![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি
আকাশের মন ভালো নেই,
বাতাসের মন ভালো নেই।
তারাদের মন ভালো নেই
জোনাকীরও মন ভালো নেই
কারণ
মাইনাচের মন ভালো নেই।
কি কারণ মাইনাচের মন ভালো নেই? কি এমন হলোযে সদা হাসি খুশি মাইনাচের আজ মন ভারাক্রান্ত? কোন দুঃখইতো মানাচকে কাবু করতে পারেনা। তাহলে আজ কি এমন হলো যে রাস্তার পাশের সবুঝ ঘাসে শুয়ে, আছে আকাশ পানে নিরব চেয়ে?
সে অনেক কাল পূর্ব ঘটনা। তার কালোত্বের কারণেই প্রেম বিষয়ক ভাবনারা তার কাছ হতে দুরেই থাকতো সবসময়। সেদিন কি যে হয়েছিলো, কালোত্বের বাধাঁ অতিক্রম করেই সে বলেছিলো ভালবাসি। বলেছিলো একজনকে।
ভালবাসার অনবিজ্ঞ খেলোয়াড় বলেই হয়তো ভালোবাসার বহিঃপ্রকাশটাও হয়েছিলো আনাড়ী টাইপের। নতুন একটা মন পেতে হলে কি ভেবে, কি ভাবে, কি রুপে, ঠিক কি বলতে হয় তা তার অজানা বিধায় হুট করে বলেছিলো ”আতোভা। তুআভা?” ছোট্ট একটা কাগজে আরো ছোট্ট শব্দটি লিখে ভিতু মনে তার সামনে ছুড়ে দিয়েছিলো। ছুড়ে দিয়েই বিজলী বেগে দৌড়।
চিরকুটটা যতনা কাজে দিয়েছিলো দৌড়াটা তার চেয়ে বেশি। দৌড় দিতে গিয়ে বেচারা মাইনাচ নিজেই দুনিয়া হতে মাইনাচ হতে হতেই বেচে গেল।
কোন্ বেকুব কলা খেয়ে খোসাখানা ফেলেছিলো সেথায়?
তার উপরেই স্লিপ খেয়ে পড়ে, কাতর সে ব্যথায়,
উফ অসহ্য যন্ত্রনা, নয়কো তার মাথায়
সবটি ব্যথা লাগলো জোরে তার কোমল নরম পাছায়।
এভাবে পিছলাইয়া ছেরাবেড়া হইয়া দরাম কইরা পড়তে দেখে,
তার হবুপ্রিয়া দৌড়ে এলো, তুল্লো তাকে ধরে
ব্যথা কি গো বেশ পেয়েছো , শুধায় কাতর স্বরে ,
সরমেতে বলতে নাহি পারে, ব্যথা যে তার পাছায়
ভুল করে তাই হবু প্রিয়া, পানি ঢালে মাথায়।
ব্যথা তার পাছায়, পানি ঢালে মাথায়
ভাইরে ব্যথা কি আর যায়?
চোখ রাঙিয়ে হবু প্রিয়া বলে, কাগজ ছুড়ে দৌড়ালে কেন? কি এমন আছে যে পালাতে হবে?
মাইনাচের যেন দুমুখী গজব। একেতো প্রেমের প্রস্তাবের ভয় তারউপর আবার পাছার ব্যথা। দু মুখী ব্যথায় বেচারার আসলেই কাহিল দশা।
তাই বল্লো,
না, কিছু না
রাতে পইড়ো,
ভেবে দেইখো
”লক্ষী সোনা” বলতে গিয়েও
কিন্তু বল্ল না।
এর পর খোড়াতে খোড়াতে সে সেখান হতে প্রস্তান করলো।
বিকেল বেলা পাছা উপুর করে শুয়ে ছিলো বিছনায়, পাছায় ব্যথা তাই। ভাবনা নয়কো তার পাছার ব্যথায়, ভাবনা তার চিরকুটের ভাষায়। বুঝবেতো সে। সর্ট সংকেতে কি সে বুঝাতে চেয়েছে তাকে? আর বুঝলেও সেকি আপনাবে তাকে? নাকি চোখ রাঙিয়ে দুরে ঠেলে আরো দুরে হারায়।
এ সে ভাবনাতে বিভোর ঠিক তখনি একটি মোছড়ানো কাগজ জানালার ফাঁক দিয়ে উড়ে এসে পড়লো তার নাকের ডগায়। কারো দেখা নেই। মনে হয় ছুড়ে দিয়েই পালিয়েছে সে হাওয়ায়। ভীতু মাইনাচ আরো ভীতু মনে কাগজ খুলে, পড়ে অবাক বিস্ময়ে তড়িৎ উঠে দাঁড়ায়।
লিখা সেখানে ”হা, আতোভা”।
. . . . . . .. . . . . . . . .
