নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উড়ে যাই, স্বপ্ন চড়াই, আমি বলে যাই কত কত কথা, আমি কবিতা।

কালান্তর

কালান্তর › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

পৃথীবি কলুষিত, ঘৃণার বিষাক্ত কালো ধোঁয়া গেছে ছেয়ে চারিদিকে ।

শিশির, বৃষ্টির ফোঁটা, ধূষর মেঘ আজ নির্মমভাবে দূষিত সেই দূষণের দাগে।

পৃথীবি কলুষিত, দম্ভ, বিদ্বেষ, জশের নেশায় তৈরী করা উচু উচু দেয়ালের ভিড়ে।

পৃথীবি কলুষিত, পৃথীবির দুই প্রান্তে নির্লিপ্ত দাড়িয়ে থাকা তোমার আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসে।



পৃথীবি কলুষিত, তাই হয়ত আমাদের হৃৎপিন্ড ক্ষরিত চোখের কোণের জলবিন্দু আজ আর কারো হৃৎপিন্ড ষ্পর্শ করে না।

পৃথীবি কলুষিত, তাই হয়ত তোমার আমার আর্তচিৎকার পৃথীবির সীমান্ত ছাড়িয়ে দূরে বহুদূরে থাকা সৃষ্টিকর্তার কাছে পৌছে না।

পৃথীবি কলুষিত, তাই হয়ত কোনোদিন নির্লজ্জভাবে বেড়ে ওঠা এসব দেয়ালের ভিড়ে, তুমি আমি হারিয়ে যাব ফেলে সব দৃষ্টির সীমানা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার লিখেছেন!!!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

কালান্তর বলেছেন: অনেক ধন্যবাদ, ব্লগে ঘুরে যাবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।

২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

রাইসুল নয়ন বলেছেন: পৃথিবীর কি অপরাধ?

আমরা মানুষ হলেই সব ঝামেলা মিটে যাবে বোধ করি!!

ভালো লিখেছেন।
ভাবনা সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

কালান্তর বলেছেন: পৃথিবীর কোন অপরাধ নেই, সে তো আর একা একা কলুষিত হয় না, আমরাই তাকে করি, সহমত পোষন করছি।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কবিতা

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

কালান্তর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.