![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমাদের কোন "কফি হাউস" ছিল না।
আমরা শফিকুলের টং চায়ের দোকানে
তিনটা চা পাঁচটা করে পাইলট খেতাম।
রতনের মুখেই আমরা
প্রথম কফির গল্প শুনেছিলাম!
সে বলেছিল
ও জিনিষ খেতে পোড়া,পোড়া লাগে
আর স্বাদটা বিটকেলে।
তাই শুনে
শফিকুল বলেছিল
"তাহলে পুড়ে গিয়েছিল বুঝি"!
হাসতে হাসতে সে দিনের আড্ডা
শেষ হয়েছিল।
কত রাজা উজির মেরে মধ্য রাতে
বাড়ী ফিরতাম।
বেনসন তখন আমাদের কাছে
স্বপ্ন ছোঁয়ার মত
সস্তা ব্রিষ্টল সিগেরেটে
নিজেকে ম্যাকগাইভার মনে করতাম।
"চে গুয়েভারা" তখনও স্টাইল আইকন হয়ে উঠেনি
রীতিমত বিপ্লবী।
আলম বলেছিল
লাল পতাকারা এদিকেও আসছে।
আমি বলেছিলাম "সিরাজ শিকদার" নয় "চে গুয়েভারা।
ও বলেছিল একই ব্রান্ড আলাদা প্রোডাক্ট।
কি ছিল না!
সেই আড্ডায়,
মাধুরী দীক্ষিত থেকে অক্ষয়।
আমজাদ খানের "শোলে"
"বেদের মেয়ে জোৎস্না"
থেকে পাড়ার মেয়ে সখিনা।
আমাদের সুজনতো "সুজন সখি"
দেখেই এখন চার সন্তানের গর্বিত পিতা।
সেদিন শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব।
(রিপোস্ট)
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শামীম ভাই।
নিরন্তর ভালোবাসা জানবেন।
২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫০
শায়মা বলেছেন: ভাইয়া
১০০তে ১০০০
অনেক অনেক ভালো লাগা!
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শায়মা আপু।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫০
ঘটক কাজী সাহেব বলেছেন: আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব।
নিজেকে ম্যাকগাইভার মনে করতাম।
হ্যালো ম্যাকগাইভার, রং চটা জিন্সের প্যান্ট পড়া... সম্ভবত ডলি সায়ন্তনি তখন একটা গান করেছিলেন, ম্যাকগাইভার কে নিয়ে। আবছা মনে পড়ে, তখন আমি বেশ ছোট ছিলাম।
ভালো থাকুন পথিক ভাই সব সময়।
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৬
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন ঘটক কাজী ভাই?
ভালো লাগা অনিঃশেষ জানবেন।
৪| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৩
সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ ভাইয়া। ভাল লাগাই পরিপূর্ণ
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় "সিগনেচার নসিব"ভাই।
নিরন্তর ভালোবাসা জানবেন।
৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৩
ইকরাম উল হক বলেছেন: আমাদের সুজনতো "সুজন সখি"
দেখেই এখন চার সন্তানের গর্বিত পিতা।
সুজন সাহেবের সেকি উত্তেজনা !!
কবিতায় দারুন স্মৃতিচারণ
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় "ইকরাম উল হক"ভাই,
নিরন্তর ভালোবাসা জানবেন।
৬| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৬
হাসান মাহবুব বলেছেন: সময়ের পরিক্রমায় জীবনের পট পরিবর্তন, কিছু স্মৃতি, কিছু অনুভূতি...
ভালো লাগলো।
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় হাসান মাহবুব ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ,
অকৃত্রিম শুভকামনা জানবেন।
৭| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
তারেক ভূঁঞা বলেছেন: সামুর সেরা গল্প
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় তারেক ভাই।
ভালোলাগায় শুভেচ্ছা জানবেন।
৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০২
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন।
প্রিয় সুমন দাদা,
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
৯| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
জুন বলেছেন: নষ্টালজিক কবিতা। অনেক স্মৃতি জাগিয়ে দিলেন একটি কবিতায় কল্লোল পথিক।
অনেক ভালোলাগা।
+
২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় জুন আপু।
স্মৃতি বড়ই বেদনাময়, তাই ব্যার্থ জীবনের না পাওয়ার বেদানাকে
খুজে আমার এই পথচলা!
শুভ নিরন্তর জানবেন।
১০| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
কালনী নদী বলেছেন: কি ছিলো না!
সেই আড্ডায়।
মাধুরী দীক্ষিত থেকে অক্ষয়।
আমজাদ খানের "শোলে"
"বেদের মেয়ে জোৎস্না"
থেকে পাড়ার মেয়ে সখিনা।
আমাদের সুজনতো "সুজন সখি"
দেখেই এখন চার সন্তানের গর্বিত পিতা।
আর আপনারা আমাদের নতুন প্রজন্মের হিরো! দাদা।
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ কালনী নদী ভাই।
সময়ের ব্যাবধানে সব ভেসে চলে যায়।
শুভকামনা নিরন্তর জানবেন।
১১| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
কি করে যেন সব বদলে বদলে যায় !
