![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি
সামুতে এসে অনেক কবি সাহিত্যিক, গল্পকার, রম্যকার, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পীর সাথে পরিচয় হয়েছে। কোন লেখক হয়ত তার মনোভাব শেয়ার করার জন্যই এখানে এসেছেন, আবার কোন গল্পকার গল্পকার হয়েছেন এখানে লিখেই। ঠিক তেমনি কবিরাও। সামুর পাতায় পাতায় লিখতে লিখতেও অনেকেই পরিপক্ষ লেখক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে, করেছে নিজেকে কবি হিসেবে , করেছে গল্পকার হিসেবে। বের হয়েছে অনেকের গল্পের বই, কবিতার বইও। ঠিক হাসান যোবায়ের ভাইয়ের ফটোশপের ডিভিডিও আমরা পেয়েছি। এযে এসব আমরা পেয়েছি, বা অর্জন তা কিন্তু অনেক খানিই সামুর হাত ধরেই।
ঠিক তেমনি ভাবে আমাদের একজন সহব্লগার কিনাদি (কি নাম দিব) শুরু করেছেন উনার নিজস্ব উদ্যোগে কিুন'স হাউস নামে উনার একটা বুটিক হাউস। এটাও হয়তো উনি কোথা থেকে শিখে আসেন নি, উৎসাহটাও হয়ত পান নি অন্য কোথাও। যা কিছু শিখেছেন, সামুর বদৌলতে হয়তো, উৎসাহটাও এখান থেকেই পেয়েছেন নানা ভাবে নানা জনের কাছ থেকে।
সেই হাউসটা নামে উনি একটা পেইজও খুলেছেন ফেবুতে প্রচার প্রসারের পথ সুগম হওয়ার লক্ষে।
আমরা প্রতিদিন কতো শত পেইজে লাইক দেই, কতো শত পেইজের হাবি জাবি সব পটো, লেখা শেয়ার করি তার কোন হিসেবই নেই। কিন্তু দুঃখের বিষয় আমাদেরই একজন সহ ব্লগার একটা মহত কাজে হাত দিয়েছেন সেটার একটা পেইজে মাত্র লাইক ১৪৩, অন্তত সহব্লগার হিসেবেই তো আমরা উনার পাশে দাঁড়াতে পারি একটা লাইক দিয়ে, একটা শেয়ার দিয়ে হলেও। আপনার একটা মাত্র লাইক, একটা মাত্র শেয়ারও হয়ত উনার ব্যবসাটে ছড়িয়ে দিতে, ব্যাবসাটা সফলতা পেতে অনেক খানি ভুমিকা রাখবে।
আমরা চাইলে সেখান থেকে আমাদের পছন্দের বিভিন্ন পোষাকাদী কিনতেও পারি।
আসুন দেখে নেই কিনু'স হাউসে কি আছে
মেয়েদের টু-পিস, থ্রি-পিস,ছেলেদের পাঞ্জাবী, বাচ্চাদের কাপড়, বেড কভার, ফতুয়া, মশারীর কাভার আর সোফার কুশনও । কাজের ধরণঃ সুতার কাজ, পেইন্ট, চুমকি পাথরের কাজ, এপ্লিক। চাহিদা অনুযায়ী কাপড়, কাপড়ের রঙ ও ডিজাইনে পরিবর্তন আনা যাবে। অর্ডার দেয়ার পর কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে। টাকা এডভান্স দিতে হবে।
মেয়েরাই এগিয়ে সব সময় । তাই মেয়েদের কাপড় দিয়েই শুরু করা যাক। মেয়েদের ত্রিপিস এর মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে।
দ্যা কালার
কাজঃ পেইন্ট, চুমকি, সুই সুতার কাজ।
বর্ণনাঃ সেলাই বিহীন থ্রিপিস
কোডঃ ৫০০১
মূল্যঃ ১২০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
কাজঃ হ্যান্ড পেইন্ট
সেলাই বিহীন থ্রিপিস
কোডঃ ৫০০৩
মূল্যঃ ১০০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
লেডিস ফতুয়া
হ্যান্ড পেইন্ট
কোডঃ৫০১০
মূল্যঃ৬০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
ছেলেদের পান্জাবী
সুতার কাজ
কোড: ৫০১৬
মূল্য: ১৭০০ টাকা
ছোটদের কাপড়
