|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ~মাইনাচ~
~মাইনাচ~
	আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি
 -- এবং  সেই ডাইনী বউ
-- এবং  সেই ডাইনী বউ 
সেদিন এক বন্ধু ফোন দিল, দোস্ত প্রাইমারি পাসতো দিলাম। এখন কোন স্কুলে ভর্তি হই ক'তো। 
তোর কি আক্কল বলতে কিছুই নেই? রাত দেড়টায় ফোন দিয়ে জিগাস কোন স্কুলে ভর্তি হবি? ফোন রাখ।
পরদিন আমি রাত তিনটায়  ফোন দিলাম আরেক দোস্তকে। দোস্ত বেরি এর্মাজেন্সি। বেরি এমার্জেন্সি শুনে দোস্ত ঘুম ঘুম ভাব ছেড়ে বলে ক দোস্ত কি হইছে ক। বল্লাম, হুন প্রাইমারি পাসতো  দিলাম। এখন কোন স্কুলে ভর্তি হই ক'তো। ও পাস থেকে বন্ধু আমার কোমল স্বরে আদর করে বল্লো, এই তোর এমার্জেন্সি হতচ্চরা ?  ফোন রাখ বেটা
 ফোন দিলাম আরেক দোস্তকে। দোস্ত বেরি এর্মাজেন্সি। বেরি এমার্জেন্সি শুনে দোস্ত ঘুম ঘুম ভাব ছেড়ে বলে ক দোস্ত কি হইছে ক। বল্লাম, হুন প্রাইমারি পাসতো  দিলাম। এখন কোন স্কুলে ভর্তি হই ক'তো। ও পাস থেকে বন্ধু আমার কোমল স্বরে আদর করে বল্লো, এই তোর এমার্জেন্সি হতচ্চরা ?  ফোন রাখ বেটা 
পরদিন তিন জন মিলে খুজতে বেরুলাম নতুন স্কুল । দোস্ত আমার তেদরের তেদর, পুরান স্কুলে ভর্তি হবেনা। নতুন স্কুল চাই তার। নতুন নতুন স্কুলে নাকি ম্যাডাম থাকে ইয়াং  ইয়াং ম্যাডামের কান মলা নাকি তার সিরাম লাগে।  সে যাক, খুজতে খুজতে   পেয়ে গেলাম একটা নতুন স্কুল  ।
 ইয়াং ম্যাডামের কান মলা নাকি তার সিরাম লাগে।  সে যাক, খুজতে খুজতে   পেয়ে গেলাম একটা নতুন স্কুল  । 
দোস্ত কুইন্না মাইরা বলে বেক্কল এটাতো প্রাইমারী।  বল্লাম আরে গাধা দেখসনা পাসে হাই স্কুল।
 বল্লাম আরে গাধা দেখসনা পাসে হাই স্কুল।  
ভর্তি হলাম  , বছর ঘুরে পরীক্ষাও হাজির। ওমা পরীক্ষায় দেখি রচনা আসছে "প্রিয় সামু" , গজব, আমিতো এইডা পড়িনাই  আক্কাইছারে হাক মারলাম, ওই সামুরে আমার নীচ দিয়ে দেয় তো। আক্কাইছ্যা কয়, ওই পরীক্ষার হলে তোরে নীচ দিয়া কেমনে দিমু? আর ওইটা তোর নীচ দিয়া যাইবনা। বল্লাম বেক্কেল সামু রচনাটা আমার বেঞ্চের নীচ দিয়ে দিত কই।
 আক্কাইছারে হাক মারলাম, ওই সামুরে আমার নীচ দিয়ে দেয় তো। আক্কাইছ্যা কয়, ওই পরীক্ষার হলে তোরে নীচ দিয়া কেমনে দিমু? আর ওইটা তোর নীচ দিয়া যাইবনা। বল্লাম বেক্কেল সামু রচনাটা আমার বেঞ্চের নীচ দিয়ে দিত কই।
রচনা হাতে পাইয়া আল্লাহর নাম নিয়ে লিখা শুরু করলাম।
ভুমিকা:
সামু "সামহোয়ারইনব্লগ" এর শর্টকাট। ভকতরা নাম বাড়ানোর কথা দুরে থাক কেটে কুটে শর্ট করে দিছে। সামুতে কি নেই? সব আছে, গল্প, কবিতা, রম্য, ফটো, ইতিহাস, রাজনীতি, রান্না বান্না, খেলাধুলা, গালাগালি, মারামারি থেকে শুরু সব প্রেম পিরিতিরও সুবর্ণ সুযোগ সুবিধা আছে। তাইতো লুলদের জন্য সামু একটা হার্ডখোড় প্লাটফর্ম।
সামুর সৃষ্টি:
একদিন জানাপু দুপুর বেলা ভাত ঘুমে  একটু নুয়ে পড়েছিলেন মাত্র। হঠাৎ উনার  চিতকারে আঁতকে উঠে আরিল্ড ভাই দৌড়ে এসে বলে হোয়াট হ্যাপেন জানু? জানাপু চিল্লায় বলে, এই মাত্র নেট বাবা আমারে স্বপ্নে আইসা বলছে যে একখানা ব্লগ বানাইতে, নইলে জানু তোমার জীন্দেগী তামা। আরিল্ড ভাই কহে, হোয়াট য়্যু টকিং জানু। হোয়াট তামা?
  একটু নুয়ে পড়েছিলেন মাত্র। হঠাৎ উনার  চিতকারে আঁতকে উঠে আরিল্ড ভাই দৌড়ে এসে বলে হোয়াট হ্যাপেন জানু? জানাপু চিল্লায় বলে, এই মাত্র নেট বাবা আমারে স্বপ্নে আইসা বলছে যে একখানা ব্লগ বানাইতে, নইলে জানু তোমার জীন্দেগী তামা। আরিল্ড ভাই কহে, হোয়াট য়্যু টকিং জানু। হোয়াট তামা?  
  
