![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
সুন্দর একটা নাম ছিল,
চাঁদের মতো একটা মুখেও হয়তো কিছু অদৃশ্য কলংক
জোৎস্নার আলোয় যমুনার জল কেঁপে উঠেছিল।
এমনি দিনে ভয়ংকর এক মিথ্যা সভ্যতার পটভুমিকায়
ইথারে,ইথারে একটি উপাখ্যান রচিত হয়েছিল।
প্রেমিকও মনের মাধুরী মিশিয়ে
ভালোবেসে একটি রক্তজবা দিয়েছিল।
তার আর বহুদিন পর আমরা শুধু শুনেছিলাম
শেষ রাতের ট্রেনে অথবা ভগবান দাস বাউলের আখড়ায়
একটি ফিরে না আসার গান।
যে দরদে প্রেমিকের সুর ভেসে যেত নগর ছেড়ে
যমুনার তীরে কদম তলার বংশী বাদকের কাছে,
তখনও হয়তো রাধার ছোয়ায় যমুনার জল
কলংকীত হয়নি।
কিন্তু তবুও তারা কেউ যেতে পারেনি,রঙের মেলায় হারিয়ে যাওয়া
একটি নিম্ন বিত্ত দিনের কাছে,যে বিবর্ণ দিনটিতে
হয়তো অনুরাগে সিক্ত ছিল,আর কেউ সেটাকে রাগ ভেবেছিল।
এটা কি শুধুই ছিল বোঝার ভুল
যেমন সোমবার প্রেমিকার খোঁপায় ছিল না বকুল!
কেন সে এমন করে চলে গেল?
প্রশ্নটি ছিল মহল্লায় হাটে,ঘাটে স্টেশনে
উত্তরটা ছিল একজনের মনে।
যার সুন্দর একটা নাম ছিল,
চাঁদের মত মুখ ছিল।
যাকে সবাই ভালবেসে চাদেঁর সাথে তুলনা করেছিল
তার যে কখন গ্রহন ঘটেছিল,তা কেউ বলতে পারেনা!
কতদিন আর যমুনার জলে বেহুলার ভেলা ভাসেনি
লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল
সে হিসেব ডেবিটের ঘরে যোগ হয়নি।
শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"প্রথম কথা"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:২১
সুমন কর বলেছেন: ফিরে না আসার গান, ভালো হয়েছে।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৩
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো পড়তে ।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৯
কল্লোল পথিক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতার্থ সুপ্রিয় নীল পরি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনাবিধুর প্রকাশ!
০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৬
কল্লোল পথিক বলেছেন: মূর্শিদ,এমনি একটা ফিরে না আসার গান আমার হ্নদয়ে বাজে অহঃর্নিশ।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫
মহা সমন্বয় বলেছেন: অনেক সুন্দর কবিতা, ভাল লাগল।
১০ ই জুন, ২০১৬ রাত ৩:৩৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহ্নদ,
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯
কালনী নদী বলেছেন: কিন্তু তবুও তারা কেউ যেতে পারেনি,রঙের মেলায় হারিয়ে যাওয়া
একটি নিম্ন বিত্ত দিনের কাছে,যে বিবর্ণ দিনটিতে
হয়তো অনুরাগে সিক্ত ছিল,আর কেউ সেটাকে রাগ ভেবেছিল।
অব্যক্ত বেদনা দাদা, মনটা ছোয়ে গেল। আসলে মধ্যবিত্তদেরকে অভিমানও করতে নেই। তাদের জন্য সবকিছুই দোষের!!!
তারপরেও---
কতদিন আর যমুনার জলে বেহুলার ভেলা ভাসেনি
লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল
সে হিসেব ডেবিটের ঘরে যোগ হয়নি।
শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান।
--- আপনার কবিতার সাথে হৃদয়ের কিছু জমানো দু:খ যেন ক্রেডিট হয়ে গেল!!! প্রিয় দাদা।
১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কালনী নদী ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩২
উল্টা দূরবীন বলেছেন: শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান
ফিরে না আসার গানগুলো শেষ রাতের নির্জনতার মতই নিথর।
অসম্ভব ভালো লিখেছেন। শুভকামনা কবি।
১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৫১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি উল্টা দূরবীন ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
৮| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫
কাবিল বলেছেন: প্রশ্নটি ছিল মহল্লায় হাটে,ঘাটে স্টেশনে
উত্তরটা ছিল একজনের মনে।
বাহ দারুনতো- -
ভাল লাগল।
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় কাবিল ভাই,
নিরন্তর শুভ কামনা জানবেন।
৯| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: ফিরে না আসার গান কাব্য অনেক ভালো লাগলো ভাইয়া~!
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শায়মা আপু।
আপনার মত গুনী জনের ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
১০| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: নতুন কবিতা, নতুন স্বাদ, নতুন দৃষ্টি।
++++
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১
কল্লোল পথিক বলেছেন:
সুপ্রিয় বিজন দা কেমন আছেন?
