![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ অশান্তিতে ভরিয়া গিয়াছে। রাজাকারদিগের বীরদর্প আস্ফালন এবং তৎসঙ্গে আক্রমন, প্রত্যাক্রমন এবং ছিদ্রান্বেশন ব্যতীত কোনরূপ সুস্হ পদার্থ দৃশ্যমান হয় না। শান্তিশুদ্ধি আবশ্যক ।
ॐ শ্রীগুরু পুন্ডরীক্ষাং পুনাতং হরিরং হরি
অপবিত্র পবিত্রবা সর্ব্বাবষ্হাং গতোপিবা।
য়স্মরেৎ পুত্তরীক্ষাং বাহ্যাভ্যন্তরং শুচিঃ।।
ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি !
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
কালিদাস পন্ডিত বলেছেন:
ॐ শান্তি!
২| ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
এস্কিমো বলেছেন: ॐ লেখলেন কেমনে?
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
কালিদাস পন্ডিত বলেছেন:
আপনি যেইরূপে লিখিলেন। কপিপেষ্ট।
৩| ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪
ডোরাকাটা বলেছেন: মুন্না, তোমার প্রফাইল পিকচার সরাও। এইটা মেয়েদের প্রফাইল পিকচার মনে হইতেসে।
৪| ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভালভাবে দেখেন। আমি যেই প্রোফাইল পিকচারটা ইউজ করছি সেইটা কিন্তু ফুল না। (দেখতে ফুলের মতো)
এই প্রোফাইল পিকচার আমি সরাবো না। এইটা আমার খুব পছন্দ হইছে। আরো অনেকে বলছে যে এইটা সুন্দর।
৫| ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: যখন অন্য কোন পিকচার এইটার চাইতে সুন্দর লাগবে। তখন সরাবো।
৬| ০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
মদনবাবু বলেছেন: ওম শান্তি!!
৭| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৮
বিবর্তনবাদী বলেছেন: ॐ শান্তি, ॐ
৮| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
আবূসামীহা বলেছেন: ঔঁ - এভাবে লিখলে হবেনা?
৯| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৪
কানা বাবা বলেছেন:
পন্ডিত মশায়,
আপনার বাহারী টিকিখানা বেশ কিছুদিন যাবৎ আমার ব্লগে লিন্কায়িত হইয়া রহিয়াছে। ইহাতে আমার ব্লগের শোভা বর্ধিত হইতেছে সন্দেহ নাই; কিন্তুক আপনার আনকোরা কোনো পোস্ট না পাইয়া এই অধম নিতান্তই মনোকষ্টে কালাতিপাত করিতে বাধ্য হইতেছে। শোভা দেখিয়া দেখিয়া তো মনোকষ্ট দূরীভূত হইতেছে না; মৌর্যযুগীয় দু'একটা উপাখ্যান যদি সুর করিয়া পড়িয়া শুনাইতেন, মনোরঞ্জনের পাশাপাশি পূণ্যার্জনও হইতে পারিতো...
আমার আরজি আমি পেশ করিলাম; এখন বাদবাকী আপনার মর্জি...
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৬
কালিদাস পন্ডিত বলেছেন: মহোদয়ের মন্তব্যপাঠে যৎপরোনাস্তি পুলকিত হইলাম । জড়জগতের মায়ামোহে আবদ্ধ থাকিয়া সময়প্রাপ্তি সম্ভব হইয়া উঠেনা তথাপি কর্তব্য মনে করিয়া অত্রবিষয়ে সচেষ্ট থাকিব এইরূপ আশ্বাস দিতে পারি। ॐ শান্তি, ॐ শান্তি।
১০| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
শয়তান বলেছেন:
ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি !
১১| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১০
হ্যারি সেলডন বলেছেন: ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি !
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই, লেখার শিরোনাম দেইখা মনে করছি গার্লফ্রেন্ড হারাইছেন। কথাটা মনে কইরা আপনার জন্য খুবই খারাপ লাগলো।
ঢুইকা দেখি ব্লগে শান্তির জন্য পোস্ট। এইটা দেইখা ভাল লাগলো। যাহা পুর্বে ভাবিয়াছিলাম তাহার জন্য দুঃখিত।