সেদিন তামার মিনিং খুঁজিতে গিয়া আরিল্ড ভাই চৌদ্দ ডিকশনারি তামা তামা করিয়াও তামার মিনিং খুজিয়া পাইলোনা।
সামুর নাম করণ:
স্বপ্নের নেট বাবার ইশারায় জানাপু একখান ব্লগ খুলিবে মনস্থির করিয়াই ফেলিল। হাজার হউক, জানুর জীবন তামা হইতে দিতে পারেনা।  কি নামে ব্লগ খুলিবে তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়িয়া গেল। দুঃশ্চিন্তার অবসান হইল আরেকদিন সন্ধ্যার ঝিমানিতে। :-< যাক বাবা এই একটা বদাভ্যাস কাজেই আসিল শেষ মেষ। সন্ধ্যায় চোখ লাগিয়া আসিল মাত্র হঠাৎ ব্লগ বাবা হাজির স্বপ্নে। কন্যে ব্লগের নাম দিবি সামহোয়ারইন ব্লগ। নাম পেয়েই খুশিতে চিল্লায়া উঠে জানাপু। জানাপুকে আচমকা চিল্লাতে দেখে আরিল্ড ভাই বলেন, হুয়াট হেপেন জানু? জানাপু বলে, আঁই গট, আঁই গট। আরিল্ড ভাই বলে কি গট কি গট?   
 
সামুর স্থান:
নাম পাওয়ার পর এবার একটা অফিস তো দরকার। এইটাতো আর ঘুমে পাওয়া হবেনা, তাই হুড় মুড় করে বোরকা পড়ে দৌড় লাগালেন গুলশানে   , আরিল্ড ভাই চিল্লায়, জানু চটিটাতো পইড়া যাও। জানু মানে জানা আপায় বলে এখন চটি পড়ার   সময় নেই। আরিল্ড ভাই বলে, জানু সোনা খালি পায়ে গেলেতো পায়ে ফোস্কা পড়বে, ওয়েদার যা হট। রাস্তা ইজ কুল নট  
 
সামুর মডু
সামুর স্কুলের শিক্ষক। ডাক নাম মডু, সমার্থক গন্ডারের চামড়া। স্কুলের বান্দর কিছিমের ভদ্র নম্র ছাত্ররা এত জ্বালান জালায় এই মডুদের তাতে বিন্দু মাত্র নারাজগী নেই। তাদের সহ্য ক্ষমতার প্রসংসা না করলে তাদের আসলত্ব বুঝা দুস্কর ঠেকবে। কবিতা আবৃত্তি, গল্প বলা, নাটক করা, ছবি আকাঁ আর রাজনীতি নিয়ে ছাত্রদের যারপরনাই কাদা ছুড়াছুড়ির সব কাদাই খুব ঠান্ডা মাথায় উনারা গায়ে  মেখে নেন ফারফিউম মনে করে। উনাদের হজম ক্ষমতা সিরাম।শুনেছি সামুতে এখন নতুন মডু   আসছে। আমিও মডু হইতাম চাই   
 