আপনার অনুপ্রেরণা আমাকে বরাবরে লেখার উৎস যোগায়।
অনেক, অনেক ভালোবাসা জানবেন।
১১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল আপনার লেখাটি
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ অগ্রজ সুপ্রিয় তানিম ভাই।
আপনার মতে গুণীজনের মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১২| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: কতদিন আর যমুনার জলে বেহুলার ভেলা ভাসেনি
লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল
সে হিসেব ডেবিটের ঘরে যোগ হয়নি।
শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান।
দারুন প্রকাশ ভাইয়ু.... ভালো লাগা জানিয়ে দিলাম।
১০ ই জুন, ২০১৬ রাত ১১:০০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি হাফেজ ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৩| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর মোলায়েম লেখনী । ভাল লেগেছে ।
১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি"কথাকথিকেথিকথন"ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৪| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৮
কল্লোল পথিক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা।
১৫| ১২ ই জুন, ২০১৬ ভোর ৪:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগা কবিতা । পড়ে মুগ্ধ হলাম !!!
১২ ই জুন, ২০১৬ সকাল ১০:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"ব্লগ সার্চম্যান"ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৬| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ বাহ, চমৎকার! বেশ লাগল!!
১২ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় তুহিন ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৭| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কালনী নদী বলেছেন: আবারও আপনার কবিতা পড়ে গেলাম। মনের মধ্যে একটা শূন্যতা বোধ করছি! দোয়া করি দিদি যেন ফিরে আসেন আমার প্রিয় দাদার কাছে।।।।
১৩ ই জুন, ২০১৬ সকাল ১০:২৫
কল্লোল পথিক বলেছেন:
প্রিয় কালনী নদী ভাই,
যে চলে যায় সে আর ফিরে আসে না,
রেখে যায় একটা চির স্থায়ী দাগ।
যা নিঃশব্দে মনের গভীরে গুমরে কেঁদে উঠে।
১৮| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: আজ জ্যোস্না রাতে সবাই গেছে বনে......
সবাই যখন বনে ছিল
তখন তুমি ছিলে গানে...।
Valo ...
১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "দেব"দা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৯| ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:১৩
সোজোন বাদিয়া বলেছেন:
"কতদিন আর যমুনার জলে বেহুলার ভেলা ভাসেনি
লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল
সে হিসেব ডেবিটের ঘরে যোগ হয়নি।
শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান। "
-সুন্দর কাব্যময় প্রকাশ। শুভ কামনা অনেক।
১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি সোজোন"বাদিয়া"ভাই।
সংগ্রামী শুভেচ্ছা জানবেন।
২০| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২
মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা । অনেক ভাল লাগল।
১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মোস্তফা সোহেল" ভাই।
নিরন্তর ভালোবাসা জানবেন।
২১| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:২০
ঘটক কাজী সাহেব বলেছেন: লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল;
আজও কাঁদে তার আত্মা, কারনে অকারণে, ক্ষণে ক্ষণে
মধ্য দুপুরে, গোধূলি লগনে, কিংবা নিশীথে খুব গোপনে;
কাহারে বলিবে সে, কে শুনিবে তাহার ব্যথিত বানী
আপন ব্যথা, আপনা লয়ে লুকায়ে রাখে সে জানি;
স্বার্থের দুনিয়া তাহারে লয়ে করে কানাকানি, টানাটানি
লখিন্দারের সে আত্ম ক্রন্দন ইথারে পৌঁছে ভিন কোন এক হৃদে, মানি;
ভালো থাকুন পথিক ভাই সব সময়.....................
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "ঘটক কাজী"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২২| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭
ঘটক কাজী সাহেব বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ভাই। আমার ওখানে খুব একটা মন্তব্য সো করেনা। নোটিফিকেশন ০ দেখায়, তাই কষ্ট করেই আবার খুঁজে নিতে হয় সবাই কে। শরীর টা খুব একটা ভালো নেই, দোয়া করবেন পথিক ভাই। আবারো বলি ভালো থাকুন সব সময়।
১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯
কল্লোল পথিক বলেছেন:
কি হয়েছে ভাই?
দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে।
সর্বদা সুস্থ থাকবেন,ভালো থাকবেন,
এই শুভ কামনা রইল।
২৩| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৪
খোলা মনের কথা বলেছেন: কতদিন আর যমুনার জলে বেহুলার ভেলা ভাসেনি
লখিন্দারের অতৃপ্ত আত্মা কত কেঁদে উঠেছিল
সে হিসেব ডেবিটের ঘরে যোগ হয়নি।
শুধু শেষ রাতে ট্রেনের হুইসেলের সাথে অথবা
ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান।
চমৎকার হয়েছে ভাই। ভাল লাগলো
১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই সুপ্রিয় সুহৃদ "খোলা মনের কথা"।
অনেক দিন পর!
কেমন আছেন ভাই?
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৪| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২৫
আরাফআহনাফ বলেছেন: "ভগবান দাস বাউলের আখড়ায় শোনা গিয়েছিল
একটি ফিরে না আসার গান।"
ফিরে কেন আসে না সে?
+++++
অনেক ভালো লাগা জানবেন।
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:০২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"আরাফআহনাফ"ভাই।
অনেক দিন পর!
কেমন আছেন ভাই?
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৬
প্রথমকথা বলেছেন: বেশ সুন্দর কবিতা। পড়ে মুগ্ধ হলাম।