![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোল্লারা যখন ভাস্কর্যপ্রথার বিরুদ্ধে বলল তখন তারা বলেছিল সৌদি আরবের কোন রাস্তায় নাকি কোন উটের মূর্তি আছে। মোল্লারা যখন বলল ফ্রি মিক্সিং বন্ধ কর তখন রোকেয়া প্রাচী বলল নবীর স্ত্রী খাদিজাও ব্যবসা করেছেন, অথচ এরা মেয়েদের ঘরে আটকে রাখতে চায়।
সৌদি আরবের কোথায় কোন মূর্তি আছে জানি না। তবে এটা জানি সেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। আরো জানি লোকসম্মুখে শিরশ্ছেদ করা হয়, ব্যাভিচার করলে পাথর মেরে হত্যা করা হয়, জেনা করলে দোররা মারা হয়। আর যেটা জানি সেখানে কেউ আল্লাহ্-রাসূলকে গালি দিলে তাকে কতল করা হয়।
---------
আজকে মোল্লারা যখন বলছে নববর্ষ পালনের বিরুদ্ধে, তখন এরা আবার দাঁড়িয়ে গেছে। বলে পাকিস্তানেও নাকি "নওরোজ" পালন করে, আফগানিস্তানের কোন গ্রামে নাকি কী উৎসব হয়। তো চব্বিশঘণ্টা দেশকে পাকিস্তান-আফগানিস্তান না বানানোর খিস্তিখেউড় আওড়ানো লোকগুলো দেশদ্বয়ের সাথে মিল খুঁজে পেয়ে অত আনন্দিত কেন, বোঝা কঠিন নয়।
আসলে সবের মূলে ব্যবসা। ব্যবসার প্রয়োজনে পরনের ধুতি খুলে মাথায় পেচাতে হলে তাও করবে এরা। বলবে নবীজীও তো পাগড়ী পরতেন।
ব্যবসার নাম চেতনা ব্যবসা। যেমন নবীপত্নীর প্রসঙ্গ। খাদিজার ব্যবসাটা নেবে, কিন্তু পোশাকটা নেবে না; ধর্ম তো বহু দূরের কথা।
আচ্ছা, বাঙালি ধর্মের অনুসারী হতে হলে ঠিক কতটুকু ভণ্ড হতে হয়?
https://www.facebook.com/#!/jubaer.hossain.184
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
নিষ্কর্মা বলেছেন: হারামের সব কিছুই হারাম। এমন কি স্কুল কলেজে মেয়েদের পড়াশুনাও হারাম!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
বাংলার ঈগল বলেছেন: একটু বিস্তারিত বলেন তো!