স্কুলের ছাত্ররা
ছাত্রদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে। যেমন কবি, গল্পকার, রম্যকার, ফটোগ্রাফার। আরো আছে লুল, ছাইয়া ও মাল্টি।  দু'একজনতো আছেন সব গুনেই গুনান্বিত।   এই স্কুলের ছাত্ররা যারপরনাই ভাল, শান্ত, ভদ্র, নম্র। বিটলামী কি জিনিস, লুলামী কি জিনিস, গালাগালি কি তারা তা কিছুইই জানেনা বল্লে ভুল হবে   । ১৮+ তাদের খুব প্রিয় সাবজেক্ট। আমি এই সাবজেক্টে ডাক্টরেট ডিগ্রী নিতাম চাই
 । ১৮+ তাদের খুব প্রিয় সাবজেক্ট। আমি এই সাবজেক্টে ডাক্টরেট ডিগ্রী নিতাম চাই 
সামুর উপকারীতা:
কি আর কমু সামুর উপকারীতা নিয়ে। কি কাজে আসেনাই সামু? রাত নাই ঘুম নাই, খেলা ধুলা নেই, পড়া লেখা নেই, কাজ কর্ম নেই সব ছেড়ে ছুড়ে সামুতেই পড়ে থাকে ছাত্র ছাত্রীরা। আড্ডা দিতে চাইছে, সামু। বিড়ি খাইতে চাইছে? সামু। গান শুনতে চাইছে? সামু। লুলামি করতে   ইচ্চা হইছে? সামু। এই সামু না হলে গরম পানি সিদ্ধ   করার রেসিপি কেউ জীন্দেগীতেও জানতে পারতনা।জানতে পারতনা কম্পিউটার   কি জিনিস । এই সামু না হলে চ্যাটিংই   করতে পারতামনা কারো সাথে, এই ষামূ ণা হলে য়ামড়া ভাংলা বাসাতাও ষিখটে ফাড়থামণা।    ব্লগারদের  বউয়েরাতো হিন্দী সিরিয়ালের চাইতে এখন সামুর বিনোদনকেই   বেশি প্রাধান্য দেয়। 
উপসংহার:
সামু............................
না উপসংহার আর লিখিতে পারিলামনা। প্রিন্সিপাল ম্যাডাম মানে জানাপু চিল্লায়া কয়, ওই মাইনাইচ্চে খাড়া। নিতম্বের নীচে কিরে? আমি লজ্জা আর ভয়ে ভয়ে প্যান্টের বেল্ট খুলে প্যান্ট খুলা আরম্ভ করলাম। এবার হুঙ্কার দিয়ে বলে, ওই তোরে প্যান্ট খুলতে কয় কেডা? নিতম্বের নীচেত্তে নকল বাইর কর।   নকল করস? হতচ্ছড়া আইজ তোর একদিন কি আমার। কান ধৈরা খাড়া
 নকল করস? হতচ্ছড়া আইজ তোর একদিন কি আমার। কান ধৈরা খাড়া 
রাত দুপুরে কান ধরে বিছনার উপর দাড়িয়ে থাকতে দেখে বউ বলে, অই হইছে কি তোমার? এক এক রাতে এক এক পাগলামী শুরু করো, হইছে কি তোমার? রাত দুপুরে ইয়োগা করো? এ্যাঁ??  নীচ দিয়া মশা ঢুকে, মশারী ঠিক কইরা ঘুমাও, যত্তসব  
 
 ১০৬ টি
    	১০৬ টি    	 +৪১/-০
    	+৪১/-০২|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০০
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: গরম পানি সিদ্ধ করার রেসিপি  
   
 
 খুবই মজা পেলাম, 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:১৫
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:১৫
~মাইনাচ~ বলেছেন: আমি ওই পোষ্ট পড়েই গরম পানি সিদ্ধ করা শিখছি, নইলে যে কি হইত আমার   
   
 
৩|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০০
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন: 
রাত দুপুরে কান ধরে বিছনার উপর দাড়িয়ে থাকতে দেখে বউ বলে, অই হইছে কি তোমার? এক এক রাতে এক এক পাগলামী শুরু করো, হইছে কি তোমার? রাত দুপুরে ইয়োগা করো? এ্যাঁ?? নীচ দিয়া মশা ঢুকে, মশারী ঠিক কইরা ঘুমাও, যত্তসব 
  
   
   
   
   
   
   