বাচ্চাদের কাপড়। মূল্যঃ ২৫০ টাকা। কোডঃ ৫০০৫
এই কাজে বড়দের থ্রিপীস। মূল্যঃ১১০০ টাকা। কোডঃ৫০০৬
কাজঃ ১০ রঙের সেড সুতা দিয়ে কাজ।
কাপড়ের রংঃ সাদা বা অফহোয়াইট।
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
বেড কাভার (বালিশ কাভার সহ)
কোডঃ৫০১৩
মূল্যঃ২৫০০ টাকা
পেইন্ট+এপ্লিকের কাজ
মশারীর কাভার/ সোফার কুশন কাভার
কোডঃ৫০১৫
মূল্যঃ২৫০ টাকা (১ পিস)
১২০০ টাকা (৫ পিস)
এত অল্প দামে মনে হয়না আমরা মার্কেটে এমন সব সুন্দর কাপড় পাব। আমরা নিজেদের পছন্দের একটা কাপড়ও কি আমাদের এই সহ ব্লগারটির কাছ থেকে কিনে উনার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করতে পারিনা? উনার নিজের পায়ে দাড়ানোর এই শক্তিকে আরো বেগবান করতে পারিনা? অবশ্যই পারি। তার জন্য আমাদের দরকার একটি সদিচ্ছা। আসুন আমরা আমাদের সহ ব্লগারটির পাশে দাড়াই, এবং উনাকে উনার নিজ পায়ে দাড়ানোয় সহযোগীতার হাত বাড়াই।
কিনাদিকে আমি ব্যক্তিগত ভাবে মোটেই জানিনা, চিনিনা, ব্লগেই যে টুক জানা শোনা। হঠাৎ সেদিন উনার পেইজটা দেখে উপলদ্ধি করলাম যে, উনিতো আমাদেরই একজন। আমাদেরই সহব্লগার। সেই উপলদ্ধি থেকেই এ পোষ্টটা দেয়ার ইচ্ছা জাগল। এবং দোয়া ও আশা করি এই কিনু'স হাউস একদিন অনেক বড় আকার ধারন করবে আমাদের দেশের বুকে।
সামনে আসছে আবারও ঈদ। সামনের ঈদে কি হতে পারেনা আমাদের নতুন জামাটি কিনু'স হাউসের?? অবশ্যই পারে।
জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
~মাইনাচ~ বলেছেন: ওটা আসলেই সুন্দর হয়েছে। চমৎকার।
আপনি দেখি আমারটাই পছন্দ করে বসে আছেন হা হা হা।
উনার সাথে ফেবুতে সাক্ষাত করেন।
২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯
কি নাম দিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাইনাস ভাই। নিতান্তই শখের বশে খোলা এটি। তাই এতো এডও করা হয়নি। লাইক নিয়ে তেমন মাথা ঘামাচ্ছিনা। এম্নিতেই অর্ডার আসছে আলহামদুলিল্লাহ ভালোই। তবে একা একা সব করি দেখে এতো সময় লাগছে। আইটেম তেমন বাড়াতে পারছিনা এজন্য। যতদিন শখ থাকবে ততদিন কিনু'স হাউস থাকবে ইনশাআল্লাহ।
অনেক কৃতজ্ঞতা জানবেন পোস্টের জন্য।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০
~মাইনাচ~ বলেছেন: নিতান্ত শখ থেকেই অনেক বড় কিছুর সৃষ্টি হয়।
একজন হেল্পার নিয়ে ফেলুন
আপনার জন্য শুভকামনা
৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
কি নাম দিব বলেছেন: @মাসুম আহমেদ ১৪, অনেক ধন্যবাদ ভাই। এটা তোইরী করাই আছে।
ডেলিভারী চার্জ আর এড্রেস দিলে পোস্টে পাঠাতে পারবো। আমাকে ইনবক্স করুন অথবা মেইল করুন [email protected] এ।
৪| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: @কি নাম দিব - আপনার পেইজে ইনবক্স করছি
৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
রিমঝিম বর্ষা বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭
~মাইনাচ~ বলেছেন: আরে আরে ভাবিযে, আছেন কেমুন?
৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১১
আমিনুর রহমান বলেছেন:
শুরু করে দিলাম মার্কেটিং তাইলে
পোষ্টে ---
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
~মাইনাচ~ বলেছেন: শুরু করে দিন এখুনি
ওকে
৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮
মোহাম্মদ শরিফ বলেছেন: লেডিস ফতোয়া আর পাঞ্জাবিটাও চমৎকার হয়েছে।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৬
~মাইনাচ~ বলেছেন: লেডিসটা নিয়ে ফেলূন ভাবি থাকলে
৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.........
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬
~মাইনাচ~ বলেছেন: এত হুমাহুমি কেন
৯| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪
মামুন হতভাগা বলেছেন: জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম।
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭
~মাইনাচ~ বলেছেন: মামুন হতভাগা বলেছেন: জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম
ধন্যবাদ মামুন ভাই
১০| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কিনাদির জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল আর আপনার জন্যও শুভকামনা থাকল। কিনাদির সাথে যোগাযোগ করতেই হবে।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
~মাইনাচ~ বলেছেন: যোগাযোগ করেন তাড়াতাড়ি। মনে হয় স্টক সীমিত
বেডশিট আর পাঞ্জাবী আমার জন্য ছেড়ে দিবেন, বাকি সব আপনার
১১| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাপড় তো দেখতেই সুন্দর।
একটা গার্লফ্রেন্ড জুটে গেলে কিনাদি'র শপে যামুনে
আপনি পোস্ট দেয়ার আগে ভাবিরে কিছু কিইন্না দিছেন?
১২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাপড় তো দেখতেই সুন্দর।
একটা গার্লফ্রেন্ড জুটে গেলে কিনাদি'র শপে যামুনে
আপনি পোস্ট দেয়ার আগে ভাবিরে কিছু কিইন্না দিছেন?
১৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাপড় তো দেখতেই সুন্দর।
একটা গার্লফ্রেন্ড জুটে গেলে কিনাদি'র শপে যামুনে
আপনি পোস্ট দেয়ার আগে ভাবিরে কিছু কিইন্না দিছেন?
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
~মাইনাচ~ বলেছেন: গার্লফ্রেন্ডের অফেক্ষায় বসে থাকলে কি হবে?? তার আগেই চলে যান
ভাবি কোথায় পাব?
১৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সপ্নাতুর আহসান বলেছেন: কিনাদির জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল আর আপনাকে ধন্যবাদ।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
~মাইনাচ~ বলেছেন: কিনাদির জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল
কিনাদি সফল হোক
ধন্যবাদ আপনাকেও
১৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কিনাদি কে শুভকামনা রইল।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
~মাইনাচ~ বলেছেন: কিনাদি কে শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ
১৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
ওঁ বলেছেন: জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম।
কিনাদি'র জন্য শুভকমনা রইল
বেড শিট, লেডিস ফতুয়া, আর বেবি ড্রেস চমৎকার।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
~মাইনাচ~ বলেছেন: জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম।
ধন্যবাদ ওঁ
১৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: কিনুদির জন্য শুভকামনা...ফতুয়া আর বেড কাভারটা জোস
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১১
~মাইনাচ~ বলেছেন: কিনুদির জন্য শুভকামনা...ফতুয়া আর বেড কাভারটা জোস
ওটাতে চোখ দিয়েন না
ধন্যবাদআপনাকে
১৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯
আর.হক বলেছেন: টেকা পয়সা বড় অভাব । গিফট টিফটের কোন চান্স আছে নি?
