নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

খুন হয়ে গিয়েছিল গল্পটি

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২


একটি সম্পূর্ণ রঙ্গীন পূর্ণদৈর্ঘ্য চলচিত্রের কাহিনী হতে পারত
যেখানে পরাজিত নায়ক আইটেম গার্লের সাথে,
মদের বোতলে মেশানে কিছু বিরহের নীল মাদকতায়
বিচ্ছেদ যন্ত্রণায় কাতর,
নায়কের প্রস্থানে গল্পের পটভূমিকা সেখানেই শেষ হতে পারত।

কিন্তু সে সব কিছু না হয়ে কুমারী সঙ্গমের পবিত্র রক্তে
লাল হয়ে,খুন হয়ে গিয়েছিল গল্পটি।

তার পর আধাপোড়া সিগ্রেট,আর খালি পকেট নিয়ে
রোজ পাড়ার মোড়ে অথবা ষ্টেশনে আসা
আন্তঃনগর ট্রেনের দিকে তাকিয়ে থেকে,থেকে মধ্যবিত্তের দেয়াল জুড়ে থাকা
একটা ব্লাকবোর্ডে লেখা স্বপ্নের রচনাগুলো মুছে দিয়ে,
নির্বাসনের পথে হাটা ধরেছিল।


আর গল্পের নায়িকা একটা সংসার পেতে বসেছিল,
যেখানে আটপৌরের টানাপড়েনে,ভুলেই গিয়েছিল কবে কোন কালে
একটা চলচিত্রের নায়িকা ছিল। যেখানে সে অনেক ভূমিকা নিতে পারত।

হয়ত নৈর্ঋতের কোনে সেদিন কিছু মেঘ জমে ছিল
তারপর
একটা ঝড় উঠে লন্ডভন্ড হয়েছিল সব।

এরপরও হয়ত আংশিক চলচিত্রের মত,
এক নাম না জানা স্টেশনে
কুয়াশা ভেজা ভোরে জানলার পাশে বসেছিল নায়িকা,
নায়ক তখন হঠাৎ করে ছুটে গিয়ে নায়িকার হাত ধরে
বলতে চেয়েছিল"আমাকে তুমি ভুল না,আমি তোমাকে ভুলিনি"।
তৎক্ষনে গ্রীন সিগন্যালে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে
একটি চলচিত্রের যবনিকা পতন ঘটেছিল।

মন্তব্য ৭৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: কল্লোল ভাই, আপনার মন্তব্যর ব্যান কি উঠেছে?

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

কল্লোল পথিক বলেছেন:





না ভাইয়া।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,




দারুন লিখেছেন ।
গল্পেরা এভাবেই খুন হয়, এভাবেই মরে যায় ! দুটো মানুষের গল্প এভাবেই পিষ্ট হয় ট্রেনের চাকায় ।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "সুমন" ভাই।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কল্লোল ভাই, সামু আপনার ব্যান এখনো উঠায় নাই শুনে খুবই খারাপ লাগছে! লিখতে থাকুন! পাশে আছি!

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "শামীম" ভাই।
আপনাদের ভালোবাসায় আবার ফিরে এলাম।
কিন্তুু আমি এখনও নিষিদ্ধ ভাই।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার ইতিবৃত্ত। কল্লোল ভাই অনেক ধন্যবাদ আপনাকে।। ভাল আছেন তো ভাই, অনেকদিন কথা নাই।।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

কল্লোল পথিক বলেছেন:



আপনাকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"প্রকাশ দাদা"
জী দাদা বেঁচে আছি।
আমার এখন গ্রহন কাল চলছে
তাই কথা হচ্ছে না দাদা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

কল্লোল আবেদীন বলেছেন:





চমৎকার কবিতা
খুব ভাল লেগেছে ভাই।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "কল্লোল" ভাই।
মন্তব্য প্রীতীত হলাম।
আন্তরিক শুভ কামনা জানবেন।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

ফয়সাল রকি বলেছেন: কুয়াশা ভেজা ভোরে জানলার পাশে বসেছিল নায়িকা,
নায়ক তখন হঠাৎ করে ছুটে গিয়ে নায়িকার হাত ধরে
বলতে চেয়েছিল"আমাকে তুমি ভুল না,আমি তোমাকে ভুলিনি"।
তৎক্ষনে গ্রীন সিগন্যালে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে
একটি চলচিত্রের যবনিকা পতন ঘটেছিল

+++

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "ফয়সাল রকি" ভাই।
মন্তব্যে প্রীত হলাম।
আন্তরিক শুভ কামনা জানবেন।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

ফারিহা নোভা বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "ফারিহা নোভা" আপু।
দুঃখিত আপু আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: মোঃ সাইফুল্লাহ শামীম
বলেছেন: কল্লোল ভাই, সামু
আপনার ব্যান এখনো উঠায় নাই
শুনে খুবই খারাপ লাগছে!
লিখতে থাকুন! পাশে আছি!