সে থেকে তাদের চলছে প্রেমের চাকা।
না, তাদের ভালবাসায় কোন আহাউহু ছিলোনা, কোন নোংরামী ছিলোনা, তোমাকে না পেলে মরেই যাবো টাইপ হালকা কোন ডায়লগ ছিলোনা, কোন প্রকার লুতুপুতুও ছিলোনা, রাত জেগে কথাও বলা হতোনা, একে অপরকে দেখলেই কাত হয়ে যাবার কোন সম্ভবনা ছিলোনা, প্রেমের জন্য রক্ত দিয়ে পত্র লেখাও হতোনা, প্রেমের জন্য পড়ালেখা ছেড়ে দেউলিয়া হতে হতোনা, সারাক্ষন প্রেম প্রেম করে পাগলও হতে হতোনা, রাত জেগে কিংবা রাথরুমে বসে দীর্ঘ প্রেম পত্রও লিখা হতোনা। যেটা হতো সেটা শুধুই মনের মাঝে অনুভব সে তাকে ভালবাসে, তার ব্যথায় সে ব্যথিত হয়, তার হাসিতে সে সুখ পায়।
সে হাসলেই চাঁদ হাসে
সে হাসলেই তারা খসে
সে হাসলেই ফুলের পরে
মৌমাছিদের মেলা বসে।
সে হাসলে জোনাক জ্বলে
সে হাসলেই প্রজাপতি
রঙধনুতে পাখনা মেলে।
সে হাসলে বৃষ্টি পড়ে
সে হাসলে ঝর্ণাতলে
অঝর ধারায় শ্রাবন ঝরে ।
সে হাসলে পাখি ডাকে
সে হাসলে বয় বাতাস
সে হাসলে ঝলমলিয়ে
সূর্য্য হয়ে হাসে আঁকাশ
সে হাসলে সাগরবুকে
উতাল হয়ে ঢেউ খেলে
সে হাসলে সবুজঘাসে
ভোরের শিশির ঝিলিক হাসে
সে হাসলে গায় পাখিরা
সে হাসলে বাঁদর নাচে
সে হাসলেই নাচে মাইনাচ
সুখের সাগরে মাইনাচ ভাসে।
কিন্তু ---------------------
সুখে আর ভাসা হয়নি বেশি দিন তাদের। তাদের সে প্রেম চিরস্থায়ী হলোনা। একদিন হোস্টেলে তার প্রিয়ার বিয়ের খবর এলো। তার প্রিয়াকে অন্য কেউ সঙ্গী করে নিয়ে যাচ্ছে তার কিছুই করার নেই। তাকে রুখবার কোন শক্তি নেই, সামর্থ নেই, অসহায় চেয়ে থাকা ছাড়া আর কোন সম্বলই ছিলোনা সেদিন। সেদিন হোস্টেলের সিটে উপুর হয়ে শুয়ে কেদেঁছিলো, নাহ, পাছার ব্যথায় না, মনের ব্যথায়।
আজ এতদিন পর কেন তার কথা মনে করে সন্ধ্যাবেলায় নিরালায় একা বসে তার ভাবনায় বিভোর? জানা নেই। হঠাৎ হঠাৎ কেন যে এসব ভাবনায় উদয় হয় বুঝিনা বাপু। আচমকা ঘুমন্ত দুঃখগুলো কেন যে ফাল দিয়ে চেতন হইয়া উঠে বুঝতে পারিনা। একটা ইরেজার হতো যদি মন মুছার বেশ হতো। সব দুঃখ দেখে দেখে মুছে দিতাম। সুখ গুলো রেখে দিতাম যত্ন করে। একটা মনের দুঃখ মুছার রাবার বড় প্রয়োজন।
এসব ভাবনায় হঠাৎ ছেদ পড়লো চারিদিকের হৈ হৈ রবে।
তার কিছু দুরে সবাই উচ্ছস্বরে চিৎকার করছে, মাইনাচ পালাও মাইনাচ পালাও, রমিজ পাগলা আসছে। আওয়াজ শুনেই ঘাড় বাঁকা করতেই দেখে রমিজ পাগলা পাশে দাড়ানো। বত্রিশ দাঁত খেলিয়ে হেসে বলে, দেয় টাকা দেয়, এক টাকা। সেদিকে মাইনাচের বিন্দুমাত্র খেয়াল নেই। ভয়ে চমকানোর কোন বিন্দুমাত্র লক্ষন নেই। সে রমিজ পাগলার দিকে অপলক চেয়েই আছে, ঠিক তার চোখ বরাবর। চেয়ে আছেইতো চেয়ে আছে।
হঠাৎ কি জানি হলো, রমিজ পাগলা গেল থেমে। বেশ কিছুক্ষন তার দিকে চেয়ে রইলো চুপচাপ। অল্পক্ষন পরেই ”দুঃখ করিস্সা” বলেই তার নোংরা হাতের নোংরা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে আবারও হৈ হৈ করে দৌড়ে চলে গেল ভিন্ন পথে তার মতো করেই যে ভাবে এসেছিলো সেভাবেই। সেই নোংরা হাতের ভালবাসাটা কিন্তু পবিত্রই ছিলো।
