![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
ভিক্টিম বিএনপি করত, নাকি খুনি ছিল, নাকি কালো না সাদা - সেটা দেখে যদি অন্যায়ের প্রতিবাদ করা হয়, তবে সেটা এক ধরণের সুবিধাবাদীতা, ভন্ডামী।
বাংগালি মধ্যবিত্ত একটা আজব কিসিমের প্রজাতি। যখন একজন ইলিয়াস আলী গুম হয়ে গেল, তখন আমি ওই ব্যাক্তির অতীত সম্পর্কে কিছু না জানলেও প্রতিবাদ করি। কারণ, অন্যায়ের প্রতিবাদ করতে আমারতো কিছু জানার দরকার নাই। সে বিএনপি করত, নাকি খুনি ছিল, নাকি "আমার কেউ না" ছিল - এগুলো অন্যায়ের প্রতিবাদের জন্য কোন ফ্যাক্টর না। কালো না সাদা - সেটা দেখে যদি অন্যায়ের প্রতিবাদ করা হয়, তবে সেটা এক ধরণের সুবিধাবাদীতা, ভন্ডামী। সিস্টেমটা পচে যাবার জন্য গুটিকয় খারাপ মানুষ নয়, বাংগালি মধ্যবিত্তের কালেক্টিভ ইমোরালিটি দায়ী। এই প্রজাতি নিজের ধ্বংস দেখেও ভোদাইয়ের মত চুপ করে আছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
কালা পাহাড় ২০০০ বলেছেন: আমি মধ্যবিত্তের অংশ হিসেবে মধ্যবিত্তের সমালোচনা করেছি। উচ্চবিত্ত আর নিম্নবিত্ত সম্পর্কে মন্তব্য করার মত জ্ঞান হয়নি আমার (সম্ভবত)।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: হুম কথা সত্য।বাঙ্গালী মধ্যবিত্ত একটা স্ববিরোধী প্রাণী।যখন যেই নীতিটা সুবিধা সেই নীতি গ্রহণ করে,আর পরেরবার আরেকটা গ্রহণ কইরা আগের অবস্হানটারে মিথ্যা বা বাতিল প্রমাণ করে।বাঙ্গালী নিম্নবিত্ত আর উচ্চবিত্তে এই সমস্যা নাই।