![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি
সেদিন রাত্রিবেলায় বাসায় ফিরিতে একটু না, বরং অনেক খানিই লেইট হইয়াছিলো। মাইর খাওয়ার ভয়ে মাকে ডাকিবার সাহস হইলোনা। বদ মেজাজী ভাইয়া ঘুমাইয়া পরিয়াছে কিনা নিশ্চিত না হইলেও মেরী পেয়ারকী ভাবি জাগিয়া আছে তা নিশ্চিত জানি। কারন ভাবি কখনোই রাত্রিবেলায় আমাকে না খাওয়াইয়া ঘুমায়ইনা। মুর্খরা উল্টা বুঝিলে আমি দায়ী থাকিবনা। আমি ভাতের কথাই কহিলাম।
অতি সাবধানে দরজায় কান লাগাইয়া ভাবিজানকে ছোট্ট করিয়া একটা মিসকল মারিলাম। মিসকল ছোট্ট করিয়া মারিলেও সেটা উনার ঢিঙাচিকা ঢিঙাচিকা রিঙটোনের কারনে রাতের নিস্তব্ধতা ভেদ করিয়া বিকটাকার ধারন করিয়া সারা ঘরময় একটা হুলুস্থুল ঘটাইয়া তাহা আমার হৃদপিন্ডে ডাইরেক্ট আঘাত হানিল। সবাই জানে এই টোন ভাবি কেবলমাত্র আমার জন্যই রাখিয়াছে। আজ কি তাহলে কোতল হইয়া যাইবো?
মৃদু শব্ধে দরজা খুলিয়া গেলে দুটো রক্তজবা লাল চোখ আমার সম্মুখে উদয় হইয়া এবার কলিজায় তীর মারিল। মুখটাতে অনেক কষ্টেও হাসি হাসি ভাব আনিতে পারিলামনা, অতি যতেœ পাশ কাটিয়া আমার রুমে প্রবেশ করিলাম মাত্র, ভাবি কুকিল কন্ঠে রোমান্টিক ভাবে ডাক পারিল। ফ্রেশ হইয়া খাইতে আসো।
ভয়ে ভয়ে জবাব দিলাম খাইয়া আসিয়াছি, আজ আর খাইবার ইরাদা নাই।
তোমার ফালতু বন্ধুগুলোর সহিত কোথায় কি খাইয়া আসিয়াছো বলোতো শুনি?
এবার আরো ভয়ে ভয়ে কহিলাম ”ম্যাগি”
”তোমার এত অধপতন??” বলিয়াই ভাবি সেই রোমান্টিকতা ছাড়িয়া রোদ্রমুর্তি ধারন করিয়া হুঙ্কার করিয়া পুরো ঘরময় একটা হালকা পাতলা ভুমিকম্পের সৃষ্টি করিলো।
আমি হাজার ভাবিয়াও উনার অগ্নিমুর্তির হেতু খুঁজিয়া পাইলামনা। তড়িৎ মেমোরীতে রিপরেশ মারিলাম। যেখানে আমি মনে মনে জিএফকে নিয়ে জপ করিলেও ভাবি সাহেবান উনার পাওয়ারফুল এন্টেনায় তাহা ক্যাচ করিয়া ফেলিতেন সেখানে আজ কিভাবে ”্য” (যফলাটা) উনার এন্টেনার উপর দিয়া চলিয়া গেল বুঝিতে পারিলামনা। তাহার এন্টেনা আবার না হ্যাঙ হইয়া যায় তড়িৎ কহিলাম আমরা সবাই মিলিয়া ম্যাগি লুডল্স খাইয়াছি। বত্রিশ দাঁত বাহির করিয়া কহিলাম ”অনেক টেষ্ট”
ভাবি ফুশ ফুশ করিতে করিতে কহিল, এবার অন্তুত দুধটাতো খাইয়া যাও।
এবার আমি আর টু শব্দও কিরলামনা। বাধ্য ছেলের মতো সোজা ভাবির কাছে যাইয়া একচুমুকেই সব দুধ পান করিয়া গ্লাস খানি টেবিলে রাখিয়া কোনরকমে জান বাঁচাইয়া রুমে আসিয়া বিছনায় শুইয়া পড়িলাম। আর একটা সুন্দর হিট গল্পের কথা ভাবিতে লাগিলাম। বন্ধুরা কহিয়াছে, সামুতে হিট খাইতে হইলে ১৮+ ছাড়া নাকি কোন উপায় নাই। তাই আমি ১৮+ ভাবিতে লাগিলাম। মুর্খরা অন্য কিছু ভাবিলে আমার কি দোষ?
১৮+ ভাবিতে ভাবিতে কখনযে ঘুমাইয়া পরিয়াছিলাম খেয়ালই করিতে পারিলামনা। মায়ের ঝাড়–র বারিতেই বুঝিলাম ভোর হইয়াছে। ১২টা বাজে, এখনো ঘুমাস?? ধরপর করিয়া উঠিয়া বাথরুমে দৌড় লাগাইলাম। লুঙ্গিটা বিছনাতেই পরিয়া রহিল। মা নিত্যকার মতোই চিৎকার করিয়া বলিয়া উঠিলেন ”বড় হইছস এখনো হুশ জ্ঞান হইলোনা, বিয়ের বয়স হইছে, কবে তোর লজ্জাসরম আইবো???”
মনে মনে কহিলাম, সারাক্ষন বিয়ার বয়স হইছে, বিয়ার বয়স হইছে বলিয়া চিৎকার করিতে পারো, বিয়াটা করাইতে পারোনা?? উপযুক্ত পোলা বাহিরে ঘুরিয়া ফিরিয়া বেড়ায়,যামানা খারাপ, কখন কি ঘঠিয়া না যায়। যখন ইজ্জত যাইবো তখন বুঝিতে পারিবা। (মুখ ফুটিয়া যদি এই কথাটি মাকে কহিতে পারিতাম)
বাথরুমেযে এত শান্তি তা কি আর বলিতাম। চোখ বন্ধ করিয়া ত্যাগিয়া এত শান্তি মনে হয় আর কোথাও নাই। শান্তির মাঝেই ১৮+ ভাবিতে লাগিলাম। আরে মুর্খরা সামুর গল্পের কথাই কহিয়াছি। গল্পটা বেশি দুর আগাইতে পারিলনা, হঠাৎ দরজায় বিকট শব্ধে আমার শান্তি উড়িয়া গেল। ভাবি হুঙ্কার ছাড়িল, ওইখানে বসে বসে কি আকাম করো?? এতক্ষন লাগে কেন ওই খানে??
ও মোর জালা, একটু শান্তিতে ত্যাগিতেও পারিবনা? ত্যাগিবার সময় নাকি কথা বলিতে নাই, কিন্তু কথা না বলিলেযে ভাবির আশঙ্খাই সঠিক বলিয়া গৃহীত হইবে ভাবিয়া তড়িৎ জবাব দিলাম, আরে কৃত্রিম কিছুইতো করিনা, প্রাকৃতিক কর্ম স্বাধন করি। বাহির হইতে কুকিলা কুকিল কন্ঠে কহিল, তাড়াতাড়ি বাহির হও, আমার শ্যাম্পু লাগিবে। কি আর করা, তড়িত হাত চালাইলাম। মুর্খরা এখানেও উল্টা ভাবিলে আমার কোন দোষ নাই।
নাস্তা খাইয়া ভাবিলাম এবার জুইত করিয়া ল্যাপ্পিতে বসিয়া একটা ১৮+ লিখিয়া ফেলিতেই হইবে। ল্যাপ্পি খুলিয়া মাত্র ক্লিক করিয়াছি, মা আসিয়া কহিল, যা রেডি হইয়া নে। তোর ভাবির সহিত মার্কেটে যাইতে হইবে। ভাবির সহিত বাহির হইলে আবার সাহেব বাবু সাজিয়া যাইতে হয়। বিরক্তকর লাগে এসবে আমার। তাই পাঞ্জাবীর সাথে সেন্ডেল পরিয়া রেডি হইয়া বসিয়া আছি। মহারানীর ঘন্টাদুয়েকতো লাগিবেই নিজেকে তৈরী করিতে। এই ফাকে গল্পটা কিছুটা লিখিয়া ফেলিলেই উত্তম হইবে ভাবিয়া ল্যাপ্পিতে বসিলাম।
ভাবি হাক মারিল। কি পরো??
