![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
শুন্যের মাঝে তুড়ি মেরে ইস্কাপনের টেক্কা
দেখিয়েছিল জাদুকর!
সেই নেশায় কেটে গেল কামরূপ কামাখ্যা
হতে কারমাইকেল কলেজ।
তারপর,পরিযায়ী পাখির চোখে
তোমার বাড়ীর বারোয়ারি পুকুরে
নীলপদ্ম খুঁজেছিলাম আমি।
ওহ্ আমার পরিচয়টাই তো দেয়া হলো না!
আমি ছিলাম সেই "বোকা বালক"
যে ভুল করে,ভুল বই পড়ে,হেলায় হেলায় কাটিয়েছিল
একটা মানব জীবন!
(ছবি নেট থেকে)
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:১৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই।
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
২| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৫
ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভাল হয়েছে। ছবি টা কি তৌসিফ হক এর আঁকা?
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:১৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
জী ঋতো ভাইয়া।ছবিটা তৌসিফ হকের।
৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
অতঃপর দীর্ঘশ্বাস! খুব ভাল কবিতা কল্লোল ভাই!
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:১৬
কল্লোল পথিক বলেছেন: হুম দীর্ঘশ্বাস বটে!ভালোবাসা জানবেন।
৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:০৮
মৌমুমু বলেছেন: কোথায় ছিলেন এতদিন!!
জানি আপনি আমার ব্লগের নামও জানেন না তবুও
জানিনা কেন!! কিন্তু মিস করতাম আপনাকে। আশা করি সুস্হ্ আছেন।
কবিতায় মুগ্ধতা রইল। ভালো থাকবেন।
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:২৫
কল্লোল পথিক বলেছেন: অনেক টা স্বেচ্ছা নির্বাসনে।
সে গল্প নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছে আছে।
আপনিও ভালো থাকবেন, ভালোবাসা জানবেন।
ও হাঁ, কেন আপনাকে চিনবো না সহযোদ্ধা?
খুব ভালো চিনি ও জানি।সতত শুভকামনা জানবেন।
৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই।
ভালোবাসা জানবেন।
৬| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৪
ব্রতশুদ্ধ বলেছেন: খুব ভালো লাগলো +++
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ব্রতশুদ্ধ।
ভালোবাসা জানবেন।
৭| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৪
সুমন কর বলেছেন: আরে, আপনি যে !! এতো দিন কই ছিলেন? কেন ছিলেন ??
কবিতা ছোট হলেও চমৎকার লাগল। +।
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭
কল্লোল পথিক বলেছেন: সুমন ভাই, এই আছি।
অনেক টা স্বেচ্ছা নির্বাসনে।
আপনি ভালো আছেন?
অনেক দিনপর যে ভালোবাসা দেখিয়েছেন,তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
৮| ১৪ ই মে, ২০১৭ রাত ৩:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অল্পতেই দুই জীবনের হিসাব কষে দিয়েছেন ভাই। কবিতায় মুগ্ধতা +++++
ভুলে ভুলে এগিয়ে যাচ্ছি আবারো শেষপ্রান্তের দিকে ...!!
দীর্ঘ প্রায় এগারো মাস পর দেখে আনন্দিত হয়েছি ভাই।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গেলাম।
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
এই আকালের দিনে যে আমাকে মনে রেখেছেন।
তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভকামনা অনিঃশেষ জানবেন।
৯| ১৪ ই মে, ২০১৭ সকাল ৮:১০
ডঃ এম এ আলী বলেছেন: দাদা আগে বলুন কেমন আছেন ।
প্রায় এক বছর ধরে দেখা নাই
আপনার এর আগের পোষ্টে
অনেকবার গিয়ে দেখেছি
কিন্তু নতুন কিছু পাইনি ।
যাহোক , এই কবিতায় মুগ্ধ
আমি ছিলাম সেই "বোকা বালক"
যে ভুল করে,ভুল বই পড়ে,হেলায় হেলায় কাটিয়েছিল
একটা মানব জীবন!
