২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
বেহুলা ভাসাও ভেলা
আজ জুড়াবে
তোর বুকে আছে যত জ্বালা।
মনে রাখিস এ শুধু
লাশ নয় স্বামী লখিন্দার
সেই তোকে নিয়ে যাবে স্বর্গের দুয়ার।
বেহুলা ভাসাও ভেলা।।
পুত্র শোকে কাঁদে চাঁদসওদাগর
সে কি করে বুঝিবে
তোর বিরহী বধুর হাহাকার।
বেহুলা...
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
আমি তোকে ছাড়াই
বেঁচে আছিরে সখি।
তোকে ছাড়াই!
যে তুই আর তোকে ছাড়া
একটা মূহর্ত,একটা ক্ষন
কল্পনাও করতে পারতাম না।
তোর একটা ফোন
একেকটা মেসেজ
ছিলো আমার অক্সিজেন।
সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি।
প্রাগঐতিহাসিক কালের
জীবাস্ম হয়ে।
হয়তো আমি...