![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
যদি নির্বাসনে কাটাই বিরহী
কলংকিত জীবন
ফিরে না আসি আর
মরনের পরে দেখতে এসো আমার
প্রথম যৌবনের স্বজন।
আমার মরণ খবর যদি তোমার কাছে
আসে
সব অভিমান ভুলে গিয়ে
এসো বসিও ক্ষানিক আমার লাশের
পাশে।
যেদিন তুমি চলে গেছ আমায় ফেলে
দূরে
সেদিন থেকে
অনেক কেঁদেছি উদাস দুপুরে রাখালিয়া
সুরে।
সেই দুঃখে জীবন আমার কেটেছে
নির্বাসনে
তাই আমি পড়ে আছি
বান্ধবহীন দুঃসহ কলংকিত নিষিদ্ধ
জীবনে।
তবু তুমি শেষ কালে দেখতে এসো আমার
প্রথম ভালোবাসা
এই শেষ আমার অভিলাষ
দোহাই তোমার পূরন কর মোর
এতটুকু আশা।
লোকে বলবে কলংক ঢাকতে হয়েছে
আত্মঘাতী
কেউ না জানুক
তুমিতো জান আমার পর জনমের
সাথী।
সবাই যখন ক্ষোভের বশে দিবে তোমায়
অপবাদ
এই মেয়েটি ধোঁকা দিয়ে
আহাঃ ভালো ছেলেটার জীবন করেছে
বরবাদ।
ওগো তুমি তাদের কথায় করো না
খারাপ মন
ওরা কি জানে
এই গ্রহে তুমি ছিলে আমার কত
আপন জন।
ভালোবাসা না হোক সেটা
ছিল ছলনা
সেটাই বা কে দিয়েছি
এমন মধুর মরনের চেয়ে
বেশী যন্ত্রনা।
আমি মরেছি আমার শত অভিমান
বুকে নিয়ে
কেন তুমি কলংকিনী হবে
নিয়তি আমাদের আলাদা করেছে কি হবে তোমায়
অপবাদ দিয়ে।
আমার যত কষ্ট ছিলো আমারেই
থাক জমা
ওগো আমি মরনকালে
সব ভুলে তোমায় করলাম
ক্ষমা।
যেখানে থাক ভাল থেক
থেকে যেন সুখে
আমি অভাগা
আমার মত না কাটে যেন তোমার
জীবন দুঃখে।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন দিশেহারা রাজপুত্র।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: "থাকতে যদি না পাই দেখা, চাই না মরিলে" কথাটির বিপরীতে অবস্থান নিলেন?
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কল্লোল পথিক বলেছেন: কি করবো ভাই আর যে কোন পথ নেই।
ধন্যবাদ ভাল থাকবেন প্রিয় স্বজন সাধু।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লেগেছে ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ দুঃখের কবিতা ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
কল্লোল পথিক বলেছেন: "দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের"
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কথাকথিকেথিকথন।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: যদি নির্বাসনে কাটাই বিরহী
কলংকিত জীবন
ফিরে না আসি আর
মরনের পরে দেখতে এসো আমার
প্রথম যৌবনের স্বজন।
বেশ দুঃখের কবিতা ।
++++++++++++
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসা জীবনের অধ্যায় , আবার শিল্পওবলতে পার
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন দেবজ্যোতিকাজল।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর রিদম ||
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইমরাজ কবির মুন।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
প্রামানিক বলেছেন: কবির মনের দুঃখ বেদনা কবিতায় পুরোপুরি ফুটে উঠেছে। শুভ্চেছা রইল।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন কবি প্রামানিক ভাইয়া।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: সেদিন থেকে
অনেক কেঁদেছি উদাস দুপুরে রাখালিয়া
সুরে।
একাকীত্বের কষ্টকে ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই লাইনে । অনেক ভাল লেগেছে পুরো কবিতা । ভাল থাকবেন । এমন সুন্দর আরও চাই।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি রাবেয়া রাহীম।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
প্রবাসী দেশী বলেছেন: আমার মরণ খবর যদি তোমার কাছে
আসে
সব অভিমান ভুলে গিয়ে
এসো বসিও ক্ষানিক আমার লাশের
পাশে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রবাসী দেশী।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
মুমু পাখি বলেছেন: আপনার লেখার প্রশংসা করার মতো বোধ বা ভাষা আমার নেই। তাই ভাবি আপনি কোন দু:খে আমার একটি লেখার একটু আগে মন্তব্য করেছেন...মনে প্রশ্ন জাগে আমি কি লিখতে পারি ?
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
কল্লোল পথিক বলেছেন: একেক জনের লেখার স্টাইল একেক রকম ।অন্যের লেখার স্টাইল সবার ভাল লাগে
নিজের লেখা কারও ভাল লাগে না এবার বুঝতে পেরেছেন ।
ধন্যবাদ সুপ্রিয় মুমু পাখি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর ত্যাগের কবিতা,খুব ভাল লেগেছে।কবিকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
+