![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমার প্রেমিক হবার কথা ছিল!
কথা ছিল সহস্র প্রেমিকার পরান গাঙে পালতুলে
আমি হবো ফেরারি প্রেমিক,
তুমুল প্রেমেজর্জর,হুলস্থুল প্রেমিক!
মায়াবীনি নারীর জন্য আমিও হেটেছিলাম যোজন যোজনদূর।
জন্মের পর জ্যোতিষী বলেছিল
"রবিতে রাজযোগ,সোম সপ্তমীতে,মঙ্গলে মালব্য,
বুধ পঞ্চমীতে,বৃহস্পতি তুঙ্গে,শনিদেব রাহুর গ্রাসে"
এ ছেলে নির্ঘাৎ প্রেমিক হবে!
তাই শুনে পিতামহী বলেছিলেন
"অমন কথার নিকুচি করি!ধনেপুত্রে গৃহে লক্ষীর বসতি হোক,
এই কামনাই করি"।
পিতামহ বলেছিলেন
"পুরুষ মাত্র প্রেমিক হবে এ আর নুতন কথা কি!"
প্রেমিক নয়,প্রকৃতির বিপরীতে পুরুষ হবার অপরাধে
বুকে টেনে নিয়েছিলাম নক্ষত্রের শতভাগ নিঃসঙ্গতা!
নিষিদ্ধ গন্ধমের আর্কষণে নরকের নীল যন্ত্রনায় কেটেছে বহুকাল,
অবিরাম ব্যর্থতায়,মুখথুবড়ে পড়ে আছে আমার পরম পৌরষ!
অথচ আমার প্রেমিক হবার কথা ছিল।
২৫ শে মে, ২০১৭ রাত ৮:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ সুমন দাদা।
আশা রাখি ভালো আছেন।
২| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
বৃহস্পতি হয়তো সামান্য টলে গেছে কক্ষপথ থেকে, শনি এসেছে কাছাকাছি; সময় বদলাবে, নিউটনের গতির সুত্র শনির উপরও খাটে।
২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৫
কল্লোল পথিক বলেছেন:
যথার্থ বলেছেন সুপ্রিয় অগ্রজ চাঁদগাজী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
৩| ২৫ শে মে, ২০১৭ রাত ১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অসাধারণ কবিতা দাদাভাই!! মন ঘরেরকথা।। +++++
ছিল আমার সুখের একটা ঘর
ছিল ভালোবাসায় পরিপূর্ণ
স'দায় দুই অন্তর।।
শূন্য ঘরে একলা আমি...।।
চোখেরজলে বুক ভাসাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় নয়ন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৪| ২৫ শে মে, ২০১৭ রাত ১:০৪
রাবেয়া রাহীম বলেছেন: প্রেমিক নয়,প্রকৃতির বিপরীতে পুরুষ হবার অপরাধে
বুকে টেনে নিয়েছিলাম নক্ষত্রের শতভাগ নিঃসঙ্গতা!
নিষিদ্ধ গন্ধমের আর্কষণে নরকের নীল যন্ত্রনায় কেটেছে বহুকাল, বেশ নতুনত্ব আর মুন্সিয়ানার ছাপ । অপূর্ব
পৌরষ-- পৌরুষ হবে কি??
২৫ শে মে, ২০১৭ রাত ১০:৪৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় রাবেয়া রাহীম।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।
পরামর্শ সাদরে গ্রহন করলাম।
৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
মায়াবীনি নারীর জন্য আমিও হেটেছিলাম যোজন যোজনদূর।
তপ্ত নিঃশ্বাস!! শূন্যতা!!
২৫ শে মে, ২০১৭ রাত ১০:৫৩
কল্লোল পথিক বলেছেন:
আবারও ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ নয়ন ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১:২২
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ কথামালা। কবিতায় লাইক।
২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৫১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ শোভন ভাই।
শুভকামনা নিরন্তর জানবেন।
৭| ২৫ শে মে, ২০১৭ রাত ১:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা
যেমনি কথা মালা তেমনি সুর তেমনি ছন্দ, শুধু এক রাশ মুগ্ধতা ,
তাই গেল যে প্রিয়তে ।
প্রেমে পরা , না পরা কিংবা পরেও ব্যর্থতায় কেবল অভিমানই হয়, অনুতাপ হয়না ,
প্রেমে পরা কিংবা না পরার ক্ষতে কেবল জ্বলনই হয় , ছাই কেও হয়ে যায় না ,
তাইতো প্রেমিক হৃদয় শুধু আড়চোখের স্বপ্ন দেখে , অবিরাম ব্যর্থতায়,মুখথুবড়ে
পড়ে পরম পৌরষ খুঁজে , কাকনের শব্দ শুনে, নাভির গভিরতার দুরত্ব মাপে
নরম নরম বুকের হলুদ পেলব কবিতা লেখে ।মিলনে জীবনে বিরহ আর
মরনে শান্তি খুঁজে ।
অনেক শুভেচ্ছা রইল ।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:০৩
কল্লোল পথিক বলেছেন:
অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় অগ্রজ ডঃএম এ আলী ভাই
৮| ২৫ শে মে, ২০১৭ রাত ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:০৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ
৯| ২৫ শে মে, ২০১৭ সকাল ৭:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ
১০| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৫৮
হাসান মাহবুব বলেছেন: প্রেমিক নয়,প্রকৃতির বিপরীতে পুরুষ হবার অপরাধে
বুকে টেনে নিয়েছিলাম নক্ষত্রের শতভাগ নিঃসঙ্গতা!
