নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

মনমাঝি

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫



অনেক দিন পর ফিরে এলাম রতন গোঁসাইর বাড়ী
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হতে না পেরে,
আমি রতন গোঁসাই হতে চেয়েছিলাম।

একতারা আর খ্ঞ্জনীতে তাল দিতে,দিতে
ভুলেই গিয়েছিলাম"মনমাঝি"কোন সমাস?
মধ্যপদলোপী নাকি রুপক কর্মধারায়!

তর্কালঙ্কার বাবু,
বাবাকে বললেন"মশাই ছেলেকে স্কুলে দিয়ে কাজ নেই"
বাবার ঠ্যাঙ্গানির ভয়ে মনমাঝির তরী না বেয়ে
রুপক কর্মধারায়ে ফিরে এলাম।
তবুও আমার রতন গোঁসাইর মতো
চোয়াল ভেঙ্গে পড়ে,আর ধঃসে যায় দেয়ালের মাটি!


অথবা কি ভেঙ্গে পড়েনি একটা সপ্নের কোঠা বাড়ী,
উত্তাল যমুনার তীব্র স্রোতে,যেখানে একদা ছিল বহমান নদী
যে জলে একদিন ভাসাতে চেয়েছিলাম সেই তরীখানি
তা কি এখনও নিঃশব্দ অভিমানে নাগরিক জীবনের
চোরাস্রোতে বহে চলে না?তবে কিসের লুকোচুরি
নিয়ে কেটে চলে অবিরাম সংবেদনশীল এই মনের প্রতিকূলে,
জীবন যমুনার উত্তাল স্রোতে?


আমার মধ্যবিত্ত বাবার আকাশ গঙ্গায় জলবতী মেঘের
স্থলে কালবৈশাখে রুদ্র ভৈরবীর আনা গোনা।
যার উর্বর জমিনে,বীজ হীন ফসলের মাঠে
রতন গোঁসাইর মত হাওয়ায় ভেসে বেড়ানো, নিরঙ্গমের চাপা আর্তনাদ।
আমি হয়তো সেই আকাশে আমার বুকের রুদ্র ভৈরবীকে
উজান স্রোতে ভাসিয়ে দিয়ে,জলবতী মেঘ হতে চেয়েছিলাম!


যা তোমার নদীতে কূল হারিয়ে,
বাবার চোখে শ্রাবণের জল ধারা ঝড়ে অবিরাম।
আর আমার বিবর্ন আকাশের ঈশান কোনে জমিয়েছি
রুদ্র ভৈরবীর কাল মেঘ
যে ঝড় আমাকে করেছে কূল হারা মাঝি
সেই উজান স্রোতে
এক বুক পিপাসা নিয়ে দাড় বহে যায়।অথবা
যাকে একটা অযাচিত কলংকের তিলক
নিঃশব্দে তাড়া করে ফেরে নাগরিক জীবনের সভ্যতার খোলসে!


মনমাঝি তরী খানি কূলে ভেরাতে একদিন ঘর ছেড়ে
বেরিয়ে পড়েছিল,সে হয়তো পারেনি পৌঁছাতে,
তবুও হাল ছাড়েনি!
পৌঁছে যাবে একদিন সেই আশায় আজও দিন গোনে,
আর বাতাসে ছড়িয়ে দেয় এক গাঁদা ধোঁয়ার সাথে
কিছুটা রক্ত মিশ্রিত ধুলি কণা ,সাথে বেড়িয়ে যায়
রাই কিশোরীর জন্য কিছুটা চাঁপা দীর্ঘশ্বাস।


আমিও বৈশাখের মধ্য দুপুরে আমার জীবনের সাথে
রতন গোঁসাইর জীবনের কিছু পার্থক্য খুজেঁ ফিরে
বরাই তলা স্কুল মাঠে এসে দাড়াই।
"মিমু মিসট্রেস"যার বিরহে,আমার যমুনায় জল শুকিয়ে গিয়েছিল!
অথবা আমাকে শুনতে হয়েছিল,আমার বাবার সপ্ন ভঙ্গের চাঁপা কান্না!
যার শুন্যতায় আমার পরানের গহীনে এখনও
মনমাঝির তরী নিঃশব্দে বহে চলে অহঃনির্শ।


কিছু সপ্ন ভাগাভাগি করি রাই কিশোরী অথবা
"মিমু মিসট্রেস"কে নিয়ে।
তার পর বেলা শেষে হিসাব মিলাই
তবে আমি কি সেই কূল মান হারা বিবাগী হলাম?
যে কলংকের বোঝা নিয়ে,চলে অসীমের সন্ধানে।

যার বিরহে লুকিয়ে চোখের জল ফেলেছি বারোটি বছর
সে কি কখনো নিয়েছে মনমাঝির খবর!