ভাবিলাম শ্যু না সেন্ডেল তা জানিতে চাহিলো মনে হয়। তাই কহিলাম ”চটি” পরিতেছি।
ভাবি দৌড়াইয়া আসিয়া হুঙ্কার ছাড়িয়া কহিল, বের কর চটি, এই সাজ সকালে তুই চটি পড়িস?? কত্তোবড় সাহস, এত্ত অধঃপতন তোর?? কই বের কর হতচ্ছড়া। আজ তোকে সুদ্ধ তোর চটি জ্বালাবো।
টেবিলের নীচে পা হইতে চটিজোড়া খুলিয়া লইয়া ভাবির হাতে তুলিয়া দিলাম।
আমার আর ১৮+ লিখাও হইলোনা, সামুতে হিট হওয়াও হইলোনা। আফসুস
(রম্য লেখা এত সহজ নয়, যেটা আমি চাইলেও পারিনা। কিন্তু সামুতে দেখা সকল রম্যকারদের মধ্য আমার দেখা সেরা এবং প্রিয় রম্যকার দূর্যোধন , উনাকে দেখেই কিছু রম্য লিখার অপপ্রয়াস মাত্র। তাই উনাকেই আমার প্রথম রম্য উৎসর্গ করলাম।)
২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:০৩
রিয়াল রিফাত বলেছেন:
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১২
~মাইনাচ~ বলেছেন:
৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, রম্যটা আসলেই জটিল হইয়াছে !!
আহারে আপনার কী ভাগ্য, ভাবীর কাছ হইতে দুধ খাইতেছেন !! আমার ভাবীও নাই, দুধও নাই !!!
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৯
~মাইনাচ~ বলেছেন:
একটা ভাবি লইয়া আসিলেইতো হয়, দুধ গরম করিয়া গ্লাসে করিয়া আপনাকে আদর করিয়া খাওয়াইবে। বিটলামী করিলে মাইরওযে খাওয়াইবেনা তা কিন্তু নিশ্চিত বলিতে পারিলামনা।
ধন্যবাদ আপনাকে
৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:০৯
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: এই পোস্ট এ আমার মনের সকল বেদনা থাকে থাকে আংশিক ভাবে লিপিবদ্ধ আছে । উপযুক্ত পোলা বাহিরে ঘুরিয়া ফিরিয়া বেড়ায়,যামানা খারাপ, কখন কি ঘঠিয়া না যায়। যখন ইজ্জত যাইবো তখন বুঝিতে পারিবা। (মুখ ফুটিয়া যদি এই কথাটি আমার মাকে কহিতে পারিতাম)
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৫
~মাইনাচ~ বলেছেন: আপনার কথাটি বুঝতে পারছি মনে হয়। ঠিক কলাম। ধন্যবাদ ব্রো
শুভকামনা আপনার জন্য
৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১০
আকাশ০৭ বলেছেন: ভালো ভালো ভাবির মতো আমাদের কেও ????
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৬
~মাইনাচ~ বলেছেন: মুর্খরাই উল্টা বুঝিবে তা আগেই বলিয়া দেওয়া হইয়াছে সুতারাং সাবধান
৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১২
ঘুমকাতুর বলেছেন: আপনি পারেন না কে কইছে???ভালো পারেন
এই ভাবে হাত চালাইতে থাকেন, এক সময় ঠিকই বের হবে।
৪র্থ প্লাস
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৭
~মাইনাচ~ বলেছেন: প্রথম চেষ্টা করলাম। আপনাদের ভাল লাগলেই ভালো লাগবে আমার।
ভাল লাগায় ধন্য হলাম
৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৩
উল্যাহ ১১ বলেছেন: আমার ভাল লাগছে
চালিয়ে যান
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩০
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ভাল লাগায়
৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৪
অসামািজক রািফ বলেছেন: ++++++
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩১
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ রাফি ভাই, শুভ কামনা
৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৬
এস বাসার বলেছেন: হাত চালায়ে যান, কাম হয়া যাইবো
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩২
~মাইনাচ~ বলেছেন: হাত চালাইতে তেমন আর কই পারি, কিবোর্ড কাম করেনা ঠিক মতন
১০| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৭
দূর্যোধন বলেছেন: ভাবি ফুশ ফুশ করিতে করিতে কহিল, এবার অন্তুত দুধটাতো খাইয়া যাও।
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৫
~মাইনাচ~ বলেছেন: আপনি মানুষ তেনম সুবিধার না, অর্ধেক কথা কোট করিয়া আমাকে বেইজ্জত করার কি কারন থাকিতে পারে আমি মাথা চুলকাইয়াও পাইতেছিনা
এবার আমি আর টু শব্দও কিরলামনা। বাধ্য ছেলের মতো সোজা ভাবির কাছে যাইয়া একচুমুকেই সব দুধ পান করিয়া গ্লাস খানি টেবিলে রাখিয়া কোনরকমে জান বাঁচাইয়া রুমে আসিয়া বিছনায় শুইয়া পড়িলাম।
এটা চোখে দেখিতে পান না???
১১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২১
রুদ্র ছায়া বলেছেন: আহারে আপনার কী ভাগ্য, ভাবীর কাছ হইতে দুধ খাইতেছেন !! আমার ভাবীও নাই, দুধও নাই !!!
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৮
~মাইনাচ~ বলেছেন: ভাই চোখ কানা নাকি?? পরের লাইন কি চোখে দেখলেন না??? আমাকে বেইজ্জত করেন কেন?? আমি কি দোষটাই করিলাম??
আপনার জীবনেও ভাবি না আসুক বদ্দুয়া করিলাম
১২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, ভাবী কই পাইব?? আমারতো কোন বড় ভাই নাই !!
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৯
~মাইনাচ~ বলেছেন: আশে পাশেরও কি নাই?? আরে ধার কইরা হইলেও বানান ভাবি একটা, কি কি যে মিস করিতেছেন তা কিভাবে বর্ণনা করিতাম?
১৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৭
আহম্মেদ রানা বলেছেন: অনেক ভ।ল ল।গলো!!!
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪০
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ , দোয়া করি আপনার যেন একটা সুইট মিষ্টি ভাবি কপালে উইড়া উইড়া আসে
১৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৮
উপরঅলা বলেছেন:
আহারে আপনার কী ভাগ্য, ভাবীর কাছ হইতে দুধ খাইতেছেন !! আমার ভাবীও নাই, দুধও নাই !!!
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪২
~মাইনাচ~ বলেছেন: আগেই কহিয়াছি কেবল মুর্খরাই উল্টা বুঝিবে
ধন্যবাদ উপরঅলা ভাই,
১৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৯
আশিকুর রাসেল বলেছেন: আমি ছোট মানুষ ছোটই থাকি। :!> :!> :!> :!> :!> :!> :!>
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:১৩
~মাইনাচ~ বলেছেন: হুম ছোটদের ছোটই থাকতে হয়, এদিক ওদিক চোখ দিওনা বাচা, সোজা বাসায় যাও
১৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩০
লিঙ্কনহুসাইন বলেছেন:
বহুত দিন পর বিনোদন পাইলাম
আপনার এই পোষ্ট পড়িয়া
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:১৬
~মাইনাচ~ বলেছেন: বেশি বুঝিলে আমার কোন দোষ নাই
১৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৩
মামুণ বলেছেন: পুরাই চটি । তয় এট্রু মোটা হইয়া গিয়াছে ।
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২০
~মাইনাচ~ বলেছেন: চটি পরিয়া হাটা ভাল
মোটা হইলে একটু জিরিয়ে পড়েন, আরাম পাবেন
১৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৭
কামরুল হাসান শািহ বলেছেন: ব্যাপক মজা পাইছি ভাইডি
১০ম +++
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৩
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ শাহি ভাই, পড়ার জন্য ধন্যবাদ।
আপনি মুর্খনা , উল্টা বুঝেন নি
১৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৭
ঘুমকাতুর বলেছেন: দূর্যোধন বলেছেন: ভাবি ফুশ ফুশ করিতে করিতে কহিল, এবার অন্তুত দুধটাতো খাইয়া যাও।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০০
~মাইনাচ~ বলেছেন: আমি আগেই বলিয়াছি মুর্খরাই শুধু উল্টা বুঝিয়া থাকে, তাতে আমার কি দোষ???
পরেরটাও পড়েন মিয়া
২০| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্লাস চাইপা ভুল করিলাম নাকি
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৬
~মাইনাচ~ বলেছেন: না,
যারা মুর্খ তারাই কেবল প্লাস চাপিতে ভুল করিবে
২১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৫২
চাঁপাডাঙার চান্দু বলেছেন: মূর্খের মত বেবাক উল্টা বুইঝা পিলাস দাবাইলাম
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৮
~মাইনাচ~ বলেছেন: হায় আল্লাহ এ দেখি আসলেই মুর্খ
২২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: রম্য ভাল পাইলাম + এর সাথে অনুসরনে নিলাম
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৯
~মাইনাচ~ বলেছেন: রম্য ভাল পাইয়াছেন ভাল, কিন্তু অন্য কিছু চিন্তায় আনিলে আমি দোষি থাকিবনা
অনুসরনে নেয়ার জন্য ধন্যবাদ
২৩| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:০৩
মোঃ তারেক আজিজ বলেছেন: ালো লিখেছেন.........
