![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
তখনও ঈশ্বর তোমাকে গড়েনি
এদোন উদ্দ্যানে আমি ছিলাম একা।
কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
তবুও আমি ছিলাম ভীষণ রকম বোকা ।
কখন যে বুকের একটা বাঁ পাঁজর হারিয়ে গেল
আমি কিছুই বুঝতে পারলাম না
যেমন বুঝিনি আমি তোমার জন্ম লীলা
ঈশ্বর কি দিয়ে গড়লেন তোমাকে মাটি নাকি শিলা!
সেদিন সেন্ট জোসেফের গীর্জায়
সেই লক্ষ,কোটি বছর আগে
হারিয়ে যাওয়া পাঁজর খানা খুঁজেছিলাম!
এখনও গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
বুকের বা পাশে
শুন্যতা বিরাজ করে,রয়েছে খানিকটা ফাঁকা
অথচ ঈশ্বর জানে আমি ছিলাম কতটা বোকা।
সমাধিতে অথবা সর্মপিত দিনে প্রার্থনায় খুঁজি তারে
কিভাবে হারিয়ে গেল কেমন করে!
কেন এমন হয়ে গেল হায় ঈশ্বর!
পবিত্র বইয়ে তা কেন বলোনি
অনেক দিন খুজেছি তারে হাজার বছরের দিবস রজনী।
স্বর্গের দেয়ালে অথবা এদোন উদ্দ্যানে
লেখা আছে আমাদের ভালোবাসা ছিল এক জীবনে।
আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ঈশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল?
কি এক সর্বনাশা কালে অথবা অকালে
আমি এখন ভীষন একা
প্রতিটি সকাল দুপুর বিকেলে।
অথচ আমি নিঃসঙ্গ ছিলাম না
আমার একটা পৃথিবীসম স্বর্গ ছিল
ঘুমের ঘোরে কে কেড়ে নিল!
হায় ঈশ্বর! আমি কত বড় বোকা
প্রথম জন্ম থেকে হয়ে গেলাম একা!
(দ্রষ্টব্যঃকবিতাটি আমি এই ব্লগে কল্লোল আবেদীন নিকে লিখেছিলাম)
২২ শে জুন, ২০১৬ রাত ৮:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় আরণ্যক রাখাল ভাই।
শুভ কামনা নিরন্তর জানবেন।
২| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০
কালনী নদী বলেছেন: আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ইশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল?
সত্যি কবিতায় আপনি অসাধারণ দাদা।
২২ শে জুন, ২০১৬ রাত ৮:৪৮
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন প্রিয় কালনী নদী ভাই?
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৩| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
ওলিনোমান বলেছেন: এই কবিতায় মন্তব্য করার মতো সাহস আমার নাই, শুধু
বলব অপার্থিব আর সৌন্দর্যের ঘেরা।
২২ শে জুন, ২০১৬ রাত ৮:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ওলিনোমান ভাই।
কি যে বলেন ভাই!
সতত শুভ কামনা জানবেন।
৪| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:০৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ বেশ কবি।
দারুণ হয়েছে লেখা ........
আমি টেনে যাই নিজের দেয়ালে
তোমার ভুলে আমার খেয়ালে
কল্পনার এক রেখা!!
২২ শে জুন, ২০১৬ রাত ৯:০৫
কল্লোল পথিক বলেছেন:
অনেক দিন পর!
সুপ্রিয় শামীম ভাই কেমন আছেন?