ধুর শ্লা, দুঃখ বুঝার কেউ নেই, শেষ মেষ ওই রমিজ পাগলাই বুঝলো। নাকি পাগলে পাগল চিনলো?
রমিজ পাগলার কথা এখানে
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে মাইনাচ ইজ ব্যাক !!! শুভ কামনা ব্রাদার। পোস্টে পিলাচ লন।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৭
~মাইনাচ~ বলেছেন: ইয়েস মাইনাচ ইজ ব্যাক
শুভ কামনা আপনাকেও
ধন্যবাদ পিলাচের জন্য
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫১
রুদ্রাক্ষী বলেছেন: একটা মনের দুঃখ মুছার রাবার বড় প্রয়োজন।
ভালো লিখেছেন মাইনাচ.................অনেক দিন পর আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো।
প্রথম ভালো লাগা দিয়ে গেলাম...........
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:২১
~মাইনাচ~ বলেছেন: আসলেই একটা মনের দুঃখ মুছার রাবার বড় প্রয়োজন।
ধন্যবাদ রুদ্রাক্ষী ভাই পড়ার জন্য।
শুভ কামনা
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ জাগানিয়া পোস্টে ভাললাগা ৩য় +
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই,
ভাল থাকুন
শুভ কামনা
৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মাইনাচ ইজ ব্যাক।দেখে ভাল লাগল।আশাকরি এখন থেকে নিয়মিত আপনার মজার মজার লিখা পরতে পারব।
ঠিক বলেছেন-"একটা ইরেজার হতো যদি মন মুছার বেশ হতো। সব দুঃখ দেখে দেখে মুছে দিতাম। সুখ গুলো রেখে দিতাম যত্ন করে। একটা মনের দুঃখ মুছার রাবার বড় প্রয়োজন'
শুভকামনা রইল
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৮
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ডাক্তার আপা
একটা ইরেজার হতো যদি মন মুছার বেশ হতো। সব দুঃখ দেখে দেখে মুছে দিতাম। সুখ গুলো রেখে দিতাম যত্ন করে। একটা মনের দুঃখ মুছার রাবার বড় প্রয়োজন'
অন্তত আমার বড় প্রয়োজন
ধন্যবাদ আবারো, শুভ কামনা
৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫৭
একজন আরমান বলেছেন:
সেই নোংরা হাতের ভালবাসাটা কিন্তু পবিত্রই ছিলো।
ওয়েলকাম ব্যাক ভাই।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪
~মাইনাচ~ বলেছেন: সেই নোংরা হাতের ভালবাসাটা কিন্তু পবিত্রই ছিলো।
হুম, নোংরা হাতের মধ্যে আন্তরিকতাটা খাটিই থাকে
একজন আরমানকে কাছে পেয়ে খুশি হলাম। ভাল থাকা হোক
৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ৩:১২
ইউসুফ আলী রিংকূ বলেছেন: মাইনাচের পোস্টে প্লাস রইলো
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
~মাইনাচ~ বলেছেন: মাইনাচ নাম হলেও কিন্তু মাইনা খায় প্লাস,
ধন্যবাদ ইউসুফ ভাই, ভাল থাকুন
৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮
জুল ভার্ন বলেছেন: মাইনাসীয় পোষ্ট দেখেই লগইন করলাম।
চমতকার পোস্ট!