হয়তো খোকার মুখেই আড্ডার গল্পটা শুনবেন তবে সে গল্পে পুরনো সেই দিনের কথা থাকবেনা .............।
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ আহমেদ জী এস ভাই।
যথার্থই বলেছেন,
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১২| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: বেনসন তখন আমাদের কাছে
স্বপ্ন ছোঁয়ার মত
সস্তা ব্রিষ্টল সিগেরেটে
নিজেকে ম্যাকগাইভার মনে করতাম।
হা হা হা
ভালো লাগলো ধন্যবাদ
ভালো থাকুন।
৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
সতত শুভকামনা জানবেন।
১৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৫৭
গেম চেঞ্জার বলেছেন: কফি হাউজ ছিল না তো কি হয়েছে, চা স্টল! সেটা কম কী!
ভাল হয়েছে (+)
৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৪০
কল্লোল পথিক বলেছেন:
কেমন আছেন সুপ্রিয় সুহৃদ গেমু ভাই?
পাঠে ও মন্তব্যে কৃতার্থ,
শুভকামনা জানবেন।
১৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫৯
পুলহ বলেছেন: ওয়ান্ডারফুল। সহজ সরল কথামালায় ভাবের কি গভীর প্রকাশ! এমন কবিতা পড়তেই ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে...
যে কবিতার মধ্য দিয়ে কবিরা গল্প বলে যান রতন, শফিকুল কিংবা সুজনের...
অ-সা-ধারণ!
৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:০৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
পুলহ ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
১৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
ভালো থাকবেন। সবসময়।
৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:১০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় সুহৃদ কবি দীপংকর চন্দ দা।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
১৬| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:১৪
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ভালো লাগল । +++++++
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ ব্লগ সার্চম্যান ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
১৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: হোটেল ছিল।। মালিক ভিন্ন হলেও হাবেভাবে আমরাই ছিলাম হর্তাকর্তা।। কখনো সময়ের কোন বাধাধরা নিয়ম ছিল না।। ৪/৫ জন হলেই কোনের টিবিলটাতে বসতাম।। বেশী হলে অন্য টেবিল থেকে চেয়ার এনে ঠাসাঠাসি করে বসা।।চা ভাগাভাগি করে খাওয়া।। উচ্চস্বরে কথা।। মাঝে মাঝে লেগেও যাওয়া।। টাকা থাকলে বিল দিলাম না হলে বেড়িয়ে গেলাম।। আমি অবশ্য পরে কিছু টাকা ধরিয়ে দিতাম মালিককে।। বেচারী তাতেই খুশী।।
আর তখন কফি হাউজতো দুরের কথা কফির নামই বোধহয় জানতাম না।। শুধু মানার গানে ছাড়া।।
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"সচেতনহ্যাপী"ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
১৮| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: আগেই পড়েছিলাম। খেয়াল আছে।
সুন্দর
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ"আরণ্যক রাখাল"ভাই।
সতত শুভকামনা জানবেন।
১৯| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:০৩
নীলপরি বলেছেন: বাহ অপূর্ব লাগলো।++
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:২৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ নীলপরি।
শুভকামনা নিরন্তর জানবেন।
২০| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: প্রথম পোস্টেও একিই রকম ভালোলাগা ছিল। এ এক এমন সময়ের স্মৃতি যা সারা জীবন ভালো লাগবে।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৩২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় সুহৃদ বাবুই ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
২১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টটি যখন পড়তেছিলাম তখন আমার মিউজিক প্লেয়ার এ এই গান টি চলতেছিল।
ঘুমন্ত শহরে, রূপালী রাতে,
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে,
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি, আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাধন ছিড়ে,
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে,
অনন্ত প্রেম দিয়েছি উজার করে,
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেটেছি বাধা দুটি হাতে।
দূর আধারের ভালবাসায় হারাতে,
ছুটে ছিলাম সেই রূপালী রাতে।
পুরনো সব কিছুই ভালো।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয়"গোফরান চবি"ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
২২| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার মাধ্যমে জীবনের গল্প ! চমৎকার লিখেছেন কল্লোল দা , একদম অন্য রকম স্বাদ পেলাম ।
আমাদের যুগে বেনসন এর প্রচলন কম ছিল , ছিল বাংলা ফাইভ । আমরা সিজার ফুকতাম । কখনো একটাতে চার জনের সুখটান চলতো ।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ গিয়াস লিটন ভাই।
অনিঃশেষ ভালোবাসা জানবেন।
২৩| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: স্মৃতি জাগানিয়া লেখা! উদাস হয়ে যাওয়ার মতো!
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ আমার প্রানের মুর্শিদ সাধু ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
২৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:১৩
জেন রসি বলেছেন: স্বপ্ন দেখার সে দিনগুলি!
