নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আগুন

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৭



আমার বুকে যে আগুন জ্বলে
সে আগুন কে জ্বেলেছিল?
যে আগুনে জ্বলছি আমি
সে ভালোবাসা কে শিখিয়েছিল?

হেলালের বুকে জ্বলেছিল
হেলেনের আগুন।
আমার বুকে শুধুই আগুন
আসে নাই ফাল্গুণ।

সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা।
সেই আগুনে জ্বলছি আমি
করো নাই করুনা।

বৃষ্টি ভেজা কান্না আমার
রৌদ্রে মাখা অভিমান।
তবে জ্বালাও আগুন
আমি করবো না নির্বাপন!

(রিপোস্ট)

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ সকাল ১১:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আগুনে জ্বলে জ্বলে হয়তো একদিন আরও খাটি হবেন।
কারও বুকে আগুন জ্বেলেও সেলিব্রেটি হওয়া যায় বাহ বেশ লিখেছেন।
সুনীলেন বরুনার কতই না সৌভাগ্য

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৩

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"মোস্তফা সোহেল"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

২| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"কাজী ফাতেমা"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভীষণ ভাল লেগেছে প্রিয় কবি, রিপোস্ট হলেও নতুনের মত লাগছে, ভাল থাকবেন।

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ কবি"আরেফীন"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৩

আলোরিকা বলেছেন: সর্বনাশা আগুন থেকে দূরে দূরে থাকাই উত্তম । প্রেমাগুনের কবিতা ভালই হয়েছে ------ বিশেষ করে এই লাইনদুটি

সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা। :)

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৬

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ "আলোরিকা"।
সতত শুভ কামনা জানবেন।

৫| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: হু । বুঝলাম । তবে ছন্দ ও গদ্যের মাখামখি হয়ে গেছে

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২০

কল্লোল পথিক বলেছেন:


দাদা,তুমি আমার মত বাঙ্গালের কবিতা পড়েছো,
আমি এতেই গর্বিত!

৬| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

কল্লোল পথিক বলেছেন:


সুপ্রিয় সুমন দা,
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১০:৪১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বিরহের কবিতা। শুভ কামনা কবি।

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ "শুভ্র বিকেল"।
সতত শুভ কামনা জানবেন।

৮| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:১৬

জেন রসি বলেছেন: কবিতায় আগুনের উত্তাপ পেলাম।

ভালো হয়েছে।

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:২১

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ "জেন রসি"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কবিতার গতানুগতিক স্বাদ থেকে ভিন্ন।
আমার কাছে আগের স্বাদটাই বেশি লোভনীয়।

এটাও ভাল কিন্তু।

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

কল্লোল পথিক বলেছেন:


মাঝে,মাঝে একটু ডিফারেন্ট ফ্লেভার দিয়ে দেখি আর কি।
অসংখ্য ধন্যবাদ।

১০| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুণীলের রুনার মত কে সে ? যে আপনার বুকে আগুন জ্বেলে সেলিব্রেটি হতে চায় ।
তার সে সাধ পূর্ণ হবেনা কবি ! আপনি না নিভালেও আমি ঠিকই ফায়ার সার্ভিসে খবর দিতেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.