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
২৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:০৪
জোবায়ের নিয়ন বলেছেন: ভাবি ফুশ ফুশ করিতে করিতে কহিল, এবার অন্তুত দুধটাতো খাইয়া যাও।
আমি অত্যন্ত চালাক তাই ইহার মমার্থ ঠিক মত বুঝিয়া নিছি
ইহা বেশি করে খাইবেন হাত চালাইতে সুবিধে হইবে।
সেরাম হইছেরে ভাই।+++
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৫
~মাইনাচ~ বলেছেন: মুর্খ কোথাকার? বেশি বুঝে পরের লাইনটা কি পড়িবে???
গরুর দুধে ভিটামিন, সো সেটা বেশি করে পান করুন, রাত্রে নিদ্রা হবে ভালো মতোন।
ধন্যা
২৫| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
চটিটা খুব মজার
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৭
~মাইনাচ~ বলেছেন: আসলেই চটি পরে চলতে খুবই মজার ও আনন্দদায়ক
২৬| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:১৪
আলাভী বলেছেন:
............
নিক চেন্জ করেন দুঃশাসন রাখেন.....
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৭
~মাইনাচ~ বলেছেন: নামে টাম মারিলেন কেন ভ্রাতা? কষ্ট পাইলাম দিলে
২৭| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৬
সিনবাদ বলেছেন: মজারু হইসে।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৮
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে নিসবাদ
২৮| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক অইছে গো মিয়া।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৯
~মাইনাচ~ বলেছেন:
চেয়ারম্যান একটা ভাবি আনো জলদি, আমিও...........
২৯| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৬
আমি তানভীর বলেছেন: আপনে তো আমার বড়ভাই, বিয়ার পরে আপনের বউ তো আমার ভাবীই হইব
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০১
~মাইনাচ~ বলেছেন: তোমাকে ত্যাজ্য ভাই করিলাম আজ হইতে
যদি তোমার ভাবি আসেও তখন কিন্তু সাবধানে, চটি পড়ার দায়ে হয়তো চটি খাইতে না হয় তোমার, আজকালকার মেয়েরা অনেক ডেঞ্জারাস
৩০| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৬
সায়েম মুন বলেছেন: কোথাকার চটি পইড়া লিখছেন এইটা। বঙ্গবাজারের না এলিফ্যান্ট রোডের
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৩
~মাইনাচ~ বলেছেন: আমার বাসারটা পরেই লিখলাম, সেটা চকবাজার হইতে কেনা। বাটা শ্যু সেন্টার।
৩১| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৩
ঈষাম বলেছেন: মাইনাচ !
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৪
~মাইনাচ~ বলেছেন: অকে, প্লাস দিলে কিন্তু খবর ছিলো
৩২| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৮
ডেজা-ভু বলেছেন: মাইনাচ
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৬
~মাইনাচ~ বলেছেন: ডেজা-ভু, আপনার নাম খানা এত তাজ্জব কেন, পড়িতেই আমার বত্রিশ দাঁত কটমট করিয়া উঠে
আপনাকেও মাইনাচ
৩৩| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:০৯
বেঈমান আমি বলেছেন: জটিল হইছে ব্রো।যাও তোমারে +++++ দিলাম।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৭
~মাইনাচ~ বলেছেন: বেঈমান ভাই বেঈমানী ছেড়ে দিলো কবে থেকে, সুর্যকি পশ্চিমে উঠলো নাকি??
৩৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:১২
রিদুয়ান বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:১০
~মাইনাচ~ বলেছেন: দেখিতেতো ছোটই মনে হয়, কি বুঝিয়া এত হাসিলেন?? আজকালকার ছেলেরা সবাই পুংটামার্কা
৩৫| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
টিনটিন` বলেছেন: "আপনার চটি থুক্কু রম্য পরিলাম। অত্যন্ত ভাল লাগিল। "
এই মন্তব্যটা করেছিলাম ফেবুতে। মন্তব্যটা করেই দেখি পোষ্ট গায়েব?
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৬
~মাইনাচ~ বলেছেন: ফেবুরটা সঙ্গত কারনে মুছে দিলাম।
আপনার ভাল লাগায় আমি মুদ্ধ হইলাম টিনাটিন ভাই
ধন্যবাদ
৩৬| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:৩০
joos বলেছেন: বিয়াফুক হইচে
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২০
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ব্রো
৩৭| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা প গে!
মুর্খরা উল্টা বুঝিলে আমার কোন দোষ নেই
সত্যিই মাইনাস ভাইয়ের দোষ নাই!
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২২
~মাইনাচ~ বলেছেন: তাতে আমার কি দোষ?? আমিতো সোজাই লিখিয়াছি,
চটি পরিয়া জানালার গ্রীল ধরিয়া দাড়িয়ে থাকুন, নাহয় আবার চটিতে স্লিপ খাইয়া পড়িয়া যাইতে পারেন
৩৮| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:৫৩
দুঃখ বিলাসি বলেছেন: ভাবি দৌড়াইয়া আসিয়া হুঙ্কার ছাড়িয়া কহিল, বের কর চটি, এই সাজ সকালে তুই চটি পড়িস?? কত্তোবড় সাহস, এত্ত অধঃপতন তোর?? কই বের কর হতচ্ছড়া। আজ তোকে সুদ্ধ তোর চটি জ্বালাবো।
অনেক মজা পেলাম।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৩
~মাইনাচ~ বলেছেন: আমি চটি পরিলাম আর ভাবি কহে আমি নাকি চটি পড়ি, এ দুঃখ কোথায়যে রাখি?
মজার জন্যইতো লিখিলাম, উল্টা না বুঝিলেই হয়
৩৯| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:৫৫
বাংলাদেশের বিবেক বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৪
~মাইনাচ~ বলেছেন:
৪০| ১১ ই মার্চ, ২০১২ রাত ২:২৮
ভালবাসি তোমায় বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:আহারে আপনার কী ভাগ্য, ভাবীর কাছ হইতে দুধ খাইতেছেন !! আমার ভাবীও নাই, দুধও নাই !!!
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৬
~মাইনাচ~ বলেছেন: দোকানে মিল্কভিটা আছে, অনেক দাম এখন। ভাবির কি দরকার?? দোকানে যান, টাকা দেন, দুধ নেন, গরম করেন, গ্লাসে ঢালেন, পান করেন, আরামে ঘুমিয়ে পরেন। তবে ঘুমানোর আগে এই পোষ্ট পড়িবেননা, উল্টা কিছু হলে আমার দোষ নেই
৪১| ১১ ই মার্চ, ২০১২ রাত ২:৩৮
বিডি আইডল বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৮
~মাইনাচ~ বলেছেন:
বিডি ভাই কিছু কি বুঝিয়াছেন? নাকি লোকে মুর্খ বলিবে সেই ভয়ে কিছুই কহিলেন না?
৪২| ১১ ই মার্চ, ২০১২ রাত ২:৪৭
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা। ব্যাপক মজারু
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৩
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই
শুভকামনা
৪৩| ১১ ই মার্চ, ২০১২ রাত ২:৪৭
লিন্কিন পার্ক বলেছেন: জট্টিল হইসে
নগদে সুকেজে
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৬
~মাইনাচ~ বলেছেন: সুকেজে নেয়ারজন্য ধন্যবাদ
নাইস প্রোফিক ব্রো
শুভকামনা
৪৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ৩:২৮
নোমান নমি বলেছেন: হাত চালান,জোরে চালান আশা করছি এরচে ভাল বের হবে
তবে সাবধান হাত বেশী চালাবেন না,ক্ষয় হয়ে যেতে পারে।
দুর উল্টা বুঝতেছেন ক্যান কিবোর্ডের ক্ষয় হইতে পারে।
রম্য লেখা আসলেই কঠিন,আপনার রম্য ভাল হইছে।।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৮
~মাইনাচ~ বলেছেন: আপনাদের মতো প্রেমের কবিতা গল্প এসব পারিনা, তাই এ অপচেষ্টা মাত্র। আপনাদের ভাল লাগলেই লেখা স্বার্থক।
না, আপনি ভাল বলিয়াই জানি, আপনি উল্টা বুঝিতেই পারেন না।
ধন্যবাদ
৪৫| ১১ ই মার্চ, ২০১২ ভোর ৬:০৬
ফারিয়া বলেছেন: হুমম, রম্য বলে কথা!
