নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

পথিক তুমি হারিয়েছ পথ

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৫



সেদিন আমার যেন কোথায় যাওয়ার কথা ছিল
স্টেশনে এসে দেখি ট্রেন ফেল করেছি
ডানে ঘুরে দেখি,হারিয়ে ফেলেছি তোমাকে
বায়ে দেখি অমনি আমার চেনা পৃথিবীটা হয়েছে অচেনা!

কষ্টের বীন বাজিয়ে বাজিকর
সুর তুলেছিল"পথিক তুমি হারিয়েছ পথ"
আমি বুঝতে পারিনি তাই করেছিলাম দ্বিমত।


কত রাত দিন পথের সন্ধানে ঘুরে,ঘুরে হয়রান
অতঃপর তৃষ্ণা মেটাতে এলাম সেই বিষ্ণু বাগদীর পানশালায়
ক্যাপিটালিসম বেশ চলছে,স্যোশালিসম কয় কোন শালায়।
মাথাটা টালমাটাল,মারলাম এক থাপ্পর
ভাগ বেটা বুর্জোয়া জানোয়ার।

তার পর থেকে সেই গোলক ধাঁধা থেকে,বের হতে আর পারলাম কই!
আজও মনে পড়ে না,সেদিন কোথায় যেতে চেয়েছিলাম!
আর তুমি বা কেমন?চলে গেল মুক্ত বাজারে।

এখন শুনি ইনকিলাবের পতাকা হয়েছে তোমার শাড়ি
আর জানোয়ারটা লুটিপুটি খায় সেই আঁচলে।
অথচ তুমিইতো বলেছিলে শাড়ি গহনা এসব লাগবে না
রুটি নয় পূর্নিমার চাঁদ চাই।আমার উনুনে কত দিন জ্বলেনি আগুন
অমাবশ্যার রাতে কুপি নিভে গিয়েছিল তেলের অভাবে।

বাজারে এখন রুটি মদ আর কবিতা খুঁজি
যা তোমার পোলব ঠোটের চেয়ে আমাকে দেয়নি বেশি প্রশান্তি!

আমি এখনও সেখানে পড়ে থাকি
আর একটা,একটা করে দিন গুনি
ইদাংনি কথাটা বাতাসে শুনি।
বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসনে!

মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৫৮

আরাফআহনাফ বলেছেন: "বাজারে এখন রুটি মদ আর কবিতা খুঁজি
যা তোমার পোলব ঠোটের চেয়ে আমাকে দেয়নি বেশী প্রশান্তি!"

অত:পর ""পথিক তুমি হারিয়েছ পথ""
"বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসনে!"

দারুন হয়েছে।
+++++

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"আরাফ আহনাফ"ভাই।

পাঠেওমন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:১৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার কবিতা ব্রাদার! প্রচন্ড আবেগের মাঝে না পাওয়ার যন্ত্রনাটা যেন কূরে কূরে খাচ্ছে! অসম্ভব ভাল লেগেছে!

শুভ কামনা প্রিয় কবি!

অঃ টঃ কিছু টাইপো আছে, ঠিক করে নিয়েন!
=< বেড়াতে আর পারলাম কই হবে, নাকি 'বের হতে/বেরোতে আর পারলাম কই' হবে?
অমাবশ্যার < আমাবশ্যার
বেশী < বেশি
ইদাংনী < ইদানিং

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:২৩

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ টাইগার ভাই।
আপনাদের ভাল লাগাই আমার স্বার্থকতা।
পরামর্শ সাদরে গ্রহন করলাম।

৩| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৯

কল্লোল পথিক বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"সুমন"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:২৪

মো: ইমরান আল হাদী বলেছেন: বাহ! বাহ! চমৎকার লেখনি,ভাল লিখবেন সবসময়।

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"ইমরান"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৫| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনি বরাবরই ভাল লেখেন তাই আর ভাল বলে কি হবে।লিখতে থাকুন এভাবেই শুভ কামনা রইল।

০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মোস্তফা সোহেল"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৬| ০২ রা মে, ২০১৬ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষাদ ছুঁয়ে গেলো । পাঠে মুগ্ধতা!