অনেকদিন পর হলেও সেই আগের মাইনাসকেই পেলাম।
নিরন্তর শুভ কামনা সাথে ভাল লাগাতো আছেই।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭
~মাইনাচ~ বলেছেন: ওহ, আপনাকে পাব আশা করিনি , আপনিও আমার মত হাওয়া। অবশ্য তার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে। আশা করি নিয়মিত হবেন। আপনার লেখাগুলো মিস করি। আপনার মতন জ্ঞানী একজন সামুতে খুব প্রয়োজন।
ধন্যবাদ ভাইয়া। সুস্ত থাকুন। কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ
৯| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২০
ব্লাক উড বলেছেন: ভাল লাগল।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ব্লাক উড ভাই
শুভ কামনা থাকল
১০| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
ব্লাক উড বলেছেন: আপনারমত সুলেখক ব্লগারদের লেখা নিয়মিত পেলে সামু ব্লগ আবার মুখরিত হবে।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১
~মাইনাচ~ বলেছেন: হবেনা, আমাদের লেখার মান ভাল না বলেইতো নির্বাচিততে যায়না। এত কষ্ট করার পরও অপমানিত হতে হয়।
আমার না হোক, অন্য সবাই মিলে আবারও মখিরিত করে তুলুক সামুকে সেই কামনা করি।
১১| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯
অচিন.... বলেছেন: মনে হয় এক বছর পর ফিরলেন, তাইনা?
শুভ হোক প্রত্যাবর্তন।
দারুন লিখেছেন
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
~মাইনাচ~ বলেছেন: হুম, সেরকমি
প্রত্যাবর্তন আর............
ধন্যবাদ পাড়ার জন্য অচিন ভাই
১২| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫
বন পলাশের পদাবলী বলেছেন: মাইনাচের পোস্টে প্লাস রইলো
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩
~মাইনাচ~ বলেছেন: মাইনাচ বলে কি প্লাস দেয়া যাবেনা নাকি?
ধইন্যাপাতা নিন প্লাসের লাইগা
১৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭
মুনতাশীর বলেছেন: সত্যি সুন্দর লিখেছেন।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮
~মাইনাচ~ বলেছেন: সত্যি সুন্দর বলেছেন।
ধন্যবাদ মুনতাশীর ভাই
ভাল থাকুন
১৪| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯
তাসবীর আহমাদ বলেছেন: ওয়েলকাম ব্যাক। +
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ তাসবীর ভাই
শুভ কামনা
১৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪
আমি বীরবল বলেছেন: হিউমারস ভাল লেগেছে। প্লাস।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১
~মাইনাচ~ বলেছেন: অনেক ধন্যবাদ বীরবল ভাই
১৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪
হাসি .. বলেছেন: দুঃখ, হাসি কান্না সব মিলিয়ে অনেক সুন্দর একটা পোষ্ট।
কিছু কিছু জায়গায় অনেক হাসি পেল।
এত সুন্দর একটা লেখা নির্বাচিততে গেলনা দেখে অবাক হলাম।
শুভ কামনা, কাম ব্যাক ওয়েলকাম
এত্তগুলা প্লাস
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
~মাইনাচ~ বলেছেন: হাসির হাসি পেল শুনে আমারও হাসি পেল
ধন্যবাদ পড়ার জন্য হাসিকে
ভাল থাকা হোক
প্রোপিকটাকি আপনার?
১৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫
হুরমতি বু বলেছেন: গুড পোসট। +
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ হুরমতি বু ভাই
ভাল থাকবেন
১৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭
হৃদয় বাংলাদেশ বলেছেন: হেব্বী ফানী
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
~মাইনাচ~ বলেছেন: হেব্বি কমেন্ট
হৃদয়ে বাংলাদেশ, ধন্যবাদ
১৯| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
পঞ্চপাণ্ডব বলেছেন: Good Post. +
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ পঞ্চপান্ডব ভাই
ভাল থাকুন
২০| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
রাহী আবদুল্লাহ বলেছেন: আপনি এখনও বেঁচে আছেন! অনেক দিন পর আপনাকে দেখলাম। আমিতো ভেবেছিলাম সিন্ডিকেট রাজনীতিতে সামুতে আপনার আখেরী নির্বাসন হয়েছে। +
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪
~মাইনাচ~ বলেছেন: আছি বেঁচে কোন রকমে।
নিন্ডিকেট নিয়ে বলার কিছুই নেই। এটা কারো কোন ক্ষতি ছাড়া উপকার করতে আজ পর্যন্ত করতে পারেনি। কি কি রকম লিখে সেদিকে দেখেনা। ব্যক্তি আক্রমনটাই তাদের কাছে মুখ্য বিষয়।
আামি আমার মত করে লিখে যাব, কে পড়ল, কে পড়লনা, কার ভাল লাগল কার লাগলনা সেদিকে তাকাবার আর সময় নেই। নির্বাচিততে গেল কিনা সেটাও দেখার ইচ্ছে নেই।
ধন্যবাদ রাহী আব্দুল্লাহ ভাই।
শুভ কামনা। আপনাকেও অনেক দিন পরে দেখলাম।
২১| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
নীলিমায় নীল রোদ বলেছেন: ভালো লাগলো। যোগ যুকত
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
~মাইনাচ~ বলেছেন: যোগ যুকত না করলে খবর আছিল
ধইন্যাপাতা
২২| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪
ডিসকো বয়াতী বলেছেন: ভালো লাগলো। +
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৭
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ডিসকো বয়াতী
শুভ কামনা
২৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭
জন্মদিন বলেছেন: ওয়েল কাম ব্যাক মাইনাচ ভাইইইইই
পোষ্ট দেখেই লগইন হলামমমমমমম
অসাধারন লিখেছেন। সুপাররররর
মডুদের সাথে আপনার কি দুষমনি আছে নাকি?
শুভ কামনা, এরকম লিখা আরো চাইইইই
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
~মাইনাচ~ বলেছেন: ইইই, মমমম, রররর এসব কি?? লেজ নাকি?
শুভ জন্মদিন, মানে আপনাকে শুভ জন্মদিন। ধুর মানে আপনাকে শুভ কামনা
২৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
চাঁদ ~ মামা বলেছেন: +++। ভেরি নাইস ওয়েলকাম ব্যাক। আশা করি এখন থেকে নিয়মিত হবেন।
হ্যাপি ব্লগিং।
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১০
~মাইনাচ~ বলেছেন: আরে মামা যে
আছেন কেমন?? ওইদিকের আবহাওয়া কেমন??
দেখা যাক কত দিন থাকি
২৫| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
চোর - ডাকাইত বলেছেন: এত দিন পরে আইছেন মিয়া??
মাইনাচ
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪
~মাইনাচ~ বলেছেন: ধুরররররররররররররররররর চোর ডাকাইত আমি ভয় পাইনা
দুরে যান মিয়া
২৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক দিন পরের পোস্টে ভালোলাগা।
আবার নিয়মিত হোন।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩
~মাইনাচ~ বলেছেন: অনেক দিন পর আপনারও দেখা পেয়ে ভাল লাগলো প্রিয় দূর্জয় ভাই
নিয়মিত হতে চেষ্টা করবো
ভাল থাকুন
২৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮
ওঁ বলেছেন: কোন্ বেকুব কলা খেয়ে খোসাখানা ফেলেছিলো সেথায়?
তার উপরেই স্লিপ খেয়ে পড়ে, কাতর সে ব্যথায়,
উফ অসহ্য যন্ত্রনা, নয়কো তার মাথায়
সবটি ব্যথা লাগলো জোরে তার কোমল নরম পাছায়।
এভাবে পিছলাইয়া ছেরাবেড়া হইয়া দরাম কইরা পড়তে দেখে,
তার হবুপ্রিয়া দৌড়ে এলো, তুল্লো তাকে ধরে
ব্যথা কি গো বেশ পেয়েছো , শুধায় কাতর স্বরে ,
সরমেতে বলতে নাহি পারে, ব্যথা যে তার পাছায়
ভুল করে তাই হবু প্রিয়া, পানি ঢালে মাথায়।
ব্যথা তার পাছায়, পানি ঢালে মাথায়
ভাইরে ব্যথা কি আর যায়?