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৭
~মাইনাচ~ বলেছেন: হুম রম্যই লিখিয়াছি,
জ্ঞানীরা উল্টা বুঝেনা
৪৬| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৭
খন্ডকাব্য বলেছেন: দূর্যোধন বলেছেন: ভাবি ফুশ ফুশ করিতে করিতে কহিল, এবার অন্তুত দুধটাতো খাইয়া যাও।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৮
~মাইনাচ~ বলেছেন: খন্ডকাব্য আপনিও শেষকালে উল্টা বুঝিলেন??
নিজেকে এভাবে মুর্খ পরিচয় দিতে পারিলেন???
৪৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৬
মুহসীন৮৬ বলেছেন: লুঙ্গিটা বিছনাতেই পরিয়া রহিল। আমার ধারণা আপনে বিয়া করলে লুংগি নামক শব্দটিই হয়তো কালের গহ্বরে আপনার শব্দকোষ হতে উধাও হইয়া যাইবেক :#>
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০০
~মাইনাচ~ বলেছেন: তখন আমি শহরে থাকিব, আর শহুরে ছেলেরা লুঙ্গি পরেনা, স্টাইল আরকি ওটা জরুরী লাগিতে পারে, শব্দকোষ হইতে মুছিতে দিবোনা
৪৮| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩০
গুপ্তঘাতক007 বলেছেন: যদিও রম্য এবং ১৮+ ট্যাগ লাগানো তারপরেও কিছু কিছু এক্সপ্রেশন আমার কাছে একটু বেশিই বোল্ড মনে হৈসে(আমারে আবার সুশীল ট্যাগায়েন না )! তবে রম্য ভালো লিখসেন
।
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৩
~মাইনাচ~ বলেছেন: হতে পারে,
না, সুশীল ভাববার কোন কারন নেই। লেখা নিয়ে যে কোন রকম সমালোচনা করতেই পারে, তা মেনে নিয়ে আত্মশুদ্ধি করতে না পারলেতো চলবেনা।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য, শুভকামনা
৪৯| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৯
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: এক বন্ধুর বড় ভাই বিয়ে করছে .. তো আড্ডাতে সেই বন্ধু আসার পর জানতে চাইলাম .. "কি অবস্থা দোস্ত ?? নতুন ভাবী কেমন? ... তার উত্তরে সে বলে .."খুবই ভালো !! আগে রং চা খাইতাম... আর এখন দুধ চা খাই !! " ... ঘটনাটা মনে পড়ে গেল !
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৫
~মাইনাচ~ বলেছেন: হা হা হা এরকম আমিও শুনেছি,
ধন্যবাদ পড়ার জন্য
৫০| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭
আহলান বলেছেন: ভালা হইছে ....
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৫
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ভাই আহলান
৫১| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৩
এ.এ.এম বিপ্লব বলেছেন: মাইনাচ মারিলাম ।
কি করিব আর, আপনি ম্যাগিতেছেনও তাই........ মাইনাচ মাইনাচ ।
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৮
~মাইনাচ~ বলেছেন: মাইনাচে ধন্য আমি
ম্যাগি খাইয়াছেন কখনো? রান্না কি জানেন কি করিয়া করিতে হয়? ব্যাচেলরদের জন্য ইহা একটি সহজ রান্না।
আপনি দেখি বেশি বুঝিতে যান নাই, ভালো
৫২| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৪
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: এক বন্ধুর বড় ভাই বিয়ে করছে .. তো আড্ডাতে সেই বন্ধু আসার পর জানতে চাইলাম .. "কি অবস্থা দোস্ত ?? নতুন ভাবী কেমন? ... তার উত্তরে সে বলে .."খুবই ভালো !! আগে রং চা খাইতাম... আর এখন দুধ চা খাই !! " ... ঘটনাটা মনে পড়ে গেল !
৫৩| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৩
বিরোধী দল বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৭
~মাইনাচ~ বলেছেন:
বুঝেছি বেশি বুঝেন্নি
৫৪| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৪
ভারসাম্য বলেছেন: রম্য সত্যিই খুব ভাল হয়েছে। ১৮+ খোঁচাগুলো (ভাবি না খাইয়ে ঘুমায়না , ম্যাগী, দুধ খাওয়া,১৮+ ভাবা, হাত চালান, বাথরুমের আকাম এবং চটি পড়া ) অনবদ্য হয়েছে।
আমার এই কমেন্ট পড়েও মূর্খরা কি ভাবল না ভাবল তাতে কার কি আসে যায় ! ++++++++++++++++++++++ প্লাস দিলাম অনেকগুলা।
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:১২
~মাইনাচ~ বলেছেন: হা হা আপনার কমেন্ট পড়ে কোন মুর্খরই দুঃসাহস হবেযে উল্টা ভাবে? যে ভাববে সেই ই মুর্খ
( ) ভিতরের কথাগুলোই তো আসল রম্য,
৫৫| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৮
িনশাচর-পুরান বলেছেন: পিলাচ----------------------+
জটিল হইছে বস। হিট
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:১৩
~মাইনাচ~ বলেছেন: আপনাকে মাইনাচ, মাইনাচ আমি কার্পন্যতা করিনা
ধন্যবাদ আপনাকে
৫৬| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪১
আমি তানভীর বলেছেন: বাংলার দেবর এক হও, আমাদের অধিকার আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:১৭
~মাইনাচ~ বলেছেন: কাজ হবেনা,
আন্দোলনে নামবেই যখন, তেল মাজো। কোথায় জানে??? .... পিটে। নাহয় চটির বারি খেতে প্রস্তুত হও
৫৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৭
আমার মন বলেছেন: অবেশেষ ভাবির সৌজন্যে পোস্ট হিট
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:২৭
~মাইনাচ~ বলেছেন: হে হে হে তাই নাকি??
ধন্যবাদ পড়ার জন্য
৫৮| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৭
জেনারেশন সুপারস্টার বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩০
~মাইনাচ~ বলেছেন:
আপনি কি বুঝিয়াছেন? নিশ্চয়ই উল্টা বুঝেন নি । দেখেতে মনে হয়না চটি পরেন না, একটু আধটু পরা দরকার। পায়ের জন্য ভাল
৫৯| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০১
মিজভী বাপ্পা বলেছেন: বিয়াপক!!!++++++++
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩১
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ বাপ্পা ভাই পড়ার জন্য,
চটি হোক আপনার চলার পথের সাথী, চটি পরলে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী
৬০| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০২
সাদাসিধা মানুষ বলেছেন: ১। *লুঙ্গিটা বিছনাতেই পরিয়া রহিল*
২। *আরে কৃত্রিম কিছুইতো করিনা, প্রাকৃতিক কর্ম স্বাধন করি*
কথাবার্তা(২)এবং চালচলনে(১) প্রচুর ফুল হতে হবে ভাইজান, নাইলে আম্মাজান বুঝিবে নাহ, মনের আশা পুরণ হইবে নাহ।
প্রচুর সোন্দর্য হইসেক রে ভাই
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৪
~মাইনাচ~ বলেছেন: আম্মাকে কোন প্রকারেই কহিতে পারিনা আমি বড় হইয়াছি, কিভাবে ফুল হইরে ভাই?? একটু বুদ্ধি সুদ্ধি দিয়া যদি আমাকে হেলফ করিতেন আমি চির কৃতজ্ঞ থাকিতাম আপনার দরবারে । যদি সফল হই, তাহলে আপনাকে একখান সুন্দর চটি উপহার দিব কসম করিলাম। চটি জোড়া পরিয়াই আপনি নিত্য বাগানে হাটিতে যাইবেন
ধন্যবাদ আপনাকে,
৬১| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০৭
জুল ভার্ন বলেছেন: সামুর অন্যতম রম্য সেরা পোস্টে ৪৪ নম্বর।
মন্তব্যের রিপ্লাইগুলো আরো জোশিলা!
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:০৬
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই, ভেবেছিলাম আপনার ভাল লাগবেনা। যাক ভয়টা কেটে গেল। এবং আপনার কমেন্ট পেয়ে খুশিই হলাম।
আপনার চটি লাগিলে ছোট ভাইকে নির্ভয়ে কহিতে পারেন, আমি বাজার হইতে আনিয়া দিব। অবশ্যই বাটা'র দিবো। অন্যথায় হাটিয়া আরাম পাইবেন না।
৬২| ১১ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৬
হাছুইন্যা বলেছেন: মাইনাস ভাই কি ট্র্যাক চেঞ্জ করলেন??