০৩ রা মে, ২০১৬ রাত ১২:০৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আমার প্রানের মুর্শিদ।
আপনার ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরনা।
ভাল থাকবেন নিরবধি।

৭| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৭

রিপি বলেছেন:
পথ হারিয়ে ফেললেই কি যন্তনা কমে যায় ভাইয়া?
কবিতায় ভালোলাগা রইলো।

০৩ রা মে, ২০১৬ রাত ১২:১০

কল্লোল পথিক বলেছেন: পথ হারালে যন্ত্রনা কমে না আপু।
বরং সেটা দিনে দিনে বেড়ে যায়।
আমিতো কাঙ্গাল প্রেমিক মাত্র।

৮| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: গল্প থেকে কবিতা

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ দাদা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনবদ্য ভাব প্রকাশ!!!

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"কবি দীপংকর দাদা"।
নিরন্তর শুভ কামনা জানবেন।
আপনার ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরনা।
ভাল থাকবেন নিরবধি।

১০| ০৩ রা মে, ২০১৬ রাত ১:৫২

ডঃ এম এ আলী বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা দাদা সাথে উড়ন্ত পরীটাও । অনেক অনেক ভাল লাগল । ভাল থাকুন এ শুভ কামনা করি ।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৯

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"ডঃ এম এ আলী "ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১১| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমার কবিতা আপনে লেখলেন ক্যা?

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১৩

কল্লোল পথিক বলেছেন:


হা........হা..........হা........
মুনে করেন ঠিক বুলেছেন ভাই!

১২| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৩৫

দিনাজপুরিয়া বলেছেন: ছবি+কবিতা খানা এক কথায় অসাধারণ। ভালো লেগেছে।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১৬

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেশী ভাই।

১৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৪৮

শামছুল ইসলাম বলেছেন: কি সহজ ভাষায় অনবদ্য প্রকাশ, কত গভীর ভাবের দ্যোতনাঃ

//সেদিন আমার যেন কোথায় যাওয়ার কথা ছিল
স্টেশনে এসে দেখি ট্রেন ফেল করেছি
ডানে ঘুরে দেখি,হারিয়ে ফেলেছি তোমাকে
বায়ে দেখি অমনি আমার চেনা পৃথিবীটা হয়েছে অচেনা!//


সেই ভাবের রাজ্যে সামান্য পাঠক আমি কত কি যে ভাবিঃ

//কষ্টের বীন বাজিয়ে বাজিকর
সুর তুলেছিল"পথিক তুমি হারিয়েছ পথ"
আমি বুঝতে পারিনি তাই করেছিলাম দ্বিমত।//


কিন্তু উত্তর তো সোজা নয়, পথ তো অচেনা - ক্যাপিটালিসম না স্যোশালিসম ?

//কত রাত দিন পথের সন্ধানে ঘুরে,ঘুরে হয়রান
অতঃপর তৃষ্ণা মেটাতে এলাম সেই বিষ্ণু বাগদীর পানশালায়
ক্যাপিটালিসম বেশ চলছে,স্যোশালিসম কয় কোন শালায়।
মাথাটা টালমাটাল,মারলাম এক থাপ্পর
ভাগ বেটা বুর্জোয়া জানোয়ার।//


তাই তো গোলক ধাঁধাঁয় পড়ে শেষে আশ্রয় নেয় মুক্ত বাজারেঃ

//তার পর থেকে সেই গোলক ধাঁধা থেকে,বের হতে আর পারলাম কই!
আজও মনে পড়ে না,সেদিন কোথায় যেতে চেয়েছিলাম!
আর তুমি বা কেমন?চলে গেল মুক্ত বাজারে।//


সেই মুক্ত বাজারে মূল্যবোধ ক্ষয়ে ক্ষয়ে যায়, অভাব সব গ্রাস করেঃ

//এখন শুনি ইনকিলাবের পতাকা হয়েছে তোমার শাড়ি
আর জানোয়ারটা লুটিপুটি খায় সেই আঁচলে।
অথচ তুমিইতো বলেছিলে শাড়ি গহনা এসব লাগবে না
রুটি নয় পূর্নিমার চাঁদ চাই।আমার উনুনে কত দিন জ্বলেনি আগুন
অমাবশ্যার রাতে কুপি নিভে গিয়েছিল তেলের অভাবে।//


হতাশ কবি সুখ খোঁজেঃ

//বাজারে এখন রুটি মদ আর কবিতা খুঁজি
যা তোমার পোলব ঠোটের চেয়ে আমাকে দেয়নি বেশি প্রশান্তি!//


কিন্তু কবির আরাধ্য সাম্যবাদ আজ নির্বাসনে, তাই অভিসার সাম্রাজ্যবাদের সাথেঃ

//আমি এখনও সেখানে পড়ে থাকি
আর একটা,একটা করে দিন গুনি
ইদাংনি কথাটা বাতাসে শুনি।
বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসনে!//


