নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

নৈদানের পদাবলী

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩





এখনো তুমি মানে আমার বৃষ্টি বিলাসে মেতে উঠা
গল্পের বইয়ে মৌন একটা দিন,
অথবা আলোরুপা মোড়ে চায়ের কাপে ঝড় তোলা আড্ডায়
তোমার অপেক্ষায় কাটানো অলস দুপুর।

যেন বহুদিন আগে উত্তরা সিনেমা হলে
আনাড়ী হাতে আঁকা পোস্টারে অচেনা মুখ দেখে
সদ্য কৈশোর পেরোনো যুবকের
পরিচিত নায়িকা হারানোর বিড়ম্বনায় এলোমেল কিছু সময়।


আজও শুন্য লাটাই হাতে ঘুড়ি কেটে যাওয়া কিশোরের সাথে
তোমাকে খুঁজেফিরি এই মধ্য যৌবনের পৌড় অতীতে
রত্নাই নদীর তীরে এক অভিমানী বিকেল বেলায়।
যদিও রানীশংকৈলের পোড়াভিটার নির্জনতা ভেদ করে
আমার পরানের গহীনে বিবাগী সুর তোলে চৈত্রের শুন্য দুপুর।
আর কি এক নিদারুন শুণ্যতায় জানালার পাশে
শুনি নৈদানের পদাবলী।


এখনো আমার চোখে নামে অযাচিত মেঘের বরিষণ,
ভেজা চোখে অম্লান দেখি বিধবা বধু উর্মিমালার মুখ।
তুমিও কি একদিন
এমন করে চেয়েছিলে আমার পানে শ্রাবণের সন্ধ্যায়,
নাকি শুধুই আমার বুকে শুকনো তিস্তার বালি উড়ে
বসন্তের বিরহী গোধূলী বেলায়!
তবুও কি অবলীলায় চলে যায় শেষ ট্রেনে ব্যস্ত নাগরিক জীবন
অথচ আমার চোখে নামে যুবতী শ্রাবণ!

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: ++++++++++++
ব্যস্ত আছি, পরে কথা হবে।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ কবি বিজন দা।
ব্যাস্ততার অবসান হোক এই প্রত্যাশায় রইলাম।

২| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও রানীশংকৈলের পোড়াভিটার নির্জনতা ভেদ করে
আজও আমার পরানের গহীনে আছে চৈত্রের শুণ্য দুপুর।
অথচ কি এক নিদারুন শুণ্যতায় জানালার পাশে
শুনি নৈদানের পদাবলী।

ভাল লাগল ++++

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩০

কল্লোল পথিক বলেছেন:






কেমন আছেন প্রিয় সুহৃৎ বিদ্রোহী ভাই?
আপনার সুন্দরবন বাঁচানোর আন্দোলনে একাত্মতা ঘোষনা করছি।
সতত শুভকামনা জানবেন।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! নামকরণ এবং পোস্টের ছবিটাও দারুন!

শুভ কামনা কল্লোল পথিক ভাই!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

কল্লোল পথিক বলেছেন:






আপনার জন্যও অনেক, অনেক শুভকামনা রইল সুপ্রিয় সুহৃৎ "সাহসী"ভাই।

৪| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !! +।

এখনও < মনে হয়, এখনো হবে।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ সুমন দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ সুহৃৎ রাজপুত্র ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,




রানীশংকৈলের পোড়াভিটায় কাউকে খুঁজে বেড়ানোর নিদাঘ পদাবলী ।

তবে প্রথম স্তবকের বোল্ড করা শব্দ দু'টি বাদ দিলে অর্থটা মনে হয় অনেক পরিষ্কার হয় -
এখনো তুমি মানে আমার বৃষ্টি বিলাসে মেতে উঠা
গল্পের বইয়ে মৌন একটা দিন,
অথবা আলোরুপা মোড়ে চায়ের কাপে ঝড় তোলা আড্ডায়
তোমার অপেক্ষায় কাটানো অলস দুপুর।

সংশোধনে দাঁড়াবে এমন যা "তুমি" কে নিয়ে ভাবা যায় -
এখনো তুমি আমার বৃষ্টি বিলাসে মেতে উঠা
গল্পের বইয়ে মৌন একটা দিন,
অথবা আলোরুপা মোড়ে চায়ের কাপে ঝড় তোলা আড্ডায়
অপেক্ষায় কাটানো অলস দুপুর।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৩

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃৎ আহমেদ জী এস ভাই।
পাঠে ও পরামর্শে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

ইমরান আল হাদী বলেছেন: খুব ভাল একটি কবিতা, মুগ্ধতা রেখে গেলাম।

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০

কল্লোল পথিক বলেছেন:








ধন্যবাদ সুপ্রিয় ইমরান আল হাদী ভাই।

৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন: হাজারো হৃদয়ের কথা তুলে আনাই তো কবির কাজ!