থাকবো....

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "মিরান" ভাই।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কালনী নদী বলেছেন: প্রিয়তে!

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "কালনী নদী" ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত হয়েছে ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

কল্লোল পথিক বলেছেন:



মুর্শিদ নিষিদ্ধ জীবনে বড় কষ্টে আছি।
পাশে থাকার জন্য অকৃত্রিম শুভকামনা জানবেন।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

নীলপরি বলেছেন: এরপরও হয়ত আংশিক চলচিত্রের মত,
এক নাম না জানা স্টেশনে
কুয়াশা ভেজা ভোরে জানলার পাশে বসেছিল নায়িকা,
নায়ক তখন হঠাৎ করে ছুটে গিয়ে নায়িকার হাত ধরে
বলতে চেয়েছিল"আমাকে তুমি ভুল না,আমি তোমাকে ভুলিনি"।
তৎক্ষনে গ্রীন সিগন্যালে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে
একটি চলচিত্রের যবনিকা পতন ঘটেছিল।


খুব ভালো ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "নীলপরি" আপু।
দুঃখিত আপু আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

মহা সমন্বয় বলেছেন: দুটো মানুষের গল্প এভাবেই পিষ্ট হয় ট্রেনের চাকায় । :(

আর বেশী কষ্ট পেলাম আপনাকে মন্তব্যে ব্যান করা হয়েছে শুনে!!! :(

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "মহা সমন্বয়" ভাই।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: ছুঁয়ে গেলো মন!!!

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ কবি "দীপংকর চন্দ" দাদা।
মন্তব্যে প্রীত হলাম।
আন্তরিক শুভ কামনা জানবেন।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব খুব সুন্দর লিখেছেন। সুন্দর সমাপ্তি। শুভেচ্ছাসহ শুভ কামনা।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "আরেফীন" ভাই।
দুঃখিত ভাই আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

রাবার বলেছেন: জবান কি এখনো বন্ধ! করছিলেনডা কি কন দেহি!

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

কল্লোল পথিক বলেছেন: ব্যাপার হইল তনু হত্যার জন্য
সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছিলাম।
যা হয়ত আমার ভুল হয়েছিল।
এই জন্য আমার জবান বন্ধ করে রাখছে কর্তৃপক্ষ।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"দূরবীন" ভাই।
মন্তব্যে প্রীত হলাম।
আন্তরিক শুভ কামনা জানবেন।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: হৃদয়বিদারক!
আপনার ব্যান বিমোচনের প্রত্যাশায়......

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "খায়রুল আহসান" ভাই।
দুঃখিত ভাই আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: অসাধারণ কবিতা।
আপনি অনেক মেধাবী।

++++

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

কল্লোল পথিক বলেছেন: যা বলেছেন বিজন দা!
দুঃখিত দাদা আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

২০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫

কল্লোল পথিক বলেছেন: কুকুর যদি গরমের কারণে ছাগল হয়ে থাকে, তাহলে গরমের ভিতর ছাগল খাওয়া বন্ধ।

২১| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

কল্লোল পথিক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

ইন্দ্রনীলা বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

কল্লোল পথিক বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"ইন্দ্রনীলা" ।
মন্তব্যে প্রীত হলাম।
আন্তরিক শুভ কামনা জানবেন।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

রিপি বলেছেন:
পড়ে ভালো লাগলো আবার কেমন জানি কষ্ট ও পেলাম। এভাবেই হ্য়তো শেষ হয়ে যায় অনেক গল্প।

হয়ত নৈর্ঋতের কোনে সেদিন কিছু মেঘ জমে ছিল
তারপর
একটা ঝড় উঠে লন্ডভন্ড হয়েছিল সব।


লাইন গুলি চমৎকার। কবিতায় অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"রিপি"আপু ।
মন্তব্যে প্রীত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৮

জুন বলেছেন: কবিতা ঠিক তেমনটি যেমনটি আপনি লিখে থাকেন। অনেক ভালোলাগা রইলো। তবে তার চেয়েও ভালোলাগলো আপনার কথা বলার শক্তি ফিরে পাওয়ায় কল্লোল পথিক। শুভকামনা.....

