![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আস্তিকতা বা নাস্তিকতা কোনটাই
দোষের কিছু নয়।
আমি আস্তিক আমার ইশ্বরে
আপনার বিশ্বাস নাও থাকতে পারে।
কিন্তু আমার ইশ্বর বিশ্বাসী
অনুভূতিতে আঘাত দেয়ার
আপনার কোন অধিকার নেই।
ঠিক যেমন আমারও নেই আপনার মতামত প্রকাশে বাধা দেয়ার অধিকার।
তবে আস্তিক হওয়া যত সওজ
নাস্তিক হওয়া কিন্ত তত কঠিন।
এর জন্য অনেক অধ্যায়ন গবেষনার প্রয়োজন হয়।
নাস্তিকতা যখন প্রচারের পর্যায়ে যায়
তখন তা আস্তিকতার নামান্তর মাত্র।
এই গ্রহের সেরা নাস্তিক
গৌতম বুদ্ধ ইশ্বর বিষয়ে
নিরব ছিলেন।
এমন কি কপিল,লালনের মত
নাস্তিকেরাও কখন নাস্তিকতা
প্রচার করে নাই।
আস্তিকতা বা নাস্তিকতা
কোনটাই প্রচারের বিষয় নয়।
কিন্তু ঘটে যাচ্ছে উল্টোটা!
উভয় দলে রাতারাতি কেউ তসলিমা নাসরিন
আবার কেউ দেলওয়ার হোসেন সাইদী হতে চায়।
মনে রাখবেন
অল্প শিক্ষিতের কাছে কলম
যেমন
বর্বরের কাছে চাপাতি তেমন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সমুদ্র সফেন
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
ইরাইথ্রোসাইট বলেছেন: ধর্ম প্রচার যদি দোষের না হয়
নাস্তিকতার প্রচার/ প্রসার কেন দোষের হবে?
বাক স্বাধীনতায় যদি বিশ্বাসী হই,
অন্যের কণ্ঠ কেন রোধ করতে চাই?
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১
কল্লোল পথিক বলেছেন: ভাই,নাস্তিকতা ব্যাক্তির একান্ত ব্যাক্তিগত ব্যাপার ঢোল পিঠানের মত কিছু না।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: অল্প শিক্ষিতের কাছে কলম যেমন বর্বরের কাছে চাপাতি তেমন।
আপনার লেখার সাথে সহমত।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই মন্তব্য করার জন্য।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
কলম সেনা বলেছেন: লেখাটা ভালো লাগল
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কলম সেনা
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
অন্ধকারে আলোর পথ বলেছেন: কোনটাই দোষের নয়, তবে অন্যর ধর্ম মতে আগাত করা দোষের,যেমন টা তাসলিমারা করেন।
তবে আস্তুিক হওয়াটাও এত সহজ না,যার প্রমান মুসলিম বিশ্ব। তারা পুরাপুরি আস্তিকে বিশ্বাস নাই বলেই এত হানাহানি।
আপনার কথা পুরাটা মানালেও এখনেি আমি নিরব।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
কল্লোল পথিক বলেছেন: আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
আপনি যে আস্তিকদের কথা
বললেন এরা জন্মগত বা বংশগত আস্তিক।
নিজের চেষ্টায় আস্তিক হলে
এমনটা হত না।
ইসলামের প্রথম দিকের আস্তিকরা কিন্তু এমন ছিল না।
কেননা তারা নিজের চেষ্টায় আস্তিক হয়েছিল।
১১| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৭
ফরিদ আহমাদ বলেছেন: আমার মনে ডুব দিলেন কিভাবে?
১২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪
কালনী নদী বলেছেন: অল্প শিক্ষিতের কাছে কলম
যেমন
বর্বরের কাছে চাপাতি তেমন। (সম্পূর্ন সহমত দাদা)
আপনি এখন পুরান লেখক তাই আমার মন্তব্যে ভিতরে প্রতিউত্তর দিবেন। হাহা।
আমার প্রিয় দাদা্।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
সমূদ্র সফেন বলেছেন: সহমত ;উভয় দলে রাতারাতি কেউ তসলিমা নাসরিন
আবার কেউ দেলওয়ার হোসেন সাইদী হতে চায়।
মনে রাখবেন
অল্প শিক্ষিতের কাছে কলম
যেমন
বর্বরের কাছে চাপাতি তেমন। উভয় দলে রাতারাতি কেউ তসলিমা নাসরিন
আবার কেউ দেলওয়ার হোসেন সাইদী হতে চায়।
মনে রাখবেন
অল্প শিক্ষিতের কাছে কলম
যেমন
বর্বরের কাছে চাপাতি তেমন।