পথিক (কবি) তার পথ হারিয়ে তাই আজ দিশেহারা।

ভাল থাকুন। সবসময়।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৩৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"শামছুল"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
আপনাদের ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরনা।
ভাল থাকবেন নিরবধি।

১৪| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: আপনার কবিতা বরাবরই ভাল হয়। এটাও ভাল হয়েছে। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৩৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"প্রামানিক"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:১০

মহা সমন্বয় বলেছেন: সত্যিই এ এক বিরাট গোলক ধাঁধাঁ অনেক রথী মহরথীরা এখানে পথ হারিয়ে যায়।

ভাই কি তাহলে দেবদাস হয়ে যাবেন নাকি?? :-P

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৪৩

কল্লোল পথিক বলেছেন:



হা..........হা............হা........

দেবদাস তো কবে হয়েছি সে বারো সাল আগে।

১৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:১০

আমিই মিসির আলী বলেছেন: কষ্টের বীন বাজিয়ে বাজিকর
সুর তুলেছিল"পথিক তুমি হারিয়েছ পথ"
আমি বুঝতে পারিনি তাই করেছিলাম দ্বিমত।


কবিতা ভালো লাগছে।
+

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মিসির আলী"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।



১৭| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি , খুব ভাল লাগল
অনেক দিন বেচে থাকুন আমাদের মাঝে, শুভ কামনা ,,,,,

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"আরেফীন"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
আপনাদের ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরনা।
ভাল থাকবেন নিরবধি।

১৮| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৭

নুরএমডিচৌধূরী বলেছেন: : খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি , খুব ভাল লাগল
অনেক দিন বেচে থাকুন

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০০

কল্লোল পথিক বলেছেন: অনেক দিন পর চৌধুরী সাহেব!
কোথায় ছিলেন?
কেমন আছেন?

১৯| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৫১

ফয়সাল রকি বলেছেন: ভাল লিখেছেন।
+++

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"ফয়সাল রকি"ভাই।

পাঠেওমন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:২৬

নীলপরি বলেছেন: বাহ ,খুব ভালো কবিতা । +

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"নীল পরি" আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২১| ০৫ ই মে, ২০১৬ ভোর ৬:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হঠাৎ একদিন ঘুম থেকে উঠে মনে পড়ে যাক সেদিন কোথায় যেতে চেয়েছিলেন।
সাম্যবাদী প্রেমে আনন্দের সুর বাজুক বীণায়। শুভকামনা থাকলো।

চমৎকার হয়েছে।
+++++++++++

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২০

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"চন্দ্ররথা রাজশ্রী" দিদি।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২২| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৫০

পবন সরকার বলেছেন: দাদা, আপনার কবিতা পড়তে খুব ভালোলাগে। কহিনী মূলক কাবিতা আরো ভালোলাগে।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯

কল্লোল পথিক বলেছেন: অনেক,অনেক শুভ কামনা জানবেন সুপ্রিয় পবন দা।

২৩| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন লেখনি। হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলাম।

০৫ ই মে, ২০১৬ রাত ১০:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি হাফেজ আহমেদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৯

সোজোন বাদিয়া বলেছেন: অপূর্ব!!! প্রেম, ভালবাসা, সমাজ, অর্থনীতির অপূর্ব সমন্বয় ঘটেছে কবিতায়। গুরু।

একটা পরামর্শ - বেশ কিছু টাইপো দেখলাম। আমাদের কালনী ভায়ের একটা উদ্ধৃতি আমার খুউব মন ছুঁয়েছে - 'Write (when) drunk, edit (when) sober.' আপনি কবিতায় 'ড্রাঙ্ক' হয়ে থাকেন এবং সেই 'মদ'-এর কথাই প্রায়শঃই কবিতায় বলেন বুঝি; তবে মাঝে মাঝে 'সোবার' হয়ে টাইপোগুলো ঠিকঠাক করে নিতে হবে। তাহলে সবাই আপনার কবিতায় আরও বেশি 'ড্রাঙ্ক' হতে পারবে :)। ভাল থাকুন।

১২ ই মে, ২০১৬ রাত ১১:৪০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজোন বাদিয়া।
পরামর্শ টা কাজে লাগাবো।

২৫| ০৬ ই মে, ২০১৬ সকাল ৯:১২

জেন রসি বলেছেন: আদর্শ আসলেই প্রেমিকার মত!