৫| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
কবিতার গভীরতা আছে; রূপকথা চিরদিন মানুষকে কিছুক্ষণের জন্য হলেও স্বপ্নের ঘোরের মাঝে নিয়ে যায়
২২ শে জুন, ২০১৬ রাত ৯:০৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।
অনেক,অনেক ভালোবাসা জানবেন।
৬| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২২ শে জুন, ২০১৬ রাত ৯:১০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুমন দাদা।
সতত শুভ কামনা জানবেন।
৭| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে জুন, ২০১৬ রাত ১০:০১
কল্লোল পথিক বলেছেন:
অনেক, অনেক ধন্যবাদ জানবেন সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
৮| ২২ শে জুন, ২০১৬ রাত ৯:৫৮
নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর । ++
২২ শে জুন, ২০১৬ রাত ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় নীলপরি আপু।
নিরন্তর শুভকামনা জানবেন।
৯| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:২১
কালনী নদী বলেছেন: আপনার সান্নিধ্যে কালনী সবসময় ভালো থাকার দলে, দাদা।
আশা করি আপনিও ভগভানের কৃপায় ভালো্ আছেন।
আপনার এই কবিতা সত্যি অসাধারণ।
২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ভালো থাকুন,সুস্থ থাকুন এটাই তো চাই ভাই।
১০| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৪১
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ অর্থবোধক কবিতা। চমৎকার।
২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"শুভ্র বিকেল" ভাই।
শুভ কামনা নিরন্তর জানবেন।
১১| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: সমাধিতে অথবা সর্মপিত দিনে প্রার্থনায় খুঁজি তারে
কিভাবে হারিয়ে গেল কেমন করে! - ব্যথাতুর হৃদয়ের এ আর্তি পাঠকের হৃদয়েও রেখাপাত করে যায়।
আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ইশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল? - অসাধারণ অভিব্যক্তি!
কি এক সর্বনাশা কালে অথবা অকালে
আমি এখন ভীষন একা
প্রতিটি সকাল দুপুর বিকেলে - খুবই চমৎকার হয়েছে এই তিন লাইনের অভিব্যক্তিটুকু।
কবিতায় দ্বিতীয় 'লাইক' দিয়ে গেলাম।
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
১২| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: ঈশ্বরে যে বিশ্বাস করে সে একা থাকে না।
কবিতার অজস্রতা ভাল লেগেছে।
++++
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
কল্লোল পথিক বলেছেন:
হয়তো তাই।
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানবেন সুপ্রিয় কবি বিজন দা।
১৩| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় কাজী ফাতেমা।
নিরন্তর শুভকামনা জানবেন।
১৪| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
Ahsan mir বলেছেন: অসাধারন লিখেছেন।
খুবেই ভাল লেগেছে।
এই রকম লেখক যেন আছে আমি বোলে গিয়েছিলাম।
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই আহসান মীর।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৫| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
তাছনীম বিন আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে । কবিকে ভালোবাসা ।
২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৫
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় তাছনীম বিন আহসান ভাই।
১৬| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
হাতুড়ে লেখক বলেছেন: অসাধারণ।
২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ হাতুড়ে লেখক ভাই।
১৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ১১:০৭
প্রথমকথা বলেছেন: অনন্য
প্রিয় কবি ////
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"প্রথম কথা"।
নিরন্তর শুভকামনা জানবেন।
১৮| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:০০
খোলা মনের কথা বলেছেন: গভীর ভাবনা ভিতর ফেলে দিলেন ভাই। এমন কিছু লেখা আছে যেগুলো পড়লে তার ভিতরে চলে যায়। এটিও তার ভিতর একটা
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই,
সুপ্রিয়"খোলা মনের কথা"।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
১৯| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:১২
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ইশ্বর বানান ভুল ঠিক করে নেন ভাই। (ঈশ্বর)
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই প্রন্তিক বাঙ্গালী।
২০| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:১২
কাঙ্গালসুজিৎ বলেছেন: ভাল লেগেছে আপনার লেখটা।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:২১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই,প্রিয়"কাঙ্গালসুজিৎ"।
২১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ইশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল?
কি আর বলব, ভাইয়ু,,
ভালোলাগা রেখে যেতে বাধ্য!
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ,
সুপ্রিয়"তুহিন ভাই"।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
২২| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:২৩
মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতায় সবময়ই আমি একটু ভিন্ন ধরণের ফ্লেভার পাই, হ্রদয়ে দাঁগ কেঁটে গেল।
২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:০২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ,
সুপ্রিয়"মহাসমন্বয়"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
২৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮
ফরিদ আহমাদ বলেছেন: ছন্দমিলে কবিতার সৌন্দর্য একটু ম্লান মনে হলো।
তাই বলে খারাপ হয়নি,আপনার প্রথম সারীর কবিতা নয়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: খুঁজেছিলাম। ফাঁকা।
কবিতা ভাল লেগেছে, বেশ