নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭



কেদূলীর মেলায় শেষে বিকেলে
দেখা হয়েছিল
সেই থেকে মনটা আমার হল
এলোমেলো।
প্রথম দেখায় তারে আমি
চিনতে পারিনি
চেনা চেনা মনে হয়
তবু চিনিনি।


মেটো পথে হেটে যাওয়া ঘোমটা পরা
গায়ের বধু
আহাঃ কি ছিল মুখের মাঝে
কিবা এমন মধু।
আমি ছিলাম আনমনা
তার মুখখানা যে
সরলপনা।
শুধু দু চোখের দেখা
তাই কি
মনে থাকে আঁকা।
এক নিমেষে হারিয়ে গেল
আমার যে
তাতে কি হল।


অনেক দিন সে মুখখানি
ভেসেছিল মনে।
কোন গায়ের বধু সে
কি আছে তার সনে।
যার সলজ চোখের উদাস
চাহনি
আট বছর মনে ধরেছি ভুলতে
পারিনি।


এমন কি কেউ ছিল আমার
বুকে ধরায় কাঁপন
কে গো তুমি সৃস্মিতর পাতা উল্টোও পায়নি
এমন আপন ।

কোন গাঁয়ের বধু তুমি?
পরদেশীয়া আমি।
কি বলতে চেয়েছিলে মোরে
আমায় যেতে হবে দুরে।


হঠাৎ সেদিন দুপুরবেলা ফিরছি
যখন ট্রেনে
ঘোমটা ফেলে বসলো এসে আমার
সিটের সামনে।
বললে পরদেশী বাবু আমায়
চিনতে পারো
কৌশরে বিয়ে হয়েছিল বয়স
তখন বারো।
পাশের বাড়ী মেয়ে ছিলাম
নাম আমার বীথি
আমি বললেম তুমিই বুঝি ছিলে আমার
প্রথম খেলার সাথী।


তার তখন চোখের কোণে
চিক চিকে জল
কিভাবে বলবো আমি
মনে পাইনা বল।
অবশেষে ঝেড়ে কেশে
বললেম আমি
মুচকি হেসে।
তবে তোমায় দেখে কেন আমার
এমন এলোমেলো
সে তখন কেঁদে বলে
আমি বুঝি তোমার মনে
ছিলাম প্রথম আলো।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুউব খুউব চমৎকার চিত্রকল্প!

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন দাদা?
ধন্যবাদ আমার মত অধমের কবিতা পড়ার জন্য।অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: চমৎকার ...

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: প্রথম আলোর ঝলক এমনি হয়।

শুরু থেকে শেষ পর্যন্ত ভাল লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সহযোদ্ধা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

জনম দাসী বলেছেন: পথিক ভাই সালাম জানবেন, আজ এই কবিতাটা পড়ে বুঝলাম আমার একটি পোষ্টে মন্তব্যতে লিখেছিলেন... ''আমার জীবনে সাথে কবিতার কথা গুলি মিলে যায় ''

লেখা ভাল লাগেছে, খু.........উ............ব।++++++++++++++++++

ভাল থাকুন ভাই সাহেব সব সময়।

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

কল্লোল পথিক বলেছেন: দিদি আপনাদের ভাল লাগা।আমার লেখার অনুপ্রেরনা।
আমার জীবনটাই বৈচিত্রে ভরা তাই কবিতা লিখতে আমাকে কল্পনার আশ্রয় নিতে হয় না।
আমি এক চির দুঃখী মানুষ ।
ধন্যবাদ দিদি। নিরন্তর শুভ কামনা জানবেন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

জনম দাসী বলেছেন: আমি কি কল্পনার আশ্রয় নেই বলেন, আপনিই বা কেন নিবেন। জীবনের যা কিছু সত্য তাই তুলে সত্যিকারের আসল কবির কাজ। যে নিজের ব্যথাকে, কথাকে, জীবনকে বুঝতে পারেনা, সে ব্যাক্তি অন্যর টা কি করে লিখবে,
শুধু মাত্র কল্পনা দিয়ে মূল ব্যথাকে অনুভব করা জায়না। কাল্পনিক বা মিথ্যাবাদী বানোয়াট কবিদের অভাব নেই পথিক ভাই, অভাব সত্যিকারের সত্য কবির।

যে সমাজের ভয়ে, মানুষেরা কি বলবে এই ভেবে নিজের আসল সত্যর সাথে প্রতারনা করে, সে তো অন্যরটা লিখতে গেলেও প্রতারণা করবে।

আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আমি আর কাউকে ভয় পাইনা এ কথা আমার জন্য আজন্ম সত্য। তার পরে যদি কাউকে ভয় পাই, তা একমাত্র সত্য গোপনকারী কে, হোক সে সত্য যতই ছোট, আর হোক একেবারেই ক্ষমতাহীন সাধারন একজন মানুষ।

যে মেয়ে চলমান সর্বচ্চ ক্ষমতা ধর মন্ত্রীর গালে সবার সামনে থাপ্পর দিতে ভয় পায়না, সে সত্য গোপন কারীকে জমের চেয়েও ভয় পায়, এবার আপনিই বলুন, আমারা কি আল্লাহ সাথে কাউকে শিরক করে গুনাহের ভাগি হবো না সত্যর মাঝে প্রতি নিয়ত রয়ে যাবো।

আপনার সৎ সততা এবং সত্য প্রকাশের লেখা এবং এই সত্যিকার কবিকে স্যালুট এবং হাজার বার স্যালুট কবি।