অথবা কতটা পথ,পাড়ি দিবে সে তরীখানি?
তাই এখন ঘুম ভাঙ্গা মধ্যরাতে চলে আসি,ছেলেবেলার দুঃসপ্নে
তাড়া করা রতন গোঁসাইর বাড়ী।যে আমার পরাণের অকুল গাঙে
ঝড়ে পড়া তরীখানির পথ দেখাবে বলে,অপেক্ষায় থাকি বারো মাস
মনমাঝি কোথায় আছো তুৃমি?
বুকের পাজর ভেদ করে উঠে আসে,হাজার বছরের চাপা দীর্ঘঃশ্বাস!

মন্তব্য ৭০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: সুনীলের মতো লেখার চেষ্টা !!

মোটামুটি হয়েছে।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:০৫

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ সুপ্রিয় সুৃমন ভাই।
কি যে বলেন ভাই
কোথায় সুনীল বাবু আর কোথায় আমি অধম।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

শরিফ শরিফ বলেছেন: আমাদের অনেক সময় ভুল বসত বা অন্য কারনে পিসির দরকারি ডাটা যেমন , ভিডিও , সফটওয়্যার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যাই তখুন আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না. তখন ডাটা রিকভারি এর প্রয়োজন পরে . বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন….
Data recovery

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৮

কল্লোল পথিক বলেছেন: আপনার পরামর্শ মাথায় রাখলাম।

৩| ২১ শে মে, ২০১৬ রাত ৮:৪৭

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা ব্লগার 'সুমন কর' আগেই বলে দিয়েছে।
যাই হোক.. আপনার লেখায় আসলেই সুনীলের ধাঁচ আছে। আপনার কবিতা গুলো সত্যিই অনেক সুন্দর হয় পথিক ভাই।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৪| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৩৮

মুসাফির নামা বলেছেন: আমার কবিদের লেখার ধাঁচের উপর অত দখল নাই,আমার কাছে ভাল লেগেছে।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৭

কল্লোল পথিক বলেছেন: সুপ্রিয় মুসাফির ভাই কেমন আছেন?
আন্তরিক শুভ কামনা জানবেন।

৫| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪৭

বিজন রয় বলেছেন: মন ভরে পড়লাম। হৃদয় ভরে শ্বাস নিলাম।

অসাধারণ, আমি যদি এমন লিখতে পারতাম!

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৫১

কল্লোল পথিক বলেছেন: প্রিয় বিজন দা কেমন আছেন?
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৬| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার একটা লেখা পাঠ করলাম ।

২২ শে মে, ২০১৬ রাত ৮:২৯

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ,আমার প্রাণের মূর্শিদ।
সতত শুভ কামনা জানবেন।

৭| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নরকম। এবং অনেক ভালো।

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৩ শে মে, ২০১৬ রাত ৩:২৪

কল্লোল পথিক বলেছেন:




আন্তরিক শুভ কামনা জানবেন কবি।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।

৮| ২৩ শে মে, ২০১৬ রাত ১২:১৭

ঘটক কাজী সাহেব বলেছেন: মনমাঝি কোথায় আছো তুৃমি?
বুকের পাজর ভেদ করে উঠে আসে,হাজার বছরের চাপা দীর্ঘঃশাস! :(( :((

পথিক কখনো ভুলেনা পথ ;) =p~ =p~

২৩ শে মে, ২০১৬ রাত ৩:২৭

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ ঘটক সাহেব।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৯| ২৩ শে মে, ২০১৬ সকাল ৮:৪৬

ফরিদ আহমাদ বলেছেন: জানিনা সুনীলের মতো আপনার লিখার হাত কিনা কারন
সুনীলের লিখা আমি পড়িনি।
তবে পেয়েছি ভিন্ন মাত্রার স্বাদ।
স্বাদেরসে আমাদের ভরিয়ে দিন কবি।

