![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।
আমি যুগে যুগে জন্ম নেই
চাড়াল,চন্ডাল,ধীবর,সাঁওতালের ঘরে
যেন রেখ যেভাবেই দেখ আমি সেই।
আজন্ম উপাধি আমার থাকে দাস হয়ে
আমার উপর যত অত্যাচার কর
আমি নিরবে যাই সব সয়ে।
আমার পিতৃভূমে আমি এখন পরবাসী
আর্য যবন মোঘল রাজপুত
ওরাই এখন এ ভূমের স্বদেশী।
যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদিনীকে ধর্ষন!
আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
কোন শাস্ত্রে লেখা নেই তার কথা
তবুও বেড়ে যায় আমাদের আয়ু।
শিব,কালী,দূর্গা,কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে
সেখানে খলনায়ক আমি,অসুর।
চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে
আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।
চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।
আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না
কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।
সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র!
(রিপোস্ট)
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ বহ্নি শিখা।
শুভকামনা নিরন্তর জানবেন।
২| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে । ++++
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় নীলপরি।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন শুভ্র বিকেল ভাই?
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৪| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! অনেক সুন্দর হয়েছে
++++++++++++
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৫| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আগেও পড়েছিলাম বোধহয় । কী মন্তব্য করবো বুঝতে পারছিনা! এক কথায় অনবদ্য! নিচের লাইনগুলো পাথরের মত ধাক্কা দিয়ে যায়ঃ
"আমার পিতৃভূমে আমি এখন পরবাসী
আর্য যবন মোঘল রাজপুত ওরাই এখন এ ভূমের স্বদেশী।"
"যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে তারাই করেছে আমার বিনোদিনীকে ধর্ষন!"
"আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
কোন শাস্ত্রে লেখা নেই তার কথা তবুও বেড়ে যায় আমাদের আয়ু।"
"শিব, কালী, দূর্গা, কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে সেখানে খলনায়ক আমি,অসুর।"
"চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।"
"চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।"
"আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।"
"সেলাম আর্য, যবন, রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র!"
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ মুর্শিদ।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৬| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
সিগনেচার নসিব বলেছেন: পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি
মুগ্ধতা রেখে গেলাম
২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সিগনেচার নসিব ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ সুমন দা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
পুরাতন যত রাজার জাতির উদ্ভব হয়েছিল, সবকিছুর মুলে ছিল শক্তি; আজ মানুষ ক্রমেই বুঝতে পারছে, সবাইকে সুখী হতে হলে, শক্তিকে বাদ দিয়ে শিক্ষাকে রপ্ত করতে হবে।
কবিতা ভয়ংকর শক্তিশালী সত্যাকে ছন্দের মাঝে ধরে রেখেছে।
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ চাঁদগাজী ভাই।
৯| ২১ শে জুলাই, ২০১৬ রাত ২:৪০
মহা সমন্বয় বলেছেন: অসাধারণ অসাধারণ কবিতা, এক কথায় অনবদ্য! কবিতার পরতে পরতে লুকিয়ে আছে কঠিন বাস্তবতার ছোঁয়া।
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ মহা সমন্বয় ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
১০| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতার পাঠোদ্ধার করে কিছুক্ষণ ভেবেছি কি লিখবো। এক কথায় অসাধারণ হয়েছে।
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ শামীম ভাই।
ভালোবাসা নিরন্তর জানবেন।
১১| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: আর্য কোন জাতিবাচক শব্দ নয় ...ইন্দো-আর্য ভাষা পরিবার ভুক্ত...ইন্দো-আর্য ভাষায় পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ঋকবেদ লেখা হয়েছিল
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ কাজল দা।
তর্কে যাবার আমার কোন ইচ্ছে নেই।
১২| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৩
সাহসী সন্তান বলেছেন: কবির মাথায় নতুন কোন আইডিয়া আসতেছে না নাকি? এত রি-পোস্ট কেন? সম্ভাবত গতবারও তো আপনার একটা রি-পোস্ট কবিতা পড়েছিলাম? রি-পোস্ট নয়, প্রিয় কবির কাছ থেকে নতুন নতুন কবিতার প্লট পাওয়ার প্রতিক্ষায় রইলাম!
শুভ কামনা রইলো!
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ সাহসী ভাই।
ব্যস্ততা ও অসুস্থতায় আছি তাই নতুন কবিতা লিখতে পারছি না।
কিছু দিনের মধ্যে নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
১৩| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।
অনেক ভালো লাগল। ধন্যবাদ
২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ প্রামানিক ভাই।
দোয়া করি সর্বদা সুস্থ থাকবেন।
১৪| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১
শামছুল ইসলাম বলেছেন: সময়ের দাবী মেনে, পুরনো লেখাও কখনো কখনো বর্তমানের পটভূমিকায় সমুজ্জ্বল হয়ে ওঠে।
জাতিস্মর কবির একটি কালজয়ী কবিতা বলেই আমার মনে হচ্ছে।
শুরুর দীপ্ত উচ্চারণঃ
//আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।//
শেষেও সমভাবে দীপ্যমানঃ
//সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র! //
কবিতাটা বারবার পড়তে ইচ্ছে করে।
ভাল থাকুন। সবসময়।
২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ শামছুল ইসলাম ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১৫| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কবিতাটি পাঠের সুযোগ করে দেয়ার জন্য ।
অতি চমতকার কথা । অনেকের কাছে এটা
শিক্ষনীয় হবে ।
শুভেচ্ছা জানবেন ।
২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ডঃ আলী ভাই।
সতত শুভকামনা জানবেন।
১৬| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের চলমান স্থবিরতার কার্যকারণের যেন এক চমৎকার ঐতিহাসিক ব্যাখ্য খুঁজে পেলাম
অসাধারন!
