![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি আর কত কাদঁবো নিরঞ্জন
ছেলে বেলায় মাকে হারিয়ে
আমার ঘর হয়ছে গোরস্থান।
সকালে কেঁদেছি মার কবরে, বিকেলে
কোলে বাবার
আমার কান্না দেখে অনাত্মীয় স্বজনের বুক
করতো হা হা কার।
মামীমা আমাকে বলেছিলেন
কাঁদিস না খোকা তোকে আদরে রাখবো।
মা নেইতো কি হয়েছে
আমি তোর মা হয়ে থাকবো।
সেই মামীমা আমাকে গিয়েছিল
ভুলে
নিজের সংসারের ঘানি টানতে
আমি তখন বুক ভাসিয়েছি দুই নয়নের
জলে।
অবুঝ বালক কে কত জনে দিয়েছ
সান্তনা
আকাশের তারা দেখিয়ে
কত ব্যাথা ছিল আমার ছোট মনে
তুমি জানো না ।
বাবা আমাকে মায়ের গল্প শোনাতে
বুকে জড়িয়ে
নিঃশব্দে চোখের জল আমার কত
গেছে গড়িয়ে।
কত আপন পরের কাছে যে
গিয়েছিলাম
যে আপনার জন ফিরিয়ে তাকায়নি
আমরা কি তাদের কাছে কিছু
চেয়েছিলাম?
সবার খুশির জোয়ারে বইয়ে যেত
ঈদের দিনে
লাল জামা টুপি লাঠাই ঘুড়ি নয়
আমি কেঁদেছি একলা শুণ্য ঘরে
মা বিনে।
স্কুলের মাষ্টার মশাই আমায় দিয়েছিল
ধিক্কার
নেংরা ইউনিফর্মের জন্য
বাবার চোখের জলে সে কাপড় হয়েছিল
পরিস্কার।
যে রমাদিদি মণিকে মায়ের আসনে
বসিয়েছিলাম
সেই আমাকে অপয়া বলেছিল বলে
সারা রাত চোখের জলে বালিশ
ভিজিয়েছিলাম।
ভালবেসে মাধবী আমার নিতে চেয়েছিল
সব কান্না
নিরজ্ঞন তুমি কি জানো?
সব ছিল তার মিষ্টি কথার নাটুকে
প্রতারনা।
আমার এখন বুকে কষ্ট জল নেই
দুই চোখে
ত্রিশ বছর পার করেছি
শশ্মানের আগুনে পুড়ে
ধুকে ধুকে।
বাবার চোখও শুকিয়ে গিয়েছে
নেই আর পানি
ধুসর চোখে প্রতিক্ষায় থাকে
সেই চোখে বাবা ঝাঁপসা দেখে
পড়েছে এখন ছানি।
বাবা বললেন খোকা আমি চলে যাব
তুমি পড়ে রবে
ও নিরঞ্জন তুমি বল
এই জীবনে আমাকে আরও কতটা
কাঁদতে হবে।
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুহৃদ স্বজন প্রামানিক ভাই। এ শুধু আমার কবিতা নয় এই আমার জীবন।
নিরন্তর শুভ কামনা জানবেন ভাইয়া।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
মিজানুর রহমান মিরান বলেছেন: ভালবেসে মাধবী আমার নিতে চেয়েছিল সব কান্না নিরজ্ঞন তুমি কি জানো? সব ছিল তার মিষ্টি কথার নাটুকে প্রতারনা।
খুবিই সত্য কথা, ভালো লাগলো কবিতাখানা। ধন্যবাদ নিবেন...
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মিরান ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন ভাই।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবির মনবেদনা ধরা পড়েছে কবিতায়। +
ভালো লাগা কবিতায় বেশ কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন কল্লোল ভাই।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
নিরন্তর শুভ কামনা জানবেন ভাই।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
সুমন কর বলেছেন: কঠিন কবিতা। ভালো হয়েছে।
টাইপো আছে।
১ম +।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় ভাল লাগা !!!
২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে। শুভ কামনা কবি।
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভ্রমরের ডানা ।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
প্রামানিক বলেছেন: এই যদি হয় আপনার জীবন কথা, তবে কষ্টের কথাই কবিতায় ফুটে উঠেছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
কল্লোল পথিক বলেছেন: জী ভাইয়া।সারাটা জীবন আমার কষ্টে কেটেছে ।তারই কিছু খন্ড চিত্র নিয়ে কবিতা লেখার প্রয়াস।
ধন্যবাদ প্রিয় সুহৃদ স্বজন প্রামানিক ভাই।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আবু শাকিল বলেছেন: খুব কষ্টের কবিতা পথিক দা
"ও নিরঞ্জন তুমি বল
এই জীবনে আমাকে আরও কতটা
কাঁদতে হবে।"
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
কল্লোল পথিক বলেছেন: আমি বাস্তব জীবনে এক দুঃখ বাদী মানুষ ভাই।
অসংখ্য ধন্যবাদ আবু শাকিল ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ ভাই
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২১
তানজির খান বলেছেন: হৃদয় স্পর্স করলো কবিতা। শুভকামনা রইল ভাই
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ তানজির খান ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: অামিও অাপনার মত দুঃখী! ভালো লাগা!