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:১৪
~মাইনাচ~ বলেছেন: সময়ে একটু চেঞ্জ না করলে কি চলে???
তুমি মাহফিল ফেলে এখানে কি করো???
৬৩| ১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: ঐ মিয়া এগুলা কি উল্টাপাল্টা কন
আপনের ব্লগে আর কোনদিন আসুমনা
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৪
~মাইনাচ~ বলেছেন: যেওনা সাথী ওওওও যেওনা সাথী আমাকে একলা ফেলে.......... টান হবে। আপনি টানতে থাকেন, আমি একটু চটি পরে ঘুরে আসি
৬৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ১০:১৩
গেমার বয় বলেছেন: ভবিষ্যতে আরও অভিনব সব চটি উপহার দিয়ে ঝাতিকে বাধিত করতে যেন জনাবের মর্জি হয়।
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৮
~মাইনাচ~ বলেছেন: চটি চোর বেড়েছে, এখন ভরসা পাইনা চটি খোলা রাখতে, সেদিনও এক জোড়া দরজা থেকেই নিয়ে গেল চোরে। তাই ভবিষ্যতের কথা বলতে পারতেছিনা।
দোয়া করিয়া যান, দেখি খোলামেলা চটি দিতে পারি কিনা, বক্সে থাকলে পরবেন কি ভাবে??? পায়ের সাইজ কতো আপনার??
৬৫| ১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৩
ঘুমকাতুর বলেছেন: ওই মিয়া তুমি যাই লিখো হিট খায়। ব্যাপার কি???
তবে আমি তোমার ভালা পাই।
ফেবু লিংক সরাইলেন কেন???অনেকে না পড়েই অনেক কথা বলছে, তাতে কি হইছে???বেশী ভালু মানুষী ভালু না।
১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৬
~মাইনাচ~ বলেছেন: কি জানি
হিট কোথায় ?? হিটের জন্য ১৮+ লিখিবার চেষ্টা করিলাম তাও হইলোনা
ওখানেরটা মুছে দিলাম। সব জায়গায় কিন্তু সব সাজেনা ভাই।
৬৬| ১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৪
মিরাজ is বলেছেন: হা হা হা। রম্য হইয়াছে। চেষ্টা চলিতে থাকুক। শুভকামনা।
১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২১
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই
সময় করে পড়ার জন্য
শুভকামনা
৬৭| ১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৯
নীরব 009 বলেছেন: ৪৮ তম ভাললাগা রইলো।
আপনে দেখি অনেক লুল। লুল পোস্টে অনেক হিট
খিকজ
১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩১
~মাইনাচ~ বলেছেন: লুল?
সেটা কম বেশি আমরা সবাইই বহন করি, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে। সময়ে অসময়ে একটু আধটু লুলামী করলে তেমন কোন ক্ষতি নেই। মাঝে মধ্যে মাথাটাকে একটু রিপরেশ দেয়ার জন্য এরকম কিছু করাটা মনে হয় ওই পর্যায়ে পড়েনা।
১৮+ লিখিয়া আমি করিনাইকো ভুল
ভুল করেনা লুলে চিনিতেরে লুল
৬৮| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:২২
হাসান মাহবুব বলেছেন: শিরোনাম দেখেই বুঝছি। ডজ খাইনাই। মাইনাচ
১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮
~মাইনাচ~ বলেছেন: নাহ, আমি পাক্কা ঈমানদার না হইলেও, মানুষকে ডজ দেইনা। যা বলি তাই করিয়া থাকি তাহাই করিয়া থাকি। আপনি ডজ খাননাই দেখিয়া আপ্লুত হইলাম।
আপনার এখন চটি দরকার জানি, বুঝিতেও পারি। আগে না পরিলেও এখন থেকে চটি পরা আরম্ভ করিয়া দেন। বাটার চটিই কেটশই কিন্তু। খেয়াল করিয়া
৬৯| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৯:১৩
আরজু পনি বলেছেন:
হা হা তোকে চটি দিয়ে চপালে চপেটাঘাত করিতে হইবে তবে যদি চিট চরি হিট খাইবার আকাংখা মিটে!
গুড জব, অনেক ব্লগাররাই ১৮+ খোঁজে, তাদের জন্যে দারুণ একখান জবাব দেওয়ায় ~মাইনাচ~কে উত্তম রুপে মাইনাসিত প্লাস দেওয়া গেল
চালিয়ে যান ভ্রাতা
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৬
~মাইনাচ~ বলেছেন: এরক হরেন হেন আপনি আমার হাতে? চটিকি মারার জিনিস?? ওটা পরার জিনিস।
হা হা আমিতো ভেবেছি আপনি এদিকে পাও দেবেন না হেডিং দেখে। আসে হেডিংটা একটু ফান করেই দেয়া। পোষ্টকি সেরুপ মনে হয়??
আপনার আশির্বাদ পেলে চটি বানাবো আর সবাইকে পরাবো। তবে সুইঁ সুতো ভালো পাইনা। চামড়াও। আপনার হেপ্পি বাডডে কবে জানাবেন আপনাকেও এক জোড়া উপহার করিব
পড়ার জন্য অসংখ্য ধনেপাতা
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৮
~মাইনাচ~ বলেছেন: আপনাকে অবশ্যই রুপসা চটি দিবো, ওটার এ্যাড দেখে মনে হয় কাদা মাটিতেও হাটতে পারবেন।
৭০| ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:১১
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৯
~মাইনাচ~ বলেছেন: পিচ্চি বাবু এখানে কি করে????
যাও বাবুসোনা আম্মুর কাছে যাও
৭১| ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৭
আল ইমরান বলেছেন: বিনোদনরে বিনোদন। পুরাই বিনোদন।
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৯
~মাইনাচ~ বলেছেন: আসলেই বিনোদন পেলেন নাকি?
ধন্য হলাম, শুভকামনা
৭২| ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৮
বাউন্ডুলে তিতাস বলেছেন: বড় হইছস এখনো হুশ জ্ঞান হইলোনা, বিয়ের বয়স হইছে, কবে তোর লজ্জাসরম আইবো???”
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:১২
~মাইনাচ~ বলেছেন: বড় হইবার সাথে সাথেই যেন লজ্জা নামক জিনিসটাও দিন দিন লোপ পাইতেছে , সেটাই স্বাভাবিক।
আবার...................................... যাক বল্লামনা, উল্টা বুঝে আবার না আমাকে উল্টা বুঝেন
৭৩| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৩
রোকন রাইয়ান বলেছেন: ধুর মিয়া হুদাই খাওজান কে!!
আপনার ভাবি তাইলে চটি মটি ভালই বোঝে..
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৬
~মাইনাচ~ বলেছেন: ভাবির চটি খুব পছন্দ। উনি আবার হাই হিল পরতেই পারেন না। হুচুঁট খায় বার বার। সেদিক দিয়ে উনার চটিতে দারুন অভিজ্ঞতা।
আপনিকি উল্টা বুঝিলেন?? আমিতো জানি আপনি মুর্খ না
৭৪| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৬
শিপু ভাই বলেছেন:
কইশ্যা প্লাস থুক্কু মাইনাচ~
অশ্লিস পুস্ট!!!
রিফুটেড!!!
দারুন হৈছে ভাই। প্লাস না দিয়া উপায় নাই।
আপনার রম্য লেখার হাত ভাল। চালিয়ে যান।
এই পোস্ট সামুর চটি লেখকদের (যারা ১৮+ এর নামে নোংরা পোস্ট দেয়) জন্য চপেটাঘাত স্বরুপ!!!
+++++++++++++++++++++++++++
১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩১
~মাইনাচ~ বলেছেন: সুন্দর কমেন্ট
এরকম একটা কমেন্ট এর জন্যই অপেক্ষা করছিলাম।
১৮+ মানেই খারাপ কিছু হতে হবে তা কেন???
ফান করা যায় সীমার মধ্যে থেকেও
ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বলার জন্য
পড়ার জন্য ও
শুভকামনা
ভাবিকি নিত্য চটি কিনিয়াই পরেন??? নাকি আপনাকে সাথে নিয়ে বানায়? বাটা ছাড়া কোন চটিই আামর তেমন সুবিধার মনে হয়না। ভাবিও নিশ্চয়ই বাটা লাইক করে?? ঠিক??
৭৫| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০২
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: আমি তো সোজাই বুঝলাম! তার মানে আমি ব্যাপক জ্ঞানী!!!
তবে জোস হইছে। ইস্টিং ডিস্টিং প্লাস
অ টঃ এক্সাম শেষ!!
