নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

ধূসর কাব্য

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩


জীবনটা যেন কাকিনা ষ্টেশনের
"শুণ্যদুপুরে"ভর করে আছে ।
কবে কোন ট্রেন একবার হুইসেল বাজিয়ে
চলে গিয়েছিল।
আর ফেরেনি।
স্বপ্ন আর অতীত
এখন ষ্টেশনের লাল দালানের আস্তরণের
ফাক ফোকর দিয়ে বেরিয়ে আসতে চায়।
শেষ স্মৃতি হয়ে শুধু
কাঠ গোলাপের গাছটা বেঁচে আছে।
বিষাদমাখা অনুর্বর
এ বুকে আর ভালোবাসার
চাষাবাদ হয় না।
যা হয় কর্তব্যের
অভিসার মাত্র।
যেখানে ফুল অাসে না
বীজভরতি ফসল অাসে
বংশ রক্ষার কবচ হয়ে।
পূর্ণিমার চাঁদকে
স্টেডিয়ামের ফ্লাড লাইটের
মত মনে হয়।
এখন অামি এমন রাতে
সাহেব বিবির
অাড্ডায় পড়ে থাকি।
রাত্রি শেষে পাড়ার কুকুরটার সাথে
মাতাল হয়ে ঘরে ফিরি।
মহল্লার মুখে কল তলায়
আতর আলীর সদ্যবিধবা যুবতী মেয়েটি
উদাস চোখে কি যেন বলতে চায়!

২১এপ্রিল ৯সেপ্টম্বর
সাধারন দিনের মত
কেটে যায়।
কোনটা যে জন্ম আর বিচ্ছেদের দিন
সব গুলিয়ে যায়।
পাঁচটি বছর পরেও
উত্তরের হিমেল হাওয়ায়
বুকের ভিতরটা যখন
মোচর দিয়ে উঠে
এক গাঁদা ধুয়াঁ গিলে নেই।
সংসারে আর কোন রসায়ন নেই।
যা আছে বাঁচার জন্য
বেঁচে থাকার প্রচেষ্টা মাত্র।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: কি হে ! কবিতা লেখার ফর্মলা শুধু কি আমিই পেয়েছি ? এখন দেখছি তুমিও পেয়েছ ।
ভাল হয়েছে ।খুব ভাল হয়েছে :D

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দাদা শুভ কামনা রইল,ভাল থাকবেন ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: সংসারে আর কোন রসায়ন নেই।
যা আছে বাচাঁর জন্য
বেচেঁ থাকার প্রচেষ্টা মাত্র।


শেষের লা্ইনগুলো যেন আমার মনের কথা। কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানকি ভাই আপনার সুন্দর মন্ত্যবের জন্য।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

গন্ধ গণতন্ত্র বলেছেন: সংখ্যাগুলো কথায় দিতে হয় কবিতায় ৷
ভাল লিখেছ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কাঁকন নামে রাজশাহিতে একটা স্টেশন আছে :)। আসলে "কাকিনা" শব্দটার মানে বুঝিনি তাই ।

এ বুকে আর ভালোবাসার
চাষাবাদ হয় না।
যা হয় কর্তব্যের
অভিসার মাত্র।
------ এটা স্বীকার করতে অনেকেই ভয় পাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কল্লোল পথিক বলেছেন: এই কাকিনা হচ্ছে লালমনিরহাট জেলার এক সুসান রেল ষ্টেশন।
মন্তব্যের জন্য ধন্যবাদ বাবু বাবুয়া বাবুই ভাই।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সুলতানা রহমান বলেছেন: লিখাটায় এক ধরণের বিষাদ আছে।+

স্টেডিয়াম শব্দটা দুবারই বানান ভুল আসছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান মনযোগ দিয়ে পড়ার জন্য।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো!!

নড়ে উঠলো ভেতরটা!

শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ দাদা আপনার সুন্দর মন্ত্যবের জন্য।আপনিও অনেক ভালো থাকবেন সবসময়।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: সংসারে আর কোন রসায়ন নেই।
যা আছে বাচাঁর জন্য
বেচেঁ থাকার প্রচেষ্টা মাত্র।
এতটা বিষাদ যেন আর না থাকে। উবে যাক সব কষ্ট। জ্বলে উঠুক সুখের আলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। আপনার জন্য ও শুভ কামনা রইল,ভাল থাকবেন ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা । তবে শব্দে চন্দ্রবিন্দুর ব্যবহারে সচেতন হতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তনিমা দিদি আপনার সুন্দর পরামর্শের জন্য ।শুভকামনা অনিঃশেষ জানবেন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো। ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

কল্লোল পথিক বলেছেন: শাহরিয়ার কবীর ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ বুকে আর ভালোবাসার
চাষাবাদ হয় না।
যা হয় কর্তব্যের
অভিসার মাত্র।
যেখানে ফুল অাসে না
বীজভরতি ফসল অাসে
বংশ রক্ষার কবচ হয়ে।



আহ ! চমৎকার লাগলো আপনার কবিতা । শুভ কামনা থাকলো ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।অনেক শুভ কামনা জানবেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার কবিতা +++++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই শুভকামনা অনিঃশেষ জানবেন ।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষাদমাখা প্রকাশ! মনের দুঃখকথা চরমভাবে ফুটে ওঠেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

কল্লোল পথিক বলেছেন: সাধু শুভ কামনা জানবেন , ভালো থাকবেন সবসময়।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

নুরএমডিচৌধূরী বলেছেন: জীবনটা যেন কাকিনা ষ্টেশনের
"শুণ্যদুপুরে"ভর করে আছে ।
কবে কোন ট্রেন একবার হুইসেল বাজিয়ে
চলে গিয়েছিল।
আর ফেরেনি
-----------
অনেক সুন্দর লিখা
মন ভরে যায়

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।ভাল থাকবেন শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.