![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি যেন কি হতে চেয়েছিলাম
ডাক্তার ইন্জিনিয়ার
এ ছাড়া নাই কিছু আর।
তবে কি?
ব্যারিষ্টার উকিল মুহুরী
ধুর ব্যাটা ধুত্তরী।
শিক্ষক অধ্যাপক
চুপ ব্যাটা আহাম্মক।
আর্মি পুলিশ অফিসার
উজবুক কোথাকার।
মন্ত্রী এম পি রাজনীতিক
ছিঃ ছিঃ ধিক ধিক।
নায়ক নির্মাতা গায়ক
চুপ ব্যাটা নাবালক।
বুঝেছি!
তুই হতে চেয়েছিস ব্যাবসায়ী।
সে কবে হয়েছি ধরাসায়ী।
তবে কি হতে চেয়েছিস?
এখনও কি খুজে কিছু পেয়েছিস।
তবে তুই বল?
আমি হতে চেয়েছিলাম আকাশ
বাহঃ বাহঃ তুইতো বেশ গাঁজা খাস।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ভাল থাকবেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ তরী বলেছেন: ভালো লাগলো
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই,স্বপ্নবাজ তরী
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
প্রামানিক বলেছেন: মন্ত্রী এম পি রাজনীতিক
ছিঃ ছিঃ ধিক ধিক।
নায়ক নির্মাতা গায়ক
চুপ ব্যাটা নাবালক।
এক কথায় দারুণ। ধন্যবাদ
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: তা-ও ভালো অাকাশ হতে চেয়েছিলেন, অামি তো ট্রাকের ড্রাইভার হতে চেয়েছিলাম । অামরা যা হতে চাই, বেশিরভাগ ক্ষেত্রেই তা হতে পারিনা! হওয়া বোধহয় উচিতও না, বিশেষ করে শৈশবে অামরা যা হতে চাই ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
কল্লোল পথিক বলেছেন: আকাশ হতে চেয়েছিলাম
বলে তো বলেছিল আমি বেশ গাজাঁ খাই।
ধন্যবাদ সাধু
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কিরমানী লিটন বলেছেন: আমি যেন কি হতে চেয়েছিলাম
ডাক্তার ইন্জিনিয়ার
এ ছাড়া নাই কিছু আর।
অনেক ভালোবাসায় নিরন্তর শুভাশিস প্রিয় কল্লোল পথিক , কবিতায় প্লাস++
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
অগ্নি সারথি বলেছেন: আমি হতে চেয়েছিলাম আকাশ
বাহঃ বাহঃ তুইতো বেশ গাঁজা খাস।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথী, শুভ কামনা রইল আপনার জন্য।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
তিমিরবিলাসী বলেছেন: ভাল লাগলো।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই তিমিরবিলাসী।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
তানজির খান বলেছেন: হা হা হা খুব মজা পেলাম ভাই। দারুণ কবিতা। আমরা যা হতে চাই তা হতে পারিনা , একটা আক্ষেপ থাকে।
শুভ কামনা রইল কল্লোল ভাই
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তানজির ভাই, অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০
নুরএমডিচৌধূরী বলেছেন: বাঃ
সুন্দর তো !!!
চমটকার লিখা
বেশ ভাল লাগল
অনেক শুভ কামনা ভ্রাতা
ভাল থাকা হোক
২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই চৌধূরী সাহেব।আপনার জন্যও শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
নেক্সাস বলেছেন: আমি এক বাউল হব এটাই আমার এম্বিশান।
কি হতে চাই.. কিন্তু কি হয়ে যাই।
সুন্দর লিখেছেন