পেক পেক পেক
১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৭
~মাইনাচ~ বলেছেন: সোজা বুঝলে বেচেঁ গেছো, নইলে পোষ্টেযে ঢুকছো সেজন্য মাইর লাগাতাম
পেক পেক পেক
রেজাল্ট কেমন হয় দেখো , (আশা করি ভালোই হবে)
৭৬| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৬
মোজাম্মেল প্রধান বলেছেন: রোকন রাইয়ান বলেছেন: ধুর মিয়া হুদাই খাওজান কে!!
আপনার ভাবি তাইলে চটি মটি ভালই বোঝে..
৫১ নম্বরটা আমার !
১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৮
~মাইনাচ~ বলেছেন: কপি পেষ্ট
বুঝেছি আপনারও একি মাথা
৭৭| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৩
মুহসীন৮৬ বলেছেন: লেখক বলেছেন: আম্মাকে কোন প্রকারেই কহিতে পারিনা আমি বড় হইয়াছি, কিভাবে ফুল হইরে ভাই?? একটু বুদ্ধি সুদ্ধি দিয়া যদি আমাকে হেলফ করিতেন আমি চির কৃতজ্ঞ থাকিতাম আপনার দরবারে । যদি সফল হই, তাহলে আপনাকে একখান সুন্দর চটি উপহার দিব কসম করিলাম। চটি জোড়া পরিয়াই আপনি নিত্য বাগানে হাটিতে যাইবেন
আপনি আজিকে চকবাজার হইতে একখান চাইনিজ কুড়াল কিনিয়া বাসায় ফিরিবেন। তাহারপর সেই কুড়াল দিয়া আপনার খাটকে কাটিয়া কুটিয়া দুই টুকরা করিয়া ফেলিবেন। আপনার মা যদি জিজ্ঞাসা করেন কি করিতেছেন । বলিবেন, এতো বড় খাট দিয়া আমি কি করিবো? আমি একলা মানুষ
১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৫২
~মাইনাচ~ বলেছেন: তাহলে বলবে - বাবা আমার তুই খাটিয়া ছেড়ে নীচেই ঘুমা
কুবুদ্ধি দিতে আসছেন এখানে?? আপনার বুদ্ধি নিলেতো আমার এজীবনে আর বউয়ের মুখ দেখবোইনা।
৭৮| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:১৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: দুর্যোধনরে ++++
আপনেরেও ++++++
১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৪
~মাইনাচ~ বলেছেন: আপনাকেও প্লাস স্যরি মাইনাচ
আপনি সোজা হয়ে বসতে পারেন না???
৭৯| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৪৬
নাঈম আহমেদ আকাশ বলেছেন: আপনার প্রথম রম্য অনেক সুন্দর হয়েছে । ৫৫ তম ভালোলাগা দিয়ে গেলাম ।
১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৬
~মাইনাচ~ বলেছেন: চেষ্টা করলাম আরকি বড়দের দেখে, আপনাদের ভাল লাগলেই স্বার্থক
প্লাসের জন্য মাইনাচ
৮০| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩২
আবু সালেহ বলেছেন: চরম চটি মিস হয়ে গেলো.......রম্যই হইছে...........
১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৫
~মাইনাচ~ বলেছেন: চটি মিস করলেতো স্বাস্থ্য খারাপ হবে? চলার পথের সাথী হোক চটি। সেটা যে কোন কোম্পানীরই হোকনা কেন। চাই বাটা, কিংবা রুপসা
৮১| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪১
নাআমি বলেছেন: বলিয়াই ভাবি সেই রোমান্টিকতা ছাড়িয়া রোদ্রমুর্তি ধারন করিয়া হুঙ্কার করিয়া পুরো ঘরময় একটা হালকা পাতলা ভুমিকম্পের সৃষ্টি করিলো। হাহাহা, অনেক মজা পেলাম ........।
১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৭
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য
ধন্যবাদ
৮২| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:০৭
তন্ময়০১৩ বলেছেন: মাইনাচিও পোস্ট
১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৮
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই,
শুভ কামনা
৮৩| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১০:০৫
মাহবু১৫৪ বলেছেন:
১ম রম্যতেই আপনি ফাটিয়ে দিয়েছেন জনাব!
৫৮ তম ভাল লাগা
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৬
~মাইনাচ~ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মাহবু১৫৪ ভাই
শুভকামনা
৮৪| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ৭:১১
আরজু পনি বলেছেন:
হেডিং দেখে এখন আর ভয় পাইনা, বরং ভাবছি যে সব পোস্টে কড়া করে ১৮++ লেখা থাকবে, এবং বলা থাকবে আপুমনিরা ঢুকবেন না সেসব পোস্টে মেয়ে হিসেবে নয়, একজন ব্লগার হিসেবেই ঢুকবো, এ কারণেই যে ওখানে এমন কথাও থাকতে পারে যা সংশোধন যোগ্য।
আর ছেলেরা ১৮++ পড়তে পারলে মেয়েরা কি ১৮_ (~মাইনাচ~) নাকি
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২১
~মাইনাচ~ বলেছেন: হেডিং দেখে ভয় পাওয়ার কি আছে?
ব্লগারের আসল পরিচয় একজন ব্লগার। ছেলে মেয়ে কোন কথা নয়।
এ কারণেই যে ওখানে এমন কথাও থাকতে পারে যা সংশোধন যোগ্য।
সহমত
আসলেইতো ছেলেরা পড়তে পারলে মেয়েরা পারবেনা কেন?
মেয়েরা কি ১৮+ হয়না???
৮৫| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ৭:২১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালো ভালো
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে রম্যটা পড়ার জন্য
৮৬| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: চটি পড়মু,দেন।তারপরেই না সোজা হইয়া খাড়ামু
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:০২
~মাইনাচ~ বলেছেন: এটা পছন্দ হয় কিনা দেখেনতো
৮৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১৪
রুদ্রাক্ষী বলেছেন: খুবই সুন্দর হয়েছে।আপনার রম্য পড়ে ছোটবেলায় পড়া রহস্যপত্রিকায় পড়া রম্যরচনা গুলোর কথা মনে পড়ে গেল।পোস্টে প্লাস।
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
শুভ কামনা রইলো
৮৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১৭
ধ্রুব_এম বলেছেন: সহমতঃ মনে মনে কহিলাম, সারাক্ষন বিয়ার বয়স হইছে, বিয়ার বয়স হইছে বলিয়া চিৎকার করিতে পারো, বিয়াটা করাইতে পারোনা?? উপযুক্ত পোলা বাহিরে ঘুরিয়া ফিরিয়া বেড়ায়,যামানা খারাপ, কখন কি ঘঠিয়া না যায়। যখন ইজ্জত যাইবো তখন বুঝিতে পারিবা। (মুখ ফুটিয়া যদি এই কথাটি মাকে কহিতে পারিতাম)
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৬
~মাইনাচ~ বলেছেন: আসেন গলায় মিলেন
৮৯| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:২৬
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: পোষ্ট পড়ার পরে আর সহ্য হইল না। ত্বরিত হাত চালাইলাম। মন্তব্য লিখিবার নিমিত্তে। মুর্খরা উল্টা বুঝিলে আমার কোন দোষ নেই
আপনাকে ডাবল মাইনাচ = +
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫০
~মাইনাচ~ বলেছেন:
সবাই শুধু উল্টদিকে যেতে চায়
ডাবল মাইনাচের জন্য ধন্যবাদ
৯০| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪২
রবিন মিলফোর্ড বলেছেন: চরম লাগল পড়ে ।
অনেক দারুন হৈছে ।
++++++++
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৩
~মাইনাচ~ বলেছেন: পড়লে ভাল, তবে উল্টা না বুঝলেই হয়
শুভকামনা
৯১| ১৫ ই মার্চ, ২০১২ রাত ৩:০৯
নীরব 009 বলেছেন: এহ, আমি ভালু পোলা। আপনার মতো লুল না। পুরা লুলে ভিজে গেছেন আপনে। মাইনাচের ছ্যারাব্যারা অবস্থা
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৫
~মাইনাচ~ বলেছেন: জানি জানি কে কেমন??
মাইনাচ কখনো ছ্যারাব্যারা হয়না
৯২| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
ঘুমকাতুর বলেছেন: নতুন লেখা নাই???
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৭
~মাইনাচ~ বলেছেন: ব্যস্থ ছিলাম।
আজকে দিলাম নতুন পোষ্ট
৯৩| ১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৭
রাইয়ান মনসুর বলেছেন: ভাই মুর্খের মত উলটা বুঝিয়া পিলাচ দিয়া গেলাম.....