কি আর বলব দাদা
আপনি একসময় ছিলেন
আর আমি এখনো রয়েছি বোকা বালক
বয়স হ্ইছে তবে বুদ্ধি হয় নাই
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৪ ই মে, ২০১৭ রাত ৯:০২
কল্লোল পথিক বলেছেন: আমি ভালো আছি।
আপনি কেমন আছেন শ্রদ্ধেয় বড়ভাই ডঃএম এ আলী ভাই।
আপনাদের ভালোবাসার টানে আবার ফিরে এসেছি।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।
১০| ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:১৫
মুমু পাখি বলেছেন: আশা করি ভালো ছিলেন ও আছেন। নিয়মিত লিখে পড়ার সুযোগ দিন।
১৫ ই মে, ২০১৭ রাত ২:২৯
কল্লোল পথিক বলেছেন: হুমম এখন ভালো আছি।
আশা রাখি আপনিও ভালো আছেন।
নিয়মিত থাকার চেষ্টা করবো,অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১১| ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪০
মোস্তফা সোহেল বলেছেন: দাদা কেমন আছেন। অনেক দিন পরে আপনাকে দেখে ভাল লাগছে।
সময় করে আসবেন মাঝে মাঝে।
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৩
কল্লোল পথিক বলেছেন:
ভালো আছি সোহেল ভাই।
আপনি কেমন আছেন?
আপনাদের ভালোবাসায় যেহেতু আবার ফিরে এসেছি, তখন
অবশ্যই নিয়মিত হওয়ার চেষ্টা করবো।
কৃতজ্ঞতা জানাবেন।
১২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৫৫
নাগরিক কবি বলেছেন: হরতন রুইতন ইস্কাপ্ন চিরতন
চার কোনাকুনি চারজন
.........
একটা কবিতা লিখতে চেয়েছিলাম। পারলাম না।
সুন্দর লিখেছেন। ভাল থাকুন।
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৪
কল্লোল পথিক বলেছেন:
লিখে ফেলেন কবি।
ভালোবাসা জানবেন।
১৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
কানিজ ফাতেমা বলেছেন: কবিতাটি চারবার পড়লাম । একটি পূর্ণাঙ্গ কবিতা-- কি নেই এখানে গল্প, মায়া, একাকিত্ব ।
মুগ্ধতা........
ভাল থাকুন নিয়ত এবং ব্লগে নিয়মিত, এই কামনা রইল ।
১৬ ই মে, ২০১৭ রাত ২:২৩
কল্লোল পথিক বলেছেন:
এই ব্যস্ত সময়ে মানুষ ডাকসাইটে কবিদের কবিতা একবার পড়ে না।
সে সময় আপনি আমার মত চুনোপুঁটির কবিতা চারবার পড়েছেন!
কৃতজ্ঞতা জানবেন পরাণের গহীন অন্তরাল থেকে।
১৪| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
আলোরিকা বলেছেন: ছোট্ট কবিতায় একটা চমৎকার জীবনের বায়োগ্রাফি পেলাম । আপনি কি কারমাইকেল কলেজে গিয়েছেন ---- আমার পৈতৃক নিবাস এর সন্নিকটেই অনেক অনেক ভাল থাকুন । শুভ কামনা ।
১৬ ই মে, ২০১৭ রাত ২:২৬
কল্লোল পথিক বলেছেন:
শুকরিয়া।
আমি কারমাইকেলের হতভাগা ছাত্র।
১৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৯
অতৃপ্তচোখ বলেছেন: ও হো ভাই সেই ২৬ জুলাই আপনাকে মন্তব্যের ঘর থেকে হারিয়ে ছিলাম। কেমন আছেন ভাই!!
ধন্য ব্লগ বাড়ি আপনাকে ফেরত পেয়ে।
হাছা কথা ভাই ভুলে ভরা বোকাই রয়ে গেলাম এজন্মেও। বেঁচে আছি সেটাই শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে।
শুভেচ্ছা ও অভিনন্দন
শুভ হোক আপনার সবগুলো দিনক্ষণ।
১৬ ই মে, ২০১৭ রাত ২:৩৩
কল্লোল পথিক বলেছেন:
এই যে দিন তারিখ দিয়ে মনে রেখেছেন আমার মতো হতভাগা কে
সেটা যে কতটা ভালোবাসা থাকলে সম্ভব তা আমি জানি।
ভালোবাসা অফুরান, কৃতজ্ঞতা অনিঃশেষ জানবেন।
১৬| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
জি দাদা, আমিও ভালো আছি !
ধন্যবাদ ।
১৬ ই মে, ২০১৭ রাত ২:৩৪
কল্লোল পথিক বলেছেন:
শুনে খুশি হলাম।
ভালোবাসা জানবেন।
১৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬
আরাফআহনাফ বলেছেন: কোন অভিমানে এতদিন দূরে ছিলেন - কবি?
"তারপর,পরিযায়ী পাখির চোখে
তোমার বাড়ীর বারোয়ারি পুকুরে
নীলপদ্ম খুঁজেছিলাম আমি"
বোকা ছেলেদের এই এক কস্ট - একদম একই,
একটা জীবনও শেষ হয়ে যায় - ছেলেটা বোকাই থেকে যায়
অদৃশ্য ভবিষ্যৎ যদি অলৌকিক কিছু দিয়ে যায় - সে আশায় বুক বেঁধে রাখে। আহা জীবন........।
বহুদিন পর আপনার লেখা পড়ে আপনার দেখা পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন শেষ পর্যন্ত, অযুত নিযুত ভালো লাগা নিয়ে।
১৬ ই মে, ২০১৭ রাত ২:৩৬
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন ভাই সাহেব?
