নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

কেমন করে ভুলে যাবো

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
আমার বুকে যদি বয় উল্টো যমুনা।
উজান টানে ভাটি অজানা।

কেমন করে ভুলে যাবে
অামি তোমাকে।
আমার চোখে বর্ষা যদি
বৈশাখে ও না শুকায়।
বুকের জমিনে ধরেছে আজব ঘুণ পোকায়।

কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়।
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়।

কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
বসন্ত বাতাস যদি উল্টো দিকে বয়
হাজার বছর পরে ও এই বুকে রক্তক্ষরণ হয়।
কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।

গভীর নিশীথে চোখের পাতায় যদি ঘুম কথা না কয়।
অবাক চোখের নিরব বর্ষনে বালিশ ভিজে রয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়

কিছুক্ষণের জন্য নিজের কিশোর বয়েসে ফিরে গিয়েছিলাম।

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক শুভ কামনা রইল আপনার জন্য

২| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
বসন্ত বাতাস যদি উল্টো দিকে বয়
- খুব সুন্দর বলেছেন!
কবিতা ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.