১৮ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৬
~মাইনাচ~ বলেছেন: এতক্ষনে একজনকে পেলাম যে কিনা নিজেকে মুর্খ বলে দাবী করার সাহস দেখাতে সক্ষম হলো
এখন কোন সমস্যা নাই, আপনার যাই ইচ্ছে হয় বুঝিতে পারেন
৯৪| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১২:২৭
রেজওয়ান তানিম বলেছেন: যেই হারে প্লাস পড়ছে আমার কমেন্ট দিতে তো ডর লাগতাছে। এমনিতেই অনেকেই আমারে দেখতে পারে না।
ভাল লাগে নাই। কেমন জানি জোর কইরা হাসাবার প্রচেষ্টা
আর কিছু জায়গায় চোখে লাগে।
সবমিলিয়ে একটা কথাই বলব, চালিয়ে যান নিজের ভাবনা নিয়ে, স্বকীয়তায়
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:১৬
~মাইনাচ~ বলেছেন: যার ভাল লেগেছে সে কমেন্ট দিয়েছে যার ভাল লেগেছে সে + দিয়েছে , যার ভাল লাগেনি সে নিরবে চলে গেছে। তাতে কোন সমস্যা নেই। সব পোষ্টইযে সবার মনোপুত হবে তাও না। ভাল লাগা মন্দ লাগা দুটোরই অধিকার আছে পাঠকের, এবং সে ভাল লাগা মন্দ লাগার বর্হিপ্রকাশটাও আমি সাদরে গ্রহন করি। আপনার কমেন্টও
ভালই বলেছেন। হয়তো কিছু জায়গায় চোখে লাগে। সেটা লাগানোর মতো করেই লেখা।
ধন্যবাদ ভালমতো পড়ে কমেন্ট দেয়ার জন্য।
শুভকামনা আপনার জন্য।
৯৫| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৪
আরেফিন রিমন বলেছেন: মুর্খরা উল্টা বুঝিলে আমার কোন দোষ নেই
২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১২
~মাইনাচ~ বলেছেন: আপনি বুদ্ধিমান, মুর্খ না
৯৬| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১:২৬
ফটো পাগল বলেছেন: Vabi ase , amake dudh khawai nai
২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৪
~মাইনাচ~ বলেছেন: তো আমি কি করতাম?
দোকানে মিল্কভিটা আছেনা, নিয়ে আসেন, গরম করেন, তারপর খান । ভাবির জন্য ওয়েট করে কি লাভ??
৯৭| ২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৬
সািময়া রুপন্তি বলেছেন: মুখ ফুটিয়া যদি এই কথাটি মাকে কহিতে পারিতা!
আম্মারে কন বিছানাটা ছোট হয়ে গেছে, এখন একটু বড় লাগব! তাইলেই বুইঝা যাইব!!! সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি!!!
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৪
~মাইনাচ~ বলেছেন: বুঝেনাাাাাাাাাাা
মুপাইল নাম্বারটা আপনাকে দেব?? একটু কয়ে দিতেন
৯৮| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৩
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: হইছে?
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৫
~মাইনাচ~ বলেছেন:
কি?
৯৯| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৩
দেখি তো পারি কিনা..... বলেছেন: কে বললো সামচু কোপাইতে পারে না।" ৬৮ টি ভালো লাগা ১৯৫ টি মন্তব্য ১৮০০ বারের বেশী দেখা" এই রকম কোপাইয়া
ও কি সামছুর মন ভরে না।
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩২
~মাইনাচ~ বলেছেন: সামছুটা কে ভাইজান?
কোপাইতে কোপাইতে ভাজ ফেলায়া দিবো
জায়গা বরাবর কোপাইতেই শান্তি
১০০| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২১
দেখি তো পারি কিনা..... বলেছেন: ভাইজান দেখি এখনো সামছু কে চিনে না :#> :#> :#> ।
জায়গা বরাবর কোপাইতেই শান্তি
..কোন জায়গার কথা কইলেন।
১০ ই এপ্রিল, ২০১২ রাত ৯:২২
~মাইনাচ~ বলেছেন: নাহ, চিনলামনাতো কে উনি?
কোন জায়গা সেটা বলা যাবেনা
১০১| ১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০০
রিমঝিম বর্ষা বলেছেন:
বড়ই মন খারাপ লাগিতেছে। এমন একটি বান্দর (রাগ কইরেননা) দেবর আমার বড়ই কাম্য ছিলো। কিন্তু বিধিবাম.........আমার দেবরটি এমন বান্দরামি অনেক দূর কি বাত, কথা বলার সময়ও অন্য দিকে তাকাইয়া থাকে। আপসুস।
১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৭
~মাইনাচ~ বলেছেন: তো আমি কি জন্যে আছি?
আমাকে বানান
যন্ত্রনায় যদি আমাকে দৌড়ানি না দিছেনতো আমার নাম মাইনাচ না
১০২| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৯
রিমঝিম বর্ষা বলেছেন:
তাইলে আইজ থেইকা আমি আপ্নের ভাবী!!!
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৬
~মাইনাচ~ বলেছেন: যাক ব্লগে এসে একটা ভাবী পেয়ে গেলাম। মশকরা , ফাজলেমীতো আর যার তার সাথে করা যায়না। লোকে মাইন্ড করে এখন কেউ কিচ্ছু কইতে পারবেনা হাহাহা,
ধন্যবাদ ভাবী
১০৩| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৯
জাওয়াদ তাহমিদ বলেছেন:
প্রশংসা না করে পারতেছিনা।
যেইভাবে লেখছেন, তাতে লুলরা এতক্ষনে মনে মনে একটা বুলু ফিলিম দেইখা ফালাইছে।
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৭
~মাইনাচ~ বলেছেন: আসতাগফিরুল্লাহ , নাউযুবিল্লাহ এসব কি বলেরে
আপনি কয়টা দেখেছেন ?
ধন্যবাদ পড়ার জন্য দাদা
১০৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০০
আহমাদ জাদীদ বলেছেন: আপনে এত খারাপ!
লেখতে না পিরাই এই অবস্থা......লেখতে পারলে না জানি কি করতেন!!! :!> :!> :#>
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৪
~মাইনাচ~ বলেছেন: হে হে হে আপনিও পারবেন। চেষ্টা করে দেখেন।
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য
শুভ কামনা রইলো
১০৫| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৩২
িনশাচর প্রাণী বলেছেন: হাঁসতে হাঁসতে অবস্তা খারাপ/////////
০৩ রা মে, ২০১২ রাত ১১:৩৯
~মাইনাচ~ বলেছেন:
উল্টা বুঝেন নাইতো?
১০৬| ০৪ ঠা মে, ২০১২ সকাল ১১:২০
িনশাচর প্রাণী বলেছেন: না রে ভাই..। আপনার রম্য লেখা টা ফাটা ফাটা হইছে।
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১২:৪৬
~মাইনাচ~ বলেছেন: আসলে আমারও বিশ্বাস হয়নি লিখার পর। প্রথম লিখলাম সেটা সবার এতো ভালো লাগবে তা ভাবতেও পারিনি।
ধন্যবাদ আপনাকে দেরীতে হলেও এসে পড়ার জন্য,
ভালো থাকবেন
১০৭| ০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:০৩
জামিল আহমেদ জামি বলেছেন: পুস্টখানা ষ্ঠীখি খড়া হৌক...
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:১৬
~মাইনাচ~ বলেছেন: হ ষ্ঠীখি খড়া হউক
১০৮| ০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:১৪
ধূসর পৃথিবী বলেছেন: আমি সুশীল না। কিন্তু নিজের ভাবী সম্পর্কে এই রকম বাজে ইঙ্গিত কইরা এত ক্রেডিক নেয়ার কিছু নাই। আপনার ভাবীরে নিয়া জনগন মজা নিতাছে আর আপনেও খুব মজা পাইতাছেন। আজবব....................
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:১৭
~মাইনাচ~ বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রম্য, রম্য ;
ভালো করে দেখেন
আর আমার ভাবি আছে কেডাই কইছে আপনারে? এটা যাস্ট একটা রম্য লেখা ।
মাথা একটু খাটান ভাই
১০৯| ০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:২২
ধূসর পৃথিবী বলেছেন: আপনারে আরও কিছু বলতাম.......থাক বলবনা। আপাতত আপনার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে নাহ।
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:২৩
~মাইনাচ~ বলেছেন: আপনি এতো শুশীল হইলে ব্লগে আসছেন কেন ভাই?????
আপনার ওই জ্ঞান আমার লাগবেনা দিলেও,
অপ যান আপনিও , আল্লাহ হাফেজ
১১০| ০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: @ ধূসর পৃথিবী
এইটা একটা রম্য,জাস্ট রম্য।এটাকে আপনি অন্যভাবে নিচ্ছেন কেনো? আপনি কি এটাকে সত্য মনে করেছেন নাকি?
