নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রাউড প্যারেন্ট

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৪৭


প্রত্যেক প্যারেন্ট এর কাছেই এমন একটা ছবি আরাধ্য। সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্হ্য সংস্হা এর সাউথ-ইস্ট এশিয়ার প্রধান হিসাবে, উনার জোন এর সকল দেশ এ সফর আরম্ভ করেছেন....সর্বপ্রথমে উনি বাংলাদেশ সফরে আসেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ফর্মাল মিটিং করেন। উনার ভাষায়
"I've started my visits to @WHOSEARO Member States, kicking-off with a trip to #Bangladesh. We've got a busy few days of meetings planned, and I'm glad I got to start by meeting a leader I know well! !:#P

চমৎকার কথা...কিন্তু দু:খ পেলাম যে দেশের কোন পত্রিকাতে অনলাইনে/প্রিন্ট এ্ই ছবি বা খবরটা দেখলাম না... সবই পরীমনি আর বুবলীর খবর এ বুদ.........।

শেখ হাসিনা আর যাই করুক, ছেলে-মেয়ে দুজনকেই ভাল পড়ালেখা শিখিয়েছেন..মানুষের মত মানুষ করেছেন....।

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১০

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের মানুষ পরিবনিকে সবচেয়ে বেশি চিনে তো, ভাইরাল ইসুতে। বঙ্গবন্ধুর পরিবার, না বঙ্গবন্ধুর আদর্শ এখনো পুরোপুরি দেশের মানুষ জানে না।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৮:২১

কলাবাগান১ বলেছেন: পরীমনির চেয়ে বেশী ব্যস্ত, আইসিস এর সাফাই গাইতে (আইসিস এর মত এমন দল মস্কোতে কিছুই করে নাই, সবই অন্যরা করেছে)

২| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১১

এম ডি মুসা বলেছেন: পরীমণি একজন নায়িকা তার ছবি পোস্ট করলে পত্রিকায় মানুষ বেশি নজর দেবে, তার জন্য বেশি ছাপায়..

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৮:২৪

কলাবাগান১ বলেছেন: পরীমনির ছবি ছাপাক অসুবিধা নাই...

একজন প্যারেন্ট এর এমন অর্জন কে কোন পত্রিকা মান্য করল বা করল না তাতে এমন অর্জন ম্লান হয়ে যায় না...কিন্তু এর মাঝে যদি কিছু কোন কিন্তু খুজে পেত, তখন ১০ ইন্চি কলামে লাল অক্ষরে ছাপাতো

৩| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর একটি ছবি, দেখলে চোখ জুড়িয়ে যায়।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩২

কলাবাগান১ বলেছেন: এই ছবির মর্ম অনেক বাংগালীই বুঝবে না...।

৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭

কলাবাগান১ বলেছেন:
ধন্যবাদ। বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বেশী বছর ধরে মহিলা শাসিত দেশ!!!!! পুরুষ প্রধান রা ৫ বছর ই এত দূর্নীতি করে যে, সে আর কন্টিনি্উ করতে পারে না....

৫| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কালের কণ্ঠের প্রিন্ট এডিশনের প্রথম পৃষ্ঠায় বড় আকারে ছবি ও দ্বিতীয় পৃষ্ঠায় খবরটি প্রকাশিত হয়েছে।
আপনি কারো কাছ থেকে সংগ্রহ করে পড়তে পারেন। আমাদের বাসায় আছে।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ খবরটি দেওয়ার জন্য...প্রথম আলো এই খবর ছাপাবে না...তারা আছে আইএসআই এর সাফাই গাইতে (যেখানে আইএসআই নিজে বলছে যে তারা মস্কোর ঘটনা ঘটিয়েছে)

৬| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পৃথিবীতে অনেক কিছুই পুরোপুরি নিজের যোগ্যতায় অর্জন করা যায় না।
এটাই বর্তমান বাস্তবতা।
এটা মেনে নিতে হবে।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৮

কলাবাগান১ বলেছেন: বুশ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন.।হিলারী ক্লিন্টন কে সবাই চিনে

৭| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মহাজাগতিক চিন্তা বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।

স্যার, ইসলামে নারী নেতৃত্ব হারাম।
আপনি যদি মমিন মুসলমান হন তাহলে কোন ভাবেই নারী নেতৃত্ব মেনে নিতে পারেন না।
যদি নেন তাহলে আপনার ইমানের ঝামেলা আছে।
মানে উহা কম জোরী।
ইমানে জোর থাকতে হবে।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: জাস্টিন ট্রুডো ..।

৮| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর চাইতে গর্বের আর কিছু হয় না। এমন ঘটনা বা ইতিহাস পৃথিবীতে বিরল।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৫

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই....চট্রগ্রাম এর খাতুনগন্জ চালের আড়তদার ২০-২৫ টা পিএইচডি করা লোক এর চেয়েও বেশী ধনবান!!!! বেশীর ভাগ লোকই টাকা-পয়সা দিয়ে মানুষকে মূল্যায়ন করে..

৯| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।
আসলে প্রতিটা বাবা মা চায় তার সন্তান বড় হোক, নাম করুক। এমনকি বাবা মা শখ করে নাম রাখেন বাদশা, কিন্তু বাদশা বড় হয়ে হয় বদমাশ।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৬

কলাবাগান১ বলেছেন: নির্ভর করে বাবা-মাও যদি ছোটখাট 'বদমাশ' হয়.....

