![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমিও অমলকান্তির মতো
রোদ্দুর হতে চেয়েছিলাম
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ!
আমার কোন দিদির নাম দূর্গা ছিলো না
তার পরও পলাশ ডাঙ্গার মাঠ পেরিয়ে
রেল লাইনের সমান্তরলে সাম্যবাদের
পথে হেটে কলেজের দেয়ালে চিকা মেরেছিলাম।
"গোবিন্দ তোমার রক্ত মাখা শার্ট আমাদের আদর্শের পতাকা"
সস্তা ব্রিষ্টল ফেলে নকল হাভানা চুরট ধরিয়ে
এক গাঁদা ধোঁয়ায়
কাকিনা ষ্টেশনে ট্রেনে উঠে চলে যেতাম কিউবা!
কমরেড ডেকেছে
যেতে হবে বাংলা থেকে বলিভিয়া।
ক্যারিবিয়া থেকে কারমাইকেল কলেজ
প্রতিটি দেয়ালে আমি মনসঃপটে
চিকা মেরেছিলাম"ইনকিলাব জিন্দাবাদ"
সেই বিপ্লবের মতো
আমিও এখন
পুঁজিবাদের কাছে মুখ থুবরে পড়ে আছি।
অসাম্প্রদায়িক বাংলা গড়তে
যবনের ছেলে হয়েও
গাজনের মেলায় আমি শিব সেজেছিলাম!
কুলগুরু কোল কোন্দের পীরের চেয়েও কার্ল মার্কস
আমার কাছে বেশী সম্মানের ছিল।
খন্দকারের মেয়ে আমার বাইকের পিছনে উঠে
বলেছিল"এই পথ যদি না শেষ হয়........
পথ শেষে
সে ঠিকেই পৌছে গেছ অন্যের ঘরনী হয়ে।
আমি শরাবের পেয়ালায় পথ খুঁজে ছিলাম বলে
বাবা আমায় বিয়ে দিয়ে সংসারী বানাতে চেয়েছিল।
কিন্তু যে রোদ্দুর হতে চায়,
সংসার কি তারে মেঘ হয়ে বাধা দিতে পারে!
তাই একদিন ভগবাণ বুদ্ধের মতো
ঘুমন্ত স্ত্রী পুত্রকে রেখে রাতের আঁধারে বেরিয়ে
ইট কংক্রীটের এই নগরীতে
এসে দুঃখ বিলাসে মেতে উঠেছিলাম।
কোন অশশ্থ বৃক্ষ আমাকে ছায়া দান করেনি
মেস বাড়ীর
চিলাকোঠার ছাদে আশ্রয় নিয়েছিলাম।
আমার যশোদা চিঠি লিখেছিল
"ভগবাণ তুমি ফিরে এসো
তোমার ছেলের বেবী ফুুড ফুরিয়ে গেছে
বাবার ওষুধও শেষের পথে
আমার শাড়ী বাসন্তীর জালের মতো হয়েছে"।
দুঃখ বিলাসে নয় দারিদ্র্রের করাল গ্রাসে
আমার সব আদর্শ যমুুনার জলে ভেসে গেছে।
পুঁজিবাদের সৌন শিবিরে যোগ দিয়ে
আমি এখন কর্পোরেটের কেরানী সেজেছি।
আটপৌর জীবনের ঘানি টেনে টেনে
আমি এতটাই ক্লান্ত যে রোদ্দুরে ভয় পাই!
নির্ঝরের সপ্ন ভঙ্গের মতো আামার সপ্নগুলো ও
যখন ধরা দেয় না জীবন সংসারে,
উঠ পাখির মতো মাথা গুজি নষ্ট ভূমে।
আমার স্বপ্নরা এখন
পোঁয়াজ,মরিচ চাল,ডালের
মুুুল্যের মাঝে ঘোরা ফেরা করে।
আটপৌরের টানাপড়েনে বৃত্তবন্দী আমি,
আমার জীবনে আর অমলকান্তি,রবিবাবু,
মার্কস,লেলিণ,গোবিন্দ, চে গুয়েভারা আসে না।
(রিপোস্ট)
২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"এম এ কাশেম"ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:০২
ফেলুদার তোপসে বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।।
২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৩০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ তোপসে দা,
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬
সিগনেচার নসিব বলেছেন: বেশ কয়েকবার পড়লাম !! বেশ ভাল লেগেছে ভাইয়া
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ নসিব ভাই,
শুভ কামনা নিরন্তর জানবেন।
৪| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:১৭
আলোরিকা বলেছেন: এই এক জীবনে আমরা কত কিছুই না হতে চাই !!
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ আলোরিকা,
সত্যি বিচিত্র আমাদের জীবন।
৫| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন।
ভালো থাকুন।
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই,
শুভ কামনা অনিঃশেষ জানবেন।
৬| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখেছেন।
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ হাসান মাহবুব ভাই,
শুভ কামনা অনিঃশেষ জানবেন।
৭| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: অমলকান্তি রোদ্দুর হয় না কোনদিন!