চরমের উপ্রে
ওঁ
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪
~মাইনাচ~ বলেছেন: ওঁ
২৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কেমনে কি?
আছিলেন কই?
সব ঠিক?
ওয়েলখাম ভ্যাখ.....
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩
~মাইনাচ~ বলেছেন: এইতো আছি ভাই
আছিলাম বিজি, কোন রকম, এখানে সেখানে
ঠিক ঠাক আলহামদুলিল্লাহ
ভ্যাখ ওয়েলকামুর জন্য ধইন্যা।
শুভ কামনা
২৯| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬
ক্ষুধিত পাষাণ বলেছেন: শুভ প্রত্যাগমন। ৩০ তম ভাল লাগা।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৩
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ক্ষুথিত পাষাণ ভাই। আপনাকে দেখে ভাল লাগল
শুভকামনা আপনার জন্য, ভাল থাকুন
৩০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪১
রোজেল০০৭ বলেছেন: রম্য লিখা হলেও অনেক বাস্তব কথা ফুটিয়ে তুলেছেন।
কইস্যা পিলাচ আর শুভ হোক আপনার ব্লগে ফিরে আসা।
০৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৮
~মাইনাচ~ বলেছেন: চেষ্টা করেছি ওরকম কিছু তুলে ধরতে । জিনিসটা আপনি বুঝেছেন দেখে তৃপ্তি পেলাম।
ধন্যবাদ আপনাকে পোষ্ট পড়া ও পিলাচের জন্য। ভাল থাকুন
৩১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯
দোলাভাই বলেছেন: অস্সাম পোস্ট
মাইনাচ দিয়া গেলাম
মাঝখানের কুবিতা সেরাম লাগছে
০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫১
~মাইনাচ~ বলেছেন: কুবিতা কই পালেন? কবিতা আছে তবে
মাইনাচরে মাইনাচের ডর দেখাইয়েন্নাগো দোলা আপা
৩২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬
অদৃশ্য বলেছেন:
মাইনাচ
খুবই ভালো লাগলো লিখাটি... আনন্দ বেদনা মিলায়া বেশ...
কথা হবে মাইনাচে মাইনাচে...
শুভকামনা...
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
~মাইনাচ~ বলেছেন: ওকে মাইনাচ সাদরে গৃহীত
অবশ্যই কথা হবে মাইনাচে মাইচে প্লাসে প্লাসে
পড়ার জন্য ধন্যবাদ
শুভকামনা
৩৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২
মারুফ মুকতাদীর বলেছেন: মন খারাপ করে দেয়া সুন্দর লেখা!
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২
~মাইনাচ~ বলেছেন: অনকে মন খারাপও সুন্দর হয়
মারুফ মুকতাদীর ভাই ধন্যা নিয়েন
শুভ কামনা
৩৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০০
এসএমফারুক৮৮ বলেছেন: ওয়েলকাম ব্যাক।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
~মাইনাচ~ বলেছেন: কেও কওে মকালয়েও
চ্ছাভেশু কেনাপআ
৩৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: কঠিন এক্কান পোষ্ট বস
আসলেই সুপার পোষ্ট হয়েছে।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
~মাইনাচ~ বলেছেন: ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু
টেঙকু দিমু ভাই
৩৬| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রিমঝিম বর্ষা বলেছেন:
এত বানান ভুল করলে পইড়া শান্তি পাওয়া যায়?
ভালো আছেন আশা করি?
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫
~মাইনাচ~ বলেছেন: এহ, আসছে আমার বানান ভুল ধরতে এত দিন পরে রানী সাহেবান
একটা একটা করে ঠিক করে দিয়ে যান
ইয়েস, ভাল আলহামদুলিল্লাহ
আপনিও ভাল আছেন আশা করি
৩৭| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো আপু।
শুভকামনা । ভালো থাকুন ।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮
~মাইনাচ~ বলেছেন: আমি আপু??