বরং আদর্শের সাথে বিচ্ছেদ আরো ভয়ংকর।

বরাবরের মতই চমৎকার কবিতা।

১২ ই মে, ২০১৬ রাত ১১:৪৩

কল্লোল পথিক বলেছেন: অনেক অনেক শুভ কামনা জানবেন জেন রসি ভাই।

২৬| ০৭ ই মে, ২০১৬ রাত ২:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: বাজারে এখন রুটি মদ আর কবিতা খুঁজি
যা তোমার পোলব ঠোটের চেয়ে আমাকে দেয়নি বেশি প্রশান্তি!

১২ ই মে, ২০১৬ রাত ১১:৪৮

কল্লোল পথিক বলেছেন: কেমন আছো দাদা?অনেক দিন পর যে!

২৭| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রকাশিত আবেগ হৃদয়স্পর্শী।
স্টেশনে এসে দেখি ট্রেন ফেল করেছি -- জীবনে কতবার এমনটি হয়েছে! আক্ষরিক এবং দার্শনিক, উভয় অর্থে ! :) :)

২০ শে মে, ২০১৬ রাত ৮:১৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৮| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ডঃ এম এ আলী বলেছেন: বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসন

চমৎকার লাগল কিন্তু ভাইয়া একটা কথা
প্রেম মনে হয় চিরকালই ছিল বূর্জোয়া
চাকরাণী কে মনে করেছে রাজরানী
আর চাকরকে বলেছে মহারাজা
এর থেকে প্রেম হতে পারে আর
কতবড় সম্রাজ্যবাদী বূর্জোয়া ।

ভাল থাকুন শুভ কামনা থাকল ।

২০ শে মে, ২০১৬ রাত ৮:১৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ জনাব ডক্টর আলী ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২৯| ১৬ ই মে, ২০১৬ ভোর ৫:২৫

দিয়া আলম বলেছেন: বাপরে!!!!! ভাইয়া তোমার কবিতা গুলো সাংঘাতিক হয় সব সময় /


কেমন আছো তুমি ভাইয়া? আপুটা কোথায়? সেতো তোমার আত্মীয় তাইনা?

২০ শে মে, ২০১৬ রাত ৯:৪৪

কল্লোল পথিক বলেছেন: আপু আমি ভালো নেই।
তুমি কেমন আছো?
আত্মীয় এখন অনাত্মীয় হয়েছে,রাখে না আমার খবর।

৩০| ২০ শে মে, ২০১৬ রাত ১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার!

২১ শে মে, ২০১৬ রাত ২:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩১| ২০ শে মে, ২০১৬ রাত ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

২১ শে মে, ২০১৬ রাত ২:১৪

কল্লোল পথিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩২| ২০ শে মে, ২০১৬ রাত ৯:৫৭

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল হয়েছে। :)

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "গেম চেঞ্জার"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩৩| ২১ শে মে, ২০১৬ রাত ৮:৫২

মিজানুর রহমান মিরান বলেছেন: এখন শুনি ইনকিলাবের পতাকা হয়েছে তোমার শাড়ি
আর জানোয়ারটা লুটিপুটি খায় সেই আঁচলে। অথচ তুমিইতো বলেছিলে শাড়ি গহনা এসব লাগবে না রুটি নয় পূর্নিমার চাঁদ চাই।আমার উনুনে কত দিন জ্বলেনি আগুন
অমাবশ্যার রাতে কুপি নিভে গিয়েছিল তেলের অভাবে।


চমৎকার বলেছেন! কবিতায় ক্ষোভ প্রবলভাবে ফুঁটে উঠেছে।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩

কল্লোল পথিক বলেছেন:



অনেক,অনেক শুভ কামনা জানবেন সুপ্রিয় সুহৃদ"মিরান ভাই"।

৩৪| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৬

কালনী নদী বলেছেন: আমি এখনও সেখানে পড়ে থাকি
আর একটা,একটা করে দিন গুনি
ইদাংনি কথাটা বাতাসে শুনি।
বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসনে!
ভাইয়া প্রিয়তে!

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"কালনী নদী"ভাই ।
আপনার ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরনা।
ভাল থাকবেন নিরবধি।

৩৫| ১২ ই জুন, ২০১৬ রাত ৯:৫৫

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর নিখুত কবিতা , ভাল লাগল প্রিয় কবি ,,

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৮

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"প্রথম কথা"।
নিরন্তর শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.