সেটা নিয়ে একটা কবিতা লেখার আশা আছে।
কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
১৮| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
বইগুলোতে কি ছায়া পড়তো?
১৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৫
কল্লোল পথিক বলেছেন:
হুমমম অনেকটা তাই!
কৃতজ্ঞতা জানবেন বড়ভাই।
১৯| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ছিলাম সেই "বোকা বালক"
যে ভুল করে,ভুল বই পড়ে,হেলায় হেলায় কাটিয়েছিল
একটা মানব জীবন! এমন বোকা বালক যেন আর কেউ না হয়।
১৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৮
কল্লোল পথিক বলেছেন:
তবুও অনেকে হয়!
নিরন্তর শুভকামনা জানবেন।
২০| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৬ ই মে, ২০১৭ রাত ১০:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
ভালো আছেন নিশ্চয়।
২১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৬ ই মে, ২০১৭ রাত ১১:০০
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন সুপ্রিয় কাজী ফাতেমা ছবি?
বহুদিন পর!
শুকরিয়া!শুকরিয়া!
২২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২
জেন রসি বলেছেন: সেই ভুল বইটার নাম কি?
আশা করি ভালো আছেন।
১৬ ই মে, ২০১৭ রাত ১১:০২
কল্লোল পথিক বলেছেন:
শুনবেন দাদা শুনবেন,ফিরে যখন এসেছি তখন বলবো।
হা ভালো আছি,
আপনি কেমন আছেন?
২৩| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
পাঠকেরা আপনাকে ভুলেননি
২৫ শে মে, ২০১৭ রাত ১২:০৭
কল্লোল পথিক বলেছেন:
বোধহয় সেইজন্য ফিরে আসা।
২৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকম দুর্দান্ত প্রত্যাবর্তন!!!
মুগ্ধতা অন্তহীন
২৫ শে মে, ২০১৭ রাত ১২:১০
কল্লোল পথিক বলেছেন:
দূর্দান্ত কিনা জানি না।তবে আপনাদের ভালোবাসায় ফিরে এসেছি।
এটা সত্যি।
২৫| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৩
শামছুল ইসলাম বলেছেন: "বোকা বালক" -দের জীবনটা কী ভুলে ভুলেই পার হয়ে যায়?
"বোকা বালক"-র জন্য কারো হৃদয়ে কীএকটু জায়গা থাকে?
২৫ শে মে, ২০১৭ রাত ১২:১২
কল্লোল পথিক বলেছেন:
মনে হয় থাকেনা।
কেমন আছেন শামছুল ইসলাম ভাই?
২৬| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখেছেন।
২৫ শে মে, ২০১৭ রাত ১১:২২
কল্লোল পথিক বলেছেন:
কৃতার্থ হাঃমাঃ ভাই।
২৭| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪১
প্রথমকথা বলেছেন: অল্পতে খুব সুন্দর অর্থবহ লেখা ভাল লাগল। কবি দাদা।
০৬ ই জুন, ২০১৭ রাত ৩:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।ভালো থাকবেন।
২৮| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: কবি ভাই, এতদিন কোথায় ছিলেন? মাঝে মাঝেই আপনার কথা মনে হয়েছে, আপনার পাতায় গিয়েছি, আমার পাতায় আপনার মন্তব্য মিস করেছি। আর অবাক হয়ে ভেবেছি, দেশী ভাই আমার গেল কোথায়?
ফিরে এলেন চমৎকার একটা কবিতা নিয়ে। অভিনন্দন!
তারপর,পরিযায়ী পাখির চোখে
তোমার বাড়ীর বারোয়ারি পুকুরে
নীলপদ্ম খুঁজেছিলাম আমি -- চমৎকার কাব্য!
"বোকা বালক"-র জন্য কারো হৃদয়ে কীএকটু জায়গা থাকে? -- ২৫ নং মন্তব্যে শামছুল ইসলাম এর এ প্রশ্নটার উত্তর জানতে আমিও আকুল!
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২৯| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪
কল্লোল পথিক বলেছেন:
আপনাদের ভালোবাসায় ফিরে এসেছি বড়ভাই।
হয়তো থাকে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৭ রাত ১১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+
ভাইজান এতোদিন কোথায় ছিলেন ?
কেমন আছেন ?