নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

বেহুলা

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

বেহুলা ভাসাও ভেলা
আজ জুড়াবে
তোর বুকে আছে যত জ্বালা।

মনে রাখিস এ শুধু
লাশ নয় স্বামী লখিন্দার
সেই তোকে নিয়ে যাবে স্বর্গের দুয়ার।

বেহুলা ভাসাও ভেলা।।
পুত্র শোকে কাঁদে চাঁদসওদাগর
সে কি করে বুঝিবে
তোর বিরহী বধুর হাহাকার।

বেহুলা ভাসাও ভেলা
ছেড়ে দে তোর কূল মানের আশা
স্বামীকে ফিরিয়ে দিবে
অভাগীর দেবী মনসা।
ও বেহুলা ভাসাও ভেলা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।নিরন্তর শুভ কামনা জানবেন।

২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭

কালনী নদী বলেছেন: বেহুলা ভাসাও ভেলা
ছেড়ে দে তোর কূল মানের আশা
স্বামীকে ফিরিয়ে দিবে
অভাগীর দেবী মনসা।
ও বেহুলা ভাসাও ভেলা।

৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: প্রাচীন লোক কাহিনী বেহুলা-লখিন্দরের উপর লেখা এ কবিতাটি পড়ে ভালো লাগলো।
আপনার এই কবিতার ঠিক আগের দুটো কবিতায়ও কিছু মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৪

বিজন রয় বলেছেন: আজকের বেহুলা অনেক আধুনিক হয়েছে।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেহুলা-লখিন্দর, চাঁদ সওসাগর এর কেচ্ছা পড়েছিলাম বহুদিন আগে; ফের মনে পড়ে গেলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.