নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় আছি

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯


বসন্ত শেষে চলে গিয়েছিল
ফেরার আশায় পথ চেয়ে আছি।
ষ্টেশনে শেষ ট্রেনটার অপেক্ষায়
কত গ্রীস্ম বর্ষার রাত কেটে
ভোর বেলা বাড়ী ফিরেছি।

সব নিয়মের বেড়াজাল ভেঙ্গে
ঘড়ির কাঁটার উল্টো দিকে
যদি আবার ফিরে আসে
ফিরে আসেনি!

ঝড়ো হাওয়ার ডানায় ভর করে
কাল বৈশাখীর রাতে নিয়ে আসে
এক নিষিদ্ধ প্রেমের গল্প
সে গল্প শোনা হয়নি।

যদি ফিরে আসে
বিরহ কাতর কার্তিকের
কুয়াশা ভেজা রাতে।
মহল্লার প্রহরী বৃদ্ধ নজর আলীকে
বলে রেখেছি সে যেন বলেনা "হুসিয়ার"।
আন্তহত্যার সব পথ রুদ্ধ করে
তাই আজও বেঁচে আছি।

যদি এসে দাড়ায়
আমার মাটির আঙ্গিনায়
বলে ''তোমার দখিন দুয়ার খুলে''
খুজেঁ নিতে চায় হারানো অভিসার
সেই অপেক্ষায় আছি।

ওয়েটিং রুমে বাদাম বিক্রেতা
সদ্য যৌবনে পা রাখা ছেলেটা
মুচকি হেসে কানে কানে বলেছিল
"অপেক্ষা করেন ফিরে আসবে"

আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"।

অবিশ্বাস্য হলে সত্যি
আর ফিরে আসেনি!
পাঁচ বছর কেটে গিয়েছে
ডাউন সিগন্যালে চোখ রেখে
আমি আজও শেষ ট্রেনটার
অপেক্ষায় আছি।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


নিরাশা আর আশার দোলাচালে জীবন।

সুন্দর কবিতা। +++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই। এ শুধু কবিতা নয়,এই আমার জীবন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

বিল্রাল বলেছেন: আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

কল্লোল পথিক বলেছেন: বিল্রাল ভাই অনেক শুভ কামনা জানবেন।আমি এখনও অপেক্ষায় আছি!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

নুরএমডিচৌধূরী বলেছেন: ওয়েটিং রুমে বাদাম বিক্রেতা
সদ্য যৌবনে পা রাখা ছেলেটা
মুচকি হেসে কানে কানে বলেছিল
"অপেক্ষা করেন ফিরে আসবে"
ওয়াও!!!!!
অসাধারণ!!!!!!
অনিমেষ ভালোলাগে
+++++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
পরানের গহীন অন্তরাল থেকে শুভাশীষ রইল।সর্বদা ভাল থাকিবেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

আমিই মিসির আলী বলেছেন: আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"।


নোবেল পাওয়ার দাবিদার :-0

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

কল্লোল পথিক বলেছেন: মিসির আলী ভাইজান শরম দিয়েন না।
আমি যদি নুবেল ফাই তাইলে আন্নেরে আধা কেজি গুড়ের জিলাপু ফাউ খাওয়ামু।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"।

ব্লগে কবিতা অনেক পড়ি কিন্তু আপনার কবিতা পড়তে ভাল লাগে। কবিতার কথাগুলো অন্যরকম। ধন্যবাদ কল্লোল ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

কল্লোল পথিক বলেছেন: ভাল থাকবেন প্রামনিক ভাইয়া।
আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারণ লিখেছেন।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

কল্লোল পথিক বলেছেন: আজাদ ভাই নতুন বছরের শুভেচ্ছা রইল।
অনিঃশেষ ভালবাসা জানবেন।
স্রষ্টা আপনার সহায় হউক,
হাজার প্রিয়জনের ভালবাসায় সিক্ত হউক আপনার পথচলা।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

কিরমানী লিটন বলেছেন: অবিশ্বাস্য হলে সত্যি
আর ফিরে আসেনি!
পাঁচ বছর কেটে গিয়েছে
ডাউন সিগন্যালে চোখ রেখে
আমি আজও শেষ ট্রেনটার
অপেক্ষায় আছি।

উজ্জাপিত হোক কাংখিত সতের বিমুগ্ধ প্রত্যাবর্তন, নতুন বছরে এই হোক প্রত্যাশা, অনেক শুভেচ্ছা প্রিয় কল্লোল পথিক ভাই, শুভ নববর্ষ ...।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

কল্লোল পথিক বলেছেন: প্রিয় কবি কিরমানী লিটন ভাই আপনাকেও জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নিরন্তর ভাল থাকবেন আমাদের আরও কিছু
ভাল কবিতা উপহার দিবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।


সুন্দর ! সুন্দর !!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

কল্লোল পথিক বলেছেন: অনিঃশেষ ভালবাসা জানবেন প্রিয় লিটন ভাই।
স্রষ্টা আপনাকে সর্বদা ভাল রাখুক সুস্থ রাখুক এই কামনা করি।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

তুষার আহাসান বলেছেন: "সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"।"
একরাশ ভাল ভাগা।
নতুন বছরের শুভ কামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

কল্লোল পথিক বলেছেন: প্রিয় তুষার আহাসান ভাই অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সুস্থ থাকবেন।শুভ কামনা রইল।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

তানজির খান বলেছেন: বাহ বেশ লিখেছেন। চালিয়ে যান ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তানজির ভাই আপনার অনুপ্রেরনা আমার লেখার উৎস।
শুভ কামনা জানবেন।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৬

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।অসম্ভব সুন্দর কবিতা
+++

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।
অনেক শুভ কামনা রইল।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

নুরএমডিচৌধূরী বলেছেন: যদি ফিরে আসে
বিরহ কাতর কার্তিকের
কুয়াশা ভেজা রাতে।
মহল্লার প্রহরী বৃদ্ধ নজর আলীকে
বলে রেখেছি সে যেন বলেনা "হুসিয়ার"।
আন্তহত্যার সব পথ রুদ্ধ করে
তাই আজও বেঁচে আছি।

প্রিয়তে নিলাম
লিখায়++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
আপনাদের ভাল লাগা আমার লেখার অনুপ্রেরণা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন: এককথায় দুর্দান্ত কবিতা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।আপনাদের ভাল লাগা আমার লেখার অনুপ্রেরণা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.