![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
ভুলে যেতে যেতে আমাকে তোমার মনে পড়বে
অপ্রেমে কাটানো পাঁচটি ফুল না ফোটা বসন্তদিনের পর
আমার জন্য তোমার বুকে প্রেম উথলে উঠবে।
থমকে যাবে তুমি,তোমার চোখের কোনে জল চিকচিক করবে
স্কুল পড়াতে ভালো লাগবে না তোমার।
প্রিয় ছাত্রের হাসিমুখ দেখতে ইচ্ছে করবে না
পাশের বাড়ীতে যেতে ভালো লাগবে না
কিছুই ভালো লাগবেনা তোমার!
বিষন্ন বিকেলের খুনসুটি গল্প সবকিছু ছেড়ে
হঠাৎ তুমি ঘরে দরজা দিয়ে কেঁদে নিবে একটা প্রহর
তোমার সহকর্মী,স্বজন,সন্তান কেউ কিছু জানবে না
এমনকি জানবে না তোমার শহর।
আমার কথা মনে পড়ে তোমার নির্ঘূম রাত কেটে যাবে
তখন হয়তো গ্রাম ঘুমাবে,শহর ঘুমাবে
এমনকি রাত ঘুমাবে কিন্তু তুমি ঘুমাবে না।
তোমার মনে পড়বে
আমাদের প্রথম অভিসারে দমবদ্ধ সময়ের কথা
প্রথম কবে কোথায় দেখা হয়েছিল
মনে পড়বে
কি রঙের জামা পরেছিলে সেদিন
কেমন ছিল সেদিনের রবিবার
ঝলমলে রৌদ্রজ্জ্বল নাকি এমনি একটা মেঘলা দুপূর।
অনেকগুলো দিন,মাস,বছর পেরিয়ে যাবে
তবুও তোমার মনে পড়বে
রাস্তার মোড়ে,পেট্রোল পাম্পে,বইয়ের দোকানে
রেস্তোরাঁয় অথবা তোমার স্কুলমাঠে।
মনে পড়বে
রানীশংকৈলের বসন্তদিনের স্মৃতি
ভাওয়ালগড়ের লালমাটিতে বনজোস্ন্যাৎয় অভিমানী রাতের নিস্তব্ধতা।
সিঁদুরমতি দীঘির টলটলে জলে ভালোবাসার প্রথম লুকোচুরি
চৈত্রের শেষদিনে আমার পাঞ্জাবীতে লেগে যাওয়া
তোমার লাল দাগ।
রাতদূপুরে ঘরেফেরা আমার অপেক্ষায়
তোমার ঘুমজড়ানো ঢুলুঢুলু চোখের নিবে যাওয়া ঘুম।
টেকনাফ বীচে কাটানো একটা সন্ধ্যা
নয়টি ফুলফোটা বসন্তের স্মৃতি তোমাকে কুড়ে কুড়ে খাবে
স্মৃতির নীল যন্ত্রনায় পাগল হয়ে যাবে তুমি।
দিন পেরোবে,মাস পেরোবে এমনকি কয়েক হাজার বছর
পেরিয়ে যাবে তবুও আমাকে ভুলতে পারবে না তুমি।
যখনি একা থাকবে
আমার নাম শুনবে
আমার লেখা কবিতা পড়বে
আমার দেওয়া উপহারে
আমাকে তোমার মনে পড়বে।
যদি কোনদিন আমাকে ভুলে যেতে চাও তুমি
সেদিনও তোমার একলা দুপূরে স্মৃতির দুয়ারে কড়া নাড়বো আমি।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
কল্লোল পথিক বলেছেন:
মনে পড়তেই হবে।
ধন্যবাদ ওমেরা পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
২| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫
ওমেরা বলেছেন: মানুষ কে অভিশাপ দিকে হয় না অনেক সময় সেটা নিজের উপরই ফিরে আসে ।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫
কল্লোল পথিক বলেছেন:
হতে পারে!এটাও একটা পাপ
তবুও তারে আমি দিবো অভিশাপ।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২০
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯
কানিজ রিনা বলেছেন: জীবন থেকে পালানো মানুষটা আসলে আপন
ছিলনা। যে আপন হয় সে কখনও পালায় না।
বিশ্বাস ভঙ্গ করা কষ্টগুলই মনে পড়ে। সুখের
স্মৃতিগুল কষ্টের মাঝে আড়াল হয়ে যায়।
যে চলে যায় সে কখনও আপন ছিলনা।
বিশ্বাস ঘাতকগুল আপন সন্তানের সাথে
ভালবাসা টিকিয়ে রাখতে পারেনা।
কবিতা ভালই লাগল, ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুহৃৎ কানিজ রিনা।
মন্তব্যের সাথে সহমত।
সতত শুভকামনা জানবেন।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১
ওমেরা বলেছেন: অভিশাপ দিয়ে শুধু শুধু নিজের পাপ বাড়িয়ে কি হবে তার চেয়ে তার জন্য দোওয়া করেন সে যেন ভাল থাকে সুখে থাকে , তাহলে আল্লাহ আপনারও ভাল করবেন ।
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
৬| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩
মৌমুমু বলেছেন: কল্লোল ভাইয়া, অনেকদিন পর কোন লিখা এতততততত ভালো লাগলো।
প্রতিটি প্যারার প্রতিটি লাইন চমৎকার। জানিনা কেন আপনার লিখায় রবিবারটাই কেন উল্লেখ হয়েছে!