ভাল থাকুন কবি, সব সময়, আর এমনি চাই বরাবর।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দিদি আপনি আমি একই দর্শনে বিশ্বাসী।
আল্লাহ আপনার মঙ্গল করুক।শুভ হোক আপনার পথ চলা।
এই শুভ কামনা করি সার্বক্ষাণিক।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

এহসান সাবির বলেছেন: অবশেষে ঝেড়ে কেশে
বললেম আমি মুচকি হেসে।
তবে তোমায় দেখে কেন আমার
এমন এলোমেলো
সে তখন কেঁদে বলে আমি বুঝি
তোমার মনে ছিলাম প্রথম আলো।



দারুন।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন ভাই। শুভ কামনা রইল।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তানজির ভাই
আপনাদের অনুপ্রেরনা আমার লেখার উৎস।জীবন থেকে নেয়া আমার এসব লেখা যদি আপনাদের ভাল লাগে
সেটাই আমার সার্থকতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

আবু শাকিল বলেছেন: পথিক দা - কবিতা খুব উপভোগ করলাম।
দূর্দান্ত লিখেছেন।
সালাম জানবেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



জসীম উদ্দিন জসীম উদ্দিন আমােজ

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

কল্লোল পথিক বলেছেন: চাঁদগাজী ভাই আমারে তো হিট বানাই দিলেন।
কোথায় জসীম উদ্দীন আর কোথায় আমি চালচুলাহীন অধম উদ্দীন।
নিরন্তর শুভ কামনা রইল চাঁদগাজী ভাই।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো, মনটাও বুঝি কোথায় হারিয়ে গিয়েছিলো সেই ছোট বেলায়

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

কল্লোল পথিক বলেছেন: জী ভাই যাকে নিয়ে কখনও স্বপ্ন দেখিনি।যে ছিল শুধুই খেলার সাথী,তাকেই যে কখন মনের অযান্তে ভালবেসে ফেলেছি।সেদিন দেখা না হলে বুঝতেই পারতাম না।
ধন্যবাদ ভাই সাদা মনের মানুষ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

তুষার আহাসান বলেছেন: একরাশ ভাল লাগা।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
তুষার আহাসান ভাই।
নিরন্তর শুভ কামনা রইল।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন:

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

কল্লোল পথিক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: কবিতা পড়তে গিয়ে মুহুর্তেই হারিয়ে গিয়েছিলাম। চমৎকার কবিতা। ধন্যবাদ কল্লোল ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন প্রামানিক ভাই?
অসংখ্য ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা রইল।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

কিরমানী লিটন বলেছেন: তোমায় দেখে কেন আমার
এমন এলোমেলো
কেঁদে বলে, আমি বুঝি
ঐ মনেতে- আমিই প্রথম আলো... :) :) :)

আমার ঢঙয়ে আপনার হৃদয়ের কথা বললাম, হা হা হা ...।

শাশ্বত প্রেমের অনবদ্য ভালোলাগায় ছুঁয়ে যাওয়া কবিতা, অনেক শুভকামনা জানবেন প্রিয় কল্লোল পথিক , অনেক ভালোবাসা জানবেন...।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

কল্লোল পথিক বলেছেন: সামু ব্লগে আমার কয়েক জন
প্রিয় কবির মধ্যে আপনি অন্যতম।
আপনার ভাল লাগা মানে আমার লেখার প্রেরণা।
ধন্যবাদ প্রিয় কবি লিটন ভাই।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার ...

+++

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

কল্লোল পথিক বলেছেন: প্রিয় চৌধুরী সাহেব অসংখ্য ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা রইল।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: (মেঠো, হেঁটে, গাঁয়ের, স্মৃতির) লেখাটি পড়ে নষ্টালজিক হয়ে গেলাম । লেখায় মুগ্ধতা!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

কল্লোল পথিক বলেছেন: প্রিয় সাধু অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা রইল।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

মিজানুর রহমান মিরান বলেছেন: অসম্ভব বিষন্ন ভালো লাগায় ছুঁয়ে গেলো... ধন্যবাদ নিবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিরান ভাই। নিরন্তর শুভ কামনা জানবেন।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

কিবরিয়াবেলাল বলেছেন: পথিক গভীর আবেগে লিখেছেন পথের কথা ।ভালো লাগল।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কিবরিয়াবেলাল ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

জুন বলেছেন: কে গো তুমি সৃস্মিতর পাতা উল্টোও পায়নি
এমন আপন ।
কোন গাঁয়ের বধু তুমি?

রবীন্দ্র নাথের ছায়া ছায়া কবিতায় ভালোলাগা কল্লোল পথিক।
+

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কল্লোল পথিক বলেছেন: মন্তব্যে প্রীতিত হইলাম
কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় আমার মত কাঙ্গাল পথিক!
সতত শুভাশীষ জানবেন।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: সকাল টা আজ সুন্দর হয়ে গেল আপনার লেখা পড়ে।
আন্তরিক কৃতজ্ঞতা সুপ্রিয় কল্লোল ভাই

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

কল্লোল পথিক বলেছেন: আপনার ভাল লাগা মানে আমার লেখার প্রেরণা।
ধন্যবাদ প্রিয় কবি মাহবুবুল আজাদ ভাই। নিরন্তর শুভ কামনা জানবেন।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।বেশ সুন্দর লিখেন আপনি

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

কল্লোল পথিক বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা সুপ্রিয় রুদ্র জাহেদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.