এই লাইনটাতে কেমন আটকে গেলাম। প্রকৃতির বিপরীতে বলছেন কেন?
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:১৬
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর প্রশ্ন।
এখানে আমি প্রকৃতি বলতে নারীকেই বুঝিয়েছি তবে সহজিয়া ভাবধারায়।
ধন্যবাদ।
১১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
++++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:১৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।
১২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন
প্রেমিক হয়েই যান তবে
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:১৯
কল্লোল পথিক বলেছেন:
শুকরিয়া।
তবে হতে পারিনি।
১৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৬
ধ্রুবক আলো বলেছেন: "পুরুষ মাত্র প্রেমিক হবে এ আর নুতন কথা কি!"
অসাধারন ,খুব ভালো লাগলো কবিতা +++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।
১৪| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৬
ধ্রুবক আলো বলেছেন: "পুরুষ মাত্র প্রেমিক হবে এ আর নুতন কথা কি!"
অসাধারন ,খুব ভালো লাগলো কবিতা +++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।
১৫| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:২০
প্রামানিক বলেছেন: অসাধারন, খুব ভালো লাগল। ধন্যবাদ
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২২
কল্লোল পথিক বলেছেন:
কৃতার্থ অগ্রজ।
১৬| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:০২
ব্রতশুদ্ধ বলেছেন: পইড়া বড্ড শান্তি পাইলাম ভাইয়ে। ++++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুহৃৎ ব্রতশুদ্ধ।
১৭| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবিরাম ব্যর্থতায়,মুখথুবড়ে পড়ে আছে আমার পরম পৌরষ!
অথচ আমার প্রেমিক হবার কথা ছিল।
কথা দিয়ে কেউ কথা রাখে না! পরমের আর কি দুষ
ভাল লাগা একরাশ
+++++++++++++++++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৪
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ সুপ্রিয় সুহৃৎ
১৮| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনে প্রশান্তি যোগ হলো।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১৯| ২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭
নূরএমডিচৌধূরী বলেছেন: অসাধারণ কবিতা
সত্যি অসাধারণ
প্রশংসার দাবিদার
ভাল থাকবেন
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৬
কল্লোল পথিক বলেছেন:
আপ্লুত হলাম।
ধন্যবাদ সুহৃৎ
২০| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭
সিগনেচার নসিব বলেছেন: কবিতা ভাল লেগেছে
০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ। কেমন আছেন?
২১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:২০
মুমু পাখি বলেছেন: গুরু আপনার লেখা স্বতন্ত্র আর সুন্দর, আরো লিখে পড়ার সুযোগ দিন এই অধমকে।
১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫১
কল্লোল পথিক বলেছেন:
শুকরিয়া।
শুভকামনা জানবেন। মুমুপাখি।
২২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৮
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন কল্লোল পথিক ভাইয়া। সত্যি খুব মিস করতাম আপনার লিখা।
আশা করি ভালো আছেন। শুভকামনা জানবেন।
১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫২
কল্লোল পথিক বলেছেন:
আপনিও শুভকামনা জানবেন মৌমুমু।
২৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৪১
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর পরিচন্ন কবিতা।
ভালোলাগা জানবেন।
১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।
কেমন আছেন প্রথম কথা?
২৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৮
বে-খেয়াল বলেছেন: সুন্দর কবিতা, কবিতা পাঠে ভাল লাগলো, ভাল থাকবেন।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।শুভকামনা।
২৫| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৩১
শূন্যনীড় বলেছেন: অসাধারণ কবিতা। +++++
লক্ষীর জায়গা ধনবানের ঘরে হয় না ভাই! লক্ষীরা সবসময় অবহেলিতই থেকে যায় সমাজ সংসারে।
মানুষ যেদিন প্রেমিক হবে সেদিন জগৎ সংসারে শান্তি খেলা করবে এটাই ঠিক ভাই।
কিন্তু মানুষ প্রেমিক না হয়ে ঘাতকে পরিণত হচ্ছে দিনদিন।
অনেক সুন্দর কবিতা উপহার দেয়ায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা আপনার জন্য।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫১
কল্লোল পথিক বলেছেন:
নিরন্তর ভালোবাসা জানবেন।
২৬| ১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪
নাগরিক কবি বলেছেন: আপনার লেখা আমি মিস করেছি, কিন্তু তাই বলে আপনাকে ভুলিনি। এসে পড়ে গেলাম ও চোখেমুখে করে কবিতার আভা নিয়ে গেলাম।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪
কল্লোল পথিক বলেছেন:
অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।
২৭| ১২ ই জুন, ২০১৭ রাত ২:৩৭
উম্মে সায়মা বলেছেন: কবিতাটা খুব ভালো হয়েছে কল্লোল ভাই। আগে চোখে পড়েনি!
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ উম্মে সায়মা।
২৮| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২
জেন রসি বলেছেন: শেষের পাঞ্চলাইন দুটো বেশ হয়েছে।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ জেন রসি।
২৯| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০৫
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ঈদ মোবারক। আপনিও ভালো থাকুন।
৩০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:২৭
ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক
জীবন হোক আনন্দময়
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ঈদ মোবারক।
৩১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই ?
ভালো থাকুন এই কামনাই করি সবসময়।
নতুন কবিতা চেয়েছিলাম ভাই......
৩২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিন যায় কথা থাকে ।
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
প্রথমকথা বলেছেন: অল্পতে অনেক সুন্দর আবেদন। এক কথায় কবিতাতে প্রাণ আছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।