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"জুন"আপু ।
মন্তব্যে প্রীতও উৎসাহিত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

আমিই মিসির আলী বলেছেন: ভিন্নধর্মী একটা লেখা।
ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মিসির আলী"ভাই।
মন্তব্যে প্রীতও উৎসাহিত হলাম।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: এত বড় বড় কবিতা এত সুন্দর করে কিভাবে যে লেখেন বুঝিনা। এভাবেই লিখতে থাকুন আর আমাদের সাথে শেয়ার করুন

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মোস্তফা সোহেল"ভাই।
মন্তব্যে প্রীতও উৎসাহিত হলাম।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখাগুলো অনুধাবন করতে কস্ট হয় আমার

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "চাঁদগাজী" ভাই।
খুব কঠিন কিছু নয় ভাইয়া,
নিরন্তর শুভকামনা জানবেন।

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

পূবাল হাওয়া বলেছেন: একে একে পড়লাম আপনার কয়েকটি কবিতা... অন্যরকম এক ভালো লাগার মাঝে ডুবে ছিলাম কিছুটা সময়, কিছুটা বিস্ময় নিয়ে...

ভালো থাকুন ভাই সব সময়..................।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"পূবাল হাওয়া"ভাই।
পাঠে ও মন্তব্যে উৎসাহিত হলাম।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কবিতা এমনই, কখনওই নিরাশ করে না।
খুব ভাল।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে উৎসাহিত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৩০| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

জেন রসি বলেছেন: চমৎকার কবিতায় গল্পের স্বাদও পেলাম।

++

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ"জেন রসি"ভাই।
অনেক দিন পর আপনাকে পেলাম।

৩১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: "খুন হয়ে গিয়েছিল গল্পটি" এটাযে কবিতা প্রথমে বুঝতেই পারিনি। কিন্তু পড়তে পড়তে অবশেষে বুঝেছি। আপনার বর্ণনা অসাধারণ! সুন্দর বেদনা বিদুর পরিণতির চমৎকার কবিতার জন্যে আপনাকে শুভকামনা।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মঈনুদ্দিন"ভাই।
পাঠে ও মন্তব্যে উৎসাহিত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

ইন্দ্রনীলা বলেছেন: নায়ক তখন হঠাৎ করে ছুটে গিয়ে নায়িকার হাত ধরে
বলতে চেয়েছিল"আমাকে তুমি ভুল না,আমি তোমাকে ভুলিনি"।

তারপর সব কিছু ভুলে থাকা ভুল হয়ে যায়।

খুব ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"ইন্দ্রনীলা"

অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

আলোরিকা বলেছেন: খুন হয়ে যাওয়া গল্পের কবিতা অসাধারণ হয়েছে ভাইয়া ! :)

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "আলোরিক"।
পাঠে ও মন্তব্যে উৎসাহিত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

রিপি বলেছেন: নতুন লেখা কই ভাইয়া?

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

কল্লোল পথিক বলেছেন: একটু অফিসের কাজে ব্যাস্ত আছি তো তাই।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আজকে আবার পড়লাম, মনে হয়, জীবনের একটা গল্প বলেছেন, ভালো; আগের থেকে আমার অবস্হা ভালো।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "চাঁদগাজী" ভাই।

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

শায়মা বলেছেন: অনেক সুন্দর ভাইয়া।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:০২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "শায়মা"আপু।
পাঠে ও মন্তব্যে উৎসাহিত হলাম।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লিখেছেন ! +++

০২ রা মে, ২০১৬ সকাল ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"স্বপ্নচারী গ্রানমা"

অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩৮| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৩৭

আহা রুবন বলেছেন: আমার একটা অভ্যাস হল, কিছু কিছু লেখা পড়তে নিয়ে বই বন্ধ করে,ঠোঁটে আঙ্গুল চেপে ভাবতে থাকি। তারপর আবার প্রথম থেকে পড়ি, আগ পিছ করি, হাইলাইট করি। বলাই বাহুল্য অতি প্রিয় লেখার বেলাতেই এমন করি। আপনার কবিতাটি অন লাইনে বলে সেটা ঠিক মতো পারলাম না। খুব ভাল!!

০২ রা মে, ২০১৬ সকাল ১১:০৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "আহা রুবন" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.