মাইরালা কেউ আমারে মাইরালা
৩৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: অদ্ভূত সুন্দর কাব্যিক গল্প-গাঁথা ।
৩৪তম ভালোলাগা+++
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫
~মাইনাচ~ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই পড়ার জন্য এবং কমেন্টের জন্য।
ভাল থাকুন
৩৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬
~মাইনাচ~ বলেছেন: এটাতে হাসলেন না যে??
৪০| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:২০
তাসজিদ বলেছেন: মাইনাচ কে ১০০ টা পিলাছ।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
~মাইনাচ~ বলেছেন: ১০০টা ধইন্যাপাতা
৪১| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
সোহাগ সকাল বলেছেন: বেচারা!
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
~মাইনাচ~ বলেছেন: অন্যের দুক্ষু লইয়া মিয়া মশকরা করেন??
৪২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৮
অবাধ্য সৈনিক বলেছেন: সে হাসলেই চাঁদ হাসে
সে হাসলেই তারা খসে
সে হাসলেই ফুলের পরে
মৌমাছিদের মেলা বসে।
সে হাসলে জোনাক জ্বলে
সে হাসলেই প্রজাপতি
রঙধনুতে পাখনা মেলে।
সে হাসলে বৃষ্টি পড়ে
সে হাসলে ঝর্ণাতলে
অঝর ধারায় শ্রাবন ঝরে ।
সে হাসলে পাখি ডাকে
সে হাসলে বয় বাতাস
সে হাসলে ঝলমলিয়ে
সূর্য্য হয়ে হাসে আঁকাশ
সে হাসলে সাগরবুকে
উতাল হয়ে ঢেউ খেলে
সে হাসলে সবুজঘাসে
ভোরের শিশির ঝিলিক হাসে
সে হাসলে গায় পাখিরা
সে হাসলে বাঁদর নাচে
সে হাসলেই নাচে মাইনাচ
সুখের সাগরে মাইনাচ ভাসে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ অবাধ্য সৈনিক ভাই
শুভ কামনা, ভাল থাকুন
৪৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
জাতির নানি বলেছেন: নাতী এত দুক্ষ কইরনা। প্রেম পিরিতি ভাল না
পোষ্টের কবিতাও গুলান ভালা হইচে
সুন্দর পোষ্ট দিসু নাতী।
আর যদি অনিয়মিত হও, খবর আছে তোমার
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
~মাইনাচ~ বলেছেন: ওকে নানী
আমাকে বলে নিজেইতো গায়েব হয়ে যান
তেংকু নানী
৪৪| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: মহামান্য মাইনাচ পিলাস লন...জাতি আপনার লেখায় মুগ্ধিত
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১০
~মাইনাচ~ বলেছেন: মাইনাচ আপনার কমেন্টে খুশিত
ধইন্যা
৪৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫১
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ রাহস্যময়ীপু
ভাল থাকুন
৪৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: পুরাই কুপাকুপি পোষ্টরে ভাই পুরাই কুপাকুপি পোস্ট
আপনার লেকার হাত কঠিন । চালায়া যান
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৩
~মাইনাচ~ বলেছেন: চালাইতেইতো আছি, কিন্তু হাত চলেনা
কুপাইয়েন্ না। যে নাম এমনিতেই ডরে আছি
৪৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১১
শাহেদ খান বলেছেন: ভাল লাগল সরল কথন।
গল্পে মাইনাচ ! :-)
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৩
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই।
শুভ কামনা
৪৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো.।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ মাহতাব সমুদ্র ভাই
শুভ কামনা, ভাল থাকুন
৪৯| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: মাইনাচ এতো দিন কোথায় ছিল জাতি জানতে চায় ?
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
~মাইনাচ~ বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: মাইনাচ এতো দিন কোথায় ছিল জাতি জানতে চায় ?
জানতে চায়না
৫০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২২
বটের ফল বলেছেন: মাইনাচরে একখান পিলাচ দিতে মুন্চায়। তাই দিয়া ফালাইলাম। তারপর আর কুনো কথা নাই।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
~মাইনাচ~ বলেছেন: পিলাচ দিয়া আপসুস করতে আমি জীবনেও দিকিনাই, আপিনি কিরপিন ক্যান??
৫১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৩
~মাইনাচ~ বলেছেন: অনেক দিন পরে পোষ্ট দিলাম। কিরাম কিরাম জানি লাগে। সবার জন্য শুভ কামনা