খুব সুন্দর লিখেছেন
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই,
সতত শুভ কামনা জানবেন।
৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: প্রথম ভাবলাম শিরোণাম নিয়ে কিছু বলবো। কিন্তু পড়া পরে আর বলার ইচ্ছে করল না। প্রাসঙ্গিক মনে হয়েছে।
আচ্ছা, আপনি কখনো ছাত্র ইউনিয়ন করতেন?
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন বিজন দা?
জ্বী দাদা ছাত্র ইউনিয়নে করেই সপ্নের সৌধ গড়েছিলাম!
৯| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:০৫
ঘটক কাজী সাহেব বলেছেন:
"গোবিন্দ তোমার রক্ত মাখা শার্ট আমাদের আদর্শের পতাকা"
পূথিবীর কান্না দেখে
উট পাখির মতো মাথা লুকাই।
ভালোলাগা রেখে গেলাম দাদা, ভালো থাকুন সব সময়।
২৭ শে জুন, ২০১৬ রাত ১০:২৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় ঘটক কাজী ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১০| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: কাকিনা ষ্টেশনে ট্রেনে উঠে চলে যেতাম কিউবা!
কমরেড ডেকেছে
যেতে হবে বাংলা থেকে বলিভিয়া - চমৎকার বলেছেন এ কথাগুলো। কাকিনা আমার বাড়ীর পাশের স্টেশন। ছোটবেলা থেকেই এ নামটা আমায় ভীষণ আকর্ষণ করতো, এখনো করে। সেই ব্রিটিশ আমল থেকেই অজ পাড়া গাঁয়ে একটি অভিজাত এলাকা ছিল কাকিনা, তবে বর্তমানে হতশ্রী। কাকিনা হাই স্কুলে আমার বাবাও পড়েছেন, আমার ফুফা সেখানে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন।
"কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদুর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর" - এই বিখ্যাত কবিতার কবি ফজলল করিম এর বাড়ী ছিল এই কাকিনায়।
কিন্তু যে রোদ্দুর হতে চায়,
সংসার কি তারে মেঘ হয়ে বাধা দিতে পারে! - খুব সুন্দর অভিব্যক্তি, ভালো লেগেছে কথাগুলো।
২৭ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।
ছেলেবেলা থেকেই আমারও খুব পছন্দের জায়গা কাকিনা।
কাকিনা রেল স্টেশন ঘিরে কত যে স্মৃতি জমা আমার মনের গহীনে।
সে গল্প না হয় আর একদিন শোনাবো।
ভালো থাকবেন ভাই।
১১| ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !! +।
২৭ শে জুন, ২০১৬ রাত ১০:৪২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুমন দা।
নিরন্তর ভালোবাসা জানবেন।
১২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বরাবরের মতোই অসাধারণ। খুব ভালো লিখলেন।
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শামীম ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:২২
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
যুগ-যান্ত্রিকতার ছবি । চাল-ডাল-তেল-নুনের পিছনে ছুটতে ছুটতে বাসের হ্যান্ডেল ঝোলা হয়ে থাকা মানুষের ছবি । অথচ এ মানুষই সেই কবে একদিন অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলো ...............
এবার কবিতা বেশ সুঠাম হয়েছে । প্রথম স্তবক অতি সুন্দর । পরের গুনো কিছুটা কোমলতা হারিয়েছে যেন ।
কাছাকাছি বক্তব্য নিয়ে আমার এই কবিতাটি দেখতে পারেন ----কি দোষে ! (কাহিনী কাব্য )[link||view this link]
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় আহমেদ জী,এস ভাই।
আপনার কবিতাটি পড়লাম।
জীবন মূখী বাস্থবতায় লেখা,বেশ ভালো লেগেছে।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ২:২৫
কালনী নদী বলেছেন: তাই একদিন ভগবাণ বুদ্ধের মতো
ঘুমন্ত স্ত্রী পুত্রকে রেখে রাতের আঁধারে বেরিয়ে
ইট কংক্রীটের এই নগরীতে
এসে দুঃখ বিলাসে মেতে উঠেছিলাম।
কোন অশশ্থ বৃক্ষ আমাকে ছায়া দান করেনি
মেস বাড়ীর
চিলাকোঠার ছাদে আশ্রয় নিয়েছিলাম। - কল্লোল পথিক ।
অসাধারন দাদা ++++++++++++
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৪০
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন প্রিয় কালনী নদী ভাই?
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১৫| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৪০
ডঃ এম এ আলী বলেছেন: সস্তা ব্রিষ্টল ফেলে নকল হাভানা চুরট ধরিয়ে
এক গাঁদা ধোঁয়ায়
কাকিনা ষ্টেশনে ট্রেনে উঠে চলে যেতাম কিউবা!