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র!
খোলস পাল্টেছে শুধু ণীতি সেই একই- আজো!
২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় সুহৃৎ বিদ্রোহী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।
১৭| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১
ইন্দ্রনাথ বলেছেন: কবিতা ভাল লেগেছে। ষ্টার মার্ক দিয়ে রাখলাম।
২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ইন্দ্রনাথ দাদা।
আমার অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫
আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ কবিতা, দাদা।
২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৯
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন প্রিয় রকি ভাই?
অকৃত্রিম শুভকামনা জানবেন।
১৯| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫
প্রথমকথা বলেছেন:
যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে তারাই করেছে আমার বিনোদিনীকে ধর্ষন!"
খুব ভাল লেগেছে এর আগেও পড়েছি। খুব সুন্দর কবিতা।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ প্রিয় সুহৃৎ প্রথমকথা।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
২০| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাহসী সন্তান বলেছেন: আপনি অসুস্থ আছেন জেনে খারাপ লাগছে! আমার মন্তব্যে আশাকরি কিছু মনে করেননি, আপনি অসুস্থ সেটা জানতাম না! দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এবং আবারও প্রাণবন্ত ব্লগিং করুন!
শুভেচ্ছা রইলো সব সময়ের জন্য!
২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০
কল্লোল পথিক বলেছেন:
আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন কিছুটা সুস্থ আছি ভাই।
আপনিও ভাল থাকবেন এই কামনা করি।
২১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর প্রতি উত্তরের জন্য রইল দাদার প্রতি ধন্যবাদ ও শুভ কামনা ।
২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কল্লোল পথিক বলেছেন:
আপনার প্রতিও রইল অনেক শুভ কামনা ও ভালোবাসা।
২২| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
তানজির খান বলেছেন: ভাই দুর্দান্ত লিখেছেন
২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় কবি তানজির খান ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
২৩| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ কবিতা !!!!
২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ
প্রিয় সুহৃৎ গিয়াস লিটন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আমার অনিঃশেষ শুভকামনা জানবেন।
২৪| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় অনু।
শুভকামনা নিরন্তর জানবেন।
২৫| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ হাসান মাহবুব ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।
২৬| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮
অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ লিখেছেন বস। দিয়েছেন ইচ্ছে মতো।
যারা মানুষকে জাতিভেদে বিভক্ত করে রাখতে চায় তাদের বুঝা উচিৎ। মানুষ আমার পরিচয়।
খুব ভালো হয়েছে বস। ভালোবাসা রইল
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই প্রিয় অতৃপ্ত চোখ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
২৭| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬
জুন বলেছেন: ভারতে যুগ যুগ ধরে তথাকথিত উচ্চ বর্নের জাতিরা কত নিরীহ মানুষকে পদানত করে রেখেছিল এবং আজও রেখেছে । ভারতের সংবিধান রচিয়তা থেকে শুরু করে কতজন তাদের শিল্প সাহিত্য জ্ঞ্যান বিজ্ঞানে অবদান রেখেছে তার কোন হদিস নেই। আমার দেখা শান্তিনিকেতনের বাগানে সাজানো বিখ্যাত মুর্তিগুলোর নির্মাতা বিখ্যাত ভাস্করাচার্য রামকিংকর বেইজও একজন দলত সম্প্রদায়ের লোক। বিখ্যাত সুরকার এ আর রেহমান ও তাই আজ জাতিস্বর অর্থাৎ ধর্ম পালটে কিছুটা নি:শ্বাস নিতে চেয়েছে।
আপনার কবিতাটি দারুনভাবে মন ছুয়ে গেল। অনেক অনেক ভালোলাগা রইলো জাতিস্বরে।
আর উপরে একজনার মন্তব্যে বলতে চাই আমার পড়া মতে আর্য জাতি ছিল ইউরোপ বিশেষ করে বর্তমান জার্মান থেকে আগত জাতি যারা নিজেদের কে এরিয়ান বলে গর্ববোধ ও সম্ভোধন করে থাকে । আমিও কোনরকম বিতর্কে যেতে চাই না এটা নিয়ে কল্লোল পথিক।
৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় সুহৃৎ জুন আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।
২৮| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৪
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
এ যেন এক অচ্ছুৎ এর ইতিহাস । প্রচন্ড ভাবাবেগের কবিতা ।
আপনার কবিতায় আলেক্স হ্যালীর "রুটস" এর কুনটো কিনটের দেখা মিললো ।
৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ আহমেদ জী এস ভাই।
আমার অনিঃশেষ শুভকামনা জানবেন।
২৯| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:৪২
জেন রসি বলেছেন: চমৎকার ।
+++
৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় সুহৃৎ জেন রসি ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
৩০| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র!