 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:২৬
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:২৬
~মাইনাচ~ বলেছেন: ভাবির সাথে এরকম কইরেন না আবার আপনি, নইলে পালঙ্কের নীচেই শুইতে হবে   
 
৪|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০১
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০১
নীল-দর্পণ বলেছেন: আপনারা পারেন ও   
 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৪২
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৪২
~মাইনাচ~ বলেছেন: না পারার কিছুই নেই   
 
৫|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০৬
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০৬
 আমিনুর রহমান বলেছেন: 
আগে ১০০টা মাইনাচ দিয়া গেলাম, ক্ষুধা লাগছে খাইয়া আইসা কমেন্টস করমু 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৫২
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৫২
~মাইনাচ~ বলেছেন: ওকে ওকে নো প্রবলেম   
 
খেয়ে আসেন, পড়েন, হাসেন, ভাল থাকেন 
৬|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
টুম্পা মনি বলেছেন:   
   
   
   
 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০১
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০১
~মাইনাচ~ বলেছেন: টুম্পা মনিকে ধন্যবাদ পড়ার জন্য
  
 
৭|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:১৬
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: সামহ্যোয়ারইন প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমার একটা পুষ্ট ছিল   
পোষ্ট পড়ে বিনোদিত হইলাম 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২৫
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২৫
~মাইনাচ~ বলেছেন: যান ওটাও জুড়ে দিলাম
এবার পোষ্ট পড়েন, আপনি আবার ফাঁকিবাজ ছাত্র, তাও সামুর   
 
৮|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: 
  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আগমনের জন্য
৯|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৮
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: উনাদের হজম ক্ষমতা সিরাম। আমিও মডু হইতাম চাই  
 
 হজম ক্ষমতায় হিংসিত ! 
  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:২১
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:২১
~মাইনাচ~ বলেছেন: আমিও হজম ক্ষমতায় হিংসিত, আমিও হজমী হইতে চাই ।
আপনি আমার পরে, লাইনে দাড়ান   
 
১০|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০২
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০২
ইমরাজ কবির মুন বলেছেন: 
পোস্টে ২টা মাইনাচ ||
  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৩১
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৩১
~মাইনাচ~ বলেছেন: আপনি এত কিপটা ক্যান? মাত্র দুইটা দিলেন??   
 
  
 
ভাল থাকুন
১১|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০২
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন: 
ভাই আমিতো মাঝে মাঝে মেঝেতে ঘুমাই।   
 
  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৪৩
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৪৩
~মাইনাচ~ বলেছেন: কান্ডারী ভাই আমার বাড়ী, খুশি হলাম
মেঝেতে ঘুমাইয়া লাভ নাই, চেয়ারে হেলান দিয়ে একটু ঝিমানি টাইপ করে দেখেন, জানাপুর মতন কিছু পাইলেও পাইতে পারেন। নইলে কমেন্ট ফেরত   
 
১২|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০৮
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:০৮
 আমিনুর রহমান বলেছেন: 
হাসতে হাসতে আমার পেট তামা তামা হইয়া গেছে, বিশেষ করে সামুর সৃষ্টি, নামকরণ, স্থান পয়েন্ট তিনটা জটিল, সাথে যে লিঙ্কগুলো এড করেছেন তার মধ্যে কয়েকটা আগে দেখা হয়নি ... 
পোষ্টে একটাই মাইনাচ , সামুর অপকারিতা নাই দেইখ্যা বেজায় মুন কারাপ হইচে  
  
  
  
  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:২২
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:২২
~মাইনাচ~ বলেছেন: তামার মিনিং জানা আছেতো নাকি? নাহলে আবার আরিল্ড ভাইয়ের মতন ডিকশনারি তামা তামা করে ফেলবেন   
 
উপকারিতাতে কি আছে তাহলে??   
 
ধন্যবাদ আপনাকে
১৩|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:১০
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:১০
ক্ষুদ্র খাদেম বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: উনাদের হজম ক্ষমতা সিরাম। আমিও মডু হইতাম চাই  
হজম ক্ষমতায় হিংসিত !
এক্কেরে হাসা কতা কইসেন বাই   
   
 
আর মাইনাচ রে কইস্যা মাইনাচ (এত্তগুলা মজা পড়মু কতক্ষনে??? হু )
  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:৫৩
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:৫৩
~মাইনাচ~ বলেছেন: আসলেই সিরাম
আমি মডু হইতাম চাইই চাই , তারপর দেখতাম আমার পোস্ট কেমনে নির্বাচিত পাতায় না যায়   
 
