![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি তোকে ছাড়াই
বেঁচে আছিরে সখি।
তোকে ছাড়াই!
যে তুই আর তোকে ছাড়া
একটা মূহুর্ত,একটা ক্ষন
কল্পনাও করতে পারতাম না।
তোর একটা ফোন
একেকটা মেসেজ
ছিলো আমার অক্সিজেন।
সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি।
প্রাগৈতিহাসিক কালের
জীবাস্ম হয়ে।
হয়তো আমি আর
উচ্ছল প্রাণবন্ত নই।
তবুও তো ঠোটের কোনে থাকে
এক চিলতে মলিন হাসি।
এই দহন কালে
এহ কি কম সখি!
(রিপোস্ট)
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ প্রিয়"সাবা কোমল হক"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
রমিত বলেছেন: সুন্দর কবিতা।
হাতে আঁকা ছবিটি অপূর্ব হয়েছে!!!
কার আঁকা ছবি এটি?
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"রমিত"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
ছবিটা নেট থেকে সংগ্রিত ভাই।
৩| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে প্রিয় কবি,
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"প্রথম কথা"।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৪| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কবি । অন্যরকম ভালোলাগা কবিতা ।
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ"ব্লগ সার্চম্যান"ভাই।
আপনার ভালো লাগায় অনুপ্রাণিত হলাম।
৫| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: খুবি সুন্দর কবিতা ভাইয়া!
অনেক ভালো লাগলো!!!!!!!!
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ"শায়মা"আপু।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: সেই অক্সিজেন ছাড়াই
বেঁচে আছিরে সখি।
প্রাগঐতিহাসিক কালের
জীবাস্ম হয়ে।
কষ্টের ভরাক্রান্ত অনুভূতির দারুন প্রকাশ...!
কবি হে , ভালো লাগা জানিয়ে দিলাম।
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ কবি"হাফেজ আহমেদ"ভাই।
আপনার ভালো লাগায় অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭
সিনিয়ার মোফিজ বলেছেন: ভালো লেগেছ।
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ
সুপ্রিয়"সিনিয়ার মোফিজ"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৮| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: হয়তো আমি আর
উচ্ছল প্রাণবন্ত নই।
তবুও তো ঠোটের কোনে থাকে
এক চিলতে মলিন হাসি।
এই দহন কালে
এহ কি কম সখি!"
সময়ে সবকিছু কেমন সহনীয় হয়ে ওঠে । যাকে ছাড়া চলতে পারতাম না, ঘুমোতে পারতাম না; একসময় তাকে ছাড়া দিব্যি চলতে পারি! প্রকৃতির এক অমোঘ বিস্ময়, না? তারপরও মাঝেমাঝে মনে পড়ে গেলে কেমন উদাস উদাস লাগে নিজেকে ।
লেখায় ভালো লাগা!
(প্রাগৈতিহাসিক, উউচ্ছ্বল, ঠোঁট)
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ আমার প্রাণের মুর্শিদ,
সতত শুভ কামনা জানবেন।
এভাবেই বেচে আছি, তাকে ছেড়ে!
৯| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কষ্টের ভরাক্রান্ত অনুভূতির দারুন প্রকাশ...।
বেশ লাগল কবিতা। ভ্রাতা।।
তা সেই অক্সিজেনটা কে একটু জানা যাবে??
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪০
কল্লোল পথিক বলেছেন:
সেই অক্সিজেন অনেক আগে আমাকে ছেড়ে চলে ভ্রাতা।
নিরন্তর ভালোবাসা জানবেন সুপ্রিয় তুহিন ভাই।
১০| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
নাহ... এও বা কম কিসে ?
প্রাগৈতিহাসিক কালের জীবাস্ম হয়ে ওঠার পরেও যদি ঠোটের কোনে এক চিলতে মলিন হাসি ফুঁটে থাকে তবে সেই দহন কালও বা কম কিসে ?
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
কল্লোল পথিক বলেছেন:
কিন্তু সেই হাসি যদি মলিন হয়,
তা হয় শুধু বুকের ভিতরে পুষে রাখা দুঃখের নির্যাস।
অনেক ভালোবাসা জানবেন আহমেদ জী এস ভাই।
১১| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । সরল সহজ বিষয় । প্রেম বিষণ্ণ আত্মার ক্ষুধা !
১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:০৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় "কথাকথিকেথিকথন" ভাই।
সতত ভালোবাসা জানবেন।
১২| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল অনেক
১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ সুপ্রিয়"কাজী ফাতেমা"।
১৩| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৬
সিক্ত শ্রাবণ বলেছেন: ইসস! কি সুন্দর লেখা!
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
প্রিয় সিক্ত শ্রাবণ ভাই।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো কবি শুভেচ্ছা নিবেন।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় ইমরান আল হাদী ভাই।
নিরন্তর ভালোবাসা জানবেন।
১৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুমন দাদা,
কেমন আছেন?
অনেক দিন আপনার কোন লেখা পাচ্ছি না।
১৬| ১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৪৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই চমৎকারিত্ব হোলাম। কবিতার প্রতিটি পরতে পরতে প্রেমের উচ্ছাস! অসাধারণ প্রেমের কবিতা। অনেক ভালো লাগা রইলো।
১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় মঈনুদ্দিন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
ভালোবাসা অনিঃশেষ জানবেন।
১৭| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০৬
কালনী নদী বলেছেন: অসাধারণ দাদা, প্রিয়তে!!
১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:২৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ "কালনী নদী"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৮| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:২৮
নীলপরি বলেছেন: এই দহন কালে
এহ কি কম সখি!
অপূর্ব লাগলো । ++
১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:২৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"নীলপরি"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
১৯| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
অনেক অবজ্ঞা, অনেক অবহেলা দিয়ে প্রতোশোধ নেয়া হচ্ছে?
১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৭
কল্লোল পথিক বলেছেন:
কি আর প্রতিশোধ নিবো,
আমার কবিতাই আমার প্রতিশোধ!
পাঠে ও মন্তব্যে কৃতার্থ
শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।
২০| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রেম করা মানে শরীর ও মনকে দৃর্ঘায়ু করা
১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৩
কল্লোল পথিক বলেছেন:
জী দাদা,
যতার্থই বলেছেন।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২১| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩১
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়। শুভকামনা সবসময়।
২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ,
সুপ্রিয় সুহৃদ"শুভ্র বিকেল"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
সাবা কোমল হক বলেছেন: ভালো লেগেছে