![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমার বুকে যে আগুন জ্বলে
সে আগুন কে জ্বেলেছিল?
যে আগুনে জ্বলছি আমি
সে ভালোবাসা কে শিখিয়েছিল?
হেলালের বুকে জ্বলেছিল
হেলেনের আগুন।
আমার বুকে শুধুই আগুন
আসে নাই ফাল্গুণ।
সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা।
সেই আগুনে জ্বলছি আমি
করো নাই করুনা।
বৃষ্টি ভেজা কান্না আমার
রৌদ্রে মাখা অভিমান।
তবে জ্বালাও আগুন
আমি নিয়েছি নির্বাসন।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই,ভালো লেগেছে জেনে খুশি হলাম।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
গেম চেঞ্জার বলেছেন: শেষের লাইনটা খাপছাড়া মনে হলো। হয়তো বা আমারই মনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়নাই। পোস্টে প্লাস!
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ গেম চেঙ্জার ভাই।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
এহসান সাবির বলেছেন: জলুক আগুন।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কল্লোল পথিক বলেছেন: আগুন জ্বলছেই !
৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৯
কালনী নদী বলেছেন: সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা।
সেই আগুনে জ্বলছি আমি
করো নাই করুনা।
৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: সুণীলের বুকে আগুন জ্বেলে
সেলিব্রেটি এখন বরুনা।
সেই আগুনে জ্বলছি আমি
করো নাই করুনা। - ভালো বলেছেন, তবে সুণীলের<সুনীলের হবে। সম্পাদনা করে নিলে ভালো হয়।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯
কিরমানী লিটন বলেছেন: ভালোলাগা রেখে গেলাম,চমৎকার ...