ক্ষুদ্র খাদেরম মহা মাইনাচ সাদরে গৃহীত 
১৪|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২০
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২০
মোহাম্মদ শরিফ বলেছেন: তার সাথে ঝগড়া করে মন বেজার করে বসে সামুতে ঢুকসি, আর এই পোষ্ট। 
মন খারাপ উধাও, হাসতে হাসতে পেট ব্যথা   
   
   
 
  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:০৯
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:০৯
~মাইনাচ~ বলেছেন: মন খারাপ কেন? সে টা কে?
হাসুন, ভাল থাকুন 
১৫|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৭
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৭
বিডি আমিনুর বলেছেন: মাই নাচ
  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৪০
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৪০
~মাইনাচ~ বলেছেন: ওকে 
  
 
কেন হাসছি ভেবে দেখুন
ধন্যাপাতা আমিনুর  
১৬|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
  
মজা পাইলাম!!! 
  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৫০
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৫০
~মাইনাচ~ বলেছেন: কাল্পনিক ভালবাসা ভাই ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা
১৭|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৫২
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৫২
লিংকন১১৫ বলেছেন: এ
এইয়া মুই কি ফরলাম   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০৭
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০৭
~মাইনাচ~ বলেছেন: ড়ম্য ফরলেন   
 
লিংকন১১৫ ধন্যবাদ
১৮|  ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৫৯
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৫৯
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: সামুর সৃস্টি, সামুর নামকরণ, আর মডুদের সিরাম ক্ষমতার কথা পইড়া হাসতেই আছি   
   
   
   
 
বন্ধুরে ফোন দেওনেরটাও চরম   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০৮
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০৮
~মাইনাচ~ বলেছেন: হাসিতো আপনার সাথে মানায়না,   
 
আস্তে হাসুন, মডুমামা দেখলে রাগ করবে   
 
১৯|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:০৪
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন:   
   
   
   
   
   
   
  
আপনাকে এত্তগুলা মাইনাচ 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:১৩
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:১৩
~মাইনাচ~ বলেছেন: কন্যাকে এত্তগুলা ধইন্যা
২০|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:০৮
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:০৮
চানাচুর বলেছেন: হেভি মজার পোস্ট মনে হচ্ছে। এসে পড়ে পড়ছি
  ০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ১১:২৩
০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ১১:২৩
~মাইনাচ~ বলেছেন: হুম, মজার
তাড়াতাড়ি পড়েন, পড়ে জানান 
২১|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:২৬
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:২৬
মামুন রশিদ বলেছেন: জানাপু চিল্লায় বলে, এই মাত্র নেট বাবা আমারে স্বপ্নে আইসা বলছে যে একখানা ব্লগ বানাইতে, নইলে জানু তোমার জীন্দেগী তামা। আরিল্ড ভাই কহে, হোয়াট য়্যু টকিং জানু। হোয়াট তামা?  
আরিল্ড ভাইয়ারে নিয়া দুষ্টুমি !! পোস্ট তামা তামা !! 
ইয়ে মানে, তামা তামা মানে মাইনাচ ! মাইনাচ !!   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ১১:৪৮
০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ১১:৪৮
~মাইনাচ~ বলেছেন: মুরব্বীদের নিয়া হাসি তামাশা ভাল না, আপনার জীবন তামা তামা করে দিব
২২|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৫২
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৫২
চান্দের গাড়ি বলেছেন: হাসতে হাসতে মইরা গেলাম। 
জানাপুকে আচমকা চিল্লাতে দেখে আরিল্ড ভাই বলেন, হুয়াট হেপেন জানু? জানাপু বলে, আঁই গট, আঁই গট। আরিল্ড ভাই বলে কি গট কি গট? 
  
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:১৩
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:১৩
~মাইনাচ~ বলেছেন: দুলাভাইকে নিয়ে মশকরা ভাল না। খুব খিয়াল কইরা কিন্তু   
 
দুলাভাইকে চান্দের গাড়ীতে করে চান্দে বেড়াতে নিয়ে যান 
২৩|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৩
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৩
চান্দের গাড়ি বলেছেন:  ১৮+ তাদের খুব প্রিয় সাবজেক্ট। আমি এই সাবজেক্টে ডাক্টরেট ডিগ্রী নিতাম চাই   
 
আমিও   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫০
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫০
~মাইনাচ~ বলেছেন: আগে বড় ভাই নিয়ে নিক ডিগ্রী, পরে ছোট ভাইদের দেয়া হবে। লাইনে দাড়ান   
 