এক কথায় চমৎকার।
++
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ"জেন রসি ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
২৫| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৭:৩৯
আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ হয়েছে। সুপ্রিয় দাদা।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৫০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"রকি"ভাই।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
২৬| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: তিনটা চা পাঁচটা করে পাইলট খেতাম - এ চায়ের স্বাদই ছিল কত আলাদা, কত আকাঙ্খিত!
কবিতায় স্মৃতিচারণ পড়ে মুগ্ধ হ'লাম।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
শুভকামনা নিরন্তর জানবেন।
২৭| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০
খোলা মনের কথা বলেছেন: সেদিন শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব। অসাধারণ
কপি হাউজের আড্ডাটার আগের পর্ব মনে হয় এটা ছিল। ধন্যবাদ কল্লোল ভাই
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"খোলা মনের কথা"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।
২৮| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০
উদাসী স্বপ্ন বলেছেন: সময় প্রবাহ নিয়ে খটকা লাগছে
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
কল্লোল পথিক বলেছেন:
কোন সময় থেকে কোন সময়,একটু বলবেন কি?
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
শুভকামনা নিরন্তর জানবেন।
২৯| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:১১
ঝরা পাতার ক্ষরা দিন বলেছেন: সুন্দর সব ভাবনা । ভালো লেগেছে ।
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয়"ঝড়া পাতার ক্ষরা দিন"
নিরন্তর শুভকামনা জানবেন।
৩০| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৫
কালনী নদী বলেছেন: আজকের সকালে আপনার কবিতা পড়ে মনটাকে প্রবিত্র করে নিলাম।
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয়"কালনী নদী" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ,
অকৃত্রিম শুভকামনা জানবেন।
৩১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: মান্নাদের কফিহাউজ গানটিই কি এই কবিতা লেখার অনপ্রেরণা?
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি বিজন দা।
অনুপ্রেরণা নয় অনেকটা না পাওয়ার ক্ষোভ বা বেদনা থেকেই কবিতাটি লিখেছি।
নিরন্তর ভালোবাসা জানবেন।
৩২| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৬
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লাগল কবি । ঈদ মোবারক।
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪২
কল্লোল পথিক বলেছেন:
ঈদ মোবারক।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
প্রিয় আরেফীন ভাই,
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
৩৩| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি একজন দারুণ গল্পকার। কিন্তু কবিতা লেখেন।
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় রাজপুত্র ভাই।
হয়তো গল্প লিখতে পারি না বলেই কবিতা লিখি।
৩৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমাদের আছে এনায়েত এর টং চায়ের দোকান....
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২
কল্লোল পথিক বলেছেন:
এনায়েত অথবা শফিকুলেরএর টং চায়ের দোকানেই আমাদের কফি হাউস!
৩৫| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম। পড়তে পড়তে নস্টালজিয়ায় পেয়ে বসেছিল! সত্যিই সেদিনকার সেদিনগুলো কী ফিরে আসবে? খুব ভালো লাগলো। ধন্যবাদ ভালো থাকবেন।
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ মোঃ মইনুদ্দিন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৩৬| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় অগ্রজ"প্রামানিক"ভাই।
৩৭| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: লিখেছ ভাল কিন্তু আমাকে যে ভুলে গেলে
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩
কল্লোল পথিক বলেছেন:
কি যে বলো দাদা,তোমাকে ভুলে থাকা যায়!
৩৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫২
ডঃ এম এ আলী বলেছেন: কবিতার অনুভুতিগুলি হৃদয় গভীরে
বসে গেছে । এখন হাতরিয়ে
বেরাচ্ছি অতীত দিনের
স্মৃতি গুলি ।
কবিতাটি ভাল লাগার সাথে
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় অগ্রজ"ডঃ আলী"ভাই।
৩৯| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার ভাবে অতীতের বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতায়। হৃদয়ের ছুঁয়ে গেল কবি। অতীত ভেঁসে উঠল হৃদয়ের আয়নায়।
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ কবি হাফেজ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৪০| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২
ফরিদ আহমাদ বলেছেন: দূর্দান্ত লিখেছেন।
শেষ বাক্যে... বিশ্লেষণ করতে পারছিনা।
৪১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩
আরাফআহনাফ বলেছেন: "সেদিন শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব। "
আড্ডা আর আড্ডার স্মৃতিচারণ নস্টালজিক করে দেয় - প্রজন্ম থেকে প্রজন্মান্তর চলবে এমনি.....। আমাদের শুধু খেয়াল রাখতে হবে আমাদের খোকাদের দিকে, তারা না যেন আড্ডাটা ভুলে যায়, অতি আধুনিকায়নের যাঁতাকলে।
ভালো থাকবেন কবি, নতুন নতুন কবিতার আশায় আছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: রতনের মুখেই আমরা
প্রথম কফির গল্প শুনেছিলাম।
.........সেদিন শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব।
কি দূর্দান্ত লাইনগুলো!!!!
আমার পড়া আপনার সবচেয়ে সেরা লেখা!!!