২৩ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় ফরিদ ভাই।
আমার মত নগণ্যকে সুনীল বাবুর সাথে তুলনা করবেন না।
আমি সামন্য এক ব্লগার মাত্র।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

১০| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: অভিভুত হয়ে গেলাম । কবিতাটি পাঠে মন চলে গেল ৪০ বছর পুড়ানো এক কাহিনীতে , ময়মনসিংহের এক অজগায়ের নামমাত্র লেখাপড়া জানা বয়াতী গ্রামে স্বরচিত বাউল গান পরিবেশন করে মাতিয়ে রাখতেন । আশেপাশে নাম তাঁর ছড়িয়ে পড়ে । তাঁর নাম বয়াতী কেরামত আলী । জানিনা তিনি এখন কেমন আছেন কোথায় আছেন । তাঁর রচিত একটি বাউল সংগীতের প্রথম কটি লাইন এখনো মনে গেথে আছে:
মা ল মা ঝি ল ঝি
করলাম করলাম কি রঙ্গে
ভাংগা নৌকা বাইতে
আইলাম গাঙ্গে।
এ বাউল গানটি সে সময় আশেপাশের এলাকার মানুষের
মুখে মুখে শুনা যেত অনেক দিন পর্যন্ত ।

আপনার এ লিখাটির কল্যানে গোসাইজির সাথে
তাকেও শ্রদ্ধাভরে স্মরণ করি ।

এখানেও
মনমাঝির তরী নিঃশব্দে বহে চলে অহঃনির্শ।
চরণখানি দাগ কেটেছে মনের গহীনে ।

ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
( ১০ ও ১১ নং ঘরে আমার মন্তব্যদুটো মুছে দেয়ার জন্য অনুরোধ থাকল )

২৩ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় ডঃ আলী ভাই।
পাঠে, মন্তব্যে ও সৃত্মিচারণে
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১১| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: কবিতা অপূর্ব লাগলো ।

২৩ শে মে, ২০১৬ রাত ১০:৩৯

কল্লোল পথিক বলেছেন:








ধন্যবাদ সুপ্রিয় নীল পরি।
নিরন্তর শুভ কামনা জানবেন।




১২| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৩২

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো। সহজ শব্দে সহজে বোধগম্য কবিতা। শুভকামনা জানবেন প্রিয় কবি।

২৪ শে মে, ২০১৬ সকাল ১০:১৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় কবি দূরবীন ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১:০০

রিপি বলেছেন:
মনমাঝি কোথায় আছো তুৃমি?
বুকের পাজর ভেদ করে উঠে আসে,হাজার বছরের চাপা দীর্ঘঃশাস!


ভালো লেগেছে।

২৪ শে মে, ২০১৬ সকাল ১০:২৩

কল্লোল পথিক বলেছেন:







রিপি আপু কেমন আছেন?
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৪| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলার প্রকৃত সংস্কৃতি ধরা পড়েছে ।

২৪ শে মে, ২০১৬ দুপুর ১:১২

কল্লোল পথিক বলেছেন:







কেমন আছো দাদা?
তোমাকে অনেক দিন পাই না!
ভালো আছো তো?

১৫| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: কিছু সপ্ন ভাগাভাগি করি রাই কিশোরী অথবা
"মিমু মিসট্রেস"কে নিয়ে।
তার পর বেলা শেষে হিসাব মিলাই
তবে আমি কি সেই কূল মান হারা বিবাগী হলাম?
যে কলংকের বোঝা নিয়ে,চলে অসীমের সন্ধানে।



খুব সুন্দর কবিতা,আধুনিক বাংলা কবিতা স্বাদ ফেলাম। প্রিয় কবি ভাল থাকবেন।

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় কবি আরেফীন ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৬| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা আপডেট করতে গিয়ে আপনার মন্তব্যটা ভুলক্রমে মুছে গেছে । আবার মন্তব্য করুন আর এই মন্তব্যটা মুছে দেন ।

২৫ শে মে, ২০১৬ রাত ১:৪১

কল্লোল পথিক বলেছেন:









মন্তব্য করেছি মুর্শিদ।
সতত শুভ কামনা জানবেন।

১৭| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

রানার ব্লগ বলেছেন: ভালোবাসা আর ভাললাগা দুটই পুই ডগার মত তর তরিয়ে বেড়ে যায়।

২৫ শে মে, ২০১৬ রাত ১১:১৯

কল্লোল পথিক বলেছেন:






