নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

বোষ্টমী

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২


বোষ্টমী গো তুমি সুনীলদাকে
যে অন্তরাটুকু শোনাতে চেয়েছিলে
আমাকে শোনাবে সেই গান?

কি এমন ছিল গো বোষ্টমী তোমার অন্তরায়
যার জন্য পঁচিশ বছর প্রতিক্ষায় ছিল বাবু!
তুমি কি জানতে গো বোষ্টমী?
তোমার মত কুলমান হারা বিবাগীর জন্য
এক আলাভোলা বালক
শুন্য দুপুরে পথ পানে চেয়েছিল
কত রাত স্বপ্ন দেখে
পরদিন ভোরের শিশিরে পা ভিজিয়েছে।
তুমি কথা রাখোনি বলে
অভিমান ভরা কবিতা লিখে
চায়ের কাপে,রকের আড্ডায় ঝড় তুলেছিল।

আমি সুনীলদার মত
কোন বিখ্যাত কেউকেটা নই গো
তুমি আসবে আমার বাড়ী
শোনাবে আমায় সে গান?

আমার বিবাগী বুকে
সেই বালকের মত শুধুই শুন্যতা গো বোষ্টমী
আমার নিকানো মাটির আঙ্গিনায়
শীতল পাটি বিছিয়ে দিব
চলার পথে করবী ফুল ছিটিয়ে দিব
অষ্টমূখী রুদ্রাক্ষের মালা পরাবো।

শুক্লা দ্বাদশীর দিন আসতে হবে না
তুমি সুযোগ পেলে এসো
অমাবস্যায় যদি এসো
আমি রেড়ির তেলটুকু
রেখে দিয়েছি কুপি জ্বালার জন্য।
তাইতো কত চন্দ্রভুক অমবস্যায়
অন্ধকারে থেকেছি গো বোষ্টমী।

আমি তোমার সঙ্গ নিবো
আমারও তোমার মত কোন কূলমান নেই গো
সেটা বারো বছর আগে খুইয়েছি
রত্নাই নদীর জলে।

আমার যে চাঁদের চেয়ে বেশী কলংক
আমি অর্ধেক জীবন কাটিয়েছিলাম
এক কুল বধুর আশায়।
বাকী জীবন কাটাবো না হয়
তোমার অপেক্ষায়।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ১ম হয়েছি চা দেন।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সময় মত অবশ্যই খাওয়াবো।
আপনাদের ভালোবাসায় আমার প্রেরণা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: বোষ্টমীরা কথা রাখেনা!

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

কল্লোল পথিক বলেছেন: জী সাধু ঠিক বলেছেন।
সতত শুভকামনা জানবেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ভালো লাগল কবিতার কথাগুলো।
+++

পনে | কূলমান | অমবস্যায়

তুমি সুযোগ পাইলে আস
[পেলে এসো] ভালো শোনাচ্ছিল। যদি কবির সিদ্ধান্তই অটল কবিতায়।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও সুপরামর্শে ধন্যবাদ।সতত শুভকামনা জানবেন।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগ। ধন্যবাদ ভাই

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে জানাই কৃতঞ্জতা শাহরিয়ার কবীর ভাই।
অনিঃশেষ সাধুবাদ জানবেন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: হাহাহাহা.......দারুণ হয়েছে।

+।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতঞ্জতা জানাই।
মঙ্গলময় শুভ কামনা জানবেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নুরএমডিচৌধূরী বলেছেন: আমার যে চাঁদের চেয়ে বেশী কলংক
আমি অর্ধেক জীবন কাটিয়েছিলাম
এক কুল বধুর আশায়।
বাকী জীবন কাটাবো না হয় তোমার অপেক্ষায়

অনবদ্দ ভাললাগার করবী
অনেক গোলাপের শুভেচ্ছা কবি
ভাললাগার সাদর আমন্ত্রণ গ্রহন করুন
অসাম------------
++++

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

কল্লোল পথিক বলেছেন: সর্বদা মঙ্গলময় কামনা জানবেন চৌধুরী সাহেব।
ভাললাগার বন্ধনে জানাই কৃতঞ্জতা।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

ধমনী বলেছেন: বৈষ্ণবী-) বোষ্টমী। কিন্তু বোষ্টুমি?
শুন্য দুপুরে পথ পনে চেয়েছিল-- 'পানে' হবে।।
-- সুনীলের পথ ধরে...

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ওপরামর্শে ধন্যবাদ জানবেন।মঙ্গলময় শুভ কামনা রইল।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৯

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ভালো লাগল
+++

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

তানজির খান বলেছেন: বোষ্টমি সব শুনাবে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। খুব ভাল লাগলো আকুতি। কবিতা+

শুভ কামনা রইল ভাই

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

কল্লোল পথিক বলেছেন: তানজির ভাই বোষ্টমীরা কথা রাখতে চায় না।
তবু তাদের অপেক্ষা সবাই করে।
সুনীল বাবুর প্রথম জীবন কেটেছে বোষ্টমীর অপেক্ষায়।
আমিতে শেষ জীবন কাটাবো তার অপেক্ষায়।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



সুনীলের উত্তরসুরী, ভালো

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কল্লোল পথিক বলেছেন: ভাই কথাটা শুনতেও ভাল লেগেছে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

তার আর পর নেই… বলেছেন: কেউ কথা রাখেনি কবিতা বুঝিয়েছেন। ভাল লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কল্লোল পথিক বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার স্বার্থকতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

প্রথমকথা বলেছেন:




শুক্লা দ্বাদশীর দিন আসতে হবে না
তুমি সুযোগ পেলে এসো
অমাবস্যায় যদি এসো
আমি রেড়ির তেলটুকু
রেখে দিয়েছি কুপি জ্বালার জন্য।
তাইতো কত চন্দ্রভুক অমবস্যায়
অন্ধকারে থেকেছি গো বোষ্টমী।



আপনার লেখায় কিছু একটা আছে আমি খুঁজছি, কেন জানি খুব ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.