![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি তোকে ছাড়াই
বেঁচে আছিরে সখি।
তোকে ছাড়াই!
যে তুই আর তোকে ছাড়া
একটা মূহর্ত,একটা ক্ষন
কল্পনাও করতে পারতাম না।
তোর একটা ফোন
একেকটা মেসেজ
ছিলো আমার অক্সিজেন।
সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি।
প্রাগঐতিহাসিক কালের
জীবাস্ম হয়ে।
হয়তো আমি আর
উচ্ছল প্রাণবন্ত নই।
তবুও তো ঠোটের কোনে থাকে
এক চিলতে মলিন হাসি।
এই দহন কালে
এহ কি কম সখি?
২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩
সোজোন বাদিয়া বলেছেন: মন ছুঁয়ে যায়। মলিন হাসিটার উৎসটার ইঙ্গিত দিলে বোধ হয় কবিতাটা আরও অর্থপূর্ণ হতো।
৩| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি - এমন বেঁচে থাকাটা যে কতটা ব্যথার, তা হয়তো কেবল কবিরাই বুঝতে পারেন। বেদনার চমৎকার প্রকাশ ঘটেছে এ দুটো চরণে।
কবিতায় প্রথম 'লাইক' দিয়ে গেলাম। শুভেচ্ছা জানবেন।
৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭
কালনী নদী বলেছেন: মন ছুঁয়ে যায়।
আমার প্রিয় কবির উষ্ঞতায়!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: ভাইয়া এই মন্তব্য টা ইগনর করবেন প্লিজ। এটা ভুল হয়েছে।
প্লিজ।