২৪|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৪:২৮
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৪:২৮
মামুন রশিদ বলেছেন: পোস্ট একখান দিছেন সেইরাম ! পোস্টে দেয়া সবগুলো লিংক ঘুরে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলো  
 
লুলদের জন্য সামু একটা হার্ডখোড় প্লাটফর্ম।  
   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৯
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৯
~মাইনাচ~ বলেছেন: সবগুলোই কিন্তু মজার লিংক, পড়েন আর হাসেন মন খুলে
লুলদের জন্য সামু একটা হার্ডখোড় প্লাটফর্ম। 
আমি এই প্লাফর্মের হার্ডখোড় ভক্ত   
 
২৫|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৫:১০
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৫:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
   
   
   
   
   
   
   
   
   
 
সামুর নামকরণ হেডিংটা বোধয় টাইপো হইছে । 
সেইরম মজার একখান পোষ্ট হইছে। 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:১৪
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:১৪
~মাইনাচ~ বলেছেন: হুম, ঠিক করে দিয়েছি। ধন্যবাদ
সেইরকম কমেন্ট হইছে
ডিগ্রীকি লাগবে নাকি?   
 
২৬|  ০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৫:১৬
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৫:১৬
ক্ষুধিত পাষাণ বলেছেন:  এই ইশকুলে কি ভর্তি বানিজ্য চলতাসে?   
   
   
 
পিলাস।
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:১৬
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:১৬
~মাইনাচ~ বলেছেন: না না , কি যে বলেন না। এসব এই স্কুলে নেই।   
 
বুঝতে পারছি আপনি ছাত্র ডামিস, তাই ভর্তি বানিজ্যের সুযোগ খুঝতেছেন   
 
ধইন্যা
২৭|  ০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:   
   
   
   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩১
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩১
~মাইনাচ~ বলেছেন: ইরফান ভাইয়ের হাসির বর্ষণে আমার পোষ্ট ডুবেই যাবে দেখছি   
 
২৮|  ০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
মাক্স বলেছেন: মাইনাচ   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩১
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩১
~মাইনাচ~ বলেছেন: ওক্কে   
 
২৯|  ০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
০৩ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:  
  
 
প্লাস!
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩২
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩২
~মাইনাচ~ বলেছেন: আপনারে মাইনাচ   
 
৩০|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৪
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৪
চোর - ডাকাইত বলেছেন: হো হো হো পোষ্ট হইছে পোষ্টের মতন। 
ডাবল মাইনাস   
   
   
   
   
 
ক্ষুধিত পাষাণ বলেছেন: এই ইশকুলে কি ভর্তি বানিজ্য চলতাসে?
চল্লে আমিও ট্রাই মারতাম   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
~মাইনাচ~ বলেছেন: আরে চোর ডাকাইত ভাইযে, অনেক দিন পরে
আপনিও ছাত্র ভাল না, বুঝতে পারছি   
 
৩১|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৩৮
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৩৮
ওঁ বলেছেন: এই স্কুলের ছাত্ররা যারপরনাই ভাল, শান্ত, ভদ্র, নম্র। বিটলামী কি জিনিস, লুলামী কি জিনিস, গালাগালি কি তারা তা কিছুইই জানেনা বল্লে ভুল হবে   । ১৮+ তাদের খুব প্রিয় সাবজেক্ট। আমি এই সাবজেক্টে ডাক্টরেট ডিগ্রী নিতাম চাই 
  
   
   
   
 
ওঁ   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৪৩
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১:৪৩
~মাইনাচ~ বলেছেন: আপনিও ডিগ্রী নিতে চান নাকি? লাইলে দাড়ান তাড়াতাড়ি   
 
৩২|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪২
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪২
খেয়া ঘাট বলেছেন: একেবারে ফাটাফাটি পিওর ফান। হাহাশে।
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ২:৪১
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ২:৪১
~মাইনাচ~ বলেছেন: ফান পিওর না হলে তার গোবরে পরিণত হয়ে যায়, তাই ফান পিওর হওন দরকার।
হাহাশেহকেহ ?
৩৩|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪৬
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪৬
একজন ঘূণপোকা বলেছেন: +++++++
  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ২:৪১
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ২:৪১
~মাইনাচ~ বলেছেন: ধন্যাপাতা ঘূণপোকা ভাই
৩৪|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:০৯
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:০৯
দি সুফি বলেছেন: পরে পড়ব।
  ০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৩
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৩
~মাইনাচ~ বলেছেন: ওকে
পড়ে জানাবেন সুফি সাহেব 
৩৫|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:১১
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:১১
জাতির নানি বলেছেন: নাতী তুমি নিয়মিত লিখো, তোমার লেখায় পিওর ফান পাওয়া যায়। রম্য লেখা যেন তোমার কাছেই শেখে কেউ।
সামুর সৃস্টি আর নাম করন অসাধারন লাগছে   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৫
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৫
~মাইনাচ~ বলেছেন: নানি আপনি খালি মার্কাটা পাল্টান, বাকি আমি দেখতেছি।
সৃস্টিটাই সেরকম যে   
 