সে কাজটি ভাই আপনার লেখায় সুনিপুন ছন্দে ঝংকৃত হয়েছে।

মনে সুর তোলা কবি ভাইয়ের প্রতি অনেক অনেক ভালবাসা রইল!

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৩

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ "ভ্রমরের ডানা"
নিরন্তর শুভকামনা জানবেন।

৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০৪

আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ +++

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ রকি ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।

১০| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

জুন বলেছেন: অপুর্ব +

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

কল্লোল পথিক বলেছেন:






কেমন আছেন সুপ্রিয় জুন আপু?
নিরন্তর শুভকামনা জানবেন।

১১| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

সিগনেচার নসিব বলেছেন:


দারুন লেগেছে ভাইয়া
++++++

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় সিগনেচার নসিব ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১২| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: তবুও কি অবলীলায় চলে যায় শেষ ট্রেনে ব্যাস্ত নাগরিক জীবন
অথচ আমার চোখে নামে যুবতী শ্রাবণ!


খুব ভালো লাগলো । ++

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

কল্লোল পথিক বলেছেন:








আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ "নীলপরি"।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৩| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

অতৃপ্তচোখ বলেছেন: জ্বি ভাই, স্মৃতিরা সবসময় যৌবনাই থাকে

ভালো লাগলো ভাই, জিজ্ঞাসা গুলো হৃদয়কাড়া।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কল্লোল পথিক বলেছেন:






কেমন আছেন ভাই "অতৃপ্ত চোখ"?
ভালোবাসা অনিঃশেষ জানবেন।

১৪| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

কল্লোল পথিক বলেছেন:




আন্তরিক শুভকামনা জানবেন সুপ্রিয় পবন দা।

১৫| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কয়েকবার পড়লাম শুধু আবহটা ধরার জন্য।কবিতাটির বর্ণনা ভঙ্গি ইতিহাস লেখা ধর্মী। যেন কোন ইতিহাসের বই পড়ছি। অসাধারণ! শেষ চরণ গুলিতে একরাশ যন্ত্রণা কাতরতা ফুটে উঠেছে। বেশ ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন এই শুভকামনা রইলো।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ মোঃ মইনুদ্দিন ভাই।


পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

ভালোবাসা অনিঃশেষ জানবেন।

১৬| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ কবিতায় +++++

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ শামীম ভাই।

১৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: চৈত্রের শুণ্য দুপুর.............. শূন্য হবে।
বিধবা বধু উর্মি মালার মুখ............ উর্মিমালা হবে।
শেষ ট্রেনে ব্যাস্ত নাগরিক জীবন........... ব্যস্ত হবে।

কবিতায় প্লেবতা আছে কিন্তু বানানের দিকে খেয়াল রাখুন।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৪

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ কবি বিজন দা।

পাঠে ও পরামর্শে কৃতার্থ।

১৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, নৈদান অর্থ কি?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

কল্লোল পথিক বলেছেন:






নৈদান<নিদান

১৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে ।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:১২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় অগ্রজ কবি কাজল দা।

২০| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

কল্লোল পথিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ "মোস্তফা সোহেল"ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু এবং শেষটা অসাধারণ হয়েছে। + +

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় অগ্রজ খায়রুল আহসান ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

২২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০

জেন রসি বলেছেন: সব কিছুর মধ্যে কেউ একজন মিশে ছিল! এখনো আছে! এই বোধটা কবিতায় বেশ স্পষ্ট করে প্রকাশ করেছেন।

সুন্দর!

++

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

কল্লোল পথিক বলেছেন:



কেমন আছেন প্রিয় সুহৃৎ"জেন রসি" ভাই?

সতত শুভকামনা জানবেন।

২৩| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মহা সমন্বয় বলেছেন: খুব ভাল লাগল কবিতাটি :)

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ প্রিয় সুহৃৎ"মহাসমন্বয়" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৭

কল্লোল পথিক বলেছেন:



আন্তরিক শুভকামনা জানবেন সুপ্রিয় হাসান মাহাবুব ভাই।

২৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন:


ব্যতিক্রম সুন্দর কবিতা। ভাল লাগল প্রিয় কবি।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুহৃৎ আরেফীন ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৬| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ প্রামানিক ভাই।
দোয়া করি সর্বদা সুস্থ থাকবেন।

২৭| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ
প্রিয় সুহৃৎ মুর্শিদ।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আমার অনিঃশেষ শুভকামনা জানবেন।

২৮| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

গেম চেঞ্জার বলেছেন: দারুণ পদাবলী!!!!!!!!!!!!!!!! (+)

২৯| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

প্রথমকথা বলেছেন:



খুব সুন্দর কবিতা। পাঠে মুগ্ধ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.