![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
আমার বুকে যদি বয় উল্টো যমুনা
উজান টানে ভাটি অজানা।
কেমন করে ভুলে যাবো
অামি তোমাকে।
আমার চোখে বর্ষা যদি
বৈশাখে ও না শুকায়,
বুকের জমিনে ধরেছে আজব ঘুণ পোকায়।
কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়,
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়!
কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
বসন্ত বাতাস যদি উল্টো দিকে বয়,
হাজার বছর পরে ও এই বুকে রক্তক্ষরণ হয়।
কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
গভীর নিশীথে চোখের পাতায় যদি ঘুম কথা না কয়,
অবাক চোখের নিরব বর্ষনে বালিশ ভিজে রয়।
তোমার কথা ভেবে যদি
এখনও ভুলে যাই সব গান।
ভবিষ্যৎ ভুলে,
বর্তমানে অতীতে করি অবগাহন।
তবে কেমন করে
ভুলে যাবো আমি তোমাকে?
(রিপোস্ট)
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৬
কল্লোল পথিক বলেছেন:
প্রথম ধন্যবাদ।
২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: অবাক চোখের নিরব বর্ষনে বালিশ ভিজে রয়।
অবাক চোখের নিরব বর্ষনে ভিজে বিজন রয়।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০
কল্লোল পথিক বলেছেন:
দারুন মিলিয়েছেন!
অনেক ভালোবাস জানবেন সুপ্রিয় কবি বিজন রয়।
৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩১
সাহসী সন্তান বলেছেন: কবিতা খুব ভাল হৈসে! অনেকটা গানের কলির মত লাগছিল! তবে পড়তে মন্দ লাগেনি!
শুভ কামনা কবি!
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৩
কল্লোল পথিক বলেছেন:
অনেক,অনেক ভালোবাস জানবেন সুপ্রিয় সাহসী সন্তান ভাই।
৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০
শামছুল ইসলাম বলেছেন: কোন কোন মানুষকে কখনোই ভুলা যায়না !!!!
//কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
গভীর নিশীথে চোখের পাতায় যদি ঘুম কথা না কয়,
অবাক চোখের নিরব বর্ষনে বালিশ ভিজে রয়। //
.
.
//তোমার কথা ভেবে যদি
এখনও ভুলে যাই সব গান।
ভবিষ্যৎ ভুলে,
বর্তমানে অতীতে করি অবগাহন।
তবে কেমন করে
ভুলে যাবো আমি তোমাকে?//
চমৎকার কথামালায় সেই স্মরণ, আমার কাছে অবিস্মরণীয় মনে হয়েছে।
ভাল থাকুন। সবসময়।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শামছুল ইসলাম ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
সুক্ষ্ম অনুভুতি
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: ভুলে যাওয়া সত্যিই সম্ভব নয়।
চমৎকার হইছে ভাইয়া।+++
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
কল্লোল পথিক বলেছেন:
সুপ্রিয় মিরান ভাই,
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
ইন্দ্রনীলা বলেছেন: ভুলে যাওয়া কত যে কঠিন। কবিতায় ফুটে উঠেছে।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
কল্লোল পথিক বলেছেন:
অনুভূতি টুকু বোঝার জন্য ধন্যবাদ সুপ্রিয় ইন্দ্রনীলা।
নিরন্তর শুভকামনা জানবেন।
৮| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
কালনী নদী বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হলো আসলেই তাকে ভুরে থাকা দায়! দাদা।
তোমার কথা ভেবে যদি
এখনও ভুলে যাই সব গান।
ভবিষ্যৎ ভুলে,
বর্তমানে অতীতে করি অবগাহন।
তবে কেমন করে
ভুলে যাবো আমি তোমাকে?
অনেক সুন্দর ++++।
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ কালনী নদী ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
১০| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৪
কালনী নদী বলেছেন: কবিতার সাথে ছবির প্রেমেও পড়েছি ভাই!
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২০
কল্লোল পথিক বলেছেন:
অনেক,অনেক ভালোবাসা জানবেন সুপ্রিয় কালনী নদী ভাই।
১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৫
কালনী নদী বলেছেন:
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ কালনী নদী ভাই।
১২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৩
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগার কবিতা
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫
কল্লোল পথিক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় রুদ্র জাহেদ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সতত শুভ কামনা জানবেন।
১৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৯
কল্লোল পথিক বলেছেন:
অনেক,অনেক ভালো লাগা জানবেন সুপ্রিয় কবি হাফেজ আহমেদ।
১৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়,
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়।" মনে হয় সময়টা ক্যামন আটকে আছে, তাই না? চাইলেই কি আর কাউকে ভুলে থাকা যায়!
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:০৩
কল্লোল পথিক বলেছেন:
অনেক শুভ কামনা জানবেন মুর্শিদ।
ভুলতে পারিনা বলেই আজও অহঃর্নিশ কেঁদে বেড়াই।
১৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৭
নীলপরি বলেছেন: তোমার কথা ভেবে যদি
এখনও ভুলে যাই সব গান।
ভবিষ্যৎ ভুলে,
বর্তমানে অতীতে করি অবগাহন।
তবে কেমন করে
ভুলে যাবো আমি তোমাকে?