৩৬|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:২৫
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন:   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৫
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৫
~মাইনাচ~ বলেছেন: আর কত?
৩৭|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:৩১
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১০:৩১
আমিভূত বলেছেন:    
   
   
 
  ০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
~মাইনাচ~ বলেছেন: কি হইছে আপনার ভুত সাহেব?
৩৮|  ০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৫৮
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১১:৫৮
আনাড়ী নং ৪২০ বলেছেন:   
   
   
   
 
হাসতেই আছি হাসতেই আছি হাসতেই আছি 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৮
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৮
~মাইনাচ~ বলেছেন: হাসতেই থাকেন হাসতেই থাকেন হাসতেই থাকেন
৩৯|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০১
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:০১
মোহাম্মদ শরিফ বলেছেন: আছে একজন, এখানেতো আর সব কথা বলা যায়না। যে বর্ণনা পেলাম সামুর ছাত্রদের   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৮
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৮
~মাইনাচ~ বলেছেন: বলে ফেলুন, দেখি আমরা সবাই কিছু করতে পারি কিনা   
 
৪০|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:২৯
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১২:২৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৯
~মাইনাচ~ বলেছেন: সজ্ঞানে গৃহীত
৪১|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:১৭
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: জটিল   
   
   
  
সাথে একটা সংকলনও পাইলাম   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৯
~মাইনাচ~ বলেছেন: ব্যাঙের হাসি চমৎকার শোনায়   
 
ধইন্যা
৪২|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:৩৪
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:৩৪
বটবৃক্ষ~ বলেছেন: রাত দুপুরে ইয়োগা করো? এ্যাঁ?? নীচ দিয়া মশা ঢুকে, মশারী ঠিক কইরা ঘুমাও, যত্তসব  !!  
   
   
   
   
 
হাসতেই আছি.....
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৫
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৫
~মাইনাচ~ বলেছেন: আমার এরাম বুয়া চাইনা , যে আমারে ইয়োগা করতে দিবনা   
 
৪৩|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:৪৫
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১:৪৫
একজন আরমান বলেছেন: 
উপকারিতা পইড়া হাসতে হাসতে শেষ।   
   
   
 
সামু তাকাতে আম্রা সপাই বল্গার হইচি। টাই আম্রা ওনেক কুশি।   
   
   
   
   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৮
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৮
~মাইনাচ~ বলেছেন: আবার জিগায়, সামুর উপকারের কথা লুল সমাজ কোনদিন ভুলিতে পারিবেনা     
 
সামু থাকাতে আমরা হইছি ব্লগার , আপনি হইছেন লুল   
 
৪৪|  ০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ৮:৪২
০৪ ঠা জুলাই, ২০১৩  সকাল ৮:৪২
বটের ফল বলেছেন: গুইনা গুইনা দশ হাজারটা মাইনাস দিয়া গেলাম।
হাসতে হাসতে পেটে ব্যাথা করে দেওয়ার জন্য আরো দশ হাজার মাইনাস।
আর রোজার বোনাস লন আরো দশ হাজার মাইনাস।
এইবার খুশি তো?? স্মাইল প্লিজ  
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৭
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৭
~মাইনাচ~ বলেছেন: একটা কম দিছেন   
 
আপনি ঠকবাজ   
 
৪৫|  ০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:১৭
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:১৭
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: লাভ সামু!   
   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৪
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৪
~মাইনাচ~ বলেছেন: কান্না করতে করতে জীবন তামা তামা করে ফেল্লেও আপনি বিয়া করতে পারবেন না।
সামুর কথা বাবাকে জানান   
 
৪৬|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১১:৩৩
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১১:৩৩
রাজু মাষ্টার বলেছেন: ওররে এইডা কিত্তা করছেরে   
   
   
   
   
 