শুভকামনা
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩
~মাইনাচ~ বলেছেন: না, নাই। চাকরী করেন, তাড়াতাড়ি কিনুস হাউসে যান।
ধন্যবাদ
১৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: মায়াবতী নীলকন্ঠি বলেছেন: কিনুদির জন্য শুভকামনা...ফতুয়া আর বেড কাভারটা জোস
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৮
~মাইনাচ~ বলেছেন: লেখক বলেছেন: কিনুদির জন্য শুভকামনা...ফতুয়া আর বেড কাভারটা জোস
ওটাতে চোখ দিয়েন না
ধন্যবাদআপনাকে
২০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:১৫
একজন আরমান বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ ভাই।
১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯
~মাইনাচ~ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আরমান ভাই
২১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬
রিমঝিম বর্ষা বলেছেন:
১৭ ই জুন, ২০১৩ রাত ৯:০০
~মাইনাচ~ বলেছেন: এহ আসছে এখন চশমা পইড়া স্টাইল দেখাইতে, হুহ
২২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২২
তুষার আহাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ কিনাদির বিষয়ে পোস্ট দেওয়ার জন্য।
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকেও
২৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
ঢাকাবাসী বলেছেন: কিনাদির জন্য অন্তর থেকে শুভেচ্ছা আর আপনাকে অনেক ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
২৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: চমৎকার সব ডিজাইন, প্রাইসও মনে হলো যথেষ্ট রিজনেবল । কিনাদি'র জন্য শুভকামনা ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
~মাইনাচ~ বলেছেন: প্রাইজ অনেক কম রেখেছেন আমাদের দিদিমনি
আজই লাইনে দাড়ান
ধন্যবাদ মামুন ভাই
২৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪
কি নাম দিব বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
~মাইনাচ~ বলেছেন: বিতকিত থান আম্মে, আমাতেও এত্তা তেন
২৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৫
আরজু পনি বলেছেন:
ভালো লাগলো পোস্টটা।
কি নাদি ব্লগে খুব অনিয়মিত হয়ে গেছে।
আশা করি আবার নিয়মিত হবে।
শুভকামনা রইল।।
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
~মাইনাচ~ বলেছেন: অনিয়মিতকে নিয়মিত করতে হবে, দরকার হলে ধরে নিয়ে আসতে হবে।
ধন্যবাদ পানিপুকে
২৭| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২৬
অদৃশ্য বলেছেন:
বেশ লাগলো ডিজাইন গুলো
শুভকামনা...
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
~মাইনাচ~ বলেছেন: আসলেই ডিজাইনগুলো চমৎকার।
লাইনে দাড়িয়ে পড়েন
২৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭
হানিফ রাশেদীন বলেছেন: বেশ সুন্দর লাগলো।
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯
~মাইনাচ~ বলেছেন: হানিফ রাশেদীন ধন্যবাদ
আশাকরি কিনাদির পাশে থাকবেন একজন সহব্লগার হিসেবে
২৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩
অরুদ্ধ সকাল বলেছেন:
পাঞ্জাবী করাতে হবে
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
~মাইনাচ~ বলেছেন: পাঞ্জাবী আমারও করাতে হবে, উঠা পছন্দ হয়েছে আমার বেশ।
শুভ কামনা সকাল ভাইকে
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: শিল্পির তুলি ও নয়ন অসাধারন
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
~মাইনাচ~ বলেছেন: কিনাদির প্রশংসা আসলেই উনার প্রাপ্য
ধন্যবাদ আপনাকে
৩১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আগেই দেখেছি ফেবুতে, কিনাদি'র সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ।
৩২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাগো ত্রাতুল ওরফে মাইনুল ভাই এরতো আর জামা কাপড় নিয়া চিন্তা নাই এখন, বউ নিত্য নতুন ডিজাইন কইরা দিব !!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: বেড কাভারটা তো দারুণ - বিদেশ থেকে অনলাইনে কিনা'র কোন ব্যবস্হা থাকলে জানাবেন প্লিজ !