কমরেড ডেকেছে
যেতে হবে বাংলা থেকে বলিভিয়া
যোগী সন্যাসি আর ঘরমুখী কবিতার
বিপ্লবী মন্ত্রখানি হৃদয় করে ধারণ
দাড়িয়ে আছি কাকিনা ষ্টেশনে
ট্রেনে উঠে যাব চলে বিপ্লবি
কবিগন থাকেন যেখানে
জানাতে শ্রদ্ধা তাঁদের
সুচিসিদ্ধ চরণে।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:২৮
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় ডঃ এম এ আলী ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
১৬| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব ও জেনারেল জিয়ারা কোনদিন বাংগালীদের জীবনকে বুঝতে পারলো না; বুঝতে পারেনি কেন মৌলানা ভাসানী বা কবি নজরুল স্কুলটাও শেষ করতে পারেনি।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:৩১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।
১৭| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩
জুন বলেছেন: আপনার কবিতাটি পড়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। জীবনের বিভিন্ন স্তরে পোড় খেয়ে খেয়ে সব স্বপ্ন হারিয়ে যায় কত শত যুবকের।
অনেক ভালোলাগা কল্লোল পথিক।
+
২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৫
কল্লোল পথিক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় জুন আপু।
শুভ কামনা অনিঃশেষ জানবেন।
১৮| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় দৃস্টিসীমানা ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১৯| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১
মহসিন ৩১ বলেছেন: শব্দগুলি খুঁচিয়েছে বেশ ; মনে হল যেন ঘুমের ঘোরটা কেটেই গেছে । ......... আপনি আটপৌরে জীবনে বন্দী ; আমি তো চোখেমুখে দিশেহারা অসহায়
এই পথ যদি না শেষ হয়........
পথ শেষে
সে ঠিকেই পৌছে গেছ অন্যের ঘরনী হয়ে।
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় মহসিন৩১ ভাই।
শুভ কামনা অনিঃশেষ জানবেন।
২০| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৯
প্রথমকথা বলেছেন: অসাম্প্রদায়িক বাংলা গড়তে
যবনের ছেলে হয়েও
গাজনের মেলায় আমি শিব সেজেছিলাম!
কুলগুরু কোল কোন্দের পীরের চেয়েও কার্ল মার্কস
আমার কাছে বেশী সম্মানের ছিল।
এ কবিতাটা খুব আস্তে আস্তে পড়েছি, আমি প্রথমে বুঝেছি কবিতায় অনেক কিছু আছে,পেলামও তাই।
খুব ভাল লেগেছে এ কবিতা প্রিয় কবি।
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৫
কল্লোল পথিক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়"প্রথম কথা'।
শুভ কামনা অনিঃশেষ জানবেন।
২১| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আমার বউ চিঠি লিখেছিল
"ভগবাণ তুমি ফিরে এসো
তোমার ছেলের বেবী ফুুড ফুরিয়ে গেছে
বাবার ওষুধও শেষের পথে
আমার শাড়ী বাসন্তীর জালের মতো হয়েছে"।
সত্যি অসাধারণ আপনার মনের অভিব্যক্তি। প্রিয় কবি অনেক সুন্দর কবিতা।
২৮ শে জুন, ২০১৬ রাত ১০:২৭
কল্লোল পথিক বলেছেন:
আরেফীন ভাই কেমন আছেন?
অনেক,অনেক ভালোবাসা জানবেন।
২২| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, আহা,,, কি এক কবিতা দিলেন ভাইয়ু!/
পড়েই মনটা খুব খারাপ হয়ে গেলো!
অসাধারণ লিখা। বেশ লাগল!!+++
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"তুহিন"ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
২৩| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
এহসান সাবির বলেছেন: অফ লাইনে কবিতা টা পড়েছিলাম ভাইয়া।
ভালো লাগা জানিয়ে গেলাম।
আপনার সুস্থতা কামনা করি।
শুভ কামনা রইল সব সময়।
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"এহসান সাবির"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
২৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:৩৭
অতৃপ্তচোখ বলেছেন: বিদ্রোহী প্রেম বিরহ সংসার সবকিছুর সাধ পেলাম আপনার কবিতায়। অসাধারণ লেখেন আপনি।
শুভ হোক আপনার পথচলা -----
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই,
অনেক,অনেক ভালোবাসা জানবেন।
২৫| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: আমরা কতো কী না হতে চাই! কয়টা আশাই বা পূর্ণ হয় । চরম দুঃখকাতুরে লেখা!
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ আমার প্রানের মুর্শিদ সাধু ভাই।
ভালোবাসা নিরন্তর জানবেন।
২৬| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৮
নীলপরি বলেছেন: বাস্তব চিত্র । খুব সুন্দর করে লিখেছেন । ++
২৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৩
এম এ কাশেম বলেছেন: স্বপ্ন বিলাস থেকে বাস্তবে ফেরে আসা
খুব ভাল লিখেছেন।