নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

পরাজিত বীর

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮


অামি শুধু হেরেই গেলাম
যেখানে তোমার জয়ের কেতন ওড়ে
সে অাকাশ দেখা হয় না অামার।

বিল গেটস বা স্টিভ জবস
অামার অাইকন ছিল না।
সেকেলে পন্ডিত মদনমোহন
অামায় লোভ দেখিয়ে ছিল।
তাইতো ভূমিপূত্র হয়েও
ঘোড়ারোগে পেয়েছিল
যাদব বাবুর তৈলাক্ত বাশঁ বেয়ে
কখনো উপরে উঠতে পারিনি।

বায়ান্ন তাসের শেষ বাজিতেও হেরেছি
আমার রেসের ঘোড়া এখন ক্লান্ত।

বৃদ্ধ রবি বাবুকে কবেই ভুলে গিয়েছি
ইদানিং হুমায়ুনকে ও ভুলতে বসেছি।
পাশের বাড়ীতে যখন হাসির শব্দ শুনি
অকারনে হিংসায় ফুসেঁ উঠি।

অামার অভিধান থেকে জয় শব্দটি
হারিয়ে গেছে।
মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত।
স্বপ্নেরা পালিয়েছ সেই কবে
কল্পনার ফানুসও চুপসে গেছে।
তাইতো মদিরা ভরা পাত্র নিয়েই
মেতে অাছি।

তরল পানীয় আর একগাদা ধোঁয়ায়
তোমার স্মৃতিতে ডুব সাতাঁর দেই।
মাথা তুলতেও ভয় পাই
যদি হারার মাঝেও হেরে যাই।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সত্যি খুব ভালো লেগেছে। চমৎকার লিখেছেন। আপনার কবিতার মাঝে নিজেকে খুঁজে পেলাম কিছটা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাহীম ঊদ্দীন ভাই।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: আটপৌরে জীবনের অনেক কথায় বলে দিয়েছেন কবিতায়।

অামার অভিধান থেকে জয় শব্দটি
হারিয়ে গেছে।
মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত।

তরল পানীয় আর ধোঁয়া থেকে বের না হলে তো আরো অবনতিই হবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ফেরদৈসা রুহী।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন:
অামার অভিধান থেকে জয় শব্দটি
হারিয়ে গেছে।
মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত।


এই যন্ত্রনায় আমরা সবাই ক্লান্ত। চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। এক বুক যন্ত্রনা নিয়ে বেঁচে আছি ভাই।দোয়া করবেন,আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ভাল লখেছেন । ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অভিজিৎ দাদা।অনেক শুভ কামনা জানবেন।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

জনম দাসী বলেছেন:

যদির কথা নদিতে ফেলো, হারার মাঝে হারা নাই
কল্লোল পথিকের কল্যাণশীল আলোকিত জয় চাই ...
এখানে জীবনের বড়ো স্পষ্ট শক্তির আলো
শিশুসরল হাসির আরাধ্য নগরে স্বর্গ্য পিদীম জ্বালো ...।''

ভাল থাকা হোক সব সময় ভাই...

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

কল্লোল পথিক বলেছেন: আমার এই দিদির আর্শীবাদ টুকুও যেন হয় আমার চলার পথের পাথেয়।ধন্যবাদ জনম দাসী দিদি।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: "মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত। "
সাহস করে সত্যিটা বলেছেন। সবাই বলতে পারে না :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নান্দনিক নন্দিনী।অনেক শুভ কামনা রইল।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

ভার্চুয়াল কবি বলেছেন: চমৎকার লেখা, সুন্দর হইছে , এ প্লাস !

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভার্চূয়াল কবি।অনেক শুভ কামনা জানবেন।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিতো দেখছি চমৎকার কবিতা লিখেন কল্লোল !
আগে পড়িনি নাকি বুঝতেছিনা !

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: অামার অভিধান থেকে জয় শব্দটি
হারিয়ে গেছে।
মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত।
স্বপ্নেরা পালিয়েছ সেই কবে
কল্পনার ফানুসও চুপসে গেছে।
তাইতো মদিরা ভরা পাত্র নিয়েই

মনের কথা গুলো বল্লেন।

++++
মেতে অাছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক শুভ কামনা জানবেন।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

নুরএমডিচৌধূরী বলেছেন: অামি শুধু হেরেই গেলাম
যেখানে তোমার জয়ের কেতন ওড়ে
সে অাকাশ দেখা হয় না অামার।

বেশ ভাল লাগল
লিখায়
+++

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।শুভ কামনা রইল আপনার জন্য।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটাতে যদি একটু অলংকার ব্যবহার করতে তবে আরও ভাল লাগত । তবুও বলছি সুন্দর হয়েছে

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দাদা।শুভ কামনা রইল আপনার জন্য।

১২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। শেষ স্তবকটা অতুলনীয়।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.