যথার্থই বলেছেন।
ভালোলাগা ভালোবাসা উভয়ে তরতরিয়ে বেড়ে যায়।

১৮| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:০৭

মোস্তফা সোহেল বলেছেন: বেশ কয়েক দিন আসা হয়না ব্লগে তাই পড়া হয় না আপনার কবিতা। এখন একটা পড়লাম বেশ ভাল লাগল

২৫ শে মে, ২০১৬ রাত ১১:৩৪

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় মোস্তফা সোহেল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৯| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: অতীত খুড়েঁ প্রাপ্ত উপলব্ধিগুলো এক দারুণ কাব্যিক অনুসন্ধান চালিয়েছেন।

২৫ শে মে, ২০১৬ রাত ১১:৩৭

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় জেন রসি ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২০| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লাগলো ।ধন্যবাদ

২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬

কল্লোল পথিক বলেছেন:





অনেক দিন পর!

সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২১| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:১২

সোজোন বাদিয়া বলেছেন: পড়তে পড়তে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, কষ্ট লাগল, নিরাময়হীন চিরায়ত কষ্ট। তাই বুঝলাম কবিতাটা নিশ্চয়ই অত্যন্ত শক্তিশালী।

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫৮

কল্লোল পথিক বলেছেন:






কেমন আছেন সুপ্রিয় কবি সোজোন বাদিয়া ভাই?

পাঠে ও পাঠোদ্ধারে ধন্যবাদ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২২| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে মে, ২০১৬ রাত ৯:০২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ শ্রদ্ধেয় প্রামানিক ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সতত শুভ কামনা জানবেন।

২৩| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫

লক্ষ্মীছেলে বলেছেন: মনমাঝি যে তরী খানি কূলে ফেরাতে একদিন ঘর ছেড়ে
বেরিয়ে পড়েছিল,সে হয়তো পারেনি পৌঁছাতে,
তবুও হাল ছাড়েনি!

অনেক অনেক ভালো থাকুন পথের সার্থক তখনই হয়, যখন কোন পথিক পথ চলে। কবিতায় সার্থকতা
মাঝি নাও ছাইড়া দে, মাঝি পাল উড়াইয়া দে, গানটির মত বলতে ইচ্ছে হল। শুভ হোক সকল পথ চলা।

২৮ শে মে, ২০১৬ রাত ১০:০২

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ ভাই লক্ষী ছেলে।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৪| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৩

কালনী নদী বলেছেন: আমার মধ্যবিত্ত বাবার আকাশ গঙ্গায় জলবতী মেঘের
স্থলে কালবৈশাখীর রুদ্র ভৈরবীর আনা গোনা।
যার উর্বর জমিনে,বীজ হীন ফসলের মাঠে
রতন গোঁসাইর মত হাওয়ায় ভেসে বেড়ানো, নিরঙ্গমের চাপা আর্তনাদ।
আমি হয়তো সেই আকাশে আমার বুকের রুদ্র ভৈরবীকে
উজান স্রোতে ভাসিয়ে দিয়ে,জলবতী মেঘ হতে চেয়েছিলাম

অসাধারণ হয়েছে দাদা।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ,প্রিয় কালনী নদী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২৫| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

পবন সরকার বলেছেন: কবিতা খুব ভালো লাগল দাদা।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

কল্লোল পথিক বলেছেন:



প্রিয় পবন ভাই।
অনেক,অনেক শুভ কামনা জানবেন।

২৬| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৫৫

মহা সমন্বয় বলেছেন: যার বিরহে লুকিয়ে চোখের জল ফেলেছি বারোটি বছর
সে কি কখনো নিয়েছে মনমাঝির খবর!


আগে জানতাম নাতু :P বার বছর!! :-<

৩০ শে মে, ২০১৬ রাত ১০:১২

কল্লোল পথিক বলেছেন:






কেমন আছেন ভাই?
অনেক দিন পর!


পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:১৫

কালনী নদী বলেছেন: যা তোমার নদীতে কূল হারিয়ে,
বাবার চোখে শ্রাবণের জল ধারা ঝড়ে অবিরাম।
আর আমার বিবর্ন আকাশের ঈশান কোনে জমিয়েছি
রুদ্র ভৈরবীর কাল মেঘ,যা ঝড় তুলে
আমাকে করেছে কূল হারা মাঝি,যে উজান স্রোতে
এক বুক পিপাসা নিয়ে দাড় বহে যায়।অথবা
যাকে একটা অযাচিত কলংকের তিলক
নিঃশব্দে তাড়া করে ফেরে নাগরিক জীবনের সভ্যতার খোলসে!

খুব সুন্দর হয়েছে দাদা।

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

কল্লোল পথিক বলেছেন:



অকৃত্রিম শুভ কামনা জানবেন কালনী নদী ভাই।

২৮| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

আহা রুবন বলেছেন: আপনার কবিতা পড়া শুরু করলে সম্মোহিত হয়ে যাই। এমন লেখা কীভাবে লেখেন! আপনার বাড়িটা জানা থাকলে আপনার কলমটা চুরি করতাম।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৮

কল্লোল পথিক বলেছেন:

ধন্যবাদ "আহা রুবন"ভাই,
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২৯| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:০৬

দিয়া আলম বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা। কিভাবে এমন পারো তুমি বলতো ভাইয়া? আমার হিংসা হয় কেন তোমার মত পারিনা :(

তুমি কেমন আছো ভাইয়া?

ভালো থেকো

০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

কল্লোল পথিক বলেছেন:

এই বেঁচে আছি!
তুমি কেমন আছো আপু?

অনেক শুভ কামনা তোমার জন্য।

৩০| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘ কবিতা, কিন্তু একটানা পড়ে বেশ আনন্দ পেলাম। কবিতার সাথে সহজেই একাত্ম হওয়া যায়। ভালো লাগা কিছু অংশঃ
আমি হয়তো সেই আকাশে আমার বুকের রুদ্র ভৈরবীকে
উজান স্রোতে ভাসিয়ে দিয়ে,জলবতী মেঘ হতে চেয়েছিলাম!
...
আর আমার বিবর্ন আকাশের ঈশান কোনে জমিয়েছি
রুদ্র ভৈরবীর কাল মেঘ
যে ঝড় আমাকে করেছে কূল হারা মাঝি
...
যার বিরহে লুকিয়ে চোখের জল ফেলেছি বারোটি বছর
সে কি কখনো নিয়েছে মনমাঝির খবর!
...
মনমাঝি কোথায় আছো তুৃমি?
বুকের পাজর ভেদ করে উঠে আসে,হাজার বছরের চাপা দীর্ঘঃশ্বাস!
...

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:০০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

৩১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৭

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,




প্রথম তিনটি স্তবক অদ্ভুত রকমের সুন্দর ও গঠনে বলবান ।
বাকীগুলো রতন গোঁসাইয়ের মতো কিছুটা এলোমেলো । মনমাঝি বলে কথা ! কোথা থেকে কোথায় যে যায়............
++

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

কল্লোল পথিক বলেছেন:



অনেক ধন্যবাদ আহমেদ জী,এস ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪

কালনী নদী বলেছেন: সম্মোহিত হয়ে আবার এসে পড়ে গেলাম।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩১

কল্লোল পথিক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ কালনী নদী ভাই।
একেই বলে মনের টান।

৩৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: এই কবিতাটি বার বার পড়েছি।

একতারা আর খজ্ঞনীতে তাল দিতে,দিতে, .... বানানটি ঠিক করে দিন।

১১ ই জুন, ২০১৬ সকাল ১১:১১

কল্লোল পথিক বলেছেন:



পরামর্শের জন্য ধন্যবাদ কবি।

৩৪| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভাল
শুভেচ্ছা কবিকে

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:১২

কল্লোল পথিক বলেছেন:


অনেক ধন্যবাদ সুপ্রিয় কাজী ফাতেমা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩৫| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৩

আরাফআহনাফ বলেছেন: শুভেচ্ছা জানবেন,
নি:শ্বাসে শেষ করলাম পুরো কবিতা......হাহাকারময়।
এতো হাহাকার কেন কবি?

ভালো থাকুন নিরন্তর।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ
সুপ্রিয় সুহৃদ"আরাফআহনাফ"ভাই,
একটা হারানোর বেদনা আমাকে কুড়ে,কুড়ে খায় অহঃর্নিশ।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.