![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
ভুলে যেতে যেতে আমাকে তোমার মনে পড়বে
অপ্রেমে কাটানো পাঁচটি ফুল না ফোটা বসন্তদিনের পর
আমার জন্য তোমার বুকে প্রেম উথলে উঠবে।
থমকে যাবে তুমি,তোমার চোখের কোনে জল চিকচিক করবে
স্কুল পড়াতে...
আমার প্রেমিক হবার কথা ছিল!
কথা ছিল সহস্র প্রেমিকার পরান গাঙে পালতুলে
আমি হবো ফেরারি প্রেমিক,
তুমুল প্রেমেজর্জর,হুলস্থুল প্রেমিক!
মায়াবীনি নারীর জন্য আমিও হেটেছিলাম যোজন যোজনদূর।
জন্মের পর জ্যোতিষী বলেছিল
"রবিতে রাজযোগ,সোম সপ্তমীতে,মঙ্গলে মালব্য,
বুধ...
শুন্যের মাঝে তুড়ি মেরে ইস্কাপনের টেক্কা
দেখিয়েছিল জাদুকর!
সেই নেশায় কেটে গেল কামরূপ কামাখ্যা
হতে কারমাইকেল কলেজ।
তারপর,পরিযায়ী পাখির চোখে
তোমার বাড়ীর বারোয়ারি পুকুরে
নীলপদ্ম খুঁজেছিলাম আমি।
ওহ্ আমার পরিচয়টাই তো দেয়া...
আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।
আমি যুগে যুগে জন্ম নেই
চাড়াল,চন্ডাল,ধীবর,সাঁওতালের ঘরে
যেন রেখ যেভাবেই দেখ আমি সেই।
আজন্ম উপাধি আমার থাকে দাস হয়ে
আমার উপর যত অত্যাচার কর
আমি...
এখনো তুমি মানে আমার বৃষ্টি বিলাসে মেতে উঠা
গল্পের বইয়ে মৌন একটা দিন,
অথবা আলোরুপা মোড়ে চায়ের কাপে ঝড় তোলা আড্ডায়
তোমার অপেক্ষায় কাটানো অলস দুপুর।
যেন বহুদিন আগে উত্তরা সিনেমা...
আমাদের কোন "কফি হাউস" ছিল না।
আমরা শফিকুলের টং চায়ের দোকানে
তিনটা চা পাঁচটা করে পাইলট খেতাম।
রতনের মুখেই আমরা
প্রথম কফির গল্প শুনেছিলাম!
সে বলেছিল
ও জিনিষ খেতে পোড়া,পোড়া লাগে
আর স্বাদটা বিটকেলে।
তাই শুনে
শফিকুল...
আমিও অমলকান্তির মতো
রোদ্দুর হতে চেয়েছিলাম
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ!
আমার কোন দিদির নাম দূর্গা ছিলো না
তার পরও পলাশ ডাঙ্গার মাঠ পেরিয়ে
রেল লাইনের সমান্তরলে সাম্যবাদের
পথে হেটে কলেজের দেয়ালে চিকা মেরেছিলাম।
"গোবিন্দ তোমার রক্ত...
তখনও ঈশ্বর তোমাকে গড়েনি
এদোন উদ্দ্যানে আমি ছিলাম একা।
কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
তবুও আমি ছিলাম ভীষণ রকম বোকা ।
কখন যে বুকের একটা বাঁ পাঁজর হারিয়ে গেল
আমি কিছুই বুঝতে পারলাম না
যেমন...
আমার বুকে যে আগুন জ্বলে
সে আগুন কে জ্বেলেছিল?
যে আগুনে জ্বলছি আমি
সে ভালোবাসা কে শিখিয়েছিল?
হেলালের বুকে জ্বলেছিল
হেলেনের আগুন।
আমার বুকে শুধুই আগুন
আসে নাই ফাল্গুণ।
সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা।
সেই...
আমি তোকে ছাড়াই
বেঁচে আছিরে সখি।
তোকে ছাড়াই!
যে তুই আর তোকে ছাড়া
একটা মূহুর্ত,একটা ক্ষন
কল্পনাও করতে পারতাম না।
তোর একটা ফোন
একেকটা মেসেজ
ছিলো আমার অক্সিজেন।
সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি।
প্রাগৈতিহাসিক কালের
জীবাস্ম হয়ে।
হয়তো আমি আর
উচ্ছল...
সুন্দর একটা নাম ছিল,
চাঁদের মতো একটা মুখেও হয়তো কিছু অদৃশ্য কলংক
জোৎস্নার আলোয় যমুনার জল কেঁপে উঠেছিল।
এমনি দিনে ভয়ংকর এক মিথ্যা সভ্যতার পটভুমিকায়
ইথারে,ইথারে একটি উপাখ্যান রচিত হয়েছিল।
প্রেমিকও...
কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
আমার বুকে যদি বয় উল্টো যমুনা
উজান টানে ভাটি অজানা।
কেমন করে ভুলে যাবো
অামি তোমাকে।
আমার চোখে বর্ষা যদি
বৈশাখে ও না শুকায়,
বুকের জমিনে ধরেছে আজব ঘুণ পোকায়।
কেমন...
অনেক দিন পর ফিরে এলাম রতন গোঁসাইর বাড়ী
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হতে না পেরে,
আমি রতন গোঁসাই হতে চেয়েছিলাম।
একতারা আর খ্ঞ্জনীতে তাল দিতে,দিতে
ভুলেই গিয়েছিলাম"মনমাঝি"কোন সমাস?
মধ্যপদলোপী নাকি রুপক কর্মধারায়!
তর্কালঙ্কার বাবু,
বাবাকে...
সেদিন আমার যেন কোথায় যাওয়ার কথা ছিল
স্টেশনে এসে দেখি ট্রেন ফেল করেছি
ডানে ঘুরে দেখি,হারিয়ে ফেলেছি তোমাকে
বায়ে দেখি অমনি আমার চেনা পৃথিবীটা হয়েছে অচেনা!
কষ্টের বীন বাজিয়ে বাজিকর
সুর তুলেছিল"পথিক তুমি...
একটি সম্পূর্ণ রঙ্গীন পূর্ণদৈর্ঘ্য চলচিত্রের কাহিনী হতে পারত
যেখানে পরাজিত নায়ক আইটেম গার্লের সাথে,
মদের বোতলে মেশানে কিছু বিরহের নীল মাদকতায়
বিচ্ছেদ যন্ত্রণায় কাতর,
নায়কের প্রস্থানে গল্পের পটভূমিকা সেখানেই শেষ হতে...
©somewhere in net ltd.