স চেন্জ করলে ক্ষতি টা কোথায়?" -- কিন্তু তারা তো অপারেশন করে চেন্জ করতে রাজি না। তাদের মনে হলেই আমাদের মানতে হবে, এই তাদের দাবী, আপনারও কি তাই দাবী?

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: তাদের দাবী একটাই সমাজে যেন তারা অবহেলার পাত্র/পাত্রী না হন.. সমান অধিকার....এই অধিকার এর প্রতি আমার শত ভাগ সমর্থন....

২২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

বক বলেছেন: ( এটাকে ভাইরাল করেন। কপি-পেস্ট করেন, কোন কার্টেসি লাগবে না।)

বলবো, কিন্তু অল্প কথায় লিখে যাই জ্ঞানপাপীদের জন্য।
১। XY+টেসটিস+ মেইল সেকেন্ডারি সেক্সচুয়াল ক্যারেকটার = Male(পুরুষ)। এই পুরুষ অপারেশন করেও কখনো মা হতে পারবে না।

২। XX +ওভারি+ ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেকটার= Female (নারী)। এই নারী অপারেশন করেও কখনো বাবা হতে পারবে না।

এখন হিজড়াতে আসি, এখানে বহু ভ্যারাইটি আছে, তবে এদেরকে মোটাদাগে ৩ভাগে ভাগ করি।

৩। কমপ্লেক্স হিজড়া ( True hermaphrodite) এদের বিষয়টা কমপ্লেক্স। অনেক সময় টেসটিস, ওভারি একসাথে থাকতে পারে। এদের প্রকৃত সেক্স ডিটারমাইন করা টাফ। এরা সংখ্যায় অতিনগন্য।

৪। মেল প্রিডমিনেন্ট হিজড়া ( Male pseudohermaphrodite) XY+টেসটিস+ ফিমেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি মেইল, এক্সটারনালি ফিমেল। এদের মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর বাবা হবারও সুযোগ থাকে।

৫। ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া ( Female pseudohermaphrodite) XX + ওভারি+ মেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি ফিলেম, এক্নটারনালি মেইল। মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর এদের মা হবার সুযোগ থাকছে।

এখানে ১ পুরুষ, ২ নারী, ৩,৪,৫ হিজড়া।

তাহলে গন্ডার কারা? যারা ১ থেকে ২ হতে চায় অথবা ২ থেকে ১ হতে চায় যেটা কখনোই পসিবল না। এদের কারো কারো জেন্ডার ডিস্ফোরিয়া থাকে যা একটা মানসিক সমস্যা।এটার জন্য অধিকার নয়, চিকিৎসা দরকার।

তবে বঙ্গীয় গন্ডার গ্রুপের বেশিরভাগই বটম পায়ুকামী যারা অন্য পুরুষের কাছে নিজেদের পায়ুপথ নিবেদন করে। এটাকে সুচারুরূপে করার জন্য তারা রুপান্তরের পথ বেছে নেয়।

কথা ক্লিয়ার নাকি ভিডিও লাগবে??

Mehedi Hasan
ICU In-Charge at Popular Medical College & Hospital

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২

কলাবাগান১ বলেছেন: আপনি কি কপি করেছেন সেটা আপনি নিজে বুঝেছেন??? যার অলরেডি নরমাল XY chromosome or XX chromosome আছে, সে কেন সেক্স চেন্জ করবে মা কিংবা বাবা হওয়ার জন্য..সেতো অলরেডি নরমাল। আপনারা যারা বায়োলজি বুঝেন না তারা মনে করেন এটা হয় সকালে ঘুম থেকে উঠেই একজন ছেলে 'মনে মনে' ডিসাইড করে আজ থেকে আমি মেয়ে...এটা কখনই হয় না। বায়োলজি/chromosomal mutations dictate one's own sextual identity.
পায়ু পথ ছেলে/মেয়ে সবার আছে, তার জন্য সেক্স চেন্জ করতে হয় না...আর কারা পায়ুপথের ভক্ত এটা সমাজের সবাই জানে...

২৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

বক বলেছেন: "তাদের দাবী একটাই সমাজে যেন তারা অবহেলার পাত্র/পাত্রী না হন.. সমান অধিকার....এই অধিকার এর প্রতি আমার শত ভাগ সমর্থন...."

তাহলে যারা খুনী , সমাজে যেন তারাও অবহেলার পাত্র/পাত্রী না হন.. সমান অধিকার....এই অধিকার এর প্রতি আপনার শত ভাগ সমর্থন থাকা উচিত?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২

কলাবাগান১ বলেছেন: কার সাথে কি মিলালেন???

২৫| ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২২

Izaz বলেছেন: অনেক গঠনমূলক কমেন্ট পড়লাম। অনেককে আবার দেখলাম ধর্ম নিয়ে তাদের মনের চাপা রাগ উগড়ে দিতে। তবে আমার কোনো রাগ নেই, আমার বিশ্বাস, প্রকৃত ধর্ম আর প্রকৃত বিজ্ঞান একসূত্রে গাঁথা। আমি লুই পাস্তুরের কথায় বিশ্বাসী, "বিজ্ঞানের অল্প জ্ঞান তোমাকে নাস্তিক করবে এবং বিজ্ঞানের গভীর জ্ঞান তোমাকে বিশ্বাসী হিসেবে গড়ে তুলবে।"
তবে প্রশ্ন হলো আমরা প্রকৃত ধর্মকে চিনি কিনা? আমি নিজেও এবিষয়ে সন্দিহান। এখন মনে কইরেন না আমি খুব নামাজি, না, আমি নামাজি না, আমি আগে সত্য জানতে চাই, প্রকৃত ধর্ম জানতে চাই। আমার বিশ্বাস, যেদিন আমরা বিজ্ঞানকে সম্পূর্ণভাবে জানতে পারবো এবং তাকে আমাদের দেশীয় ধর্মের সাথে নয়, প্রকৃত খোদা/ঈশ্বর/প্রভু/ভগবান এর দেয়া প্রকৃত ধর্মের সাথে তুলনা করবো, তখন তাদের মধ্যে কোনো সংঘর্ষ থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.