![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
বিএনপির লংমার্চ শেষ হবার আগেই নগদে তিস্তায় পানি পাবার যে সাফল্য, তার থেকে আমরা একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সেই উপসংহারে যাবার আগে আমরা এর ভূমিকা বিবেচনা করে দেখি। প্রথমত, মনমোহন সিং আমাদের জানিয়ে দিলেন, তিস্তা চুক্তি এই দফায় সম্ভব নয়। দ্বিতীয়ত, মমতা অভিযোগ করলেন, বাংলাদেশকে লুকিয়ে লুকিয়ে পানি দেয়া হচ্ছে বলে। আর সবশেষে, তিস্তায় হাঁটুপানির ফলে সেচ কার্যক্রম বন্ধ হবার দশা। এখন আলোচনা করি ঘটনাপ্রবাহ। লংমার্চের আগেরদিন সন্ধ্যাতেই হঠাৎ করে পানি বেড়ে দাঁড়ায় ৮০০ কিউসেকে। এরপর তা আজ দুপুর নাগাদ বেড়ে দাঁড়ায় ৩০০০ কিউসেক পানিতে। দেখেন, ভবিষ্যত সুপার পাওয়ার ভারতের চোখে আমাদের নিজের পরিচয় শোনার মত অবস্থায় গিয়ে পৌছানো থেকে এখন বিরোধী দলের লংমার্চেই ভিন্ন অভিজ্ঞতা পাওয়া থেকে আমাদের জন্য একটা ইংগিত আছে। সেটা হচ্ছে, আমাদের সরকার শক্ত মেরুদন্ড নিয়ে মর্যাদাসম্পন্ন অবস্থায় গেলে আমরা অবশ্যই আমাদের প্রাপ্য পেতে পারি। সামান্য বিরোধী দলের লংমার্চেই যদি সাম্রাজ্যবাদী ভারতের টনক নড়ে, তবে অবশ্যই আমাদের প্রাপ্য সুবিধা আদায় করা সম্ভব।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭
কষ্টবিলাসী বলেছেন: বিএনপি সফল।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
আবতহী বলেছেন: আমার চোখে বিষয়টা একটু ভিন্ন,আমাদের সরকারি দল যেহেতু ভারতের প্রিষ্টপ্রশকতা নিয়ে দেশ পরিচালনা করছে,সেহেতু বিরোধী দলের এই লংমারচ সরকারি দলকে যাতে কোন বিপদে ফেলতে না পারে তারই প্রচেষ্টা মাত্র।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৫
লিন্কল্ন বলেছেন: দেশের মানুষের উচিত বিএনপি কে একটা থাঙ্কু দেওয়া। এতো দিন লীগ যেটা পারে নাই। বিএনপি এক দিনে পারছে। বিএনপি এই রকম আরও অনেক কিছু করা উচিত। সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলা উচিত। ইতিহাস নিয়ে ঘাটা-ঘাটি না করে বর্তমান বিষয় নিয়ে কথা বলা উচিত। আজকের ঘটনা বিএনপি র জন্য সাফল্য।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
নিষ্কর্মা বলেছেন: sohomot
আমাদের সরকার শক্ত মেরুদন্ড নিয়ে মর্যাদাসম্পন্ন অবস্থায় গেলে আমরা অবশ্যই আমাদের প্রাপ্য পেতে পারি। সামান্য বিরোধী দলের লংমার্চেই যদি সাম্রাজ্যবাদী ভারতের টনক নড়ে, তবে অবশ্যই আমাদের প্রাপ্য সুবিধা আদায় করা সম্ভব।