কোন স্পেশাল কারনবশত প্রতিটি রবিবারই আমার খুব প্রিয়।
কবিতার প্রতিটি লাইনের জন্য +++++++++++++++++++++++++++...........।
খুব সুন্দর! অনেক শুভকামনা। ভালো থাকবেন ভাইয়া।
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ মৌমুমু।
রবিবার আমাদের প্রথম দেখা হয়েছিল।
আপনি আমার"কেউ মনে রাখেননি "
কবিতা টি পড়ে দেখতে পারেন।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
৭| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এত কিছু মনে পড়লে জীবন চালাবে কিভাবে?
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩
কল্লোল পথিক বলেছেন:
তাই!
কৃতার্থ ভ্রাতা।
৮| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
অনেককাল ভালোবাসা থাকুক অটুট।
৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আসলে, আপনার ভালোবাসার অনুভুতি এতই বড়? আপনি আপনার চির উপস্হিতি রেখে এসেছেন?
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১
কল্লোল পথিক বলেছেন:
যথার্থ বলেছেন গাজী ভাই।
১০| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: কবিতা কবিতার মতই হয়েছে!
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সা সু শাহী!
নিরন্তর শুভকামনা জানবেন।
১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার লেখা পড়লাম। কেমন আছেন?
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
কল্লোল পথিক বলেছেন:
হুম মোটামুটি অনেকদিন পর!
এই আছি। আপনি কেমন আছেন ভ্রাতা?
১২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছলনাময়ীদের কোনকিছুতেই কিছু যায় আসে না; ওরা ঠিকই সব ভুলে যায় ।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
১৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
কানিজ ফাতেমা বলেছেন: যদি একপক্ষ প্রফেশনাল হয়, মনে রাখা-না রাখায় কি সত্যিই কিছু এসে যায় কারো ?
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২
কল্লোল পথিক বলেছেন:
ঠিক বলেছেন।
কারো কিছুই যায় আসে না।আবার কারো অনেক কিছু যায় আসে।
১৪| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা দীর্ঘ হলেও উপস্থাপন চমৎকার !!!
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই। সময় নিয়ে পড়ার জন্য।
১৫| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে কল্লোল ভাই কিন্তু দৈর্ঘ্য পেরুতে কষ্ট হইছে
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
কল্লোল পথিক বলেছেন:
কি খবর ভাই,কেমন আছেন?
অনেক দিন পর!
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
প্রথমকথা বলেছেন: ভীষণ ভাল লেগেছে। সুন্দর কবিতা।
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: পরিপূর্ণ কবিতা। ভীষণ সুন্দর ।
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
আরাফআহনাফ বলেছেন: অনেকদিন আপনার দেখা পাই না,
কোথায় হারালেন???
১৯| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ফিরে আসুন কবি! আমরা আপনার কবিতা চাই আরো আরো....
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ফিরে আসুন কবি অনেকদিন আপনার নতুন কবিতা দেখছিনা, ফিরে আসার অনুরোধ রইল।
আপনার মেইল টা দিন।
২১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে। কবিতায় প্লাস +
আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত। কেমন আছেন?
২২| ০৬ ই মে, ২০২২ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: আপনিও হারিয়ে গেলেন!!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩
ওমেরা বলেছেন: হয়ত মনে পড়বে । আবার নাও পড়তে পারে ! কোন গ্যারান্টি দেয়া যাবে না ।
কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।