![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
লাগ ভেলকি লাগ,
আমার চোখে বাদ দিয়েে
সবার চোখে লাগ।
হাজার জনের চোখে লাগ।
ডানে লাগ বামে লাগ
লাগরে ভেলকি লাগ।
সামনে লাগ পিছনে লাগ
চারিদিকে লাগ।
শহরে লাগ বন্দরে লাগ
হাটে লাগে ঘাটে লাগ
আমার দর্শককুলে লাগ।
লাগরে ভেলকি লাগ
আকাশে লাগ,বাতাসে লাগ,
পানিতে লাগ,আগুণে লাগ,
মাটিতে লাগ।
পঞ্চভূতে লাগ।
দোহাই রে ভেলকি
করিস না ভূলটি।
লাগ ভেলকি লাগ
চোখে লাগ,মুখে লাগ,
নাকে লাগ,কানে লাগ,
ঘ্রানে লাগ
পঞ্চ ইন্দ্রিয়ে লাগ।
আমার এক চুটকি
লেগে গেছে ভেলকি।
ইন্দ্রজালের মহান কারিগর
আমি নজর বন্দী জাদুকর।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
সুলতানা রহমান বলেছেন: ভাবছিলাম বুঝি সিসিমপুর দেখছি।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
বাংলার ফেসবুক বলেছেন: লাগরে ভেলকি লাগ
আকাশে লাগ,বাতাসে লাগ,
পানিতে লাগ,আগুণে লাগ,
মাটিতে লাগ।
পঞ্চভূতে লাগ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বাংলার ফেসবুক
৬| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০১
কালনী নদী বলেছেন: চমৎকার জাদুর কবিতা।
৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: ভেলকি লাগার কবিতা ভালো লাগলো, তবে উদ্দেশ্য ও কারণ বোধগম্য হলোনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
প্রামানিক বলেছেন: আমার এক চুটকি
লেগে গেছে ভেলকি।
ইন্দ্রজালের মহান কারিগর
আমি নজর বন্দী জাদুকর।
চমৎকার জাদুর কবিতা