অবাধ্য মন , কথা শোনে না । কবিতা খুব ভালো লাগলো । ++
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৪
কল্লোল পথিক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতার্থ সুপ্রিয় নীল পরি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: আবেগমাখা শব্দাবলীতে ভালো লাগা অনেক।
সংযুক্ত ছবিতে মুগ্ধতা!
অনিঃশেষ শুভকামনা কবি।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৯
কল্লোল পথিক বলেছেন:
অনেক ভালোবাসা জানবেন প্রিয় কবি দীপংকর দা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
১৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫১
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
++
০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪১
কল্লোল পথিক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় জেন রসি ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৮| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩০
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫২
কল্লোল পথিক বলেছেন:
যাক বন্ধ হয়ে!
১৯| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:৫৭
পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: দারুন হয়েছে কবিতা । ধন্যবাদ কবি এরকম সুন্দর কবিতার জন্য ।
০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় মিন্টু ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২০| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
যতোই বয়ে যাক যমুনা উল্টো দিকে , যমুনাকে কি ভোলা যায় !
াঅনেক সময় ভুলে যাওয়াটাকেও ভুল করে ভোলা হয়ে ওঠেনা ।
( দ্বিতীয় স্তবকের প্রথম লাইনে কেমন করে ভুলে যাবে কে "যাবো" করে দিন )
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১
কল্লোল পথিক বলেছেন: যতার্থই বলেছেন।
ধন্যবাদ সুপ্রিয় আহমেদ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন
২১| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪
মহা সমন্বয় বলেছেন: এ কখনও ভুলার নয়, হাজার বছর পরে ও এই বুকে রক্তক্ষরণ হয়।
কবিতায় +++
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৯
কল্লোল পথিক বলেছেন:
অনেক ভালোবাসা জানবেন প্রিয় মহাসমন্বয় ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
২২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২
উল্টা দূরবীন বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"উল্টা দূরবীন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১২
কল্লোল পথিক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কাজী ফাতেমা আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০১
ডঃ এম এ আলী বলেছেন: কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
বসন্ত বাতাস যদি উল্টো দিকে বয়,
হাজার বছর পরে ও এই বুকে রক্তক্ষরণ হয়।
দাদা দেহাই লাগে ভুলে যাবেন না যেন , হাজার বছর পরেও দাদার বুকের রক্তক্ষরন আমাদের সয্য হবেনা ।
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় ডঃআলী ভাই।
অনেক,অনেক ভালোবাসা,ও আন্তরিক শুভ কামনা জানবেন।
২৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেমন করে ভুলে যাবো - আমি তোমাকে?
যখন আমি বলে কিছূ নেই
যখন সবই তুমি
আমাকে কি আমি ভুলতে পারি?
আমার আমিতো তুমিই
তোমার তুমিতো আমি
+++++++++++++
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় বিদ্রোহী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৬| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
সোজোন বাদিয়া বলেছেন: পুরো কবিতটাই অপূর্ব। তবুও কয়টা লাইন বিশেষভাবে না তুলে দিয়ে পারলাম না:
"কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়,
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়।"
-ভাল থাকুন।
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি সোজোন বাদিয়া ভাই।
কেমন আছেন?
আপনার কবিতা গুলো কিন্তু অনেক সুন্দর।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২৭| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার প্রেমের কবিতা ! পেইন্টিঙটা ব্যবহার করেছেন অসাধারণ !!!
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৩
কল্লোল পথিক বলেছেন:
প্রিয় ব্লগার গিয়াস লিটন ভাই।
আপনার মত গুনী জনের মন্তব্য পেয়ে প্রীতিত হলাম।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৮| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আবারও কাব্য রস নিয়ে গেলাম। মনোমুগ্ধকর কাব্যশৈলী। খুব-ই ভালো লাগলো। ভলো থাকবেন শুভকামনা রইল।
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৮
কল্লোল পথিক বলেছেন:
আপনিও অনেক ভালো থাকবেন প্রিয় কবি।
অনেক,অনেক ভালোবাসা জানবেন।
২৯| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়,
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়।
দারুণ লাগল। ধন্যবাদ কল্লোল ভাই।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি ও ছড়াকার প্রামনিক ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা প্রতি উত্তরের জন্য । ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৭ ই জুন, ২০১৬ রাত ৩:২৮
কল্লোল পথিক বলেছেন:
অনেক ভালোবাসা জানবেন ডঃ আলী ভাই।
৩১| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৭
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা, প্রিয় কবিকে ধন্যবাদ।।
০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:২২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"প্রথম কথা"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩২| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:০০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।কবিতায়+++++++
০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩৩| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জটিল অনুভূতিজাত সরল প্রশ্নগুলো ভাল লাগলো।
অনেক ভাল থাকবেন।
২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।