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:৩০
~মাইনাচ~ বলেছেন: ভালো করে পড়েওনাই উনি হয়তো। মন দিয়ে পড়লে বুঝতে সমস্যা হতোনা। ব্লগে মনে হয় নয়া। নতুনদের আসলেই অনেক সমস্যা হয়।
আর আমার ভাবি আছে কেডাই কইছে আপনারে? এটা যাস্ট একটা রম্য লেখা ।
উনাকে আমি এই কথা বলার পরও বুঝতে না পারলে কি করবো বলোতো চেয়ারম্যান????
১১১| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩২
যাযাবরমন বলেছেন: আন্ন অনো বিয়া করছুইননা!!
আই আরও ভাবি প্রো-পিক আন্নের মাইয়ার নি কনো!
২০ শে মে, ২০১২ রাত ১১:২৫
~মাইনাচ~ বলেছেন: কন কি আপনে মিয়া ? ওইটা আমারই , তয় কুড়ানো বাবু ওটার দিকে চোখ দিয়েন না
১১২| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩৫
যাযাবরমন বলেছেন: আই যে ডাইনি বউ পোস্টের জন্য আন্নেরে আন্নের বউরে দিয়া টাইট দিবো তার কি হবে?
২০ শে মে, ২০১২ রাত ১১:২৯
~মাইনাচ~ বলেছেন:
মাপ দেয়া যায়না এবারকার মত
১১৩| ১৬ ই মে, ২০১২ রাত ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: আমিতো প্রতি জায়গায় উল্টা বুঝে গেলাম।
আমার মত মূর্খ ব্লগার তাহলে সামুতে আর দ্বিতীয়টা নাই
০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
~মাইনাচ~ বলেছেন: আপনার চিকিৎসা দরকার, উল্টা বুঝাটা ঠিক করতে হপে
১১৪| ২০ শে মে, ২০১২ রাত ১১:৩৯
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: কঠ্ঠিন রম্য হইছে মাইনাচ ভাই
আপনারও দেখি লুল টেষ্ট সেইমাপের পজেটিভ
কিপিটাপ
০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
~মাইনাচ~ বলেছেন: সুনাম করলেন নাকি? :!>
তেঙকিউ
১১৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:৫৫
দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: দুধ খেয়ে খেয়ে ব্রেনটা দিনদিন ভালো হচ্ছে। আরো বেশি বেশি দুধ খান। আরো বেশি রম্য লেখেন। আর আমরা তো দুধ খাইতে পারিবোনা। তাই আপনার প্রসবিত লেখা পড়িয়াই সন্তুষ্ট থাকিতেছি।
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ১২:০০
~মাইনাচ~ বলেছেন: দুধেও আজকাল ভেজাল, গরুর দুধে শুনেছি পানি মিশিয়ে দেয় । ওই দুধ খেয়ে কি আর ভালো কিছু প্রসব হবে?
ধন্যবাদ পড়ার জন্য
১১৬| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:০৫
সাদাকালোরঙিন বলেছেন: আমি আসলেই মূর্খ, প্রতি লাইনেই খালি উল্টা বুঝি
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ১২:০০
~মাইনাচ~ বলেছেন: আপনারও চিকিৎসা করা দরকার, পাবনাতে করলে মনে হয় ভালো হয়
তেঙকিউ
১১৭| ০৩ রা জুলাই, ২০১২ রাত ৩:৪২
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন:
তোমার ফালতু বন্ধুগুলোর সহিত কোথায় কি খাইয়া আসিয়াছো বলোতো শুনি?
এবার আরো ভয়ে ভয়ে কহিলাম ”ম্যাগি”
ভাই হাসতে হাসতে শেষ ।
রম্য ভালো লাগসে।
প্লাস !
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ১২:১৪
~মাইনাচ~ বলেছেন: খবরদার ম্যাগি খাইতে গিয়ে ভুল করে অন্য কিছু খাইয়েন না যেন, দুধ খেতেও সাবধান, আজকাল শুনছি গরুর দুধেও গোজামিল
ধন্যবাদ জানবেন, পাড়ার জন্য। শুভ কামনা
১১৮| ২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৯
নীল-দর্পণ বলেছেন: চটি কাহিনী ত সেইরকম
২৪ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৯
~মাইনাচ~ বলেছেন: আপনি এতদিন পরে হাসতে আসলেন?
১১৯| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩১
মুদ্দাকির বলেছেন: দারুন হইসে ভাই, দারুন ++++
চালিয়ে যান, হবে .........
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৭
~মাইনাচ~ বলেছেন: চালাইতেই আছি
কি হবে??
১২০| ১০ ই মে, ২০১৩ রাত ১১:২৩
সোহাগ সকাল বলেছেন: হেহেহে!
চ্রম লিখছেন!
০৮ ই জুন, ২০১৩ রাত ১:০২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ
সোহাগকে সোহাগ দিলাম
১২১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৮ ই জুন, ২০১৩ রাত ১:২০
~মাইনাচ~ বলেছেন:
১২২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২৮
রায়হান চৌঃ বলেছেন: নাহ্....
দুনিয়া তে বদের আভাব নাই....!!
০৮ ই জুন, ২০১৩ রাত ১:৪২
~মাইনাচ~ বলেছেন: আপনিও কি তাদের একজন?
১২৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১২৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৬
অবাধ্য সৈনিক বলেছেন: দুধপুষ্ট....মূর্খরা অন্য রকম ভাবিলেও ভাবিতে পারে
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
~মাইনাচ~ বলেছেন: নাইচ প্রোপিক
আপনি ভাবেন নাই তো???
১২৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: অসাম শালা, অসাম
মুইত্যা আসি , হাসতে হাসতে আর কন্ট্রোল হচ্ছেনা
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৫
~মাইনাচ~ বলেছেন: ওকে যান, মুইত্তাসেন। আবার না আমার পোষ্ট বরবাদ করে না দেন
১২৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩০
তাসজিদ বলেছেন: এক সময় চটি ছিল পত্রিকার দোকানে।
আর ফেবুর কল্যাণে বাচ্ছাদের মগজের ভেতর।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
~মাইনাচ~ বলেছেন: আপনার কোন খানে
১২৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: তাসজিদ ভাই বাচ্ছা নাকি? তাহলে এখানে কি করেন?
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
~মাইনাচ~ বলেছেন: উনি এখনো নাবালগ
১২৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৯
বটের ফল বলেছেন: আমি কিছু কমুনা। খালি পরথমে একখান মাইনাচ দিমু। তারপর আবার একখান মাইনাচ দিমু। তারপর আর কিছু দিমুনা। যা হওয়ার অটোমেটিক হইবো
আর আমি খালি হাসতে থাকুম। হা হা প গি গ খে।
ভালো থাকুন।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
~মাইনাচ~ বলেছেন: ওকে ওকে
আপনারে থামামুনা
১২৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
আমিনুর রহমান বলেছেন:
মাইনাচ
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
~মাইনাচ~ বলেছেন: ওক্কি
১৩০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন:
ইহা কি পড়িলাম আমি
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
~মাইনাচ~ বলেছেন: কি পড়িছেন আমিও জানিনা
১৩১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
মামুন রশিদ বলেছেন: চটি কাহিনী সেইরাম ১৮+ হইছে
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
~মাইনাচ~ বলেছেন: মন দিয়ে পড়ছেন মনে হয়
১৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
বাবু ইসলাম বলেছেন: সেরাম হইছে।
১৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭
লাশকাটা ডোম বলেছেন: মরিয়া গেলুম হাসিতে হাসিতে! :p
১৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪
রুদ্র জাহেদ বলেছেন: চটিকাহিনী
রম্য মোটামুটি হইছে
১৩৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০১
Mdmohin২৯৬ বলেছেন: মাজা পাইয়াছি। তবে বাংলা চটি আর বাংলা চটি গল্প ১৮+ এর মধ্য ব্যাপক তপাত রইয়াছে।
১৩৬| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৫
Mdmohin২৯৬ বলেছেন: bangla-choti Golpo
১৩৭| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১২
Mdmohin২৯৬ বলেছেন: অসাধারণ, কিন্তু এই চটি আর সেই চটি ব্যবধান রইয়াছেমজার চটি গল্পের সমাহার এখানে
১৩৮| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৮
Youteret62 বলেছেন: Why do you think it is sometimes difficult for people to let go of their ego and pride? https://spacewaves.io
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:০১
~মাইনাচ~ বলেছেন: মুর্খরা উল্টা বুঝিলে আমার কোন দোষ নেই