১০| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৬

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধুর কাছে বৈষম্য শব্দটি কখনো সহ্য করতেনা, বর্তমান শেখ হাসিনার আমলে অনেক বৈষম্য নীতি আছে। নারী পুরুষের সমান অধিকার নাই, হয়তো নারীদের বেশি নয়তো পুরুষ জোর করে খায়। বৈষম্য দূর করা। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা বেশি কমে বৈষম্য বন্ধ করা। তারপরে আসেন দুর্নীতি দমন করতে এত পরিকল্পনা লাগে না, রূপকল্প লাগে না - দুর্নীতি ১০০% নিপাত এখনো যায়নি। চাকরির পরীক্ষার জালিয়াতি এবং দুর্নীতি বন্ধ হয়নি। বঙ্গবন্ধু মাত্র তিন বছর ক্ষমতায় থেকে দুর্নীতি গন্ধ পেয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এত বছর ক্ষমতায় তারপর দেশের এত দুর্নীতি গন্ধ তার কাছে পৌঁছে যায়না কেন? তিনি বঙ্গবন্ধুর আদর্শ কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন্?

২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

কলাবাগান১ বলেছেন: আমলা/ব্যবসায়ী/রাজনীতিবিদ দের দূর্নীতিই উনাকে ডুবাবে..বঙ্গবন্ধুর নামটাই অনেকের গালে চপোটাগাত এর মত কাজ করে

১১| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৯

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধু আদর্শ আমার কাছে সবচেয়ে প্রিয় অনুপ্রেরণা। তার আদর্শ গুলো একজন সৎ মানুষের জন্য যথেষ্ট।

২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

কলাবাগান১ বলেছেন: সেই আদর্শই আজও বয়ে চলেছি

১২| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এটাই অনেকের সহ্য হয় না। ঈর্ষা তাদের জ্বালিয়ে মারছে!

২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: ঈর্ষার আগুনে পুড়ে পুড়ে কিভাবে খাটি হতে হয় সেটা উনি ভালই জানেন..আর সাথে আছে জামাতি-রাজাকার দের গ্রেনেড/গুলি হামলার আশংকা

১৩| ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৬

জ্যাক স্মিথ বলেছেন: অথচ বিষয়টা যদি নেগেটিভ কিছু হতো তাহলে দেখতেন ভেড়ার পাল হুমড়ি খেয়ে পরতো।

মা আর মেয়েকে অভিনন্দন।

২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: সেই কথাই বলেছি যে কোন কিন্তু হলেই প্রথম আলো হুমড়ি খেয়ে পড়ত

১৪| ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৭

জ্যাক স্মিথ বলেছেন: এই জাতি ভালো থাকা পছন্দ করে না, তাই যে কোন মূল্যে এই সরকারকে হটাতে চায়, এদের দরকার জ্বালাও, পোড়াও, হরতাল আর ভাংচুরের রাজনীতি।

২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

কলাবাগান১ বলেছেন: আর তালেবান মার্কা শাসন....এই আমলে এসেও যারা মেয়েদের পড়ালিখা বন্ধ করে দেয়, তাদের কে কিভাবে সাপোর্ট দেয়??????

১৫| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১২:২২

কামাল১৮ বলেছেন: যোগ্য মায়ের যোগ্য সন্তান।

২৬ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩১

কলাবাগান১ বলেছেন: সেটাই...সোনাগাজীকে দেখা যাচ্ছে না!!!!!

১৬| ২৬ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১০

মিরোরডডল বলেছেন:




শেখ হাসিনা আর যাই করুক, ছেলে-মেয়ে দুজনকেই ভাল পড়ালেখা শিখিয়েছেন..মানুষের মত মানুষ করেছেন....।

I agree.
প্রকৃত শিক্ষার বিকল্প নেই।

২৬ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: প্রকৃত শিক্ষার বিকল্প নেই।

১৭| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে কিভাবে এই কালচার যোগ করা যায়। ভিডিও টা দেখুন
Train

১৮| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:১১

মিরোরডডল বলেছেন:




লিংকের মতো শুধু ভারতেই না, যে কোন সভ্য জায়গাতে এই নিয়ম।
হয়তো এভাবে ওয়ান বাই ওয়ান লাইন দিয়ে দাঁড়ায় না কিন্তু সাইড দিয়ে ওয়েট করে।
আগে সব প্যাসেঞ্জার না্মে, দেন সবাই উঠে।

বাংলাদেশে হয়তো হবে কোন একসময়।
এরকম কত ইম্পরট্যান্ট ম্যানার এখনও শেখার বাকি আমাদের।

২৭ শে মার্চ, ২০২৪ ভোর ৬:২১

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশীরা এখনও এক্সিলেটর এর এটিকেট ই শিখে নাই ....বার বার ঘোষনা করা হচ্ছে যে এক্সিলেটর এর এক পাশে দাড়াতে যাতে অন্য পাশ দিয়ে যে হেটে/দৌড়ে উঠতে/নামতে পারে (যাদের তাড়া আছে/ব্যয়াম)...
এই ভিডিও টা প্রত্যেক স্টেশন এর ডিসপ্লে বড় করে কন্টিনিয়াসলি শো করলে হয়ত যাত্রী রা বুঝতে পারবেন কিভাবে ট্রেনে উঠার জন্য হড়াহুড়ি না করে লাইনে দাড়ানো উচিত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.