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
কল্লোল পথিক বলেছেন: প্রিয় স্বজন সাধু আমাদের দুঃখগুলোই হোক।
আমাদের চলার পথের পাথেয়।
অনেক অনেক ভাল থাকবেন প্রিয় ভাই বন্ধু স্বজন।
নিরন্তর মঙ্গলময় কামনা জানবেন।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতা জোড়ে কষ্ট মাখামাখি
সুন্দর লিখা
বেশ ভাল লেগেছে
শুভেচ্ছা জানবেন কবি
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
আমার কষ্ট মাখা কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন সুপ্রিয় স্বজন ভাই বন্ধু।অনেক ভাল থাকবেন।
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
মানুষকে প্রকৃতির নিয়ম মেনে নিতে হয়; মা-হারানোর ব্যথা কখনো লাঘব হয় না।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই সহানুভূতির জন্য।
যার মা নেই সে ছাড়া এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
জনম দাসী বলেছেন: প্লাস নয়, শ্রদ্ধার সহিত স্যালুট ভাই পথিক.........
''আমরা কি তাদের কাছে কিছু চেয়েছিলাম?''
''আমি কেঁদেছি একলা শুন্য ঘরে, মা বিনে''
''ত্রিশ বছর পার করেছি
শ্মশানের আগুনে পুড়ে, ধুকে ধুকে''
''বাবা বলেন খোকা আমি চলে যাবো
তুমি পড়ে রবে''
'এই জীবনে আমাকে আরও কতটা
কাঁদতে হবে''
কান্নার সাথেই কাঁদতে হল,
চোখের কান্না খানিক পড়ে বাস্প হয়ে যাবে উড়ে মেঘে
হৃদয়ের কান্না গুলোতে হায়; কে বা ভাগ বসাবে!!!
এইতো মানুষ জীবন, চলছে লাশের মতন
এ কান্না হা হা কারের পতন,কেউ জানেনা হবে কখন।
হবে পতন, হবে খতম, মানুষই যখন মানুষের পাশে দাঁড়াবে।
ভাল থাকুন, কান্না নয় কষ্ট করে হলেও মুখে হাসি টানুন,
এটাই মোদের সুখের অভিনয়ের জীবন;;;;;;;;;
ভাল থাকুন ভাই পথিক সব সময়, ভাল রাখুন।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
কল্লোল পথিক বলেছেন: বোন সালাম নিবেন ছেলে বেলায় মাকে হারিয়ে হাজার কষ্ট বুকে জমাট বেঁধেছিল.এই কবিতা টা লিখে কিছুটা কষ্ট লাঘব করার চেষ্টা করলাম।
অনিঃশেষ শুভ কামনা জানবেন প্রিয় স্বজন বড় বোন।
আল্লাহ আপনার মঙ্গল করুক।
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ দুঃখভাবের কবিতা, আপনার জীবনের সাথে জড়ানো কবিতা বলে আরো বিস্বাদময় হয়ে ফুটলো । মায়ের অভাব কোন কিছু দিয়েই পূরণীয় নয় । মৃত্যুকে মেনে নেয়া ছাড়া মানুষের হাতে আর কিছুই করার থাকে না ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন সহানুভূতি এবং সুন্দর মন্তব্যের জন্য।
যার মা নেই সে ছাড়া এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
জুন বলেছেন: কষ্টের কবিতায় +
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ জুন।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ!!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
গেম চেঞ্জার বলেছেন: আমার মন কোটরে একটা আলাদা দোল খেল। সে দোল আনন্দের নয়, সেটা মন খারাপের।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ গেম চেজ্ঞার ভাই
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
কষ্টের কবিতা । ভাষা সহজ , বোধগম্যতায় অনায়াস ।
মানুষকে এভাবেই তো কাঁদতে হয় চিরকাল !
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই
নিরন্তর শুভ কামনা জানবেন।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
বাকপ্রবাস বলেছেন: আপনার প্রতিটা কবিতা বিশাল এক চিত্রপট
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ "বাকপ্রবাস"
নিরন্তর শুভ কামনা জানবেন।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
অগ্নি কল্লোল বলেছেন: কবি
যত খুশি কাঁদো
কেঁদে ভাসিয়ে দাও বুক
চোখের জলে শান্তি আছে
অসীম তার সুখ।
কবিতা সেতো চমৎকার।
যেমন তুমি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ "অগ্নি কল্লোল"
নিরন্তর শুভ কামনা জানবেন।
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
অগ্নি কল্লোল বলেছেন: বিলকুল জনাব।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
কল্লোল পথিক বলেছেন: তথাস্তঃ
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
প্রামানিক বলেছেন: ১ম হইলাম। কবিতা ভাল লাগল। শুধু ভাল নয় খুব ভাল লাগল।