আগে নিজেরে চেয়ারের লগে কইষ্যা বাইন্ধা লই,নাইলে কোন সুমায় জানি হাস্তে হাস্তে চেয়ার উল্ডায়া ফরি যাই   
   
   
   
   
 
মাইনাছের গাছ টাই দিয়া গেলাম,যা লাগে পাইড়া লন   
   
   
   
   
 
  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১:২৩
১১ ই জুলাই, ২০১৩  রাত ১:২৩
~মাইনাচ~ বলেছেন: বেশি হাসবেন না, হাসি মাইন্ড করবে, নীচে আসছে   
   
 
৪৭|  ০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১১:৩৬
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ১১:৩৬
ফারিয়া বলেছেন: আপনি কেমন আছেন?  ভালো টো? জেনারেল হবার কোনো সম্ভাবনা নেইতো?
  ভালো টো? জেনারেল হবার কোনো সম্ভাবনা নেইতো?  
 
পুরাই হার্ডকোর!
৪৮|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:০৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: মাইনাচ স্পেশাল! যথার্থ ফানী পোস্ট!!!
তেত্রিশ নং মাইনাচ   
 
৪৯|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৫
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৫
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: লুলদের জন্য সামু একটা হার্ডখোড় প্লাটফর্ম।   
 
১৮+ তাদের খুব প্রিয় সাবজেক্ট। আমি এই সাবজেক্টে ডাক্টরেট ডিগ্রী নিতাম চাই   
 
সামুর সৃস্টিটা চরম   
   
 
হাহাপেবে
৫০|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৫৩
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৫৩
হানিফ রাশেদীন বলেছেন: অনেক পরিশ্রমি পোষ্ট (গবেষণা)। ভালো লাগলো অনেক।
৫১|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
মাইনাসকে মাইনাস  
   
 
৫২|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৩
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৩
গোর্কি বলেছেন: মজারু হয়েছে। রম্য সুন্দর লেগেছে পঠনে।
৫৩|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১০:১০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১০:১০
হাসি .. বলেছেন: হাসতেই আছি পোস্ট পড়ে   
 
অনেক দিন সামুতে এমন পোস্ট পড়িনা।
প্রতিটি লাইনই হাসির
দারুন রম্য হয়েছে
মাইনাচ   
 
৫৪|  ০৯ ই জুলাই, ২০১৩  রাত ১১:৪৪
০৯ ই জুলাই, ২০১৩  রাত ১১:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি ব্লগে দুই বছর হয়ে গেল।দ্বিবর্ষপূর্তির অভিনন্দন  
 
৫৫|  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১:১২
১১ ই জুলাই, ২০১৩  রাত ১:১২
দি সুফি বলেছেন: পড়তে পড়তে দেরি করে ফেললাম। না পড়লে আসলেই মিস করে ফেলতাম   
   
 
+++++ জব্বর হইছে ভাই। একদম সেইরকম   
   
   হাসতে হাসতে  শেষ
 হাসতে হাসতে  শেষ   
 
বিশেষ কইরা  জানাপু বলে, আঁই গট, আঁই গট। আরিল্ড ভাই বলে কি গট কি গট?    
   
 
 হাসি .. বলেছেন:  প্রতিটি লাইনই হাসির 
@হাসিঃ একটা লাইনও আপনার না। সবগুলা লাইন মাইনাচ ভাই লিখছে   
   
 
মাইনাচ ভাই দেখছেন নাকি অবস্থা। আপনার লেখার প্রতিটা লাইনই নাকি তার!   
   
 
  
   
   
   
   
   
   
   
   
   
 
৫৬|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫২
০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫২
ফয়সল নোই বলেছেন: 
অস্থির ব্যপার ! সুন্দর ।
৫৭|  ২১ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:০২
২১ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:০২
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লাগল
৫৮|  ৩০ শে মার্চ, ২০১৪  দুপুর ২:৩৮
৩০ শে মার্চ, ২০১৪  দুপুর ২:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:   
   
   
   
   
   
 
৫৯|  ০৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২১
০৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২১
অপু দ্যা গ্রেট বলেছেন: আমিও মডুহতে চাই   
   
  
৬০|  ২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসেন, নতুন পোস্ট দিন।
৬১|  ২২ শে মে, ২০১৯  দুপুর ১:২৯
২২ শে মে, ২০১৯  দুপুর ১:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ  
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৩
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৩
~মাইনাচ~ বলেছেন: যাস্ট ফান পোষ্ট, জানা আপু আরিল্ড ভাই মাইন্ড কইরেন না