চমৎকার কথামালার ম্যাজিক সৃষ্টি হয়েছে কবিতায়। হৃদয় নাড়া দিল।
মুগ্ধতা রেখে গেলাম হে কবিরাজ !
৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ কবি হাফেজ আহমেদ ভাই।
আমার অনিঃশেষ শুভকামনা জানবেন।
৩১| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। অনেক স্পষ্ট বক্তব্য।
চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া - ভালো লেগেছে।
৩২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: কোন বিশেষ লাইনের বা ছন্দের কোথায় মন্তব্য করবো!অসম্ভব অসাধারণ!আমি বিমোহিত!বিমুগ্ধ!
আজন্ম নির্যাতিত বা নিষ্পেষিতের লাগি এ এক অনন্য, অনবদ্য সৃষ্টি।
৩৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পড়ে শিহরিত হলাম!
দুর্দান্ত কবিতার অনবদ্য আবেগময় প্রকাশ!
৩৪| ১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২১
দিয়া আলম বলেছেন: কেমন আছো ভাইয়া তুমি? তোমার কবিতা পড়ে বুঝা আমার জন্য না ভাইয়া, উফ!! কিভাবে এমন শব্দ কোথায় তুমি পাও আল্লাহ জানে।
৩৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
কবিতাটির বক্তব্য ও বুনন শক্তিশালী; তবে, কবিতা নিজেই জাতিস্বর হয়ে যাচ্ছে।
৩৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮
ফরিদ আহমাদ বলেছেন: চাঁদগাজী শেষ কথাই রইলো "কবিতা নিজেই জাতিস্বর হয়ে যাচ্ছে"
আপনার কবিতা অমর হউক।
৩৭| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩
নীলপরি বলেছেন: নতুন লেখা দেখছি না কেনো ?
৩৮| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: নতুন কিছু দেখার মানসে এসেছিলাম
তবে যাওয়ার আগে অনার্য দাদাকে সালাম
সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র!
৩৯| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২২
আহা রুবন বলেছেন: আমি উত্তরবঙ্গের মানুষ। অনেক প্রত্যন্ত অঞ্চলে যাবার সুযোগ হয়েছ। একটা জিনিস আমকে বেশ ভাবায়--এই সব আদিবাসীরা যে মানবেতর জীবনযাপন করছে সেটা কি জাতিগত কারণে না ধর্মীয় কারণে। কেননা বহু মানুষ দেখেছি একদম আদিবাসীদের চেহারা তারা বাঙ্গালিদের সঙ্গে মিশে আছে। আমার মনে হয় এরা ধর্মে মুসলমান বলেই সেটা সম্ভব হয়েছে।
আপনার কবিতা ভাল লেগেছে। সব সময়ই লাগে। সুস্থতা কামনা করি।
৪০| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: নতুন পোষ্ট দেখছি না যে? কবিতা এবং কবি, দুটিই মিস করছি।
৪১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫
আরাফআহনাফ বলেছেন: রি-পোস্ট নয়, প্রিয় কবির কাছ থেকে নতুন নতুন কবিতা চাই।
ভালো থাকুন সভসময় - শুভ কামনা রইলো!
৪২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪
বিজন রয় বলেছেন: খবর কি?
নতুন কবিতা কই।
৪৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল দাদা।
৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক দিন হল দাদার দেখা নেই ।
রইল
৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
শরতের ছবি বলেছেন: কল্লোল দা আপনাকে দেখছি না অনেকদিন ।কোথায় আছেন ?
কবিতায় মুগ্ধ হয়ে রইলাম কিচ্ছুক্ষন বেশ লম্বা সময়। উচ্চমার্গের কবিতা। লিখনির মধ্যে ছন্দও রয়েছে। দুর্বোধ্য নয়। হৃদয় ছুঁয়ে গেছে।
৪৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
চানক্যের বানানটি ভুল। ঠিক করে নিন।
৪৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মত, অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর ছেঁড়া তালপাতা, পুঁথির পাতায় নি:শ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। দাদাকে অনেকদিন দেখিনা তাই কথাগুলি বলা ।
৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
আপনার দারুন কবিতাগুলো মিস করছি।
নতুন পোস্ট দিন।
৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২
জীবন সাগর বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম।
কবির প্রতি ভালোবাসা।
(কবে আসবেন ব্লগে নতুন কবিতা নিয়ে?)
৫০| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: আর আসবেন না তাহলে!!!
৫১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৩
মৌমুমু বলেছেন: অনেকদিন হলে আপনার কোন লিখা পাইনি। এমনকি সহসা কোথাও আপনার মন্তব্যও নেই।
কেমন আছেন আপনি? ভালো আছেন তো!!!
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১
বহ্নি শিখা বলেছেন: খুব ভালো লিখা