![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
বাংলা সাহিত্যের শেক্সপিয়ার কে? না, আমি আবেগের বশে বলবনা, হুমায়ুন আহমেদ। আমি যুক্তি দিয়েই বলব, হুমায়ুন আহমেদ।
১)শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে বিশাল ভান্ডার রেখে গেছেন। আমাদের হুমায়ুন আহমেদ রেখে গেছেন একই রকম বিশাল ভান্ডার।
২)শেক্সপিয়ার জনপ্রিয় হয়ে ওঠেন তার নাটকের মাধ্যমে। যদিও হুমায়ুন আহমেদ তার প্রথম ২টি উপন্যাস "নন্দিত নরকে" ও "শঙ্খনীল কারাগার" এর মাধ্যমে চিরকালের জন্য বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখকের কাতারে চলে যান, তবু, বাংলা ভাষার শ্রেষ্ঠ নাট্যকার কিন্তু তিনিই। আর বাংলা ভাষার সেরা মানে বিশ্ব সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হুমায়ুন আহমেদ।
৩)অনেকে বলবেন, হুমায়ুন আহমেদ শুধু মধ্যবিত্তদের নিয়ে লিখেছেন। শেক্সপিয়ার কিন্তু এলিট শ্রেনী নিয়ে লিখেছেন। আসল ব্যাপার হচ্ছে, উনাদের লেখায় মানুষের জীবনের ছবি ফুটে উঠেছে, তাদের মানবিক অনুভুতি। এখানে আর্থিক-সামাজিক অবস্থান গৌণ।
৪)একটা সময় আসবে, যখন, হুমায়ুন আহমেদের লেখা দেখে বোঝা যাবে আমাদের সময়কার মানুষের জীবন, সমসাময়িক অবস্থা। আমরা হচ্ছি হুমায়ুন আহমেদ যুগের মানুষ।
২| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:০৩
স্বপ্নপথচলা বলেছেন: শেক্সপিয়ার কে তার যায়গায় রেখে দিন।
হুমায়ুন আহমেদ আমাদের জন্য হুমায়ুন আহমেদ তাকে দয়া করে তুলনা করে বাঙ্গালী জাতির স্বকীয়তা নষ্ট করবেন না।
২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৭
কালা পাহাড় ২০০০ বলেছেন: স্বকীয়তা - শব্দের মানে বোধহয় আপনার জানা নেই। জানলেও ব্যবহারের নিয়ম বোঝেননি। দুঃখিত। সাহিত্য সম্পর্কে আপনার আরো জানার বাকি আছে।
৩| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৬
ঢাকাবাসী বলেছেন: সংক্ষেপে-- স্বপ্নপথচলা এর সাথে একমত।
৪| ২৪ শে জুলাই, ২০১২ রাত ১:২৫
আরজু পনি বলেছেন:
হুমায়ুন আহমেদকে এভাবে বলা যায়...তোমার তুলনা আমি করি না কখনো বহু ব্যবহার করা কোন উপমায়...!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১২ রাত ৯:৫২
তামিম ইবনে আমান বলেছেন: না